DIY- এসো পেপার দিয়ে হাত ঘড়ি তৈরী করি By|@salmanabir| আমার প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য ১০%

in আমার বাংলা ব্লগ3 years ago

আচ্ছালামুয়ালাইকুম প্রিয় বন্ধুগন,আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি।

আমার লাইফে আমি কখনো আর্ট এবং পেপার ক্রাফট দিয়ে কোন কিছুই করি নায় এবং শেখার আগ্রহ ছিল না মনে হতো অনেক কঠিন, আমার দ্বারা হবে না।কিন্তু আমি বাংলা ব্লগে এসে অনেক পরিবর্তন হয়ে গেছি অনেক কিছু জানতে এবং শিখতে চেষ্টা করি। কেননা টিকে থাকতে হলে ভালোর কোন বিকল্প নাই। তাই আমিও টিকে থাকার লরাইয়ে অংশগ্রহণ করছি।
মাধ্যমিক ক্লাসে স্যার ম্যাম বলত খেলাধুলায় প্রাইজ পাওয়াই বড় কথা নয় অংশগ্রহণ করাই হলো বড় কথা।তাই আমিও কখনো আর্ট করি নায় এখন শুরু করছি সাফাল্য তখনী হবে যখন আপনারা ভালো বলবেন।সন্ধ্যা থেকে কি করব কি করব ভাবলাম একটা আর্ট করব শুরু করলাম ভালো হলো না ঘন্টাখানিক পার হয়ে গেলো।আবার ভাবলাম পেপার দিয়ে কিছু করব। দেন একটা ঘড়ি বানানোর চেষ্টা করলাম হয়ে গেলো। তাহলে দেরি কেন আপনাদেরকে ও দেখাই কিভাবে তৈরী করে।

IMG_20220108_223859.jpg

এই ঘড়িটা তৈরী করতে যে উপকরণ গুলো আমার দরকার ছিল

★রঙ্গিন পেপার
★গাম
★কালো রং পেন্সিল

এখন আমি আপনাদের প্রতি ধাপে ধাপে দেখানোর চেষ্টা করব আশা করি আপনারা দেখলে খুবই সহজ মনে হবে।

IMG_20220108_221134.jpg

একটি আর্ট পেপার নিব এবং পেপারটিকে দুইদিকেই সমান সমান নিব হতে পারে ২৫ ইঞ্চি বাই ২৫ ইঞ্চি। আপনি চাইলে এর থেকে বড় ছোট নিতে পারেন তবে লম্ব এবং দৈর্ঘ্য সমান সমান নিব।

IMG_20220108_221435.jpg

পেপারটিকে এক কোন থেকে আর এক কোনে মিলিয়ে দিব যেভাবে ছবিতে দেখতে পারতেছেন ঠিক তেমন ভাবে দিব।

IMG_20220108_221547.jpg

একটি পেপারের চারটি কোন থাকে কোনে কোনে মিলিয়ে দিব যেভাবে ছবিতে দেওয়া আছে তেমন ভাবে দিব। তবে কোন গুলো মিলানোর সময় খেয়াল রাখতে হবে জেন অতিরিক্ত পেপার না থাকে একদম সমান সমান হয় জেন।

IMG_20220108_221733.jpg

পেপারটিকে আবার এক কোন থেকে আবার অন্য কোনে মিলাবো, আসলে এখানে অনেক ধৈর্যের কাজ ধৈর্য হারা হলেই আর কাজ হবে না।

IMG_20220108_221925.jpg

কোন মিলানোর পরে এই ধাপে আমরা পেপারটিকে মাঝ থেকে ভাজ করে অর্ধেক করে নিব। দুই দিকে সমান সমান থাকতে হবে। তাই ভাজ গুলো ঠান্ডা মেজাজে করতে হবে। বেশী ডিফারেন্স হলে আবার শুরু থেকে করত্ব হবে অথবা বেশী ভালো হবে না।

IMG_20220108_222057.jpg

পেপারটিকে মাঝ খান থেকে ভাগ করব দিব ছবিতে যে একটা রেখা দেখতে পারছেন ঠিক তেমন ভাবে ভাজ দিব।

IMG_20220108_222219.jpg

ভাজ দেওয়ার পরে পেপারটা একটু ছোট হয়ে যাবে এবং একটু হার্ড হয়ে যাবে যার ফলে ঘড়িটা একটু শক্ত হবে।পাশ থেকে আবার ছোট অংশে ভাগ করে দিব

IMG_20220108_222819.jpg

IMG_20220108_223055.jpg

এই ধাপে দুই পাশ থেকে পেপারটিকে ভাগ করে দিব দুই পাশেই সমান জায়গা নিব, এবং মধ্য দিয়ে আবার ভাজ করে দিব ভাজ বেশী হলে কাগজ অনেক শক্ত হবে। আর কাগজ শক্ত মানে ঘড়ি টেকসই হবে।

IMG_20220108_223210.jpg

এই ধাপ আমার কাছে একটু কঠিন লাগছিল উপরের ধাপে কাগজ ভাজ ছেড়ে দিব নতুন করে আবার দুইটা ভাজ দিব,উপরের ধাপে ভাজ ছিল দুইটা এই ধাপে দিব চারটা তবে উপরের ধাপের ভাজ ছেড়ে দিয়ে ভাজ দিতে হবে টোটাল ভাজ হবে চারটি।

IMG_20220108_223717.jpg

সর্বশেষ ধাপে আলাদা ভাবে একটু পেপার নিব টাইম এবং ঘড়ির কাটা একে দিব দেন গাম দিয়ে লাগিয়ে দিব। এবার হয়ে গেল একটি হাত ঘড়ি।

দুখেঃর বিষয় আমার ঘড়ি দিয়ে সময় মূল্যায়ন করা যাবে না, সময় মূল্যায়ন করার জন্য ইলেকট্রনিক ঘড়িটা বেস্ট।

কেই বানাইল এই ঘড়ি??

বিদেশী কোন ছেলে না আপনাদের দেশেরই ছেলে @salmanabir । এতো সময় আপনাদের সাথে ছিলাম বরিশাল থেকে। ইনশাআল্লাহ আবার দেখা হবে কথা হবে।

ভালো থাকুন সুস্থ্য থাকুন এই কামনা করেই আমি আজকের মতো শেষ করছি

                 ★আল্লাহ হাফেজ★
Sort:  
 3 years ago 

আমিই আপনার মত এই ব্লগে জয়েন করার পর থেকেই আর্ট এবং ক্র্যাফট নিয়ে কাজ শুরু করেছি। আপনার কাগজের এই ঘড়িটি আমিও বানিয়েছিলাম আগে। খুব সুন্দর করে আপনি ঘড়িটি বানিয়েছেন। দেখতে অনেক বেশী সুন্দর লাগছে ঘড়িটি। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপু আপনার সুন্দর মতামতের জন্য।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে হাত ঘড়ি টি খুব সুন্দর ভাবে তৈরি করেছেন।দেখতেও খুব ভালো লাগছে ঘড়িটি তৈরির প্রত্যেকটা ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করে দেখিয়েছেন। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

জ্বী আপু নতুন নতুন চেষ্টা করতেছি আশা করি পরবর্তীতে আরো ভালো হবে ধন্যবাদ আপনাকে

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে আপনার ঘড়িটা অনেক ভালো লেগেছে। আর প্রতিটি ধাপ সুন্দর করে বর্ণনা করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ রবিউল ভাইয়া।

 3 years ago 

খুব সুন্দর ঘড়ি বানিয়েছেন রঙিন কাগজ কে সুন্দর করে সাজিয়ে।বেশ গুছিয়ে প্রতিটা ধাপ আপনি উপস্থাপন করেছেন শুভ কামনা রইলো।

 3 years ago 

ধন্যবাদ প্রিয় ভাইয়া❤

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে তৈরি হাত ঘরিটা দেখতে অনেক সুন্দর হয়েছে। আপনার ক্রিয়েটিভিটি অনেক সুন্দর। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ সকাল সকাল সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে হাত ঘড়ি তৈরি অনেক সুন্দর হয়েছে। আপনি অনেক সুন্দর করে রঙিন কাগজের ব্যবহার করে একটি সুন্দর হাত ঘড়ি তৈরি করেছেন। আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি হাত ঘড়ি তৈরির পদ্ধতি আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ প্রিয় ভাইয়া, আপনার এই মতামত আমাকে অনুপ্রেরণা দেয়।

 3 years ago 

জি ভাই, ছোটো-বড় যে কোনো কাজের মূল্যায়ন ঘটবে তখনই যখন আপনি ঐ কাজে অংশ নিবেন। আপনার তৈরি করা ঘড়িটা অনেক সুন্দর হয়েছে। ঘড়ি তৈরির ধাপগুলো খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন।শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

IMG_20220106_113311.png

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvRmybykqUvU4Qriq94s5bwFrDmYZdJgD7bRoaeK4aoq8pZoLdUPeYZ5Pb1dEejRZxkf2Knu1XeHbi1jU.png

রঙিন কাগজ ব্যবহার করে আপনি হাত ঘড়ি তৈরি করেছেন। আসলে জিনিস গুলো দেখতে যতটা ছোট মনে হয় কিন্তু এগুলো তৈরি করতে অনেক দক্ষতার প্রয়োজন হয়। আপনি দারুন ভাবে তৈরী করেছেন। আপনার জন্য শুভকামনা রইল


IMG_20220106_113311.png

 3 years ago 

ধন্যবাদ প্রিয় ভাই আপনার সুন্দর মতামত আমাকে সামনের পথ আগাতে সাহায্য করবে।

 3 years ago 

আপনি পেপার দিয়ে হাত ঘড়ি তৈরী টা আমার কাছে বেশ ভালো লেগেছে। আর দেখে খুব ভালো লাগলো আমার। আর যাই হোক সব মিলিয়ে আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে। আর তাই আপনাকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 3 years ago 

ধন্যবাদ প্রিয় ভাইয়া

 3 years ago 

ঘড়ি টি খুব সুন্দর ভাবে তৈরি করেছেন।প্রতিটি ধাপ সুন্দর করে বর্ণনা করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 57941.45
ETH 2579.63
USDT 1.00
SBD 2.39