একগুচ্ছ প্রেমের অনু কবিতা- Writing by @samhunnahar.

in আমার বাংলা ব্লগ10 months ago

সবাইকে শুভ বিকেল!

প্রিয় বন্ধুরা আসসালামুআলাইকুম সবাই কেমন আছেন? আশা করি সকলেই নিজ নিজ কর্মব্যস্ততায় ব্যস্ত আছেন। তবে সবার সময় ভালো কাটুক এই প্রত্যাশা করি। সবাই সুস্থ থাকুন পরিবার পরিজনকে নিয়ে দিন গুলো হয়ে উঠুক আনন্দময় সে কামনা করি। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ সৃষ্টিকর্তার অসীম রহমতে সুস্থ আছি আপনাদের সকলের দোয়ায়। তো বন্ধুরা বরাবরের মত আজকেও নতুন একটি ব্লগ নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য।

Add a heading (2).jpg

আপনারা তো সবাই জানেন এবিবি ফানের উদ্যোগে সবাই অনেক সুন্দর সুন্দর অনু কবিতা লেখেন। এবং মাঝে মাঝে আমিও সময় সুযোগ হলে অনু কবিতা গুলো লিখি এবিবি ফানে। তো বেশ ভালো লাগে অনু কবিতা লিখতে। ক্ষুদ্র ক্ষুদ্র কবিতা গুলো পড়তে বেশ ভালই লাগে। সবার পোস্টে দেখি সুন্দর সুন্দর অনু কবিতা লিখেন। কবিতা গুলো অসাধারণ হয় পড়তে। আমারও বেশ উৎসাহ এবং অনুপ্রেরণা জাগে এই অনুকবিতা গুলো লেখতে। তাছাড়া আমাদের প্রিয় দাদা @rme দাদার লেখা অনুকবিতা গুলো বেশ ভালোই লাগে। তো সেই অনুপ্রেরণা থেকে আমিও চেষ্টা করি অনু কবিতা লিখতে। আজকে আবার ও অনু কবিতা লিখেছি যা আপনাদের সাথে শেয়ার করার জন্য হাজির হয়েছি।

আশা করি আপনাদের কাছে আমার কবিতা গুলো পড়ে বেশ ভালো লাগবে। তবে কবিতা তো প্রতি সপ্তাহে একটা করে লিখার চেষ্টা করি। আজকেও ভাবলাম একগুচ্ছ অনু কবিতা লিখি যা আমার ভালো লাগা থেকে আমার অনুভূতি থেকেই লিখেছি। আশা করি আমার একগুচ্ছ অনু কবিতা আপনাদের সকলের আনন্দ দেবে।


তাহলে বন্ধুরা শুরু করা যাক অনু কবিতা গুলো কেমন হলো পড়ে আসি—


💖"একগুচ্ছ অনু কবিতা"💖


(১)
এখন আকাশ মেঘলা
আমাকে একা রেখে যেয়না তুমি একলা,
আমার হাতে রাখো হাত তোমার,
এই বাদল দিনের সঙ্গী হও তুমি আমার
রাত দুপুর সারাবেলা।

(২)
শীত তোমাকে জানাই আগমনের শুভেচ্ছা
তুমি আমার হৃদয়ের পরশ মাখা ভালবাসা,
তোমার রঙ্গে রাঙ্গাবো আমার মন
তুমি আমার শীতল ছোঁয়ার আলিঙ্গন।

(৩)
তুমি আমার কাছে কোয়াশা ঢাকা রোদ
তুমি আমার শীতের পরে উষ্ণ রোদের ছোঁয়া,
তুমি আমার সাঁজ সকালে কোয়াশার ধোঁয়া
তুমি আমার উড়ন্ত ধূলার ধূলি
তুমি আমার শীতের দিনের শীতল গোধুলী।

(৪)
ভালবাসতে চাইলে ভালবাসো উষ্ণ রোদের মত
যে রোদে উষ্ণ করে শরীর
শীতের দিনে রোদ তো ভালবাসার প্রতীক
তেমনি তুমি থাকবে আমার কাছে শীতের দিনের
মিষ্টি রোদের মত ভালবাসা হৃদয়ে মেখে।

(৫)
তুমি আমার হৃদয়ের নীল কাব্য
তুমি আমার না বলা শত পুঁতি গাঁথা মালা।
তুমি আমার হৃদয়ে ভালবাসার সংগ্রহশালা
তুমি আমার জীবনে বেঁচে থাকার পথচলা।

qara-xett.png

সমাপ্তি-@samhunnahar


আশা করি আপনাদের সকলের কাছে আমার অনু কবিতা গুলো পড়েই ভালো লেগেছে। তো বন্ধুরা আমার একগুচ্ছ অনু কবিতা পড়ে কেমন লাগলো কমেন্টে জানালে অনেক বেশি ভালো লাগবে। আজ এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন।


লেখার উৎসনিজের অনুভূতি থেকে
ইমেজ সোর্সকেনভা দিয়ে তৈরি
অবস্থানকক্সবাজার, বাংলাদেশ
রাইটিং ক্রিয়েটিভিটি@samhunnahar
ক্যাটাগরিএকগুচ্ছ অনু কবিতা


আমার পরিচয়


hira.jpeg

আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার প্রিয় একটি নেশা। আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

Steem_Pro.png

💖ধন্যবাদ সবাইকে💖

Sort:  
 10 months ago 

ঠিক বলেছেন আপু এবিবি ফানের উদ্যোগে সবাই খুব সুন্দর সুন্দর অনু কবিতা লিখেন। এর আগেও আপনার অনেক অনু কবিতা পড়েছি। ছোট ছোট ছন্দে লেখা এই কবিতা গুলো পড়তে অনেক ভালো লাগে। আপনি আজ খুব সুন্দর ভাবে একগুচ্ছ প্রেমের কবিতা লিখেছেন। আপনার কবিতা পড়ে অনেক ভালো লেগেছে। প্রতিটা ছন্দ খুব সুন্দর ভাবে মিলিয়েছেন। ধন্যবাদ এত সুন্দর কবিতা শেয়ার করার জন্য।

 10 months ago 

প্রতিনিয়ত আমার শেয়ার করা কবিতা গুলো পড়েন। এত বেশি উৎসাহ দেন আমার শেয়ার করা কবিতা গুলো পড়ে অনেক ভালো লাগে।

 10 months ago 

অনু কবিতাগুলো পড়তে বেশ ভালো লাগে। ছোট ছোট কবিতা ছন্দে সাজানো। পড়তে খুবই ভালো লাগে। আপনার আজকের প্রত্যেকটি কবিতা অসাধারণ হয়েছে। প্রকৃতির এই সময়ের সাথে মিলিয়ে কবিতাগুলো সাজিয়েছেন। শেষের কবিতা টিও বেশ ভালো লেগেছে। ধন্যবাদ আপু এত সুন্দর অনু কবিতাগুলো শেয়ার করার জন্য।

 10 months ago 

আপনাকে অনেক ধন্যবাদ আমার লেখা কবিতা গুলো পড়ে ভালো লাগার জন্য।

 10 months ago 

ছোট ছোট অনু কবিতা গুলো পড়তে আমার কাছে ভীষণ ভালো লাগে। আজকে আপনি পাঁচটি অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে খুবই খুশি হলাম। এই ধরনের প্রেমের ছন্দ পড়লে কেমন যেন একটা অনুভূতি জাগ্রত হয়। অনেক ধন্যবাদ আপু এত সুন্দর সুন্দর কবিতা গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 10 months ago 

ধন্যবাদ আপু সব সময় এভাবে উৎসাহ দিয়ে যাবেন এবং সহযোগিতা করে যাবেন ভাল লাগলো।

 10 months ago 

আপু আপনার অনু কবিতা পড়ে অনেক ভালো লাগলো। সত্যি আপু ছোট ছোট কবিতা গুলো ছন্দে ছন্দে সাজিয়ে অনেক সুন্দর করে দেখিয়েছেন। আসলে আমার বাংলা ব্লগের বন্ধুরা সবাই অনেক ভালো ভালো কবিতা লিখেন। ধন্যবাদ আপু সুন্দর সুন্দর কিছু অনুকবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 10 months ago 

আপনার এত সুন্দর উৎসাহ পেয়ে অনেক ভাল লাগলো আপু ধন্যবাদ।

 10 months ago 

আপনার অনুকবিতা এর আগেও পড়েছি, অসাধারণভাবে ফুটিয়ে তুলেন মনের ভাব! আজকের অনুকবিতাগুলোও ভালো ছিল।

তুমি আমার শীতের পরে উষ্ণ রোদের ছোঁয়া,
তুমি আমার সাঁজ সকালে কোয়াশার ধোঁয়া
তুমি আমার উড়ন্ত ধূলার ধূলি
তুমি আমার শীতের দিনের শীতল গোধুলী।

এ লাইনগুলো আমার কাছে বেশি ভালো লেগেছে 😍

 10 months ago 

যেহেতু লাইন গুলো ভাল লাগলো বেশ তো তাহলে খুশি হলাম।

 10 months ago 

অনেকগুলো সুন্দর সুন্দর অনু কবিতা নিয়ে আজকে আপনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আপু। আপনার এই অনু কবিতাগুলো প্রত্যেকটা আমার কাছে বেশ ভালো লেগেছে। শীতকে অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন এটাও কিন্তু দারুণ কথা, যেহেতু সামনের শীত আসছে।

 10 months ago 

অনেক ভাল লাগলো ভাইয়া আমার শেয়ার করা কবিতা গুলো সব সময় পড়েন।

 10 months ago 

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 54610.81
ETH 2293.78
USDT 1.00
SBD 2.35