রঙ্গিন কাগজ দিয়ে ম্যানিব্যাগ তৈরী By-|@salmanabir|১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago
হ্যালো বন্ধুগন আচ্ছালামুয়ালাইকুম, আজকে সবাই একটু বেশী ভালো আছেন, কারণ আজ আমাদের বৌদির জন্মদিন আর তার জন্মদিন উপলক্ষে থাকছে বাংলাদেশি সময় আজ রাত ১০ঃ১৫ মিনিটে বিশেষ হ্যাংআউট। আমরা সবাই বৌদিকে শুভেচ্ছে জানাবা সেই থাকে থাকছে গানের আড্ডা তাহলে বুজতেই পারছেন।আজকের দিনটা অন্য দিনের তুলনায় একটু স্পেশাল ।

আমাদের লাইফে সাজানো গোছানো এবং রাস্তায় চলাচলের জন্য সবাই একটু মর্ডান এবং নিত্য নতুন পোশাক পরি। টাকা রাখার জন্য আমরা একটা লেদার/রেক্সিন জাতীয় ম্যানিব্যাগ ব্যবহার করি। একবার ও কি ভেবে দেখেছেন কাগজ দিয়েও ম্যানিব্যাগ তৈরী করা যায়। হয়ত এটা স্থায়ী না সাময়িক সময়ের জন্য।তাহলে চলুন কাগজ দিয়ে কিভাবে ম্যানিব্যাগ তৈরী করে দেখেনি।আমি ভাবতে পারি নায় এতো সুন্দর করে করতে পারব কেননা আমার এই কাজগুলোতে অভিজ্ঞতা খুবই বাজে।
এই কাজ করতে গিয়া ভাবলাম যে মানুষ চেষ্টা করলে সবাই সম্ভাব করতে পারে।শুধু ইচ্ছা এবং মনে সাহস থাকলেই মনে করি সব কিছু সম্ভাব।

IMG_20220116_165959.jpg

যে উপকরণ গুলো দরকার হয়েছিল।

  • a4 সাইজের একটি রঙ্গিন পেপার
  • স্কেল
  • কাচি
  • গাম
  • কালার পেন্সিল

IMG_20220116_162546.jpg

IMG_20220116_162808.jpg

প্রথমে একটি কাগজ নিলাম ২য় ছবিতে ঠিক যেভাবে ভাজ দেওয়া দেখছেন ঠিক তেমন ভাবে একটা ভাজ দিব ভাজকে একদম সমান ভাগে ভাগ করে নিতে হবে বেশী কম থাকলে সমস্যা হবে

IMG_20220116_162858.jpg

এই পর্বে কাগজটিকে মধ্য দিয়ে ভাজ করব দেখতে পারছেন কাগজটি চারটি ভাগ হয়ে গেছে,প্রতিটা ভাজ মিলিয়ে মিলিয়ে দিতে হবে

IMG_20220116_163025.jpg
এই পর্বে কাগজটিকে পাশ থেকে আবার ভাজ দিব দুই পাশ থেকেই কাগজটিকে ভাজ দিব এবং কাগজের দুই মাথা মধ্য স্থানে রাখতে হবে

IMG_20220116_163203.jpg

কাগজটির ৪ অংশের ৩অংশ ভাজ দিয়ে এবার বটে দিব, আসলে ম্যানিব্যাগটি বানাতে অনেক ভাজ দিতে হয় প্রতিটা ভাজই গুরুত্বপূর্ণ একটি ভাজ ঠিক ভাবে না হলে কাজটি সম্পূর্ণ হবে না

IMG_20220116_163520.jpg

পেপারটিকে যে কোনায় কাগজ বেশী জমা মানে যেখানে থেকে বেশী মোটা সেখান থেকে অল্প পরিমান ভাজ দিব, ভাজ দেওয়ার পরে কাচি দিয়ে কেটে দিব নিচের ছবিতে কাগজ কাটার পর কেমন দেখায় তা দেখানো হলো

IMG_20220116_163624.jpg

এভাবে কাটার কারণ হলো ম্যানিব্যাগে পকেট তৈরী করার জন্য,দেখতে থাকুন শেষ ধাপ পর্যন্ত তাহলেই স্পষ্ট ধারণা পেয়ে যাবেন

IMG_20220116_163727.jpg

কাটা অংশ নিচে রেখে এভাবে করে কাগজ বটে দিব,এখন কাজ গুলো হলো ভাজে ভাজে কাগজ বটে দেওয়া

IMG_20220116_163934.jpg

IMG_20220116_165122.jpg

নিচের এবং উপরের অংশ ভাজ দিয়ে গাম দিয়ে আটকিয়ে দিবে কারন এই ভাজ গুলোই ম্যানিব্যাগকে টেকসই করবে এবং এই ভাজের কারণে ম্যানিব্যাগে কোন ফুটা থাকবে না টাকা পরে যাওয়ার কোন সম্ভাবনা থাকবে না

IMG_20220116_170045.jpg

IMG_20220116_165558.jpg

ফাইনাল্লি সফল ভাবে কাজটি সম্পূর্ণ করতে পারলাম, যে কোন কাজ সফল ভাবে করতে পারলে খুবই ভালো লাগে।ইচ্ছা শক্তি আরো বহুগুণ বেড়ে যায়। এটাই ছিল ম্যানিব্যাগ বানানোর কৌশল আশা করি আপনাদের ভালো লাগছে এই ম্যানিব্যাগে টাকা এবং এটি এম কার্ড রাখা যাবে।৬ টি এটি এম কার্ড রাখা যাবে এবং এক হাজার টাকার ১৫ টি নোট রাখা যাবে

এই ম্যানিব্যাগের ছবিগুলো তোলা হয়েছে শাওমি রেডমি নোট ৫ দিয়ে

আমি @salmanabir লেখালেখি করতে খুবই পছন্দ করি বাংলা ব্লগে প্রতিনিয়ত কিছু না কিছু লিখে যাচ্ছি ।আমাকে যারা প্রতিনিয়ত উৎসাহ দিচ্ছেন এবং আজকের আমার এই ব্লগটি যারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন আপনাদের অসংখ্য ধন্যবাদ।

★ভালো থাকুন সুস্থ্য থাকুন এই কামনা করেই শেষ করছি★

                 আল্লাহ হাফেজ
Sort:  
 3 years ago 

রঙ্গিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি মানিব্যাগ বানিয়েছেন ভাইয়া। যা দেখতে দারুণ লাগছে। আপনার উপস্থাপনাও দারুণ ছিলো। সব মিলিয়ে অসাধারণ। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর একটি পোস্ট আমাদের উপহার দেয়ার জন্য।

 3 years ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকেও ধন্যবাদ

 3 years ago 

সুন্দর একটি মানি ব্যাগ বানিয়েছেন ভাই। অনেক ভালো হয়েছে। প্রতিটি ধাপের সুন্দর বিবরণ দিয়েছেন। এতে বুঝতে অনেক শুবিধা হয়েছে আমাদের। আশা করি সামনে আরো এমন সুন্দর ডাই পোস্ট দেখতে পাবো। শুভকামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় নিয়ে আমার পোস্ট টি দেখার জন্য।

 3 years ago 

➡️ কাগজ দিয়ে আপনি অসম্ভব সুন্দর একটি মানিব্যাগ তৈরি করেছেন। এটি আমার খুবই ভালো লেগেছে। আপনি খুব ভারী ব্যাগের ভিতর টাকা পয়সা জিনিসপত্র রেখেছেন। এটি দেখতে খুবই চমৎকার লেগেছে আমার কাছে। শুভকামনা রইল আপনার জন্য। এত অসাধারন একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
 3 years ago 

আপনাকেও ধন্যবাদ সুন্দর মতামত দিয়ে পাশে থাকার জন্য।

রঙ্গিন কাগজ দিয়ে আপনি খুবই সুন্দর একটি মানিব্যাগ বানিয়েছেন। আপনার এই মানিব্যাগটি সত্যিই ভীষণ চমৎকার হয়েছে। এবং আপনার মানিব্যাগ বানানোর প্রতিটি ধাপ ছিল অনেক সুন্দর। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোষ্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

সুন্দর মন্তব্য দিয়ে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

ভাই আপনার কাগজ দিয়ে তৈরি আর্টটি বেশ দারুন লাগছে।আপনার কাজটি দেখে বোঝা গেলে আপনার অনেক ধৈর্য্য ।আর্টের সাথে উপস্থাপনা অনেক সুন্দর।অনেক ধন্যবাদ।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে মানিব্যাগ তৈরি খুবই সুন্দর লাগছে ।একদম ইউনিক একটা পোস্ট শেয়ার করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 68221.63
ETH 3277.70
USDT 1.00
SBD 2.66