কয়েকটি পোকামাকড়ের ম্যাক্রো ফটোগ্রাফি By@salmanabir |১০% লাজুক খ্যাঁক এর জন্য|
আচ্ছালামুয়ালাইকুম প্রিয় বন্ধুগন,
🤝আমার নতুন ব্লগে আপনাকে স্বাগতম🤝
আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আজকে আমি কয়েকটি পোকামাকড় এর ম্যাক্রো ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি। গ্রামেও যে পোকামাকড় এর অভাব এটা আজকে এই ফটোগ্রাফি করতে গিয়ে বুঝতে পারলাম। তবে একটা বিষয় যখন আমর কাজে লাগবে না তখন হয়ত দেখা যাবে অনেক পোকামাকড় আমার সামনে পরবে। যাই হোক আজকে তিনটা পোকামাকড় এর ম্যাক্রো ফটোগ্রাফি পোস্ট করব।
প্রজাপতি
অনেক সময় ধরে ঘুরতে ছিলাম বাগানে কোন পোকামাকড় এর দেখা পাই না,শেষ সময়ে দুইটা প্রজাতির দেখা মিল্লো তাও আবার উড়তে ছিল। কি আর করার তাদের জন্য অপেক্ষা করতে শুরু করলাম কখন গাছে বসবে।কিছু সময় পর একটা প্রজাতি গাছে বসে গেলো ক্লিক করলাম তা ব্রাইট কম ছিল তাই ভালো দেখাচ্ছিল না। কিছুসময় পর আবার সুজোগ দিল তখন মন মতো কয়েকটি ফটো নিলাম।এই ফটোটি সেচুরেশন হাই দিয়ে ক্যাপচার করলাম।
এটি ক্যাপচার করলাম সেচুরেশন লো করে, একটা বিষয়ে ধারণা হলো ব্যাকগ্রাউন্ড যদি সবুজ থাকে তাহলে তাহলে সেচুরেশন হাই করে দিলে ভালো ফটো উঠে।আমার এই ছবি দুইটার মধ্য অনেক ডিফারেন্স আছে আমি দেখতে পাচ্ছি।সেচুরেশন বেশী থাকায় প্রথম ছবিটা স্পষ্ট আসছে। এবং দেখতে ও ভালো দেখাচ্ছে।
লালপোকা
এরা সব সময় গাছে বসবাস করে বিশেষ করে ফল গাছে বেশী বাসা বাধে।এই ফটোতে দেখতে পাচ্ছেন নিচেই তাদের বাসা, বাসায় বেশী পোকা ছিল না হয়ত তারা খাবারের সন্ধানে নেমে গেছে। এই ছোট পোকায় এত বড় বাসা তৈরী করে যা গভীর চিন্তা করলে চমকে জেতে হয়। এদের একতা একটা বড় গুন।
লাল পোকারের ফটোগ্রাফি করতে গিয়ে যে অভিজ্ঞতা হলো, এরা সত্যিই দল বেধে থাকতে পছন্দ করে। এদের মধ্য খুবই সুন্দর বন্ডিং আছে যেটা অনেক ভাই ভাইয়ের মধ্যেও থাকে না।সব থেকে ভালো লাগে এরা এক এক জনের পিছনে হাটে অনেক লম্বা লাইন হয়ে যায়।মনে হয় সেনাবাহিনীর ট্রেনিং দেওয়া হয়েছে এদের।
এবার আরো একটি অভিজ্ঞতা হলো এরা সাধারণত পোকামাকড় খেয়ে বেচে থাকে,ছবিতে দেখা যাচ্ছে দুইটি লাল পোকা একটি পিপড়া শিকার করছে।আরো একজন ভাগ বসানোর জন্য দৌড়িয়ে আসছে, এটাই ওদের ভালোবাসা। মাঝে মাঝে প্রকৃতির মধ্য হারিয়ে গেলে লচ নাই অনেক কিছুই শেখা যায়।
মাছিপোকা
আমরা এই পোকাকে সবাই কম বেশী দেখি,বিশেষ করে মাছ বাজারে গেলে দেখা যায়। যদিও আমিও এতো কাছ থেকে কখনো দেখি নায় আজকে ফটোগ্রাফির মাধ্যমে দেখতে পেলাম। এদের চোখ অনেক বড় হয়ে থাকে এবং বডিতে টিয়া কালার।
আজকের ব্লগটি তৈরী করতে আমার নিজের কাছে একটু ভালো লাগছে কেননা আগে কখনো পোকামাকড় সম্পর্কে ধারণা ছিল না।আজকে ফটোগ্রাফি করতে গিয়ে অনেক কিছুই জানতে পারলাম, চেষ্টা করলাম আমি আপনাদের মাঝেও তুলে ধরতে। আশা করি আপনাদের ও ভালো লাগবে।
শিক্ষাঃ
প্রতিটা নতুন কাজই একটি অভিজ্ঞতা,আর অভিজ্ঞতা থাকা মানেই না জানাদের থেকে হাজার গুন এগিয়ে থাকা।
ব্লগার | আবির |
---|---|
ডিভাইস | রেডমি নোট ৫ |
পোস্ট ধরণ | ম্যাক্রো ফটোগ্রাফি |
প্রকাশ | ৩০/০৪/০২২ |
আজকের ব্লগটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ,আবার দেখা হবে নতুন কোন ব্লগে, ভালো থাকুন সুস্থ্য থাকুন এই কামনা করে আজকে বিদায় নিচ্ছি।
💗আল্লাহ হাফেজ💗
অনেক গুরুত্বপূর্ণ কথা লিখেছেন ভাইয়া। আপনার এই লেখাগুলো পড়ে অনেক ভালো লাগলো। তবে যাইহোক আপনি আজকে অনেক সুন্দর ভাবে এই ফটোগ্রাফি গুলো তুলে ধরেছেন। প্রজাপতির ফটোগ্রাফি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। এছাড়াও লাল পোকার ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে দারুন সব ফটোগ্রাফি শেয়ার করার জন্য। সেই সাথে আপনার জন্য শুভকামনা রইল।
ধন্যবাদ প্রিয় স্বপন ভাই খুবিই সুন্দর মতামত দিয়ে পাশে আছেন,এভাবে ভালো মন্তব্য পেলে খুবই ভালো লাগে।
Twitter
এখানের সবগুলো পোকামাকর আমি চিনি। এসব পোকামাকড় গ্রামের মধ্যে বেশি দেখা যায। আপনার ফটোগ্রাফি করে বেশ ভালো ছিল ভাইয়া । আর ভালো তো হবেই বরিশালের পোকামাকর বলে কথা 🤭।
ধন্যবাদ ভাইয়া সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য আপনার জন্য শুভকামনা রইল।
হুম গ্রামে দেখা যায় কিন্তু আমার চোখে খুবই কম পরল,হয়ত সব নোয়াখালী চলে গেছে🙄 আমি চাচ্ছি নোয়াখালীর পোকামাকড় ধারণ করতে।ধন্যবাদ আপু সুন্দর মতামত দিছেন ভালো লাগল মতামত পেয়ে।
প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা।প্রজাপতি টি আসলেই খুব চমৎকার দেখাচ্ছে। লালপোকা গুলো দেখতে মনে হয় সেনাবাহিনীর ট্রেনিং দিচ্ছে শুনে হাসি পাচ্ছে। যাই হোক প্রজাপতি, মাছি,লাল পোকা সবগুলো ছবি সুন্দর হয়েছে। ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ।
আপনার কবিতাটি এখনো মনে আছে,ব্রিলিয়ান্ট ছাত্রী বলে কথা।আপু লাল পোকা গুলো সত্যিই সেনাবাহিনীর ট্রেনিংপ্রাপ্ত। ধন্যবাদ প্রিয় আপু সুন্দর মতামত দেওয়ার জন্য।
কয়েকটি পোকা মাকড়ের ম্যাক্রো ফটোগ্রাফি দেখে অনেক ভালো লাগলো। প্রতিটি ছবি আপনি অনেক দক্ষতা নিয়ে তুলেছেন। আমার কাছে প্রজাপতির ছবিটি অনেক ভালো লেগেছে। ধন্যবাদ ভাইয়া আপনাকে এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।
প্রজাতির ছবিটা আমার কাছেও ভালো লাগছে, যাই হোক আমি স্বার্থক যে আপনার কাছে ভালো লাগছে, ধন্যবাদ আপু মতামত দেওয়ার জন্য।
আপনি অনেক ধৈর্য্য নিয়ে পোকামাকড়ের ম্যাক্রোফটোগ্রাফি করেছেন। আপনার প্রত্যেকটা ম্যাক্রোফটোগ্রাফি আমার কাছে খুব ভালো লেগেছে। বিশেষ করে প্রজাপতির ম্যাক্রো ফটোগ্রাফি টা অসাধারন হয়েছে। আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
জ্বী ভাই অনেক ধৈর্যের দরকার হইছে বুঝতে পারছেন এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
আমাদের চারপাশের প্রকৃতিতে কত ধরনের পোকামাকড় ঘুরে বেড়ায় তা হয়তো আমরা কখনই লক্ষ্য করি না। কিন্তু আজ যখন আপনি পোকামাকর ফটোগ্রাফি করতে চেয়েছেন তখন খুঁজে পাচ্ছিলেন না। প্রয়োজনের সময় কিছু ঠিকঠাক হয় না এটাই মনে হয় বাস্তবতা। আপনার কয়েকটি পোকামাকড়ের মাইক্রো ফটোগ্রাফি অত্যন্ত চমৎকার হয়েছে। দেখে বেশ ভালই লাগলো। সুন্দর উপস্থাপনার জন্য অনেক অনেক ধন্যবাদ।
ভাইয়া আপনাকে ধন্যবাদ পোস্টি পড়ে মন্তব্য করার জন্য,আসলে আমি একটা বিষয় লক্ষ্য করছি যখন যেটা দরকার হয় না তখন সেটা হাতের কাছে বেশী পাওয়া যায়
আপনি খুব সুন্দর ভাবে ম্যাক্রো ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। কয়েকটি পোকা কে কেন্দ্র করে আপনি ম্যাক্রোফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এত সুন্দর দক্ষতা সম্পূর্ণ একটি পোষ্ট পড়ে খুব ভালো লাগলো
ধন্যবাদ ভাই খুবই সুন্দর মতামত দিছেন ভালো লাগল আপনার মতামত পেয়ে
আপনি আজকে আমাদের সাথে চমৎকার কিছু ম্যাক্রোফটোগ্রাফি শেয়ার করেছেন এবং খুবই চমৎকার ভাবে তা উপস্থাপন করেছেন। আপনার পোষ্ট টি কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে এবং ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে।
আমার পোস্ট আপনার কাছে ভালো লাগছে শুনে আনন্দিত হলাম,ধন্যবাদ সুন্দর মতামত দেওয়ার জন্য
আপনি খুবই চমৎকার ভাবে কয়েকটি পোকামাকড়ের ম্যাক্রোফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই কয়েকটি পোকামাকড়ের ম্যাক্রো ফটোগ্রাফি দেখতে অসম্ভব সুন্দর দেখাচ্ছে। সত্যি বলতে এই ম্যাক্রোফটোগ্রাফি আমার কাছে অনেক বেশি ভালো লাগে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ফটোগ্রাফিক পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনাকেও ধন্যবাদ সুন্দর মতামত দেওয়ার জন্য