অনুভূতির কবিতা||💖"খোলা জানালা"💖|| @samhunnahar

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আমার বাংলা ব্লগ পরিবারের

সকল বন্ধুরা কেমন আছেন?

Add a heading (2).jpg


আমি সামশুন নাহার হিরা @samhunnahar। বাংলা ভাষায় ব্লগিং প্রিয় বন্ধুরা এই গরমের দিনে পড়ন্ত বিকেলে আশা করি সবাই ক্লান্ত? নিশ্চয় ভাল তো আছেন? আমিও আপনাদের দোয়ায় ভাল আছি। প্রতিদিনের মত আজ ও নতুন একটি ব্লগ শেয়ার করার জন্য উপস্থিত হয়েছি। @amarbanglablog বন্ধুরা তাই আমি আজ নতুন একটি ব্লগ শেয়ার করার জন্য আপনাদের সাথে যুক্ত হয়েছি। আজ আমি যে ব্লগিং আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে কবিতা। প্রতি সপ্তায় একটি করে কবিতা লেখার চেষ্টা করি। আসলে সব কিছু এত সহজ না। যেকোন ধরনের কাজ করতে সাজিয়ে গুছিয়ে একটু সময় এবং ধৈর্যের ব্যাপার। কবিতা লিখতে ও অনেক ভাবতে হয় এবং সময় দিয়ে লিখতে হয়। সকাল থেকে ভাবছি আজ কবিতা লিখতে বসবো। তাই কি কবিতা লিখবো ভাবতে ভাবতে চিন্তা করলাম আজ "খোলা জানালা" নিয়ে একটা কবিতা লিখি। সেই চিন্তা ভাবনা থেকে আমার আজকের এই কবিতা লেখা।

কবিতার মূল বিষয়বস্তু-
আজকে অনেক সুন্দর একটি কবিতা লিখেছি আপনাদের উদ্দেশ্যে। কবিতাটি মূলত গ্রীষ্মের প্রকর তাপে যখন দকিনা বাতাস গায়ে লাগার জন্য জানালাটা খোলা হয় সেই জানালা থেকে অনেক সুন্দর মৃদু বাতাস আসে গায়ে দুলা দেয়। এমন সুন্দর মৃদু হাওয়ার ছন্দে প্রিয়জনের কথা মনে পড়ে যায়। যখন দুজনে মিলে অনেক সুন্দর একটি সময় পার করেছিল সেই প্রেমের সময় ভালোবাসার সময়। হঠাৎ এক কালবৈশাখী ঝড়ো হাওয়ায় দুজনের জীবনকে দুই প্রান্তে নিয়ে যায়। শুরু হয় দুজনের মধ্যে ভুল বুঝাবুঝির মুহূর্ত। কিন্তু প্রিয়জনকে কি এত সহজে ভুলা যায়। যখন গ্রীষ্মের প্রখর তাপে গায়ে একটু মৃদু হাওয়া লাগানোর জন্য জানালাটা খোলা হয় তখন সেই পুরনো স্মৃতি গুলো মনে এসে নাড়া দেয়। সেই মুহূর্তের স্মৃতি নিয়ে সুন্দর একটি কবিতা লিখে নিলাম আমি আজকে। কবিতাটিতে দুই জন প্রেমিকের সেই হারানো দিনের অনুভূতি গুলো তুলে ধরা চেষ্টা করেছি। ফিরে আসার আকুতি জানাচ্ছে প্রিয়জনকে আবার। আশা করি আমার আজকের অনুভূতি মূলক কবিতাটি আপনাদের ভালো লাগবে।

চলুন তাহলে আমার কবিতাটি শুরু করা যাকঃ-


💖"খোলা জানালা"💖


খোলা জানালার পাশে আমি বসে
আছি তোমার প্রতীক্ষায় শুধু পথ চেয়ে।

খোলা জানালা দক্ষিনের বাতাস
ঢেকে যায় পর্দার আড়ালে,
তখন তুমি এসেই হেসে
বলে দাও, আমি আছি তোমার পাশে।

খোলা জানালায় দাঁড়িয়ে আমি ভাবছি
রাতের আঁধারে তুমি কি আসবে?
দেখব তোমার জোসনা স্নাত মুখ
গায়ে আমার লাগবে সেই বসন্তের সুখ।

আমি জানালাটা খোলা রাখবো
তুমি এসো দকিনা মলয় হয়ে,
এসো তুমি চৈত্রের দগ্ধ শরীরে
শীতল ছোঁয়ায় মুখে হাসি ফোটাতে।

খোলা জানালার পাশে দাঁড়িয়ে
এখনো ভাবছি তুমি কি আসবে ফিরে?
আমার এই মনের আঙিনা
রাঙ্গিয়ে দেবে তোমার শীতল ছোঁয়ায়
মুছে দেবে আমার শত দুঃখ বেদনা।

কখনো ভাবিনি তুমি এভাবে
চলে যাবে আমাকে কাঁদিয়ে,
তবে তুমি চাইলে পারো আবারো
আমার মনের আঙ্গিনা দিতে রাঙিয়ে।

আমি জানালাটা খোলা রাখবো
তুমি ফিরে এসো নিরব অন্ধকারে
হাতছানি দিয়ে।

তুমি ফিরে এসো!
বিষন্ন হৃদয়ে সুখের পরশ দিতে।

আমি জানালাটা খোলা রাখবো
তুমি এসো বর্ষার শ্রাবণ ধারা হয়ে,
তুমি এসো ষড়ঋতুর
ষড় রূপে আবর্তিত হয়ে।

এসো ফিরে তুমি এই শূন্য ঘরে
আলোয় আলোকিত হয়ে।
আমি জানালাটা খোলা রাখবো!

সমাপ্তি-@samhunnahar

qara-xett.png

আজ এখানে আমার লেখা সমাপ্তি করছি। আশা করি আমার আজকের কবিতা সকলের ভাল লেগেছে।


24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1ErQjV81WrS7JqZTWQdBGha46B6ouHda5Uef2pPD592KM6WQ5DPtmJAFbRpCJxBV1deubp3jTX5M8sF2eMPzpt7ToKs7xvshYmvG2N9uBGen8JJSxhXd6cj7tosB3JWqedqnSVHWyMFLQizB7ouZeu28paqWxpHmLGq5FJ23YStCWcEHwtnsfm6gSWK8GH8.gif


আমার পরিচয়


hira.jpeg

আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার প্রিয় একটি নেশা। আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

Banner2.png

Sort:  
 2 years ago 

বাহ খুব সুন্দর কবিতা লিখেছেন। কবিতার প্রতিটা লাইন পড়ে অনেক ভালো লেগেছে। কবিতার নামের সাথে মিলিয়ে লাইনগুলো খুব সুন্দর ভাবে মিলিয়েছেন। আপনার কবিতার মধ্যে দুই জন প্রেমিকের সেই হারানো দিনের অনুভূতি গুলো খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। ধন্যবাদ এত সুন্দর কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু অনেক ভালো লেগেছে আপনার অনুপ্রেরণা পেয়ে এভাবে সব সময় সহযোগিতা করবেন।

 2 years ago 

খুব সুন্দর একটি কবিতা লিখে শেয়ার করেছেন। কবিতা পড়ে আমার ভালো লেগেছে। কবিতার কথাগুলো সুন্দরভাবে গুছিয়ে লিখেছেন। খোলা জানালা নামটি আমার পছন্দ হয়েছে এবং কবিতার সাথে সামঞ্জস্য আছে। ধন্যবাদ আপু।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আমার কবিতাটি আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম।

 2 years ago 

ওয়াও অসাধারণ আপনি অনেক চমৎকার একটি কবিতা লিখেছেন। কবিতার নামটিও বেশ চমৎকার খোলা জানালা। গ্রীষ্মের গরম হাওয়া নিয়ে খোলা জানালা প্রেমিকের কথা মনে পড়ে নিয়ে অনেক সুন্দর কবিতা লিখেছেন। তবে আপনার কবিতার মধ্যে ভালোবাসা ফুটিয়ে তুলেছেন। অসম্ভব ভালো লাগলো কবিতাটি। অনেক সুন্দর করে কবিতাটি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আসলে তো ভাইয়া খোলা জানালার দাঁড়ালেঅনেক কিছু স্মৃতিতে ভেসে আসছে যা বাস্তব জীবনের গল্প থেকেই বলা যায় যদিও কাল্পনিক না বলি।

 2 years ago 

আচ্ছা আপু আমরা সবাই চাই আমাদের ভালোবাসার মানুষটা আমাদের জীবনে ফিরে আসুক তাই না? তবে আমার কেন যেন মনে হয় , যে চলে গিয়েছে সে একেবারেই চলে যাক। ফিরে আসার কোন প্রয়োজন নেই। এই পৃথিবীতে কেউ কখনো কারো জন্য থেমে থাকে না। হিহিহিহি,, অনেকটা মনের জ্বালা থেকেই কথাগুলো বলে ফেললাম। বেশ চমৎকার একটা কবিতা উপহার দিয়েছিল। অনেক ভালো লেগেছে।

কিন্তু প্রিজনকে কি এত সহজে ভুলা যায়।

জায়গাটায় প্রিয়জন করে দেবেন কেমন 😊😊। না হলে দূর থেকে আর ফিরে আসবে না।

 2 years ago 

ঠিক বলছেন ভাইয়া মনের রাগেই তো বলছেন কিন্তু সত্যিকারের মন থেকে বলবেন যে ফিরে আসুক হা হা হা। আসলে ভুল গুলো যে কোথায় থেকে গলে যায় বুঝতেও পারি না। ভাইয়া ঠিক করে দিয়েছি আপনাকে অনেক ধন্যবাদ আমার মিসটেক টা ধরে দেওয়ার জন্য।

 2 years ago 

গ্রীস্মের এই তাপদহ এবং প্রচন্ড গরমের মধ্যে দক্ষিণা বাতাস শরীরের লাগানোর অনুভূতিটা সত্যি অসাধারণ লাগে। অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন আপনি। আপনার কবিতাটি পড়ে আমার খুবই ভালো লেগেছে।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া গ্রীষ্মের তাপদাহে প্রাকৃতিক বাতাস গুলো গায়ে লাগানোর অনুভূতিটা অন্য ধরনের। সেই সাথে পুরনো স্মৃতিগুলো মনে করার অনুভূতিটাও দারুণ হয়।

 2 years ago 

খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন আপু। আপনার কবিতাগুলো পড়ে খুবই ভাললাগে। আজকের কবিতাটি আমার পড়ে অনেক বেশি ভালো লেগেছে।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আমার কবিতাটি পড়ে খুব সুন্দর অনুপ্রেরণা মূলক মন্তব্য করার জন্য।

 2 years ago 
 2 years ago 

অনুভূতির এই কবিতা গুলো সত্যিই অসাধারণ ।ভালবাসার আবেগগুলো এই কবিতার লাইনের মাধ্যমে খুব সুন্দর ভাবে প্রকাশ করা যায় । অনেক বড় ঘটনাকে ছোট্ট কয়েকটি লাইনের মাধ্যমে বলে দেয়া সম্ভব এই কবিতার মাধ্যমে। ভালোবাসা শুধু মৃদু সুন্দর হাওয়ার মত হয় না, সেটা কালবৈশাখী ঝড়ের মতো প্রবল ধ্বংসাত্মকও হয়। ভুল বোঝাবুঝি চলে, অভিমান চলে সবকিছু মিলেই এই ভালোবাসা।

 2 years ago 

ঠিক বলছেন ভাইয়া খুব সুন্দর আবেগ দিয়ে কবিতা গুলো লেখা যায়। অনুভূতিগুলো কবিতার মাধ্যমে প্রকাশ করা সম্ভব হয়।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.17
JST 0.031
BTC 89142.81
ETH 3374.76
USDT 1.00
SBD 3.04