নারিকেল এর পাতা দিয়ে ঝুড়ি তৈরী By|@salmanabir|১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য

in আমার বাংলা ব্লগ2 years ago
আচ্ছালামুয়ালাইকুম সবাইকে


আশা করি প্রিয় মানুষ গুলো আপনার
পরিবারের সদস্যদের নিয়ে ভালোই আছেন।আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারকে নিয়ে বেশ ভালো আছি।এখনকার সময় গুলো আমার এমন মনে হচ্ছে রাত শেষ হলেই মনে হয় কঠিন সময় চলে আসছে।চারিদিকে কোলাহল এবং হাহাকার লেগে আছে। আল্লাহ আমাদের এই সকল আজাব এবং বিপদ থেকে রক্ষা করুক।

আজকে আমি আপনাদের মাঝে নারিকেল এর পাতা দিয়ে বানানো একটি ঝুড়ি শেয়ার করব।কাগজ দিয়ে সবাই বানায় তাই আমি একটু ভিন্ন চিন্তা করলাম।তবে জানি না আপনাদের কাছে কেমন লাগবে কিন্তু এই ঝুড়িটি বানাতে আমার অনেক সময় চলে গেছে। প্রথম প্রথম কাজ করলে একটু কঠিন মনে হবে এবং সময় বেশী এটা স্বাভাবিক।স্বার্থকতা তখনী আসবে যখন আপনারা সবাই সাপোর্ট করবেন। তখন ক্লান্তি আনন্দে পরিনত হয়ে যাবে।সো আর কথা না বারিয়ে মূল ধাপে চলে যাই।

IMG_20220128_183747.jpg


যে উপকরণ আমার দরকার ছিল

  • নারিকেল পাতা
  • কাচি

আপনাদের ধাপে ধাপে দেখানোর চেষ্টা করছি


IMG_20220128_172347.jpg

আমি নারিকেল গাছ থেকে ৫ টি পাতা ছিড়ে নিয়ে আসলাম,বেশী বড় বানাবো না তাই আমি ৫টি পাতা দিয়েই কাজ করছি।আপনি চাইলে বেশী পাতা নিয়েও করতে পারবেন

IMG_20220128_173156.jpg

পাতাগুলোর শলা সরিয়ে নিলাম এবার পাতা হলো ১০টি এবং প্রতিটা পাতা সাইজ করে নিলাম,প্রতিটা পাতার সাইজ লম্বা একই রাখতে হবে। ছোট বড় হলে কাজ করে আরাম পাওয়া যাবে না এবং কাজের ফিনিশিং ভালো হবে না

প্রতিটা পাতার মাথায় দিক থেকে আড়াআড়ি ভাবে কেটে দিব মোটামুটি প্রতিটা পাতার সাইজ জেন ঠিক হয়।ঠিক ছবিতে যেমন দেখতে পারছেন তেমন ভাবেই কাটব

IMG_20220128_175334.jpg

IMG_20220128_180507.jpg

এইবার বুনব প্রথম অবস্থায় দুইটা পাতা নিব দুইটি পাতা দুইভাবে রাখব মানে ব্যাপারটা এমন আগা মাথা একই দিকে রাখব না। এরপর আরেকটি পাতা নিব ঐ দুই পাতার মধ্য দিয়ে একবার আনব এবং উপর দিয়ে একবার

IMG_20220128_180632.jpg

১০ টি পাতা ব্যবহার করার পর এতো বড়ো হইছে,এবার অন্য ধাপে দেখাব বাকি কাজ গুলো,কি ক্লান্ত হয়ে যাচ্ছেন নাতো আর একটু পরেই ফিনিশিং হবে

IMG_20220128_181035.jpg

এবার আমি গোল করে নিব দেন অতিরিক্ত অংশ পাতা দিয়ে আবার বুনে দিব আমাদের উদ্দেশ্য গোল করা

IMG_20220128_181432.jpg

গোল করার পরে আবার বুনন করে দিব যত বুনব ততোই শক্ত হবে এবং দেখার সৌন্দর্য ও বেড়ে যাবে।এই পর্বে বুনন করা খুবই সহজ কেননা পাতার গ্যাপে গ্যাপে ডুকিয়ে দিলেই হয়ে যায়

IMG_20220128_181707.jpg

ঝুড়ির নিচের অংশের কাজ হয়ে গেলো,চলুন এবার পরবর্তী ধাপে নিয়ে যাবো আশা করি এই ধাপ দেখলেই আপনি বুজতে পারবেন যে কিভাবে ঝুড়ি তৈরী হয়

IMG_20220128_181911.jpg

এইবার নিচের পাতাগুলো বুনন করে উপরের দিকে উঠাব,প্রতিটা পাতাই আবার বুনন করে উপরে উঠাব আর এটাই উপরে উঠানোর শেষ ধাপ

IMG_20220128_182333.jpg

পাতাগুলো উপরে উঠানোর পরে মাত্র চারটি পাতা রাখব বাকিগুলো সব কেটে দিব

IMG_20220128_182616.jpg

বুনন করার শেষ ধাপ পাতাগুলো আবার নিচের দিকে বুনন করে দিব,বুনন করার পরে যদি অতিরিক্ত অংশ থাকে তা কেটে দিব

IMG_20220128_183525.jpg

হয়ে গেলো আমার পরিশ্রম এর ফল,আসলে মন দিয়ে কাজ করলে কোন কিছুতেই বাধে না।যদি লক্ষ্য ঠিক থাকে তাহলে মনে করি কেউ আটকাতে পারে না। বন্ধুরা আপনাদের দেখানোর মতো আমার এই পর্যন্তই ছিল আশা করি আপনাদের ভালো লাগছে।

ঝুড়ি মেকার@salmanabir
ক্যামেরাশাওমি রেডমি নোট৫

এতো সময় সাথে ছিলাম আমি @salmanabir গ্রাজুয়েশন শেষ করে কোন জবের পিছনে না ঘুরে একজন উদ্যোগতা হয়েছি। আপনাদের সাথে আছি বরিশাল থেকে ।

         ★আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ★
Sort:  
 2 years ago 

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

আপনার নারিকেল পাতা দিয়ে ঝুঁড়ি তৈরির কৌশল টা অনেক ভালো লাগলো। আমি আজকেই এটি বানানোর চেষ্টা করবো। আপনাকে অনেক ধন্যবাদ ইউনিক একটি প্রজেক্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

 2 years ago 

ধন্যবাদ ভাই খুবই সুন্দর মন্তব্য করছেন,ভালোবাসা চিরন্তন

অসম্ভব চিন্তাভাবনা আপনাদের মাথায় আসে কিভাবে। নারিকেল পাতা দিয়ে চমৎকার একটা ঝুরি তৈরি করেছেন । আমার কাছে খুবই ভালো লেগেছে। ধাপ গুলো খুব সুন্দর করে দেখিয়েছেন। ছোট বেলার কথা গুলো মনে পড়ে গেল ঘড়ি চশমা তৈরি করতাম এই পাতা দিয়ে। বেশ ভালো ছিল সেই সময় গুলো। আশা করি আপনি আরো সুন্দর কিছু তৈরি করবেন এবং আমাদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 2 years ago 

আপনার এই সুন্দর মন্তব্য আমাকে কাজের গতি বাড়িয়ে দিবে,অনেক ভালো একটি মন্তব্য করছেন। শুভ কামনা আপনার জন্য

 2 years ago 

নারিকেলের পাতা দিয়ে আপনি অনেক চমৎকার ভাবে একটি ঝুড়ি তৈরি করেছেন। আপনার তৈরীকৃত এই নারকেল পাতার ঝুড়ি দেখতে অসম্ভব সুন্দর দেখাচ্ছে। আপনি আপনার এই কাজের মাধ্যমে সৃজনশীলতার পরিচয় আমাদের মাঝে তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে এরকম একটি সৃজনশীলতা মূলক পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল

 2 years ago 

শৈশবে ফিরে যেতে ইচ্ছা করছে আবার কতো শুদ্ধ দিন ছিলো খেলার কতো দারুন ছিল দিনগুলা।অনেক সুন্দর হয়েছে আপনার ঝুরিটা অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে।

 2 years ago 

জ্বী আমাদের শৈশব অনেক ভালো ছিল যা এখনকার ছেলে মেয়েদের নাই। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ

 2 years ago 

একদম ছোট বেলায় নারিকেলের পাতা দিয়ে ঘড়ি, চশমা, পাখা আরো কত কিছুইনা তৈরি করতাম।আজ আপনার তৈরীকৃত ঝুড়ি টি দেখে ছোটবেলার সেই স্মৃতি গুলো মনে পড়ে গেল।

যাইহোক আপনার তৈরীকৃত ঝুড়িটি বেশ ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ আপনাকে

 2 years ago 

জ্বী আপু ছোট বেলা আমরা নারিকেল পাতার অনেক কিছুই বানাতাম। ধন্যবাদ আপনাকে সুন্দর মতামত দেওয়ার জন্য।

 2 years ago 

নারকেলের পাতা দিয়ে বিভিন্ন ধরনের খেলনা তৈরি ও প্রয়োজনীয় জিনিসপত্র তৈরি করা যায়। বর্তমান আধুনিকতার ছোঁয়ায় তা এখন বিলুপ্তির পথে। আপনি খুব সুন্দর করে নারকেলের পাতা দিয়ে ঝুড়ি তৈরি করেছেন ।যেটা দেখতে খুবই ভালো লাগছে। আপনার দক্ষতা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

আপনার মন্তব্য আমার কাছে খুবই ভালো লাগছে,সুন্দর মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ

 2 years ago 

ঝুড়িটি আরেকটু বড় হলে অনেক কিছুই রাখা যেত। যাইহোক খুব সুন্দর হয়েছে আর বিশেষ করে আপনার উপস্থাপনা দারুন ছিল সব মিলিয়ে অসাধারণ। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

মতামত দেওয়ার জন্য ধন্যবাদ🥰

 2 years ago 

ভাইয়া নারিকেল পাতা দিয়ে ঝুড়ি তৈরি দেখে আমার ছোট
বেলার কথা মনে পড়ে গেলো।নারিকেল পাতা দিয়ে এই ঝুড়ি
তৈরি করে খেলা করতাম ছোট বেলায়। অনেক সুন্দর হয়েছে আপনার ঝুড়ি তৈরি টা।
আপনার জন্য অনেক শুভকামনা রইলো ভাইয়া।

 2 years ago 

প্রিয় আপু আপনার সুন্দর মতামত দিয়ে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ

 2 years ago 

বাহ আপনি নারিকেলের পাতা দিয়ে খুবই সুন্দর একটি ঝুড়ি তৈরি করেছেন ।নারিকেলের পাতা দিয়ে ছোটবেলায় আমিও অনেক কিছু তৈরি করতাম ।আপনার টা দেখে পুরনো স্মৃতি মনে পড়ে গেল ।ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ডাই আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ😍

 2 years ago 

বাহ আপনি নারিকেল পাতা দিয়ে খুব সুন্দর একটি ঝুড়ি বানিয়েছেন । ছোটবেলার কথা মনে পড়ে গেল আপনার ঝুড়ি বানানো দেখে । নারিকেল পাতা দিয়ে ছোটবেলায় ঘড়ি, চশমা বানাতাম কত সত্য সুন্দর দিন ছিল তখন !! ভালো লাগলো ভাই আপনার পোস্টটি দেখে । ধন্যবাদ আপনাকে

 2 years ago 

জ্বী ভাই ছোটবেলা আমরা নারিকেল পাতা দিয়ে অনেক কিছুই বানাতাম।সুন্দর মতামত দিয়ে পাশে থাকার জন্য ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.12
JST 0.033
BTC 63383.41
ETH 3119.37
USDT 1.00
SBD 3.85