কয়েকটি ফুলের ফটোগ্রাফি BY|@salmanabir| ১০% লাজুক খ্যাঁক এর জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুগন,



আচ্ছালামুয়ালাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি।গতকাল অনেক ব্যস্ততার কারণে কোন পোস্ট করা হয়নি আজকেও বেশ মোটামুটি ব্যস্ত।তারপর কেমন জেন মনে হয় কোন বিষয়ে না লিখতে পারলে ভালো লাগে না। আমরা যারা বাংলা ব্লগে কাজ করি আসলে সবাই এমন হয়ে গেছি পোস্ট না করে থাকলে কেমন যেন অস্থিরতা লাগে।তাই বেশী দেরি না করে সন্ধ্যার আগে আগেই কৃষিমাঠে চলে গেলাম। জানি সেখানে গেলে কিছু ফটোগ্রাফি করা যাবে। কেননা অল্প সময়ের মধ্য ফটোগ্রাফি শেয়ার করা ছাড়া অন্য কোন ওয়ে থাকে না।

মাঠে গিয়া দেখলাম অনেক ফুলের ফটোগ্রাফি ইতিমধ্যে শেয়ার করা হয়ে গেছে। তাই বাকি কিছু কিছু গাছে ফুল আসছে তার ফটোগ্রাফি আজকে শেয়ার করতে যাচ্ছি।আমি চেষ্টা করি সব সময় ভালো কিছু দৃশ্য দেখানোর জন্য। তাই আজকে ও আমার ফটোগ্রাফির মাধ্যমে আপনি নতুন কিছু দেখতে পাবেন।

IMG_20220207_165811.jpg
স্থান

লালশাক এর ফুল,লালশাক যখন অনেক বড় হয়ে যায় খাওয়ার উপযোগী থাকে না তখন ঠিক এমন ফুল আসে। আর এই ফুলের মধ্য লাল শাকের আটি চলে আসে যেটাকে আমরা বীজ বলি।এই বীজ এর মাধ্যমেই আবার লাল শাক হয়ে থাকে।বীজ গুলো একদম ছোট ছোট দানার মতো হয়।

IMG_20220207_165631.jpg

স্থান

আমের মুকুল শীতের শেষের দিকে আমাদের গ্রামে প্রতিটা আম গাছে এমন মুকুল চলে। এই মুকুলের মধ্য দিয়েই চলে আসে আম

IMG_20220207_165904.jpg

স্থান

কলমি লতা ফুল,আমার অঞ্চলে কলমি লতা বলা অন্য অঞ্চলে কি বলা হয় তা আমার জানা নাই। তবে কলমি শাক খাওয়া যায় বর্ষাকালে আমার গ্রামে অনেক অনেক দেখা যায়। এই শাক গুলো ভেজা মাটিতে হয়ে থাকে যেমন,বিল ছোট ছোট নর্দমায়

IMG_20220207_165915.jpg

স্থান

শসা গাছের ফুল, এই ফুলে মধ্য দিয়েই কিছুদিন পর শসা হয় শসা যখন বড় হয়ে যায় ফুল ঝড়ে পরে। আমাদের গ্রামে বছরে একবারই শসা হয়ে থাকে। এই শসা খাওয়ার উযোগী হবে এপ্রিল মাসের শেষের দিকে।

IMG_20220207_170056.jpg
স্থান

লেবু গাছের ফুল,এই গাছে লেবু ১২ মাসই ধরে যার কারনে এটাকে বলা হয় ১২ মাসী লেবুগাছ।

IMG_20220207_165503.jpg
স্থান

আগাছা গাছের ফুল ব্যক্তিগত ভাবে আমি এই গাছের নামই জানি না শীতের মৌসুমে এই গাছ গুলো দেখা যায়।এই গাছ গুলো মানুষের পরিচর্যা ছাড়াই হয়ে থাকে।
ফটোমেকার@salmanabir
ক্যামেরার ধরণমোবাইল
ডিভাইসশাওমি রেডমি নোট ৫

আশা করি আমার ব্লগটি আপনাদের কাছে ভালো লাগছে, আপনাদের ভালো লাগাই আমার আনন্দ।

এতো সময় সাথে ছিলাম @salmanabir আমার ডাক নাম আবির। যুক্ত আছি বরিশাল থেকে আমি একজন উদ্যোগতা।

সময় নিয়ে ব্লগটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ
             ❤আল্লাহ হাফেজ❤
Sort:  

আপনার ফুলের ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে কোনটা রেখে কোনটা আর প্রশংসা করবো এটাই বুঝতেছিনা তবে আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে কলমি লতা ফুল প্রতিটি ফুলের ফটোগ্রাফির নিছে খুব সুন্দর করে বর্ণনা দিয়েছেন ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য শুভকামনা আপনার জন্য

 3 years ago 

ধন্যবাদ প্রিয় ভাই এতো সুন্দর মন্তব্য করার জন্য

 3 years ago 
  • বাহ অল্প সময়ে বেশ কিছু ভালো ফটোগ্রাফি করেছেন। আপনার সবগুলো ফটোগ্রাফি সুন্দর ছিল। তবে আমি কখনো লালশাকের ফুল দেখিনি আজকে প্রথম দেখলাম। এবং এখনই আমের মকুল আসার সময়। অনেক সুন্দর ছিল ফটোগ্রাফি পোস্ট টা। ধন্যবাদ শেয়ার করার জন্য।
 3 years ago 

ধন্যবাদ ইমন ভাই সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য

আপনি অসাধারণ কয়েকটি ফুলের ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলোর মান সত্যি অনেক আকর্ষণীয় হয়েছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর ফটোগ্রাফি করে আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাই খুবই সুন্দর মন্তব্য করছেন

ফুল হলো সৌন্দর্যের প্রতিক। যেটা আপনার করা ফটোগ্রাফি থেকেই স্পষ্ট বোঝা যাচ্ছে। সেই সাথে বর্ণনাটাও অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ

 3 years ago 

ভালোবাসা রইল আপনার জন্য

 3 years ago 

প্রত্যেকটা ফটোগ্রাফি আমার কাছে জাস্ট অসাধারণ লাগলো। পাঁচ নাম্বার ফুলের ফটোগ্রাফি টা একটু বেশি ভালো লাগলো। এমনিতেই আপনি সবগুলোই ফটোগ্রাফি দুর্দান্তভাবে তুলেছেন। যে কারোর দেখলে খুবই ভালো লাগবে ফটোগ্রাফি গুলো। আমার কাছে তো অসাধারণ লেগেছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল 😍😍

 3 years ago 

ধন্যবাদ আপু আপনি সব সময় সুন্দর দিয়ে পাশে থাকেন,ভালোবাসা রইল আপনার জন্য

 3 years ago 

ফুলের ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে।আপনি দক্ষতার সাথে ফটোগ্রাফি গুলো করেছেন এবং সুন্দরভাবে আমাদের দেখার সুযোগ করে দিয়েছেন। আপনার জন্য রইল শুভকামনা।

 3 years ago 

ধন্যবাদ রায়হান ভাই ভালোবাসা রইল আপনার জন্য

 3 years ago 

ভাইয়া আপনার ফটোগ্রাফি গুলো আসলেই অনেক সুন্দর হয়েছে,জাস্ট ওয়াওওও। কোনটা ছেড়ে কোনটা বলবো অধিক সুন্দর তা বুজতে পারছিনা।

আসলেই অসাধারণ হয়েছে দেখতে খুবই সুন্দর লাগছে। ছবিগুলোর মধ্যে প্রকৃতির অপরূপ দৃশ্য ফুটে উঠেছে

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আমাদের মাঝে এত সুন্দর সুন্দর ফটো গুলোকে শেয়ার করার জন্য

 3 years ago 

ধন্যবাদ আপু এতো সুন্দর মন্তব্য করার জন্য,আপনার মন্তব্য আমার অনেক ভালো লাগছে।

 3 years ago 

আপনি অসাধারণ কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি করার দক্ষতা অনেক ভালো। আপনি সবগুলো ফটোগ্রাফি খুব যত্ন করে করেছেন। কলমি ফুল গুলো আমার কাছে দেখতে অনেক ভালো লাগে। আর এই ফুল ফটোগ্রাফি করলেও দেখতে সুন্দর দেখায়।

 3 years ago 

ধন্যবাদ আপু খুবই সুন্দর মন্তব্য করছেন

 3 years ago 

আপনার নিজের হাতে তোলা ফুলের ফটোগ্রাফি গুলো দেখতে অনেক সুন্দর হয়েছে। আর দেখে খুব ভালো লাগলো আমার। আর যাই হোক সব মিলিয়ে আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে। আর তাই আপনাকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া দোয়া করবেন

 3 years ago 

আপনার ফুলের ফটোগ্রাফি গুলো খুবই দুর্দান্ত হয়েছে। আপনি খুব সুন্দর করে সময় নিয়ে ছবিগুলো তুলেছেন। প্রত্যেকটি ফটোগ্রাফি খুবই অসাধারণ হয়েছে। আমার কাছে খুব ভালো লেগেছে। এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।ভালো থাকবেন ভাই।

 3 years ago 

ধন্যবাদ প্রিয় ভাই ভালোবাসা রইল

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.20
JST 0.034
BTC 90641.97
ETH 3108.44
USDT 1.00
SBD 2.99