পদ্মা নদীর মাঝে কিছু ফটোগ্রাফি By-@salmanabir |১০% লাজুক খ্যাকের জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আচ্ছালামুয়ালাইকুম,

শুভ বিকেল জানিয়ে শুরু করছি আজকের ব্লক আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ্য আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভালো এবং সুস্থ্য আছি।গতকালকে শেয়ার করছিলাম ঢাকা থেকে বরিশালে আসার গল্প আজকে পদ্মা নদীর মাঝের কিছু চিত্র তুলে ধরব । ঢাকা থেকে বরিশালে আসতে সর্বমোট পাচ ঘন্টা লাগে। পদ্মা সেতু সম্পূর্ণ হয়ে গেলে হয়ত চার ঘন্টার মধ্য পৌছানো যাবে।এই তো আর কিছুদিন পরেই দক্ষিনাঞ্চলের সপ্নের পদ্মা সেতু চালু হয়ে যাবে। তখন আমাদের আর ফেরি, লঞ্চ স্পিডবোর্ড পার হতে হবে না।ডিরেক্ট এক গাড়িতে করেই চলে আসতে পারব।কিছুটা শান্তি পাবো জার্নি পথে।এবার চলুন কিছু ছবি শেয়ার করা যাক আশা করি ছবি গুলো আপনাদের ভালো লাগবে।

IMG_20220416_135126.jpg

k75bsZMwYNtze9xHvT6xWCdz7q3QGD35ZKdaPpVrFksWkCyUAiXP2m1nJD351cseM5n4M89xXhNLcb3dfeBgH335jTD3fckm2SGxKbkuyaYT9Rbj1HAaZjPRVYnDLZispU1b7cSCEpskiFW34Y9LgmdWwdW6MPBDx.png

ছবি দেখে এতোখনে চিনে ফেলছেন,আর চিনবেনই বা না কেন আমাদের দেশের সপ্ন পূরণ হতে যাচ্ছে। হাজার কোটি টাকা ব্যায়ে তৈরী হয়েছে আমাদের পদ্মা সেতু।এখন বর্তমানে এপার থেকে ওপারে যাওয়া যায় কিন্তু পিচডালাই এখনো শেষ হয় নায়। তাই এখনো গাড়ি যাতায়াত করতে পারে না ইনশাআল্লাহ আর কিছু মাস পরেই আমারা গাড়িতে করে পার হতে পারব।শুধুই কি গাড়িতে পার হবো একদম না আমরা ট্রেনে করেও বাড়িতে যাবো। একটু ফিল করেন তো যখন ট্রেন নদীর মাঝে থাকবে তখন কি সুন্দর ফ্রেশ এয়ার।উহ আমার তো এখনী ভালো লাগে।

IMG_20220416_135236.jpg

k75bsZMwYNtze9xHvT6xWCdz7q3QGD35ZKdaPpVrFksWkCyUAiXP2m1nJD351cseM5n4M89xXhNLcb3dfeBgH335jTD3fckm2SGxKbkuyaYT9Rbj1HAaZjPRVYnDLZispU1b7cSCEpskiFW34Y9LgmdWwdW6MPBDx.png

একদম কাছে থেকে ছবিটি নেওয়া এতো কাছে থেকে আর কখনো ছবি নিতে পারি নায়। এই ছবি নেওয়ার জন্যই লঞ্চে উঠা। ভালোই ছিল সময়টি।একা ছিলাম তাও খুব উপভোগ করছি।

IMG_20220416_135752.jpg

k75bsZMwYNtze9xHvT6xWCdz7q3QGD35ZKdaPpVrFksWkCyUAiXP2m1nJD351cseM5n4M89xXhNLcb3dfeBgH335jTD3fckm2SGxKbkuyaYT9Rbj1HAaZjPRVYnDLZispU1b7cSCEpskiFW34Y9LgmdWwdW6MPBDx.png

IMG_20220416_140228.jpg

নদীর মাঝে চর পরে ভরে যাচ্ছে , কোন এক সময় দেখা যাবে নদী ছোট হয়ে গেছে। তা না হলে এই পদ্মা নদী দুই পাশ ভরে যাচ্ছে এভাবে যদি ভরতে থাকে তাহলে আর মনে হয় না যে বেশীদিন সময় লাগবে

IMG_20220416_140244.jpg

k75bsZMwYNtze9xHvT6xWCdz7q3QGD35ZKdaPpVrFksWkCyUAiXP2m1nJD351cseM5n4M89xXhNLcb3dfeBgH335jTD3fckm2SGxKbkuyaYT9Rbj1HAaZjPRVYnDLZispU1b7cSCEpskiFW34Y9LgmdWwdW6MPBDx.png

এই ছবিটা নদীর ঠিক মাঝ বরাবর থেকে নেওয়া, দেখা যাচ্ছে নদীর পাশেই জমি আসলে এটা একটি বড় চর।দুই পাশ দিয়ে এভাবে চড় বয়ে গেছে অনেক দুর । এভাবে চড় পরতে থাকলে আমাদের জন্য খুবিই খারাপ অবস্থা।তখন অনেক দুঃখ কষ্ট বয়ে আসবে এটাকে প্রাকৃতিক দুর্যোগ বলা হয়।

IMG_20220416_134312.jpg

k75bsZMwYNtze9xHvT6xWCdz7q3QGD35ZKdaPpVrFksWkCyUAiXP2m1nJD351cseM5n4M89xXhNLcb3dfeBgH335jTD3fckm2SGxKbkuyaYT9Rbj1HAaZjPRVYnDLZispU1b7cSCEpskiFW34Y9LgmdWwdW6MPBDx.png

অনেক দূর থেকে পদ্মা সেতু দেখা, তখন কতো আগ্রহ কাছাকাছি যাবো ছবি তুলব।তো একটা সময় কাছাকাছি আসলাম ছবি তুল্লাম ভালো লাগল আর তখনী লঞ্চ জার্নি স্বার্থক হলো।

IMG_20220416_131848.jpg

k75bsZMwYNtze9xHvT6xWCdz7q3QGD35ZKdaPpVrFksWkCyUAiXP2m1nJD351cseM5n4M89xXhNLcb3dfeBgH335jTD3fckm2SGxKbkuyaYT9Rbj1HAaZjPRVYnDLZispU1b7cSCEpskiFW34Y9LgmdWwdW6MPBDx.png

ছবি তুলতে তুলতে চলে আসলাম ঘাটে এবার তাড়াতাড়ি করে লঞ্চ থেকে নেমে বরিশালের বাস বি এম এফ টিকিট কেটে বসে গেলাম।

ফটোমেকার@salmanabir
ডিভাইসরেডমি নোট ৫
পোস্টের ধরনফটোগ্রাফি

লোকেশন

স্মৃতিতে রেখে দিলাম কোন এক সময় দেখে নিব।

সময় নিয়ে আমার ব্লগটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।

ভালোবাসায়💞
@salmanabir

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM.gif

Sort:  
 3 years ago 

শুধুমাত্র সেতু না থাকার কারণে যাত্রাপথে মানুষের প্রচুর মূল্যবান সময় নষ্ট হয়। আশাকরি পদ্মা সেতু চালু হয়ে গেলে এই ভোগান্তি থেকে সাধারণ মানুষ রেহাই পাবে। এত কাছ থেকে পদ্মা সেতু এখনো দেখা হয়নি। ছবিগুলো খুবই ভালো লাগলো ধন্যবাদ ভাই।

 3 years ago 

আপ্নাকেও অনেক ধন্যবাদ সবসময় পাশে থেকে মন্তব্য করার জন্য

 3 years ago 

অপরূপ সৌন্দর্যের লীলাভূমি আমাদের এই পদ্মা নদী জীবনের সিংহভাগ সময় পার করেছি পদ্মা নদীর পাড়ে খুবই ভালো লাগতো আপনি অসাধারণ ফটোগ্রাফি শেয়ার করেছেন আমাদের মাঝে দেখে সেই পুরনো দিনের কথা মনে উঠে গেল বার বার ফিরে যেতে মন চায় আবার সেই পদ্মার পাড়ে

 3 years ago 

পোস্ট এর মাধ্যমে আপনার এলাকা পদ্মার পারে এটা জানতে পারলাম।ধন্যবাদ আপনার মতামতের জন্য।

 3 years ago 

আহ্ ভাইয়া, অনেক সুন্দর ফটোগ্রাফি করেছেন, চারিদিকটা যেনো সৌন্দর্যে ভরপুর, আপনার ফটোগ্রাফি গুলো আমার খুবই ভালো লেগেছে ভাইয়া, অনেক সুন্দর করে বর্ণনাও দিয়েছেন, শুভকামনা রইল ভাইয়া।

 3 years ago 

আপনার মতামত পেয়ে আমি খুবিই আনন্দিত, খুবিই সুন্দর মতামত দিছেন।

 3 years ago 

এই নদীর অপরূপ সৌন্দর্য আমাকে সবসময় মুগ্ধ করে ভাই। আমিও যখন বাড়িতে যাই আমি এই পদ্মা নদীর ছবি তুলতে। আসলে ভালই লাগে নদীর পাশে হাঁটতে আমার ভালো লাগে। অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া মনমুগ্ধকর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকে ও ধন্যবাদ মতামত দেওয়ার জন্য

 3 years ago 

ভাইয়া আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। অনেক সুন্দর হয়েছে। খুব সুন্দর ভাবে আপনি এই ফটোগ্রাফি গুলো করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আসলে নদীর অপরূপ সৌন্দর্য আপনি এত সুন্দর ভাবে উপস্থাপন করেছেন দেখে মুগ্ধ হয়েছি। অনেক ভালো লেগেছে আমার। ধন্যবাদ আপনাকে ভাইয়া দারুন সব ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 3 years ago 

সময় নিয়ে এতো সুন্দর মন্তব্য করার জন্য আপ্নাকেও ধন্যবাদ।

 3 years ago 

আল্লাহ তায়ালার অশেষ রহমতে এই বিশ্ব পৃথিবীটা অনেক সুন্দর। অপরূপ সুন্দর আমাদের এই পদ্মা নদীর ব্রিজ টা। এমন একটা নদীর পাড়ে বসে সময় কাটাতে আসলে সকলেরই ভালো লাগে।আপনার এই ফটোগ্রাফি পোস্টটি আমার শৈশবের দিনগুলোর কথা মনে করিয়ে দিল।আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আপনার মন্তব্য অনেক সুন্দর খুবিই ভালো মন্তব্য করছেন,ধন্যবাদ আপনাকে

 3 years ago 

ওয়াও ভাইয়া দারুণ ফটোগ্রাফি করেছেন আপনি। প্রধান প্রধান নদীগুলোর মধ্যে অন্যতম হচ্ছে পদ্মা নদী। তার মধ্যে আমাদের স্বপ্নের পদ্মা সেতু।এখনো যাওয়ার সৌভাগ্য হয়নি।তবে আপনার ফটোগ্রাফি গুলো দেখে অন্তত দেখার সৌভাগ্য হয়েছে। চারপাশের পরিবেশ খুব চমৎকার। তাই অনেক ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য

 3 years ago 

আপু আপনি খুবই ভালো মন্তব্য করছেন ,আপনার মন্তব্য আমার কাজের গতি বাড়িয়ে দিবে।ধন্যবাদ

 3 years ago 

পদ্মা নদীর অসাধারণ কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাই। যা দেখে অনেক ভালো লাগলো। কারণ এই ধরনের ফটোগ্রাফি গুলো আমি আগে কখনো দেখি নাই। পদ্মা নদীতে এখনো যাওয়া হয় নাই। আপনার মাধ্যমে অনেক কিছু দেখতে পারলাম।আপনি খুব সুন্দর করে সবকিছু বর্ণনা আমাদের মাঝে শেয়ার করেছেন।এরকম সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ওয়াও! এতো সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ

 3 years ago 

জাহাজের ছবিটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এত সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যত্ন করে প্রত্যেকটা ছবি তুলেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর মন্তব্য করার জন্য

 3 years ago 

আমাদের উত্তরবঙ্গের স্বপ্নের সেতু হচ্ছে যমুনা সেতু। আর এই যমুনা সেতু হওয়ার পরে আমাদের এখান থেকে ঢাকার যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত হয়েছে। তাই আপনার দক্ষিণাঞ্চলের স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন হওয়ার পরে বরিশাল থেকে ঢাকার যোগাযোগ ব্যবস্থা আরও অনেক অনেক উন্নত হয়ে যাবে বলে আশা করি। তখন প্রচুর সময় বেচে যাবে। যাইহোক ভাইয়া, আপনার পদ্মা নদীর ফটোগ্রাফি গুলো অত্যন্ত চমৎকার হয়েছে। খুবই ভালো লাগলো আপনার ফটোগ্রাফি গুলো দেখে। সুন্দর এই ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

অনেক ভালো মন্তব্য করছেন ,ধন্যবাদ লিমন ভাই।

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.35
JST 0.034
BTC 115569.70
ETH 4643.21
SBD 0.85