DIY-এসো কাগজ দিয়ে ঝুড়ি বানানো শিখি By|@salmanabir |১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য

in আমার বাংলা ব্লগ2 years ago
আচ্ছালামুয়ালাইকুম প্রিয় বন্ধুগন
,

আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও চমৎকার ভালো আছি।

মানুষ চেষ্টা করলে এমন কিছু নাই যে পারে না,চেষ্টা মানুষকে সাফল্যের সিড়িতে নিয়ে যেতে সাহায্য করে।তবে চেষ্টায় একটা উদ্দেশ্য থাকতে হবে।যে আমি এটা করে এমন কিছু হবো ইত্যাদি এক কথায় যেটা বলে লক্ষ্য থাকতে হবে।কথা গুলো বলার কারণ হলো আমি কখনো ভাবি নায় যে আমিও কোনদিন আর্ট করব অথবা পেপার দিয়ে কিছু তৈরী করব।বিভিন্ন অনুষ্ঠানে বন্ধু বান্ধব বানাত তাই দেখতাম আর মাঝে মাঝে ভাবতাম এতো কঠিন কাজ কিভাবে করে।

কিন্তু এটা কখনো ভাবি নায় যে কাজের নাম কর,কাজ করলেই সহজ হয়ে যায়।এতোদিন সবার আর্ট দেখতাম এখন নিজেও করি ব্যাপারটা একটু কৌতুহল তাই না।হা হা সব কিছুতে চেষ্টা থাকলে সম্ভাব তাই কাজকে ভয় না পেয়ে, শুরু করুন সহজ হবে।আমি আজকে শেয়ার করব পেপারের তৈরী ঝুড়ি বক বক অনেক করছি চলুন এবার দেখি কিভাবে তৈরী করতে হয়।

IMG_20220120_102249.jpg

উপকরণসমূহঃ-

★রঙ্গিন কাগজ
★গাম
★কাচি

IMG_20220119_203701.jpg

একটা রঙ্গিন কাগজ নিব এটাকে বৃত্ত আকারে কাচি দিয়ে কাটব, বৃত্তটি মাঝারি আকারে নিব আমি মাঝারি নিয়েই করছি, বড় হলে সমস্যা নাই তবে ছোট হলে ভালো হবে না

IMG_20220119_204549.jpg

IMG_20220119_205055.jpg

এই অংশে আমি কিছু কাগজ কেটে নিব তবে লম্বা বেশী হতে হবে এবং সব কাগজের লম্বা সাইজ জেন এক হয় সেদিকে খেয়াল রাখতে হবে।ছোট বড় হলে কাজ সম্পূর্ণ হবে না,দেন কাগজ গুলো গাম দিয়ে লাগিয়ে দিব

IMG_20220119_220446.jpg

লেজের মতো যে কাগজগুলো দেখতে পারছেন এই গুলো একদম নিচে থেকে উপরের দিকে ভাজ করে দিব,আমাদের লক্ষ্য হলো কাগজ গুলো জেন সোয়া দাড়িয়ে থাকে

IMG_20220119_220937.jpg

এখন আবার অন্য কালার কিছু কাগজ কেটে নিব এই কাগজ গুলো বেশ লম্বা হতে হবে,দেন কাগজের মাথায় গাম দিয়ে জোড়া লাগিয়ে দিব

IMG_20220119_221236.jpg

IMG_20220120_095124.jpg

এখন আমাদের উদ্দেশ্য বুনন করা যে কাগজ গুলো উপরের দিকে উঠিয়ে দিয়েছিলাম তার ফাকে ফাকে এই গোলকাগজটি দিব।একবার ভিতর থেকে উঠাব আবার আরেকবার বাহির থেকে উঠাব

IMG_20220120_095545.jpg

অতিরিক্ত যে কাগজ গুলো থাকে তা গাম দিয়ে লাগিয়ে দিব

IMG_20220120_101804.jpg

IMG_20220120_102501.jpg

এই পর্বে ঝুড়ির জন্য একটি হাতল বানাব,লম্বা করে একটি কাগজ কাটব আমি দুইভাজ জোড়া করে দিছি কেননা হাতল জেন শক্ত হয় দেন হাতলে একটু ডিজাইন করে দিলাম।হাতলটি ঝুড়ির ঠিক মাঝ বরাবর গাম দিয়ে জোড়া লাগিয়ে দিব

প্রিয় বন্ধুরা কোন কাজই কঠিন না আস্ত জিনিসটা দেখলে খুব কঠিন মনে হয় আপনি ভেংগে ভেংগে দেখেন তাহলে সহজ হয়ে যাবে।সো আজকে আমার ব্লগ এই পর্যন্তই ছিল আশা করি আপনাদের ভালো লাগছে।


ধৈর্য্য নিয়ে দেখার জন্য আপনাকে ধন্যবাদ

মেকারsalmanabir
ডিভাইসশাওমি রেডমি নোট৫
স্থানhttps://what3words.com/observing.bombarded.lovesick
কে বানাইল এই ঝুড়ি আমি @salmanabir, আমি একজন উদ্যোগতা এবং বাংলা ব্লগের একজন রেগুলার রাইটার।আপনাদের ভালোবাসায় এগিয়ে চলছি দোয়া করবেন।
               আল্লাহ হাফেজ
Sort:  

খুব সুন্দর ভাবে কাগজ দিয়ে ঝুড়ি তৈরি করা দেখিয়েছেন ভাইয়া। দেখতে ভালই লাগছে। প্রত্যেকটি খুব সুন্দর ভাবে উপস্থাপনের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন যে কিভাবে আপনি ঝুড়িটি তৈরি করেছেন। আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া।

 2 years ago 

সময় নিয়ে সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 
  • রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর ঝুড়ি তৈরি করেছেন। আপনার ঝুড়ি তৈরি করা দেখে আমিও শিখতে পারলাম। খুবই সুন্দরভাবে ধাপে ধাপে উপস্থাপন করলেন। আপনার জন্য রইল শুভকামনা।
 2 years ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

 2 years ago 

আপনার জুড়ি টা খুবই সুন্দর লাগছে ভাই। রঙিন কাগজ দিয়ে আপনি খুবই সুন্দর একটি ঝুড়ি তৈরি করেছেন। আর একটা তৈরি করার যে ধাপ গুলো সেটা খুবই সুন্দর ভাবে উপস্থাপন করেছেন ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

সময় নিয়ে সুন্দর মন্তব্য করার জন্য আপানকে অসংখ্য ধন্যবাদ

 2 years ago 

বাহ আপনি রঙিন পেপার দিয়ে অনেক সুন্দর একটি ঝুড়ি তৈরি করেছেন। যেটা দেখতে অনেক সুন্দর লাগতেছে। তাছাড়া ধাপগুলোও অনেক সুন্দর ভাবে দিয়েছেন। আপনার জন্য শুভ কামনা রইলো

 2 years ago 

সুন্দর মন্তব্য দিয়ে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ,ভালোবাসা রইল আপনার জন্য

 2 years ago 

কাগজ দিয়ে বানানো ঝুড়িটা চমৎকার হয়েছে। এত সহজে সুন্দর ঝুড়ি
বানানো যায় জানতাম না। পুরো পদ্ধতিটা ভালো ভাবে দেখিয়েছেন
ভালো লাগলো। শুভ কামনা আপনার জন্য।

 2 years ago 

প্রিয় আপু আপনার সুন্দর মতামরের জন্য অসংখ্য ধন্যবাদ,আপনার জন্য ও শুভ কামনা রইল

ওয়াও ভাই আপনি খুবই সুন্দর করে রঙিন কাগজ দিয়ে একটা ঝুরি তৈরি করেছেন। যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে এতো সুন্দর একটি রঙিন কাগজ দিয়ে ঝুরি তৈরি করে শেয়ার করার জন্য।

 2 years ago 

সুন্দর মতামত দিয়ে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ,ভালোবাসা রইল

 2 years ago 

অনেক সুন্দর একটি ঝুড়ি বানিয়েছেন আপনি। প্রতিটা ধাপ খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আপনার জন্য অনেক শুভকামনা ও দোয়া রইল।

 2 years ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ

কাগজ কেটে ঝুড়ি বানিয়ে তাক লাগিয়ে দিলেন ভাইয়া। খুব সুন্দর একটি ঝুড়ি তৈরি দেখে আমার খুব ভালো লেগেছে। ধাপ গুলো খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর ভাবে আপনার মেধাকে কাজে লাগিয়ে আপনি একটি ঝুড়ি তৈরি করেছেন। আপনার ঝুড়ি তৈরি ধাপ গুলো দেখে আমার অনেক ভালো লাগলো। সুন্দর একটি ঝুড়ি বানিয়ে আমাদের মাঝে আপনি উপহার দিয়েছেন। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপনার মন্তব্য আমাকে নতুন কাজে উৎসাহিত করছে সুন্দর কমেন্ট করার জন্য আপনাকে ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 65133.17
ETH 3480.37
USDT 1.00
SBD 2.52