লেভেল ৩ হতে আমার অর্জন- By |@salmanabir| ১০% পে আউট প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য
আসসালামু-আলাইকুম। আশা করি প্রিয় মানুষগুলো সবাই ভালো আছেন এবং পরিবারকে নিয়ে সুস্থ আছেন, নিরাপদে আছেন। আল্লাহর অশেষ রহমতে আর আপনাদের দোয়ায় আমিও আমার পরিবারকে নিয়ে সুস্থ আছি। আমি @salmanabir আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আমি @abb-school থেকে level 3 এর ৪ টি ক্লাস সম্পুর্ণ করি ।৪ টি ক্লাস করার কারণ হলো আমার কাছে রিওয়ার্ড বন্টন গুলো কিভাবে করে এই বিষয় গুলো কঠিন ছিল।আলহামদুলিল্লাহ আমি সে গুলো শিখে আজকে পরীক্ষা দিতে বসলাম। আমাদের ক্লাসে প্রফেসর সহ সকল মডারেটর ভাইয়ারা উপস্থিত ছিল এবং তারা আমাদেরকে অনেক ভালোভাবে বুঝিয়েছেন ও শিখিয়েছেন। মার্কডাউন সম্পর্কে আমার ধারণা তেমন বেশি ছিল না তবে আমি হাফিজুল্লাহ ভাইয়ার লেকচার শীট, সাইফুল ভাইয়ার শিক্ষামূলক ৩ টি সিরিজ এবং @abb-School থেকে ক্লাস করে মার্কডাউনের প্রতিটি বিষয় জ্ঞান নিছি।আমাদের level 3 তে যে বিষয় গুলো শিখানো হয়েছে তার আলোকে আমি কিছু প্রশ্নের উত্তর শেয়ার করতে যাচ্ছি।
@abb-school এর study-level-3 থেকে আমার অর্জন
১. মার্কডাউন কি?
২. কনটেন্ট কি?
৩. কিউরেশন কি?
মার্কডাউন
আমাদের লেখাকে সুন্দর এবং আকর্ষণীয়ভাবে অন্য ব্যক্তিদের কাছে প্রেজেন্ট করার জন্য আমরা লেখাকে ইটালিক,বোল্ড,হেডিংটা একটু বড় সাইজের, লেখার মাঝে ফটো দিতে চাইলে এবং ফটোকে ডানে এবং বামে সরানোর জন্য।যে কোড গুলো ব্যবহার করা হয় তাই হলো মার্কডাউন
কনটেন্ট
নির্দিষ্ট কোন একটি বিষয়কে যখন নিজের অভিজ্ঞতা ও সৃজনশীলতার মাধ্যমে ভালো লাগার বিষয়টি লেখার মাধ্যমে উপস্থাপন করা হয়, তখন তাকে কনটেন্ট হিসেবে গন্য করা হয়।ক্যাটাগর হিসাবে কনটেন্টকে তিন ভাগে ভাগ করা হয়েছে যেমনঃ অডিও কনটেন্ট, ভিডিও কনটেন্ট, টেক্সট কনটেন্ট।
কিউরেশন
আমরা যারা ব্লগ লিখে অনুভূতি/অভিজ্ঞতা শেয়ার করার মাধ্যমে রিওয়ার্ডস পাই এবং যারা আমাদের ভোট দেয়ার মাধ্যমে রিওয়ার্ডস পাওয়ার পথ ঠিক করে দিয়েছেন, তেমনি তারাও একটা নির্দিষ্ট পরিমান রিওয়ার্ডস পেয়ে থাকেন আর এটাকেই আমরা কিউরেশন বলি। যেমন পোষ্ট করার সাথে সাথে যদি আমি কারো পোষ্টে ভোট দেই তাহলে আমি কোন কিউরেশন রিওয়ার্ডস পাবো না, পুরোটা চলে যাবে রিওয়ার্ডস পুলে। আর যদি আমি ১ মিনিট পরে ভোট দেই তাহলে আমি পাবো মাত্র ২০% আর বাকী ৮০% যাবে রিওয়ার্ডস পুলে। যদি আমি ২ মিনিট পরে ভোট দেই তাহলে আমি পাবো ৪০% আর বাকী ৬০% যাবে রিওয়ার্ডস পুলে। একই ভাবে ৩মিনিট পর ভোট দিলে ৬০%, ৪ মিনিট পর ভোট দিলে ৮০%। কিন্তু আমি যদি ৬ মিনিট পর ভোট দেই তাহলে কিউরেশন রিওয়ার্ডের ১০০% পাবো।
এখন আমি কমিউনিটির দেওয়া কিছু প্রশ্নের উত্তর লিখব
মার্কডাউন কি?
উত্তরঃ-
স্টিমিট প্লাটফর্মে আমরা সবাই আমাদের নিজের পোষ্টগুলো আকর্ষণীয়ভাবে করে তোলার জন্য কিছু কোড ব্যাবহার করি। এই কোডগুলো ব্যবহার করার জন্যেই আমাদের পোষ্টগুলো অন্যান্য ব্যবহারকারীর সামনে একটু ভিন্নভাবে উপস্থাপন হয় এবং পোস্টটি দেখতে অনেক আকর্ষণীয় মনে হয়। যেমন হেডিং, লেখাকে বোল্ড করা, লেখাকে মাঝখানে নিয়ে আসা, লেখার মাঝখানে ফটো যুক্ত করা এরকম আমরা আরো অনেক কাজ করতে পারি এই মার্কডাউন ব্যবহার করে। আমরা এরকম যে কোডগুলো ব্যবহার করে থাকি, এই কোডগুলোকেই মার্কডাউন বলা হয়
মার্কডাউন কোডের ব্যবহার কেন গুরুত্বপূর্ণ* ?
উত্তরঃ-
আমরা সবাই চাই, আমাদের পোস্টটি যেন অনেক আকর্ষণীয় হয় এবং দেখতে যাতে অনেক সুন্দর লাগে। আমরা যদি মার্কডাউন গুলো ব্যবহার করি, তাহলে আমরা মার্কডাউনের বিভিন্ন কোডিং এর মাধ্যমে আমাদের লেখাকে আকর্ষণীয় করতে পারব এবং আমরা এই মার্কডাউনেরর কোডগুলো ব্যবহার করার জন্যে আমাদের পোস্টের মান অনেক বেশি বৃদ্ধি করতে পারব। যারা আমার পোস্টটি পড়বে তাদের কাছে যদি আমার পোস্টটি দেখতে ভালো লাগে, তাহলে সে আগ্রহের সাথে আমার পোস্টটি পড়তে চাইবে। কিন্তু আমি যদি শুধুমাত্র লেখা গুলোই পোস্ট করি, তাহলে আমার পোস্টটি দেখতে অনেক অগোছালো মনে হবে। ফলে পোস্টে আমি যতই গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরি না কেন মানুষের কাছে আমার পোস্টটি ভালো লাগবে না। তাই আমাদের পোস্টটি মানুষের কাছে আকর্ষণীয় করে তোলার জন্য এবং সুন্দর করার জন্য মার্কডাউন কোডগুলো ব্যবহার করা অনেক গুরুত্বপূর্ন।
পোষ্টের মধ্যে মার্কডাউনের কোডগুলো প্রতিফলন না ঘটিয়ে কিভাবে দৃশ্যমান করে দেখানো যায়?
উত্তরঃ-
আমরা পোস্টের মধ্যে যে মার্কডাউন কোডগুলো ব্যবহার করি, সেগুলোকে তিনটিট উপায়ে আমরা প্রতিফলন না ঘটিয়ে দৃশ্যমান করতে পারি।
১. আমরা যে মার্কডাউনের কোডগুলো ব্যবহার করব, সেটির আগে ৪ টি স্পেস ব্যবহার করব। তাহলেই মার্কডাউনের কোডগুলো প্রতিফলন না ঘটিয়ে দৃশ্যমান করে দেখানো হয়ে যাবে।
২. এছাড়াও আমরা যেকোন মার্কডাউনের কোডগুলো ব্যবহারের আগে এবং পরে যদি আমরা apostrophe ( ' ) চিহ্ন ব্যবহার করি, তাহলেও মার্কডাউনের কোডগুলো প্রতিফলন না ঘটিয়ে দৃশ্যমান করে দেখানো হয়ে যাবে।
৩. লেখার শুরু এবং শেষে (`) Back Quote চিহ্ন ব্যবহার করি তাহলেও মার্কডাউনের কোডগুলো প্রতিফলন না ঘটিয়ে দৃশ্যমান করে দেখানো হয়ে যাবে।
নিচের ছবিতে দেখানো টেবিলটি কিভাবে তৈরি করা হয়েছে? মার্কডাউন কোডগুলো উল্লেখ করুন।
উত্তরঃ-ইনপুট
User | Post | Steem power |
--- | --- | --- |
User1 | 10 | 500
User2 | 20 | 900
আউটপুট
User | Post | Steem power |
---|---|---|
User1 | 10 | 500 |
User2 | 20 | 900 |
সোর্স উল্লেখ করার নিয়ম কি ?
উত্তরঃ-
সোর্স উল্লেখ করার জন্য প্রথমে থার্ড ব্র্যাকেটের মধ্যে আমরা যে লেখাটি দৃশ্যমান করতে চাই সেই লেখাটি দিব এবং এরপরে ফাস্ট ব্রাকেট এর মধ্যে আমরা যে লিঙ্কটি লেখার ভিতরে দিতে চাই সেই লিংকটি দিব। সোর্স উল্লেখ করতে যে কোড ব্যবহার করতে হবে তা হল: [লেখা] (লিংক)
বৃহৎ হতে ক্ষুদ্র - ক্রমিকভাবে ১ হতে ৬ পর্যন্ত হেডার গুলোর কোড লিখুন
উত্তরঃ-
# আমার বাংলা ব্লগ |
---|
## আমার বাংলা ব্লগ |
---|
### আমার বাংলা ব্লগ |
---|
#### আমার বাংলা ব্লগ |
---|
##### আমার বাংলা ব্লগ |
---|
###### আমার বাংলা ব্লগ |
---|
আউটপুট
আমার বাংলা ব্লগ
আমার বাংলা ব্লগ
আমার বাংলা ব্লগ
আমার বাংলা ব্লগ
আমার বাংলা ব্লগ
আমার বাংলা ব্লগ
টেক্সট জাস্টিফাই মার্কডাউন কোড টি লিখুন।
উত্তরঃ
<div class="text-justify"> |
---|
<\div> |
---|
কনটেন্টের টপিকস নির্বাচনে কোন বিষয়ের উপর বেশী গুরুত্ব দেয়া উচিত?
উত্তরঃ-
আমরা ক্লাসে শিখেছি যে কনটেন্ট সাধারণত তিন ধরনের হয়ে থাকে। যেমন:
★টেক্সট কনটেন্ট
★ ভিডিও কনটেন্ট এবং
★অডিও কনটেন্ট
কনটেন্টের টপিকস নির্বাচনে টেক্সট কনটেন্ট এর উপর আমাদের বেশি গুরুত্ব দেয়া উচিত।
কোন টপিকস এর উপর ব্লগ লিখতে গেলে সেই টপিকস এর উপর যথেষ্ট জ্ঞান থাকা জরুরী কেন ?
উত্তরঃ-
আমরা যে বিষয়ের উপরে ব্লগ লিখতে চাই সে বিষয়ে যথেষ্ট জ্ঞান থাকা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা যে বিষয়ে ব্লগ লিখবো, সেই বিষয়ে ব্লগের ভিতর অনেক তথ্যবহুল কনটেন্ট আমাদেরকে লিখতে হবে। কিন্তু আমরা যে বিষয়ের উপরে ব্লগ লিখবো, সেই বিষয়ের উপর যদি আমার তেমন কোন ধারণা না থাকে এবং যথেষ্ট জ্ঞান না থাকে। তাহলে সে বিষয়ের উপর আমি তথ্য বহুল কনটেন্ট লিখতে পারবো না এবং তখন আমার ব্লগটিতে অনেক ভুল থাকার সম্ভাবনা থাকবে। তারজন্য আমরা যদি মানসম্মত পোস্ট করতে চাই, তাহলে অবশ্যই আমাদের উচিৎ আমরা যে বিষয়ের উপরে ব্লগ লিখবো সে বিষয়ে জ্ঞান থাকা অনেক বেশি জরুরী।
ধরুন প্রতি STEEM কয়েনের মূল্য $0.50 । আপনি একটি পোস্টে $7 এর ভোট দিলেন। তাহলে আপনি কত $ [USD] কিউরেশন রেওয়ার্ড পাবেন ?
উত্তরঃ-
তাহলে আমি $3.5 USD কিউরেশন রিওয়ার্ড হিসাবে পাবো।
সর্বোচ্চ কিউরেশন রেওয়ার্ড পাওয়ার কৌশল কি?
উত্তরঃ-
আমরা যদি পোস্টে সর্বোচ্চ কিউরেশন রেওয়ার্ড পেতে চাই তাহলে যেকোন পোষ্ট করার ৫ মিনিট পর ভোট দিতে হবে। কেননা পোস্ট করার সময় থেকে ৫ মিনিট পর্যন্ত যদি কেউ ভোট দিয়ে থাকে, তাহলে প্রতি ৩ সেকেন্ডে ১% করে রিওয়ার্ড কমে যাবে। আর যদি আমার ভোট দেওয়ার পরবর্তীতে কোনো বড় ভোট পড়ে তাহলে ঐ পোস্টের সর্বোচ্চ কিউরেশন রেওয়ার্ড পাওয়া যাবে।
নিজে কিউরেশন করলে বেশি আর্ন হবে, নাকি @heroism এ ডেলিগেশন করলে বেশি আর্ন হবে…?
উত্তরঃ-
আমি মনে করি নিজে কিউরেশন করার থেকে @heroism কে ডেলিগেশন করলে বেশি আর্ন হবে। কারণ আমি যদি ভোট দেই, তাহলে আমি শুধুমাত্র স্টিম পাওয়ার পাব আর @heroism কে ডেলিগেশন করলে, আমার পোস্টে @heroism থেকে ভোট পাবার সম্ভাবনা থাকবে। ফলে আমি যদি ভোট পাই, তাহলে স্টিম পাওয়ার পাবার সাথে সাথে আমি লিকুইড স্টিম ডলার ও রিওয়ার্ড হিসেবে পাব, আর আমি স্টিম ডলারকে যদি স্টিম কনভার্ট করি, তাহলে আমি নিজে কিউরেশন করার জন্য যা পাব তার থেকে @heroism এ ডেলিগেশন করলে অনেক বেশি পাব। এছাড়াও আমরা যদি Heroism কে ডেলিগেশন করি তাহলে তার সর্বোচ্চ সঠিক ব্যবহার হবে। তারপর এখান থেকে অন্য কনটেন্ট ক্রিয়েটাররা যেমন উপকৃত হবে, তেমনি আমার কনটেন্ট যদি ভাল হয় তাহলে আমিও অনেক উপকৃত হব।
অনেক ধন্যবাদ আমার পোস্টটি সময় নিয়ে পড়ার জন্য।
Cc- @alsarzilsiam
কোডিং গুলো যেভাবে দেখানো কথা সেভাবে আপনি প্রকাশ করেন নি। আপনি ছবি আকারে দিয়েছেন। এগুলো গ্রহণযোগ্য নয়। আপনি আপনার পোস্টটি আবার এডিট করে কোডিং গুলোকে সঠিক নিয়মে প্রকাশ করুন, ধন্যবাদ।
@alsarzilsiam ভাইয়া এডিট করে ঠিক করে দিছি,সময় করে দেখে নিবেন।