রঙ্গিন কাগজ দিয়ে খরগোশ তৈরী By-@salmanabir |১০% লাজুক খ্যাক এর জন্য|
হ্যালো বন্ধুগন
আমার নতুন ব্লগে আপনাকে স্বাগতম
আশা করি সবাই অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও চমৎকার ভালো আছি। ঈদের আমেজ মোটামুটি শুরু হয়ে গেছে,আমাদের দেশের অনেকেরই আজকে চাঁদ রাত আগামীকাল তাদের ঈদ তাই তাদের ঈদের আমেজ শুরু হয়ে গেছে।আমরা বরাবর সৌদিআরবকে ফলো করি তাই তারা যেদিন ঈদ করে তার পরের দিন আমরা ঈদ করি। যাই হোক আমি চাঁদ দেখার উপর নির্ভরশীল যখন চাঁদ দেখতে পারব তখন বুঝে নিব ঈদ হবে।
আমরা সবসময় সৃজনশীলতাকে বেশী প্রধান্য দিয়ে থাকি, কে কতো নতুন কিছু করতে পারে সেই ভালো। তাই আমরা সবাই চেষ্টা করি নতুন কিছু তৈরী করতে। আমিও থেমে নাই কখনো ভাবা হয়নি যে আমিও কাগজ দিয়ে খরগোশ তৈরী করব। যাই হোক মানুষ চেষ্টা করলে অনেক কিছুই করতে পারে, চেষ্টা আর লেগে থাকা মানুষকে সফল করে দেয় আমি আজকে কাগজ দিয়ে একটি খরগোশ তৈরী করছি চলুন গল্পে গল্পে আপনাদের মাঝে শেয়ার করি।
ফাইনাল লুক
তৈরী করতে আমার যে উপকরণ দরকার ছিল
- রঙ্গিন কাগজ
- পেন্সিল
- স্কেল
- গাম
- কাচি
ফাইনাল লুক দেখে ফেললেন এখন মনে হচ্ছে এটা খুবিই সামন্য বাপার, আসলেই সামন্য ব্যাপার কিন্তু অনেক সময় নিয়ে করতে হয়।চলুন এবার ধাপে ধাপে আপনাদের মাঝে শেয়ার করি।
ধাপ-১
আমি একটা রঙ্গিন কাগজ নিলাম এটার দৈর্ঘ্য নিলাম ত্রিশ এবং প্রস্থ পাচ ইঞ্চি।সুন্দর করে আমি কেটে নিব সাইজ অনুযায়ী।
ধাপ-২
এবার আমি কাগজটা দুইটা ভাজ করে দিব, প্রতিভাজে পাচ ইঞ্চি করে নিছি, এক ভাজে আমি গাম লাগিয়ে দিব যেভাবে ছবিতে দেখতে পাচ্ছেন।
ধাপ-৩
কাগজটাকে আমি গাম লাগিয়ে জোড়া লাগিয়ে দিলাম,জোড়া লাগানোর সময় অবশ্যই বেশী কাগজ নিব না, অল্প কাগজ নিয়েই জোড়া লাগাব।
ধাপ-৪
চতুর্থভুজ করে একটি কাগজ নিব, দৈর্ঘ্য ছয় ইঞ্চি এবং প্রস্থ্য ছয় ইঞ্চি।
ধাপ-৫
চতুর্থভুজ কাগজটি আমি কেটে এমন করে নিব,এটা দিয়ে আমি খরগোশের পা তৈরী করব। খুবই সতর্ক ভাবে কাগজ কেটে দিব এবং পা গুলো জেন সুন্দর হয় সে চিন্তা করে কাগজ কেটে দিব। আসলে কাটার সময় অবশ্যই সতর্কাতা অবলম্বন করতে হবে।
ধাপ-৬
এই পর্বে আমি খরগোশের পা লাগিয়ে দিব গাম দিয়ে।
ধাপ-৭
এই পর্বে আমি খরগোশের কান লাগিয়ে দিলাম
ধাপ-৮
আমি অন্য একটা পেপার নিব,বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি। এটা দিয়ে আমি খরগোশের ফেইস করে নিব। তাই প্রথমে পেন্সিল দিয়ে অংকন করে নিব।এবং সুন্দর করে কাচি দিয়ে কেটে দিব। কাটার পর আউটপুট হবে সুন্দর গোলাকার ফেইস এবং দুইটা কান
ধাপ-৯
চোখ এবং মুখে কালো করে দিলাম মার্কার দিয়ে
ধাপ১০
অবশেষে তৈরী করে ফেললাম খরগোশ, এটাই ছিল সর্বশেষ ধাপ।আশা করি আপনাদের ভালো লাগছে । উৎসাহ পেলে অবশ্যই আরো ভালো কিছু নিয়ে আসব।
ডাই মেকার | আবির |
---|---|
পোস্ট ধরণ | ডাই |
ডিভাইস | রেডমি নোট ৫ |
প্রকাশ | ০১/০৫/২২ |
আজ এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নতুন কোন ব্লগে। ভালো থাকুন সুস্থ্য থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি।
♥আল্লাহ হাফেজ♥
ওয়াও ভাইয়া , রঙিন কাগজ ব্যবহার করে আপনি অনেক সুন্দর খরগোশ তৈরি করেছেন। আপনার খরগোশটি দেখতে অনেক কিউট লাগছে। আপনি এত সুন্দর রঙিন কাগজ বেছে নিয়েছে যার কারণে দেখতে আরো সুন্দর লাগছে। খরগোশ তৈরি প্রতিটি ধাপ আপনি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে বুঝিয়েছেন। ধন্যবাদ ভাইয়া।
এতো সুন্দর মন্তব্য দেখে সত্যিই অনেক ভালো লাগে,ধন্যবাদ আপু মতামত দেওয়ার জন্য।
রঙিন কাগজ দিয়ে আপনি খুব সুন্দর একটি খরগোশ বানিয়েছেন। আপনি খুব চমৎকারভাবে কয়েক রঙের কাগজ নিয়ে খরগোশটি বানিয়েছেন। কান দুটো লম্বা লম্বা হওয়ায় খরগোশের মতোই লাগছে। আপনাকে অনেক ধন্যবাদ রঙিন কাগজ দিয়ে একটি খরগোশ বানিয়ে দেখানোর জন্য। আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।
আপনার সুন্দর মন্তব্য পেয়ে আমি খুবই আনন্দিত, ধন্যবাদ আপু সব সময় সুন্দর মন্তব্য দিয়ে পাশে থাকার জন্য
আপনার খরগোশ দেখি গাছে ঝুলে। যাইহোক খুব সুন্দর ভাবে খরগোশ তৈরি করেছেন কাগজ দিয়ে। আশা করি এবার আপনি হাতি তৈরি করে দেখাবেন।
জ্বী ভাই গাছে উঠিয়ে দিছি ফল খাওয়ার জন্য,হা হা। ধন্যবাদ মন্তব্য করার জন্য
আপনার রঙিন কাগজের খরগোশ দেখে খুব ভালো লাগলো। আপনি খুব সুন্দর করে অত্যন্ত দক্ষতার সহকারে রঙিন কাগজের খরগোশ তৈরি করেছেন। এবং আমাদের মাঝে খুব চমৎকারভাবে উপস্থাপন করছেন সত্যি খুবই দুর্দান্ত হয়েছে। এত অসাধারণ পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।
এতো সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ,ভালোবাসা রইল ভাই
আমি ও সৃজনশীলতাকে বেশি প্রাধান্য দিয়ে থাকি। আপনি প্রধান্য দেন বেশ ভাল লাগল। এই ধরনের কাজ গুলি করতে বেশ ভালো লাগে। আপনি দারুন দক্ষতার বিকাশ ঘটিয়েছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর উপস্থাপনা করেছেন। প্রয়োজনীয় উপকরণগুলি সঠিক মাত্রায় তুলে ধরেছেন। আপনার জন্য শুভকামনা রইল এই কাজটির জন্য প্রশংসার দাবিদার।
ভাইয়া আপনার মন্তব্যের আশায় থাকি, আপনার মন্তব্য পেলে খুবই ভালো লাগে, ধন্যবাদ আপনাকে
রঙিন কাগজ দিয়ে দারুন একটি খরগোশ তৈরি করেছেন আপনি। খুবই কিউট দেখাচ্ছে খরগোশ টিকে। আপনি খুবই দক্ষতার সাথে এটি তৈরি করে আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপনা করেছেন। আপনার উপস্থাপনা আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ খরগোশ তৈরি শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপু সময় নিয়ে মন্তব্য করার জন্য
রঙিন কাগজ দিয়ে আপনি খুব অসাধারণ একটি খরগোশ তৈরি করেছেন। ছোট ছোট ওরিগামি গুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনার খুব অভিজ্ঞতা রয়েছে অরিগামি তৈরি করার বিষয়ে। এভাবে এগিয়ে যান আপনার জন্য শুভকামনা রইল।
জ্বী ভাই দোয়া করবেন আস্তে আস্তে আগাচ্ছি।ধন্যবাদ সুন্দর মতামত দেওয়ার জন্য
রঙ্গিন কাগজ দিয়ে খরগোশ তৈরী 🐰 অনেক সুন্দর হয়েছে। এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় এই কামনাই করি।
ধন্যবাদ মতামত দেওয়ার জন্য
আপনি খুব চমৎকার করে আপনার সৃজনশীলতার বিকাশ আমাদের মাঝে শেয়ার করেছেন। কোন একটি কাজ করতে গিয়ে লেগে থাকলে তার ফল পাওয়া যায় সেটা প্রমাণ করেছেন। আপনার রঙিন কাগজের খরগোশ টি অসাধারণ হয়েছে। আমার কাছে দেখতে খুব ভালো লাগছে। রঙিন কাগজ দিয়ে খরগোশ তৈরির প্রত্যেকটি ধাপ আপনি খুব সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
এতো সুন্দর মন্তব্য পেয়ে আমি খুবিই আনন্দিত, ধন্যবাদ ভাই সময় নিয়ে মতামত দেওয়ার জন্য
Twitter