দুই বছর পর বন্ধুদের সাথে আড্ডা পর্ব-২ By |salmanabir| প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য ১০%

in আমার বাংলা ব্লগ3 years ago
আচ্ছালামুয়ালাইকুম প্রিয় মানুষগুলো আশা করি আপনারা সবাই ভালো আছেন,আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দুই বছর পর বন্ধুদের সাথে দেখা প্রথম পর্ব শেয়ার করছিলাম আজকে দ্বিতীয় পর্ব শেয়ার করতে যাচ্ছি ।

গল্পটা শুরু হোক তোদের দিয়ে

গ্রাজুয়েশন শেষ হবার পর ওদের সাথে আর দেখা হয় নায় হলেও দুই একজনের সাথে হইছে কিন্তু গ্রুপ ভাবে আর দেখা হয় নায়।গ্রাজুয়েশন শেষ মানেই আমাদের সবার জবের পিছনে দৌড়াতে হয়। এটাই মনে হয় জীবন খেলা নিজের কাছেও বসে থাকতে ইচ্ছা করে না,কিছু করতে হবে এই চিন্তা মাথায় ডুকে যায়। ওরা সবাই মোটামুটি ঢাকায় জব করে।ছুটি হলে আমিও মাঝে মাঝে ঢাকা যেতাম কিন্তু সবাইকে এক সাথে পেতাম না।আজ যেহেতু সবাই এক হচ্ছে সেখানে যদি আমি না জাই তাহলে আড্ডা পরিপূর্ণ পাবে না।ছুটে গেলাম ওদের কাছে খুলনায়। ৪ টা দিন আনন্দ ফুর্তির মধ্য দিয়ে শেষ হলো।

খারাপ তখনই লাগল যখন আবার এক এক জন এক এক পথে রহনা দিচ্ছি এই বিষয়টি আমাকে খুব কষ্ট দেয়।কষ্ট হলেও যার যার গন্তব্যে আবার পৌছাতে হবে।

IMG_20220111_164853.jpg

লিংক

রুপসা নদীর পারে হাটতেছি বন্ধুদের নিয়ে কিছুটাইম হাটার পরে এই গুলি মারা খেলাটা দেখতে পেলাম ছুটে গেলাম আমরা। ৫ টা গুলি ১০ টাকা করে,আমরা তিন বন্ধু শুট করব এক একজন ৫ টা করে মারব। যে ৫ টায় ৫ টা বেলুন ফাটাতে পারবে তার টাকা মাফ,এই চুক্তি নিয়ে আমরা খেলা শুরু করলাম।তবে কেউ পাচটায় পাচটা লাগাতে পারে নায়।যার যার টাকা তার নিজেরই দিতে হয়েছে

IMG_20220111_181327.jpg
লিংক

রুপসা নদীর পারের আড্ডা শেষ করে আমরা যাত্রা শুরু করলাম খুলনা রেলওয়ে স্টেশনে, আমরা দুইটা সি এন জি করে চলে গেলাম। সবাই ভাড়া না দিয়েই দৌড়ালো আমি একা ভাড়া না দিয়ে তো আর আসতে পারলাম না,এটাই আমার কাছে আনন্দ

IMG_20220111_174140.jpg

IMG_20220111_174135.jpg
লিংক

যাচ্ছে চলে আমাদের শুন্য করে ট্রেন তার গন্তব্য পৌছার জন্য ছেড়ে গেলো কতো মানুষ ছুটছে তার প্রিয় মানু্ষদের জন্য আবার কেউ কেউ অনেক কষ্ট নিয়েই যাচ্ছে

IMG_20220111_175344.jpg
লিংক

খুবই পরিপাটি ছিল স্টেশনটি অনেক গুছানো কোন স্থানে কোন আবর্জনা দেখতে পেলাম না মনে হচ্ছে অন্য কোন রাষ্ট্রে আসছি

IMG_20220111_180056.jpg

IMG_20220111_180009.jpg

IMG_20220111_175912.jpg

লিংক

ভ্রমনের জায়গা যদি নান্দনিক থাকে এবং পরিষ্কার থাকে তাহলে মন ও ভাল হয়ে যায় খুলনাতে আমার রেল স্টেশনটি খুবই ভালো লাগছে। সব জায়গা যদি এমন হতো মানু্ষের মন সব সময় ফ্রেশ থাকত অটোমেটিক ভালো লাগা শুরু হত

IMG_20220111_175128.jpg

IMG_20220111_155524.jpg

লিংক

এরাই আমার বন্ধু আর এরাই ছিল আমার আড্ডার সঙ্গি। সব মিলিয়ে ভালো একটি দিন পার করছি অনেক খুনসুটি অনেক গল্প, ফিউচার প্লান, কে কবে বিয়া করব কার বিয়ায় কিভাবে সাজব নাচ দিব সব কথা শেষ করে ফিরে গেলাম রুমে।দোয়া করি তোদের জন্য দোয়া করি আমার বাংলা ব্লগের সকল বন্ধুদের জন্য।সবার সু সাস্থ্য কামনা করেই এখানে শেষ করলাম

ফটোগ্রাফার@salmanabir
ডিভাইসশাওমি রেডমি নোট ৫

এতো সময় ধরে সাথে ছিলাম আমি @salmanabir আমার লেখায় যদি কোন ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

               আল্লাহ হাফেজ
Sort:  

অনেকদিন পর বন্ধুদের সাথে দেখা হলে সে তার অনুভূতি থাকে অন্যরকম খুবই ভালো লাগা কাজ করে আর আপনি আপনার এই সুন্দর মুহূর্ত গুলো আমাদের সাথে শেয়ার করেছেন সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনি যে দিনটি অনেক আনন্দের সাথে কাটিয়েছেন তা আপনার পোস্ট পড়েই বুঝতে পেরেছি।

 3 years ago 

সুন্দর মতামত দিয়ে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

আপনারা সব বন্ধুরা মিলে খুলনায় অনেক সুন্দর সময় কাটিয়েছেন। গুলি দিয়ে বেলুনে ফাটানোর এই খেলাগুলো আমরা বন্ধুবান্ধবরা একত্রিত হলে বাজি ধরে ফাটায়। এছাড়াও খুলনা শহরে আপনার অনেক সুন্দর সময় কাটিয়েছেন। যদিও বন্ধুদের বিদায়ের সময় সবার একটু খারাপ লাগে। আপনার সুন্দর মুহূর্তে আমাদের সঙ্গে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

আসলেই ভাই ভাবতেই খারাপ লাগে একসময় জীবনের তাগিদে বন্ধুদের সাথে দেখাও করতে পারব না ইচ্ছা থাকলেও। অনেকদিন পর আপনি আপনার বন্ধুদের সাথে একএিত হয়েছেন এটা খুবই আনন্দদায়ক মূহুর্ত। এবং ছবিগুলো বেশ ভালো ছিল।

 3 years ago 

ভাইয়া সুন্দর মতামত দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

জীবনের এই বাস্তব অভিজ্ঞতা মানতেই হবে কারণ একসাথে যখন পড়া-লেখা করে বড় হয়ে একজন আরেকজনের থেকে আলাদা হয়ে যাওয়া হয়।তখন ওই ছেলেবেলার সহপাঠীদের কথা খুবই মনে পরে।নিজের কাজের জন্য সহপাঠীদের কাজের জন্য একসাথে হওয়া যায়না। তারপরও মন কাঁদে তাদের জন্য যখনই সুযোগ পাওয়া হয় তখনই তাদের সাথে আড্ডা দেওয়ার একটা উত্তেজিত আনন্দ ভাব অনুভব হয় মনের মধ্যে। সেইটাই আপনি আমাদের মাঝে শেয়ার করতে চেয়েছেন। সত্যি ভাইয়া,আপনার পোস্ট পুরোটা পড়ে আমার খুবই ভালো লেগেছে।বন্ধুদের সাথে আপনি খুব আনন্দে সময় কাটিয়েছেন। তবে আমার খারাপ লেগেছে যখন আপনি লিখেছেন বন্ধুদের ছেড়ে যখন রওনা দিচ্ছেন তখন আপনার খুবই খারাপ লেগেছে।জ্বি ভাইয়া, এটা সবচেয়ে কষ্টদায়ক সময় এ সময় টা সত্যি নিজের মনকে ভেঙে চুরমার করে দেয়। যাইহোক ভাইয়া,আপনার সহপাঠীদের আনন্দময় সময় কাটানোর মূহুর্ত আমাদের মাঝে করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

আসলেই পুরাতন বন্ধু দের সাথে দেখা হলে অন্যরকম অনুভূতি লাগে। সময় পেলে আমিও ঘুরতে বের হয় পুরাতন কিছু বন্ধু নিয়ে। আপনাদের এই বন্ধুত্ব ভালোবাসা গুলো চিরকাল অটুট থাকুক।এই দোয়া কামনা করছি।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 68666.90
ETH 3251.63
USDT 1.00
SBD 2.67