অনুভূতির কবিতা||💖"খোলা জানালা"💖|| @samhunnahar
আমার বাংলা ব্লগ পরিবারের
খোলা জানালার পাশে আমি বসে
আছি তোমার প্রতীক্ষায় শুধু পথ চেয়ে।
খোলা জানালা দক্ষিনের বাতাস
ঢেকে যায় পর্দার আড়ালে,
তখন তুমি এসেই হেসে
বলে দাও, আমি আছি তোমার পাশে।
খোলা জানালায় দাঁড়িয়ে আমি ভাবছি
রাতের আঁধারে তুমি কি আসবে?
দেখব তোমার জোসনা স্নাত মুখ
গায়ে আমার লাগবে সেই বসন্তের সুখ।
আমি জানালাটা খোলা রাখবো
তুমি এসো দকিনা মলয় হয়ে,
এসো তুমি চৈত্রের দগ্ধ শরীরে
শীতল ছোঁয়ায় মুখে হাসি ফোটাতে।
খোলা জানালার পাশে দাঁড়িয়ে
এখনো ভাবছি তুমি কি আসবে ফিরে?
আমার এই মনের আঙিনা
রাঙ্গিয়ে দেবে তোমার শীতল ছোঁয়ায়
মুছে দেবে আমার শত দুঃখ বেদনা।
কখনো ভাবিনি তুমি এভাবে
চলে যাবে আমাকে কাঁদিয়ে,
তবে তুমি চাইলে পারো আবারো
আমার মনের আঙ্গিনা দিতে রাঙিয়ে।
আমি জানালাটা খোলা রাখবো
তুমি ফিরে এসো নিরব অন্ধকারে
হাতছানি দিয়ে।
তুমি ফিরে এসো!
বিষন্ন হৃদয়ে সুখের পরশ দিতে।
আমি জানালাটা খোলা রাখবো
তুমি এসো বর্ষার শ্রাবণ ধারা হয়ে,
তুমি এসো ষড়ঋতুর
ষড় রূপে আবর্তিত হয়ে।
এসো ফিরে তুমি এই শূন্য ঘরে
আলোয় আলোকিত হয়ে।
আমি জানালাটা খোলা রাখবো!
সমাপ্তি-@samhunnahar
আজ এখানে আমার লেখা সমাপ্তি করছি। আশা করি আমার আজকের কবিতা সকলের ভাল লেগেছে।
আমার পরিচয়
আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার প্রিয় একটি নেশা। আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।
https://steemit.com/hive-129948/@samhunnahar/2533nb-or-or-or-or-samhunnahar
বাহ খুব সুন্দর কবিতা লিখেছেন। কবিতার প্রতিটা লাইন পড়ে অনেক ভালো লেগেছে। কবিতার নামের সাথে মিলিয়ে লাইনগুলো খুব সুন্দর ভাবে মিলিয়েছেন। আপনার কবিতার মধ্যে দুই জন প্রেমিকের সেই হারানো দিনের অনুভূতি গুলো খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। ধন্যবাদ এত সুন্দর কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।
অনেক ধন্যবাদ আপু অনেক ভালো লেগেছে আপনার অনুপ্রেরণা পেয়ে এভাবে সব সময় সহযোগিতা করবেন।
খুব সুন্দর একটি কবিতা লিখে শেয়ার করেছেন। কবিতা পড়ে আমার ভালো লেগেছে। কবিতার কথাগুলো সুন্দরভাবে গুছিয়ে লিখেছেন। খোলা জানালা নামটি আমার পছন্দ হয়েছে এবং কবিতার সাথে সামঞ্জস্য আছে। ধন্যবাদ আপু।
অনেক ধন্যবাদ ভাইয়া আমার কবিতাটি আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম।
ওয়াও অসাধারণ আপনি অনেক চমৎকার একটি কবিতা লিখেছেন। কবিতার নামটিও বেশ চমৎকার খোলা জানালা। গ্রীষ্মের গরম হাওয়া নিয়ে খোলা জানালা প্রেমিকের কথা মনে পড়ে নিয়ে অনেক সুন্দর কবিতা লিখেছেন। তবে আপনার কবিতার মধ্যে ভালোবাসা ফুটিয়ে তুলেছেন। অসম্ভব ভালো লাগলো কবিতাটি। অনেক সুন্দর করে কবিতাটি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আসলে তো ভাইয়া খোলা জানালার দাঁড়ালেঅনেক কিছু স্মৃতিতে ভেসে আসছে যা বাস্তব জীবনের গল্প থেকেই বলা যায় যদিও কাল্পনিক না বলি।
আচ্ছা আপু আমরা সবাই চাই আমাদের ভালোবাসার মানুষটা আমাদের জীবনে ফিরে আসুক তাই না? তবে আমার কেন যেন মনে হয় , যে চলে গিয়েছে সে একেবারেই চলে যাক। ফিরে আসার কোন প্রয়োজন নেই। এই পৃথিবীতে কেউ কখনো কারো জন্য থেমে থাকে না। হিহিহিহি,, অনেকটা মনের জ্বালা থেকেই কথাগুলো বলে ফেললাম। বেশ চমৎকার একটা কবিতা উপহার দিয়েছিল। অনেক ভালো লেগেছে।
জায়গাটায় প্রিয়জন করে দেবেন কেমন 😊😊। না হলে দূর থেকে আর ফিরে আসবে না।
ঠিক বলছেন ভাইয়া মনের রাগেই তো বলছেন কিন্তু সত্যিকারের মন থেকে বলবেন যে ফিরে আসুক হা হা হা। আসলে ভুল গুলো যে কোথায় থেকে গলে যায় বুঝতেও পারি না। ভাইয়া ঠিক করে দিয়েছি আপনাকে অনেক ধন্যবাদ আমার মিসটেক টা ধরে দেওয়ার জন্য।
গ্রীস্মের এই তাপদহ এবং প্রচন্ড গরমের মধ্যে দক্ষিণা বাতাস শরীরের লাগানোর অনুভূতিটা সত্যি অসাধারণ লাগে। অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন আপনি। আপনার কবিতাটি পড়ে আমার খুবই ভালো লেগেছে।
অনেক ধন্যবাদ ভাইয়া গ্রীষ্মের তাপদাহে প্রাকৃতিক বাতাস গুলো গায়ে লাগানোর অনুভূতিটা অন্য ধরনের। সেই সাথে পুরনো স্মৃতিগুলো মনে করার অনুভূতিটাও দারুণ হয়।
খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন আপু। আপনার কবিতাগুলো পড়ে খুবই ভাললাগে। আজকের কবিতাটি আমার পড়ে অনেক বেশি ভালো লেগেছে।
অনেক ধন্যবাদ ভাইয়া আমার কবিতাটি পড়ে খুব সুন্দর অনুপ্রেরণা মূলক মন্তব্য করার জন্য।
Twitter link
অনুভূতির এই কবিতা গুলো সত্যিই অসাধারণ ।ভালবাসার আবেগগুলো এই কবিতার লাইনের মাধ্যমে খুব সুন্দর ভাবে প্রকাশ করা যায় । অনেক বড় ঘটনাকে ছোট্ট কয়েকটি লাইনের মাধ্যমে বলে দেয়া সম্ভব এই কবিতার মাধ্যমে। ভালোবাসা শুধু মৃদু সুন্দর হাওয়ার মত হয় না, সেটা কালবৈশাখী ঝড়ের মতো প্রবল ধ্বংসাত্মকও হয়। ভুল বোঝাবুঝি চলে, অভিমান চলে সবকিছু মিলেই এই ভালোবাসা।
ঠিক বলছেন ভাইয়া খুব সুন্দর আবেগ দিয়ে কবিতা গুলো লেখা যায়। অনুভূতিগুলো কবিতার মাধ্যমে প্রকাশ করা সম্ভব হয়।