সাতটি ছবি মিলে রেনডম ফটোগ্রাফির এলব্যাম By-@salmanabir |১০% লাজুক খ্যাকের জন্য|

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আচ্ছালামুয়ালাইকুম প্রিয় বন্ধুগন


সকল প্রশংসা আল্লাহ তালার জিনি আমাকে এবং আপনাকে এখনো সুস্থ্য ও সুন্দর রাখছেন আলহামদুলিল্লাহ। আজকে আমি নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। মাঝে মাঝে ফটোগ্রাফি করতে গিয়ে প্রকৃতি মধ্য হারিয়ে যাই। যে এতো সুন্দর আমাদের প্রকৃতি, তাই নিজে একা না দেখে আপনাদের কাছেও শেয়ার করি।ভালো লাগাটা শেয়ার করতে পারলে আরো বেশী ভালো লাগে।যদিও এই ছবি গুলো আমি ঈদের আগে ক্যাপচার করেছিলাম। আজকে সুযোগ হলো শেয়ার করার , আশা করি আপনাদের কাছে ভালো লাগবে

আলোকচিত্র-০১

IMG_20220517_161739.jpg

7b4bio5hobgskW8qdPdvSqcwwJTvbiCMpGmRey1Rtd8H5qcgjAMZfti1EaKaghUZBmwPBFvynsCdu6uVJD18w1VYxCzjQcTgN69T6FvJ38St76pJuZBj5hv3UQrxu2kgnzmaEJrzZ97Wu61AUrRq5XWCMjYA.png

এই সময়কালে আকাশে বিভিন্ন কালার দেখা যায়, কখনো মেঘ কখনো নীল কখনো আবার সাদা।আপনার যদি মন খারাপ থাকে তাহলে আপনি কিছুখন আকাশ পানে চেয়ে থাকেন সিওর ভালো লাগবে।এই অপুরুপ সৌন্দর্য

আলোকচিত্র-০২

IMG_20220517_153441.jpg

7b4bio5hobgskW8qdPdvSqcwwJTvbiCMpGmRey1Rtd8H5qcgjAMZfti1EaKaghUZBmwPBFvynsCdu6uVJD18w1VYxCzjQcTgN69T6FvJ38St76pJuZBj5hv3UQrxu2kgnzmaEJrzZ97Wu61AUrRq5XWCMjYA.png

এই তাল গাছের সাড়িটা দেখতে খুবিই ভালো লাগে,তবে সাড়ি গুলো তখনী বুঝা যায় যখন উপরের দিকে তাকানো হয়। আমাদের গ্রামে রাস্তার পাশে অনেক তাল গাছ । হয়ত তখন কোন প্লান করে লাগানো হয় না,যদি প্লান থাকত তাহলে সাড়িব্ধ করে লাগাত।এখন দেখতে অনেক সুন্দর দেখাত।তারপর ও আমি চেষ্টা করছি ফটোতে সাড়িবদ্ধ করে নিয়ে আসার জন্য

আলোকচিত্র-০৩

IMG_20220517_161754.jpg

7b4bio5hobgskW8qdPdvSqcwwJTvbiCMpGmRey1Rtd8H5qcgjAMZfti1EaKaghUZBmwPBFvynsCdu6uVJD18w1VYxCzjQcTgN69T6FvJ38St76pJuZBj5hv3UQrxu2kgnzmaEJrzZ97Wu61AUrRq5XWCMjYA.png

আমি শুরুতেই বলছি এখন আকাশ বিভিন্ন রকম দেখা যায়, এটা হলো সাদা আকাশ , মনে হচ্ছে আলাদা একটা পার্ট হয়ে গেছে। সাদার নিচে আবার নীল

আলোকচিত্র-০৪

IMG_20220517_153251.jpg

7b4bio5hobgskW8qdPdvSqcwwJTvbiCMpGmRey1Rtd8H5qcgjAMZfti1EaKaghUZBmwPBFvynsCdu6uVJD18w1VYxCzjQcTgN69T6FvJ38St76pJuZBj5hv3UQrxu2kgnzmaEJrzZ97Wu61AUrRq5XWCMjYA.png

নীল আকাশ, পরন্ত বিকেল সূর্য বিদায় নিচ্ছে চাঁদ উকি দিচ্ছে,এই ছবিতে সেচুরেশন বেশী ছিল তাই অনেক নীল । ছবিতে তিনটা দিক তুলে ধরা হলো আকাশ মাঠ এবং গ্রাম। কিছুদিন আগে ধান কাটা হল তাই মাঠ ফাকা পরে আছে।আমদের অঞ্চলে দুইবার ধান লাগানো হয়।এখন বর্তমানে একবার দিয়ে থাকে অন্য অন্য সময় বিভিন্ন রকম চাষ করে থাকে

আলোকচিত্র-০৫

IMG_20220517_153348.jpg

7b4bio5hobgskW8qdPdvSqcwwJTvbiCMpGmRey1Rtd8H5qcgjAMZfti1EaKaghUZBmwPBFvynsCdu6uVJD18w1VYxCzjQcTgN69T6FvJ38St76pJuZBj5hv3UQrxu2kgnzmaEJrzZ97Wu61AUrRq5XWCMjYA.png

মাধ্যমিক বিদ্যালয় আমার বাড়ির কাছেই,এই ছবি নিয়ে বিস্তারিত না বল্লেই নয়। এই বিদ্যালয় ১৯৪৭ সালে স্থাপিত হয় কোন একসয় খুবই নামকরা স্কুল ছিল। বিদ্যালয়ের ভবন পুরাতন হবার পরে
এবং যোগাযোগ ব্যবস্থা খারাপ থাকার ফলে বেশী শিক্ষার্থী ছিল না।কিছুদিন হলো এটা নতুন করে উঠানো হয়।এই বিদ্যালয়টি আমাদের বাংলাদেশের সনামধন্য একজন নাট্যকার মীর সাব্বির তিনি এবং তার বংশধর পরিচালনা করতেন

আলোকচিত্র-০৬

IMG_20220517_162118.jpg

7b4bio5hobgskW8qdPdvSqcwwJTvbiCMpGmRey1Rtd8H5qcgjAMZfti1EaKaghUZBmwPBFvynsCdu6uVJD18w1VYxCzjQcTgN69T6FvJ38St76pJuZBj5hv3UQrxu2kgnzmaEJrzZ97Wu61AUrRq5XWCMjYA.png

আগাছা ফুল এখনকার সময় এই গাছটা বেশী দেখা যায়, এটা সাধারণত যেখানে পানি জমে নষ্ট হয়ে যায় সেখানেই বেশী দেখা যায়। এরমানে বুঝতে পারলাম পচা পানিতে এরা জন্মায়

আলোকচিত্র-০৭

IMG-20220517-WA0000.jpg

7b4bio5hobgskW8qdPdvSqcwwJTvbiCMpGmRey1Rtd8H5qcgjAMZfti1EaKaghUZBmwPBFvynsCdu6uVJD18w1VYxCzjQcTgN69T6FvJ38St76pJuZBj5hv3UQrxu2kgnzmaEJrzZ97Wu61AUrRq5XWCMjYA.png

এটাই ছিল আমার শেষ, এই ফুলের নাম জানি না তবে ধারনা করলাম কোন সবজি গাছ হবে

ফটোমেকারআবির
ডিভাইসpoco x3
পোস্ট ধরণফটোগ্রাফি

W3W

আজকে আমার শেয়ার করার মতো এই ফটোগুলই ছিল, আবার দেখা হবে কথা হবে নতুন কোন ব্লগে। ভালো থাকুন সুস্থ্য থাকুন এই কামনা করে বিদায় নিচ্ছি।

               💞আল্লাহ হাফেজ 💞

ভালোবাসায়

@salmanabir

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM.gif

Sort:  

আপনার সাতটি রেনডম ফটোগ্রাফি দেখে আমি মুগ্ধ হয়েছি। আপনার রেনডম ফটোগ্রাফি গুলো প্রতীকের নজর কেড়ে নেওয়ার মতো। আপনার সবগুলো রেনডম ফটোগ্রাফি আমার ভালো লেগেছে। সবচেয়ে ভালো লেগেছে তালগাছের ফটোগ্রাফি। সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শুভকামনা রইল

 2 years ago 

আপনার মন্তব্য নতুন কাজের জন্য শক্তি জমাবে, ধন্যবাদ ভালো মন্তব্য করার জন্য

 2 years ago 

বেশ চমৎকার কিছু ফটোগ্রাফি আপনি আমাদের সাথে তুলে ধরেছেন। বিশেষ করে কালার কম্বিনেশন টা খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে যথাযথ বর্ণনার মাধ্যমে ফটোগ্রাফি গুলো তুলে ধরার জন্য ভাল থাকবেন।

 2 years ago 

ভাই তাহলে এবার ফটোতোলায় স্বার্থক, যেহেতু আপনার ভালো লেগে গেছে।ধন্যবাদ আপনাকে, আপনার মন্তব্যে অনুপ্রাণিত হলাম

 2 years ago 

ভালো কিছু দেখলে অবশ্যই ভাল বলতে হয়। আপনার ফটোগ্রাফি গুলো ভালো ছিল ভাই। আশা করি এরকম আরও ফটোগ্রাফি দেখতে পাবো ধন্যবাদ।

 2 years ago 

আপনার রেনডম ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে আমার কাছে সব থেকে চার নম্বর ছবিটি ভালো লেগেছে। আপনার এই ফটোগ্রাফিতে প্রকৃতি এত সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন এবং আকাশে চাঁদের ছবি দেখা যাচ্ছে যা আরও ছবিটা প্রাণবন্ত করেছেন। এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো এবং আপনার অনুভূতি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

চার নাম্বার ফটো আমারো অনেক ভালো লাগছিল, যখন চাঁদ উঠে তখন নেওয়া হয়েছিল।ধন্যবাদ আপনাকে

আপনার ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর ও চমৎকার ছিলো। ফটোগ্রাফি রিলেটেড কথাগুলো আরো চমৎকার ছিলো। আপনার জন্য শুভ কামনাই করি।

 2 years ago 

ভাই আপনার মন্তব্য পেয়ে ভালো লাগল।শুভ কামনা রইল

 2 years ago 

ওয়াও অনেক সুন্দর। এক কথায় অসাধারণ। প্রতিটি ফটোগ্রাফি বেশ চমৎকার। আমার কাছে চার নং ফটোগ্রাফিটা বেশ ভালো লেগেছে।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আমি স্বার্থক আমার ছবি আপনার কাছে ভালো লাগছে শুনে।ধন্যবাদ প্রিয় আপু

 2 years ago 

ওয়াও চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে তুলে ধরেছেন ভাইয়া। প্রতিটি ছবি দেখার মতো ছিল। দুর্দান্ত হয়েছে ভাইয়া। ধন্যবাদ আপনাকে এত সুন্দর ফটোগ্রাফি তুলে আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া।

 2 years ago 

আপনাকেও ধন্যবাদ সুন্দর সুন্দর মন্তব্য দিয়ে উৎসাহ দেওয়ার জন্য।

 2 years ago 

বাহ ভাই আপনি খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। সত্যিই অসাধারণ ছিল ফটোগ্রাফি গুলো। আপনার বাড়ির পাশের মাধ্যমিক বিদ্যালয় টি অনেক ভালো লাগছে ভাইয়া। তাল গাছের ছবি, আকাশের ছবি, ফুলের ছবি সব গুলোই সুন্দর হয়েছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য । আপনার জন্য শুভেচ্ছা রইল।

 2 years ago 

মাধ্যমিক স্কুল কিছুদিন আগে ভবন করা হলো আগে ছিল টিনের,আপনার কাছে ভালো লাগছে জেনে আনন্দিত হলাম

 2 years ago 

বাহ!!ভাইয়া আপনিতো অসম্ভব সুন্দর ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফির প্রত্যেকটি ছবি অসাধারণ সুন্দর হয়েছে। বিশেষ করে আপনার আলোকচিত্র ৫ স্কুটির বিষয়ে বিস্তারিত জেনে খুবই ভালো লাগলো। এছাড়াও ভাই আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি দেখার মত হয়েছে। এত সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

লিমন ভাই আপনি অনেক ভালো মানুষ, সব সময় আমাকে সুন্দর মন্তব্য করে উৎসাহ দিয়ে যাচ্ছেন। ভালোবাসা রইল ভাই

 2 years ago 

আপনার সাতটি ছবি নিয়ে রেনডম ফটোগ্রাফি গুলো ছিল দৃষ্টিনন্দন। সত্যি কথা বলতে আপনি অসাধারণ ফটোগ্রাফি করেন। একজন ভালো ফটোগ্রাফার ছাড়া এ ধরনের ছবি তোলা কখনোই সম্ভব না। খুব সুন্দর করে বিস্তারিত বিশ্লেষণ করেছেন। তবে এতটাই মুগ্ধ হয়েছি যে বলার মত ভাষা খুজে পাচ্ছি না। আমাদের সাথে আপনার ৭টি রেন্ডম ফটোগ্ৰাফি ভাগাভাগি করে নেওয়ার জন্য, আপনার প্রতি রইল ভালোবাসা অবিরাম।

 2 years ago 

এতো সুন্দর মন্তব্য পেয়ে যে কোন ব্যক্তি আনন্দিত হবে এবং কাজের প্রতি আরো ভালোবাসা বেরে যাবে।অনেক অনেক ভালোবাসা রইল প্রিয় ভাই।

 2 years ago 

জাস্ট অসাধারণ হয়েছে আপনার ফটোগ্রাফি গুলো। ফটোগ্রাফি যেকোন পোষ্ট দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। আপনার ফটোগ্রাফি গুলোর মধ্যে আকাশের ফটোগ্রাফি টা আমার কাছে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ফটোগ্রাফি পোস্ট আমারো ভালো লাগে, তাই মাঝে মাঝে শেয়ার করি।ধন্যবাদ আপনাকে

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57298.55
ETH 3059.61
USDT 1.00
SBD 2.29