ধাপে ধাপে কলা গাছে যেভাবে কলা ধরে By~@salmanabir~১০%লাজুক খ্যাঁক এর জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago
আচ্ছালামুয়ালাইকুম প্রিয় বাংলা ব্লগবাসী,



আশা করি আপনারা চমৎকার ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। সব সময় চেষ্টা করি বাংলা ব্লগে নতুন কোন পোস্ট নিয়ে হাজির হতে। কিন্তু দেখা যায় যেমন আইডিয়া বের করি তার মধ্য কেউ তেমন পোস্ট করে বসছে। তখন আমার আর সেই একই রকমের পোস্ট করার ইচ্ছা থাকে না।আমি সব সময় চেষ্টা করি ফটোগ্রাফির মধ্য দিয় নতুন কিছু তুলে ধরতে। তেমনি ভাবে আজকেও ভিন্ন রকমের পোস্ট করতে যাচ্ছি। আমরা সাধারণত কলা সবাই কম বেশী খাই বাজার থেকে কিনে নিয়ে আসি অথবা গাছ থেকে কেটে নিয়ে আসি। কিন্তু অনেকেই জানি না যে কলাটা কয়টা ধাপে আসে।

আজকে আমি আপনাদের দেখাব যে কলা কতোগুলো প্রোসেসিং এর মধ্য দিয়ে আমাদের হাতে আসে। আশা করি আমার শেয়ার করা পোস্ট আপনার ভালো লাগবে।

IMG_20220210_130647.jpg

এবার ধাপ অনুযায়ী দেখানোর চেষ্টা করব

ধাপ-১

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

আমরা সাধারণত সবাই জানি যে কলা গাছে একবারই কলা ধরে,দেন কলা গাছটি আস্তে আস্তে মারা যায়।কলা গাছ যখন মোটামুটি ৬ মাস এর মতো বয়স হয় তখন ঠিক এমন মোরচা আসে গাছের মাথায়

ধাপ-২

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

IMG_20220210_130922.jpg

IMG_20220210_130443.jpg

মোরচা বের হবার পরে সপ্তাহখানির এর মধ্য মোরচার মধ্য দিয়ে ছোট ছোট কলা বের হয়ে আসে, যতো কলা বের হবে মোরচা ততো ছোট হয়ে আসবে।একটা সময় দেখা যাবে মোরচা নাই শুধু ছোট ছোট কলা।এভাবে দিন যতো যাবে ততো কলা বের হয়ে আসবে। তবে কলা গাছে যদি পুষ্টি থাকলে বেশী কলা আসবে।এবং কলা গুলো অনেক মোটা হবে

ধাপ-৩

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

IMG_20220209_104624.jpg

দেখা যাচ্ছে মোরচা ছোট হয়ে আসছে কলা বেড়ে যাচ্ছে, মোরচার যে লাল অংশ দিন দিন পরে যাচ্ছে এবং ঐ লাল অংশের মধ্য দিয়েই কলা বের হয়

ধাপ-৪

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

IMG_20220209_104644.jpg

IMG_20220209_104635.jpg

দেখা যাচ্ছে মোরচা নাই কেটে দেওয়া হইছে, কারণ কলা মোটা করতে হলে মোরচা কেটে দেওয়া সব থেকে উত্তম। মোরচা থাকলে দেখা যেত আরো কলা বের হত কিন্তু কলা গুলো অনেক ছোট এবং চিকন হত।কলার মাথায় যে কালো কালো দেখা যাচ্ছে এটাই ছিল কলার ফুল। কলা বড় হবে ফুল আস্তে আস্তে ছোট হয়ে যাবে একটা সময় আর ফুল থাকবে না ঝড়ে পরবে।কলা এভাবেই থাকবে দিন যতো যাবে বড় হবে এবং কলার যে সবুজ রঙ আস্তে আস্তে শেষ হয়ে যাবে

সর্বশেষ

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

IMG_20220210_130647.jpg

কলার সবুজ রং চলে গেছে, আর সবুজ রং চলে যাওয়া মানেই কিছুদিন পর কলা পেকে যাবে এই সময় কালে কলা কেটে রাখলেও সমস্যা নাই ঘরে বসে পাকবে। গাছে থাকলে একটা ঝুকি থাকে পাখিতে যে কোন সময় আক্রমণ চালাতে পারে। এটাই ছিল সর্বশেষ ধাপ, কলা পাকলে তার রং হলুদ হয় দুখিঃত সে অংশ দেখাতে পারলাম না

ফটোমেকার@salmanabir
ডিভাইসশাওমি রেডমি নোট ৫
স্থানhttps://what3words.com/typhoid.dominated.offer
ব্লগটি তৈরী করতে অনেকদিন সময় নিয়েছিলাম আসলে কলা গাছ এখন আর দেখা যায় না, আর কলা গাছ পেলেও ছবি মিলানো যেত না। তাই অনেক অপেক্ষার পরে আজকে শেয়ার করতে পারলাম। আপনাদের মাঝে শেয়ার করতে পেরে খুবই ভালো লাগল।

পোস্ট শেয়ারদাতা @salmanabir ডাক নাম আবির। আমি একজন উদ্যোগতা, বাংলা ব্লগে লেখালেখি করে বেশ ভালোই লিখতেছি এখন কোন টপিক পেলে দু চার কলম লেখা যাবে এটাই আনন্দ।

আজকে এখানেই শেষ করলাম

               ❤আল্লাহ হাফেজ❤
Sort:  
 3 years ago 

ভাইয়া আপনার পোস্ট টা অনেক সুন্দর হয়েছে। অনেক ইউনিক একটা জিনিস দেখলাম।কলা শুধু খায় কিভাবে সেটা হয়। সেটা জানতাম না। অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 3 years ago 

সুন্দর মতামত দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ

 3 years ago 

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

ভাই আপনার পোস্টটা অনেক ভালো লাগলো। আপনি ধাপে ধাপে কলা ধরার প্রসেস ছবির মাধ্যমে আমাদের সাথে শেয়ার করেছেন। আপনার উপস্থাপনা অনেক ভালো ছিলো। আশা করি করি সামনে আরো ভালো ভালো ক্রিয়েটিভ পোস্ট দেখতে পারবো আপনার কাছ থেকে। আপনার জন্য শুভকামনা রইলো।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

 3 years ago 

কাকন ভাই সুন্দর মতামত দিয়ে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

ডিসকভারি চ্যানেলে দেখেছি ফুলের কলির পাশে ক্যামেরা স্থায়ীভাবে সেট করা হয় ফুল ফোটা পর্যন্ত। সম্পূর্ণ প্রক্রিয়াটি ক্যামেরার মাধ্যমে ভিডিও করা হয় ফ্রেম আকারে। পরবর্তীতে এডিটিং করে যখন ছোট করা হয় দেখা যায় ফুল কিভাবে কলি থেকে প্রস্ফুটিত হয়। সম্পূর্ণ বিষয়টি আমার কাছে দারুন লাগে। আপনার এই পোস্টটা কিছুটা সেরকমই মনে হলো। ধন্যবাদ শেয়ার করার জন্য

 3 years ago 

ভাইয়া আপনাকে কয়েকদিন মিস করছি কেননা আপনার মন্তব্য আমার অনেক ভালো লাগে।ভালোবাসা রইল আপনার জন্য❤

জি ভাই আপনার পোস্ট পড়ে খুবই ভালো লাগলো। বিশেষ করে কলা গাছের ফটোগ্রাফি গুলো দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে এতো সুন্দর কিছু কলা গাছের ফটোগ্রাফি শেয়ার করার জন্য। অনেক অনেক শুভকামনা রইলো ভাই আপনার জন্য।

 3 years ago 

সুন্দর মতামত দিয়ে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.031
BTC 58954.91
ETH 2508.61
USDT 1.00
SBD 2.45