||ফটোগ্রাফি-বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার||

in আমার বাংলা ব্লগ2 years ago

pic14.jpeg

সবাই কেমন আছেন??

আমি@samhunnahar

আমি আপনাদের সাথে যুক্ত আছি বাংলাদেশ থেকে।


আশাকরি সকলেই ভালো আছেন?নিশ্চয়ই নতুন বছরের শুরুতেই সবাই নতুন করে পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছেন?আমিও মোটামুটি আছি নতুন বছরের শুরুতে কি করা যায় সেই চিন্তা ভাবনা নিয়ে। আমি আপনাদের সাথে আজকে নতুন একটি ব্লগ নিয়ে উপস্থিত হয়েছি।কিছু দিন আগে ঢাকায় গিয়েছিলাম পরিবারের সবাইকে নিয়ে ঘুরতে।সবাই কক্সবাজারে ঘুরতে আসে আর আমি কক্সবাজার থেকে ঢাকায় গেলাম ঘুরার জন্য হাহাহা।কিছু দিন আগে আমি আমার হাজব্যান্ড সহ দুই জনে মিলে আকাশ পথে ঢাকায় যাই একটা পরীক্ষা ছিল সেটা দেওয়ার জন্য।

তখন থেকেই আমার বড় মেয়ে আমাকে বলেছিল সেও নাকি প্লেনে করে ঢাকায় যাবে।তখন থেকে সেই চিন্তা ভাবনা করে বসে থাকছিলাম মেয়ের স্কুল বন্ধ হলে প্লেনে করে ঢাকায় যাব।কিন্তু প্লেনের টিকিট নিতে গিয়ে যা অবস্থা হল।কক্সবাজার টু ঢাকা টিকেট দাম হয়েছে ১২ হাজার টাকা করে।তাহলে চারজনের জন্য চলে আসবে দাম প্রায় ৪৮ হাজার টাকা।তো আমাদের জন্য এমাউন্ট টা একটু বেশি হয়ে যাচ্ছিল আরেকটু কম হলে হয়তো সম্ভব হত।তাই রাতে গাড়িতে করে ঢাকায় পৌঁছে যায়।পরে চিন্তা করছি আবার দাম কমলে সিলেটে যাব একেবারে।সেদিন ছিল যেহেতু ক্রিসমাস ডে সব সরকারি প্রতিষ্ঠান বন্ধ ছিল।

আমরা প্রথমে যাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার দর্শনের জন্য।সেখানে যেয়ে দেখি অনেক মানুষের ভিড় কিন্তু ছুটির দিন তাই টিকেট দেওয়া হচ্ছে না।তাই চলে যাচ্ছিলাম এমন সময় এক সাইডে দেখি জন প্রতি ২০০ টাকা করে টিকিট দিচ্ছে শুধুমাত্র বাইরের পরিবেশ টা দেখার জন্য।নিলাম টিকেট চারটা।আমাদের সাথে আরো এক পরিবার ছিল উনারা ও নিলেন চারটা টিকেট।ভিতরে যেয়ে দেখি বেশ সুন্দর লেগেছে।সেখানে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুর অনেক স্মৃতি জড়িয়ে আছে।ছুটির দিন যেহেতু প্রতিষ্ঠান বন্ধ তাই যতটুকু ওপেন ছিল তা দেখার প্রচেষ্টা।যা দেখেছি বেশ ভাল লেগেছে অনেক উন্নত মানের একটা দর্শনের জায়গা।আজ আমি সেই বঙ্গবন্ধু নভোথিয়েটার থেকে করা কিছু ফটোগ্রাফি আমি আপনাদের সাথে শেয়ার করব।আশা করি আমার আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে।

pic12.jpeg
ডিভাইস-Wiko-T3
স্থানঃবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার ।
ঢাকা-বাংলাদেশ।

pic13.jpeg
ডিভাইস-Wiko-T3
স্থানঃবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার ।
ঢাকা-বাংলাদেশ।

pic11.jpeg
ডিভাইস-Wiko-T3
স্থানঃবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার ।
ঢাকা-বাংলাদেশ।

pic8.jpeg
ডিভাইস-Wiko-T3
স্থানঃবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার ।
ঢাকা-বাংলাদেশ।

pic7.jpeg
ডিভাইস-Wiko-T3
স্থানঃবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার ।
ঢাকা-বাংলাদেশ।

pic6.jpeg
ডিভাইস-Wiko-T3
স্থানঃবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার ।
ঢাকা-বাংলাদেশ।

pic9.jpeg
ডিভাইস-Wiko-T3
স্থানঃবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার ।
ঢাকা-বাংলাদেশ।

pic4.jpeg
ডিভাইস-Wiko-T3
স্থানঃবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার ।
ঢাকা-বাংলাদেশ।

pic5.jpeg
ডিভাইস-Wiko-T3
স্থানঃবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার ।
ঢাকা-বাংলাদেশ।

pic3.jpeg
ডিভাইস-Wiko-T3
স্থানঃবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার ।
ঢাকা-বাংলাদেশ।

pic2.jpeg
ডিভাইস-Wiko-T3
স্থানঃবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার ।
ঢাকা-বাংলাদেশ।

pic10.jpeg
ডিভাইস-Wiko-T3
স্থানঃবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার ।
ঢাকা-বাংলাদেশ।

pic.jpeg
ডিভাইস-Wiko-T3
স্থানঃবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার ।
ঢাকা-বাংলাদেশ।


24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1Eh2qs4cCyucf3FD7ahStNw2cTHPk2QiaQacbQjJNEWnuhyjY1PXfUUMr27ifyD15nkQhFHksgx6bm9BxYLdCkQDMy8JhQrktZHYy6njdzRU4bQ9b1d2xjCdoVzCDDY85pLPq2s7FhKBwPjpuHdozHaReDxEaFH2aYse13zaqogf9utVshuSban6ex1saRA.png

আশ করি আপনাদের সকলের ভাল লেগেছে আমার আজকের ফটোগ্রাফি গুলো।সময় দিয়ে দেখার জন্য ধন্যবাদ সবাইকে।


স্থান-বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার


24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1ErUogEiSdZAWauW2HBq1zWnaXTkFLcSDf1FNjZSG74aKLZVGvRiXgXAoHNcwd2pCdbdU4UBDUSCpWCCEVSxQb1dLcZJjZwnHQ7cKET7dP2WdCG8XqX6kAVShvxwj4ADcqXM5SRVok8jcf6QUdnKuHYGEBSfAT19oFbhrhr1248EYdHUHm3UH5XWQxGVuZ7.png


APJuWYdNufXfexVJdadzh84ubwxgJmQjFLw8A4brEnLhiN3hK5unENyHMhQzKqrVMegcPNVB19GB3ww1fqD6hmAXJ84TP8g8komtaH6PwGY4qLr9xmZ7c86Ji8SC8DHe4BCf25XqGMPXA2nLhARG1mMDqxEiyT2jrzVshRUi2cq3cHPD66Eymo7i2NwAjuLx9CE9MSpWCU4Y74qfmhAjFFHixiQ4.png

WhatsApp Image 2022-11-20 at 9.12.56 PM.jpeg

আমি সামশুন নাহার হিরা।আমার ইউজার আইডি@samhunnahar।আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে।
আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি।ভ্রমণ আমার প্রিয় একটি নেশা।
আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত।তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

standard_Discord_Zip.gif

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1Ehur2Z3EsVgTD2AcTmkokXePYxgzpSqwnBNBj3ZteFgQGBvoV1Gau6PdZ2iRjGoCbkshRWuRQSfGSpuzhGGAeLA4Vf5U1Hc8iJwwxD89QHRxVn1je1P4CmpDJ3i8T6K3VVLivshpofZcmEc1F66yhadmSAKB5S67TB9CT5ts8F67pFjTnJQ9RnA2Qqq1Qc1.gif

Sort:  
Loading...
 2 years ago 

আপু আমাদের ঢাকা শহরের ইট পাথরের ভিতরে থাকতে থাকতে অবস্থা খারাপ হয়ে যায়। তারজন্য খোলামেলা পরিবেশ আর সমুদ্র সৈকতের সৌন্দর্য দেখার জন্য আমরা ছুটে যাই কক্সবাজার। আমাদের কাছে এই সৌন্দর্য উপভোগ করতে অনেক ভালো লাগে কিন্তু আপনারা সবসময় দেখেন বলে আপনাদের কাছে ভালো লাগে না। আমারও ইচ্ছে আছে আকাশ পথে একবার কক্সবাজার যাব। যাই হোক নভোথিয়েটারের ভিতরে কখনো যাওয়া হয়নি। তবে এর বাহিরে অনেক ঘুরাঘুরি করেছি আমার কাছে সেখানের দৃশ্য দেখতে অনেক ভালো লাগে। ধন্যবাদ আপনাদের সুন্দর মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

চলে আসেন আপু অনেক মজার হয় কক্সবাজারে আসতে আকাশ পথে।

 2 years ago 

আসলে নতুন বছরে পরিকল্পনা তো অনেক ৷ তবে পূর্ণ কতটুকু পূর্নতা পাবে সেটাই ভাবছি ৷
যা হোক পরিবারের সকলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারে কাটানো প্রতিটি মূহুর্ত দূদান্ত ছিল ৷ আর ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো ৷
ধন্যবাদ আপু সুন্দর একটি মূহুর্ত তুলে ধরার জন্য ৷

 2 years ago 

তবে নতুন বছরে আপনার পরিকল্পনা যেন পূর্ণতা পায় সেই কামনা করি ধন্যবাদ।

 2 years ago 

ফ্যামিলি নিয়ে এভাবে ঘুরে বেড়াতে খুবই ভালো লাগে। আপনি খুব সুন্দর একটি মুহূর্ত কাটিয়েছেন মেয়েদেরকে নিয়ে। অবাক হলাম আগে ৫ হাজার ছিল চট্টগ্রাম টু ঢাকা। যাহোক বঙ্গবন্ধুর নভোথিয়েটার এ ঢোকার টিকিট ২০০ টাকা শুনে অবাক হয়ে গেলাম। বেশি নিয়েছে টিকেট। তবে ভেতরটা কিন্তু বেশ সুন্দর , বঙ্গবন্ধুর আসলে অনেক স্মৃতি জড়িয়ে আছে এগুলোতে।

 2 years ago 

ইদানিং যা অবস্থা আসলে অবাক হওয়ার মত টিকিটের দাম এত বেশি নিচ্ছে সত্যি শুনে আমি একদম অবাক হয়ে গেছিলাম।

 2 years ago 

আপনার মেয়ে প্লেনে উঠতে চেয়েও পারেনি অতিরিক্ত ভাড়ার জন্য। আমাদের দেশের এই অনিয়ম ভাল লাগে না। লম্বা ছুটি পড়লেই সব ভাড়া বেড়ে যাওয়া খুবই খারাপ বেপার। আপনি বঙ্গবন্ধু নভোথিয়েটার এ খুব সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন। খুব ভাল লেগেছে আপনার তোলা ছবিগুলো। ধন্যবাদ আপু।

 2 years ago 

ঠিক বলছেন ভাইয়া বছরের বিশেষ কোন দিনে সবার যাতায়াত যখন বেড়ে যায় বারা তখন দুই গুণ নিয়ে ফেলে একদম খারাপ অবস্থা।

 2 years ago 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারে খুব সুন্দর মুহূর্ত উপভোগ করেছেন। আমি কয়দিন আগে ঘুরতে গিয়েছি। নভোথিয়েটারে চারদিকের পরিবেশ খুবই সুন্দর। আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনার ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর ছিলো। তবে আপনি মেয়ের কথা শুনে খারাপ লাগলো। নিশ্চয় ভবিষ্যতে তার মনের আশা পূর্ণ হবে। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আশা করি কিছুদিন পরে বদাম একটু কমে যাবে তখন সবাই মিলে সিলেটে যাব।

 2 years ago 

আমাদের দেশের এই এক সমস্যা চাহিদা একটু বাড়লেই দাম বাড়িয়ে দেওয়া হয়।এই অসাধু লোকগুলোর জন্য ভাগ্নীর ইচ্ছাপূর্ণ হল না। নভোথিয়েটার এর আসল জিনিস দেখা হল না আপনাদের এতে আফসোস হচ্ছে।ভাগ্নীরা নতুন কিছু দেখতে ও শিখতে পেত ও মহাকাশ সম্পর্কে জানতে পারত।যাই হোক তারপরেও দারুন সময় কাটিয়েছেন পরিবার নিয়ে।সেই সুন্দর মুহুর্ত গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

গত বছর গিয়েছিলাম ঢাকায় দুজন মিলে নয় হাজার টাকায় সেই ৯০০০ টাকা থেকে একজনের পিছনে এখন বারো হাজার টাকা করে নিচ্ছে দেখেন কি পরিমাণে বাড়াই ফেলছে।

 2 years ago 

আপনিতো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার ভালোই সময় কাটিয়েছেন। আমি কখনো এই জায়গাতে যাইনি। তবে আপনার ফটোগ্রাফি দেখে আমার যাওয়ার খুব ইচ্ছে জাগতেছে। অনেক সময় কোথাও যেতে হলে টাকার এমনটা অনেক বড় হয়ে যায়। আপনি চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য। এবং অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

আজকাল কোথাও যাওয়ার মত অবস্থা নেই আপু সব কিছুর দাম অনেক বেশি।

এইটুকু ডিসটেন্স এর জন্য প্লেনের টিকিটের দাম তো দেখছি অনেক বেশি। ১০ হাজার টাকা হলে তো আমি প্লেনে করে কলকাতা থেকে রাজস্থান গিয়ে আবার ফিরে চলে আসতে পারবো।🤭 ইনফ্যাক্ট শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার এ ঢোকার টিকিটের দামও বেশি মনে হলো আমার কাছে।যাইহোক ফটোগ্রাফি গুলো বেশ সুন্দর ছিল এবং নতুন কিছু দেখতে পেলাম।

 2 years ago 

বাংলাদেশের সব কিছুর দাম বাড়া ইদানিং কোথাও যাওয়ার মত তেমন পরিবেশ দেখা যাচ্ছে না।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 76571.01
ETH 3026.93
USDT 1.00
SBD 2.61