সুস্থ্যতা আল্লাহর বড় নেয়ামত By@salmanabir|১০%লাজুক খ্যাঁক এর জন্য|

in আমার বাংলা ব্লগ2 years ago

আচ্ছালামুয়ালাইকুম বন্ধুগন,

আশা করি সবাই অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালো আছি । আজকে কোন রেসিপি অথবা কোন আর্ট নিয়ে হাজির হইনি। আজকে একটু লেখালেখি নিয়ে হাজির হয়েছি

সুস্থ্যতা আল্লাহর বড় এক নেয়ামত

ঈদে সবাই যার যার কর্মস্থান ত্যাগ করে গ্রামের বাড়ি চলে আসে।ঈদ পরিবার পরিজনদের সাথে কাটানো অনেক আনন্দের, তাই যতো কষ্টই হোক সবাই বাড়ি ফিরে।আমি বেশ অনেক দিন আগেই বাড়িতে আসছি, আমার বন্ধুরা সবাই ঢাকায় থাকে ওরা সবাই চলে আসেছে।গ্রামে আসলে সবাই এক হয়ে আড্ডা দিয়ে থাকি মোটামুটি সবারই বাইক আছে। তাই বিভিন্ন স্থানে ছুটে চলি।গতকাল সকালের দিকে বন্ধুদের কল ঘুরতে যাবো, আমি তো ভ্রমণপিপাসু ঘুরতে যাওয়ার কথা শুনলে আর না বলি না।সাথে সাথে বেরিয়ে গেলাম।কয়েক ঘন্টা রাইড করলাম রোদে ক্লান্ত হয়ে গেলাম।হাইওয়েতে কোন ছায়া খুজে পাওয়া যায় না।আমার সাধারণত রোদে একটু এলার্জি কিছু সময় রোদে থাকলে জোনাকি পোকা দেখতে পাই।একদিকে অনেক রোদ অন্য দিকে রোজা নিয়ে রাইড করা। খুবই কষ্টকর হয়ে গেল।যদিও আনন্দ করার জন্য বের হয়েছি।সন্ধ্যার আগ মূহুর্তে বাসায় চলে আসলাম ক্লান্ত শরীরে। বাসায় এসে ওজু করে একটু রেস্ট নিতে শুরু করলাম তখনী শরীর ক্লান্ত হতে লাগল।

sad-3176411_1280.webp এখান থেকে নেওয়া

মাগরিবের আজান হলো ইফতার করে আবার সুয়ে পরলাম, নামাজ পরার মতো শক্তি ছিল না।শরীর দিয়ে মনে হচ্ছে আগুন বের হয়, কিছু সময় পর শরীরে জ্বর উঠে গেল। সাথে প্রচন্ড মাথা ব্যাথা।তখন বুঝতে পারলাম যে সুস্থ্য থাকে যে কত বড় নেয়ামত। প্রতিদিন সন্ধ্যায় বের হই বাসা থেকে আজকে চিন্তাও করতে পারতেছি না যে বাসা থেকে বের হবো।সুয়ে সুয়ে অনেক কিছুই ভাবতে শুরু করলাম যে আমরা কতো খারাপ কাজে জড়িত হয়ে যাই তখন তো আল্লাহকে একবার ও স্মরণ করি না।যদি স্মরণ করতাম তাহলে একটু হলেও কম খারাপ কাজে লিপ্ত হতাম। তখন ভাবি আগে খারাপ কাজ করে নি দেন আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিব।দেখেন আল্লাহ কত ক্ষমাশীল আমরা হাজারো অন্যায় করে আসি তার কাছে ক্ষমা চাই তিনি ক্ষমা করে দেন। আমি আজকে অসুস্থ তাই আল্লাহকে বেশী স্মরণ করছি।আমরা কতোই না খারাপ হয়ে গেছি।বিপদে পরলে আল্লাহকে ডাকি সুখে থাকলে ভুতকে কিলাই।

thermometer-1539191_1280.webp
এখান থেকে নেওয়া

রাতে মাথায় পানি দিয়ে ঘুমিয়ে গেলাম,মেডিসিন নিয়ে আসতে আসতে আমি ঘুমিয়ে গেছি। ডেকে আর উঠায় নায় কারণ মাথা ব্যাথা ছিল অনেক।ভোর রাতে ডেকে উঠান হলো সেহেরি খেয়ে নিলাম সাথে মেডিসিন। কিন্তু সেহেরি কোনভাবে খেয়েছি বলা যেতে পারে না খাওয়ার মতোই । আবার ঘুম দিলাম সকাল সকাল ঘুম ভেংগে গেলো।ফ্রেশ হয়ে নিলাম দেখতে পেলাম জ্বর কমে নায়।এখন শরীর অনেক দুর্বল।অন্যদিকে আজকে শেষ রোজা কোন ভাবেই ছাড়া যাবে না।হতে পারে আমার লাইফের শেষ রমাদান বাকি সব রোজা গুলোই রাখছি তাই কষ্ট করে হলেও এটা রাখব।মজার ব্যাপার হলো এই গরমে শীতের ফিল হচ্ছে গোসল করতে গেলাম তা শীত লাগতে ছিল।কোন ভাবে গোসল করে নিলাম। ইনশাআল্লাহ খুব তারাতাড়ি সুস্থ্য হয়ে উঠব এই চিন্তা করেই সুয়ে আছি।তবে এখন কিছুটা ভালোর দিকে যাচ্ছি।এই গরমের মধ্য জ্বর কতো যে খারাপ তা আমি অনুভব করলাম। সবার সু-সাস্থ্য কামনা করেই আমি আমার লেখা শেষ করছি।

আমরা অনেকেই ঈদের ছুটিতে গ্রামে আসছি, গ্রামের আবহাওয়া এবং শহরের আবহাওয়া অনেক ভিন্ন। তাই অতি উৎসাহিত হয়ে আমার মতো বিছানায় সুয়ে জেয়েন না।গ্রামে খোলা মেলা পানিতে অল্প সময়ের মধ্য গোসল সম্পূর্ণ করুন।যাদের বাইক আছে তারা সতর্কতার সহিত রাইড করবেন। আপনি যখন রাইড করবেন চিন্তা করবেন রাস্তায় সবাই পাগল তাই আমাকে সর্তক হয়ে রাইড করতে হবে।বিশেষ করে গ্রামের অটোরিকশা ড্রাইভার তারা অনেক কিছুই বুঝে না তাই এদের থেকে সাবধান। আপনার ঈদ হোক আনন্দময় এই প্রত্যাশা করি। বিশেষ করে এই রমদান ঈদে বাইক এক্সিডেন্ট বেশী হয়ে থাকে। তাই চিন্তা করবেন গতি আগে না জীবন আগে। অনেক সমাধান পেয়ে যাবেন।

7b4bio5hobgskW8qdPdvSqcwwJTvbiCMpGmRey1Rtd8H5qcgjAMZfti1EaKaghUZBmwPBFvynsCdu6uVJD18w1VYxCzjQcTgN69T6FvJ38St76pJuZBj5hv3UQrxu2kgnzmaEJrzZ97Wu61AUrRq5XWCMjYA.png

আবার ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোন ব্লগে

                 💕আল্লাহ হাফেজ💕

ভালোবাসায়

@salmanabir

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM.gif

Sort:  
 2 years ago 
 2 years ago 

আসলেই ভাইয়া অসুস্থ হলে বুঝা যায় সুস্থতা আল্লাহর কত বড় নেয়ামত।আপনি হঠাৎ করে গ্রামে এসে অসুস্থ হয়ে পড়ছেন শুনে খারাপ লাগলো। আসলে একেক জায়গার আবহাওয়া একেক রকম।আবহাওয়ার তারতম্যে মানুষকে সতর্ক হয়ে চলতে হয়।রোজা রেখে বাইকে এত চড়া ঠিক হয়নি। যাক আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠুন এই কামনা করি

 2 years ago 

বন্ধুরা সব এক হলে অনেক কিছুই ভুলে যাই, তখন মনে হয় আড্ডা না দিতে পারলে অনেক ক্ষতি হয়ে যাবে ধন্যবাদ সুন্দর মতামত দেওয়ার জন্য।

 2 years ago 

আপনার কথা গুলো মন ছুঁয়ে গেলো ভাইয়া। শেষে সবাইকে কিছু গুরুত্বপূর্ণ মেসেজ দিয়ে গেলেন। আপনার সুস্থতা কামনা করি। সৃষ্টিকর্তাকে স্মরণ না করায় আমরা বিভিন্ন খারাপ কাজে লিপ্ত হচ্ছি। আসলে আমাদের ভাবা উচিত আমরা কী করছি? কয়দিনই বা আর থাকবো এই মায়াজালের দুনিয়ায়?

খুবই দারুণ লেগেছে পোস্ট টি। আপনার পরবর্তী পোস্ট এর অপেক্ষায় রইলাম।

 2 years ago 

আপু সালামি দিলা না কষ্ট পেলাম।সুন্দর মন্তব্য করে পাশে আছেন এই জন্য কষ্ট ভুলে গেলাম ধন্যবাদ আপনাকে সুন্দর মতামত দেওয়ার জন্য।

 2 years ago 

সুস্থতার বড় একটি নিয়ামত। আমরা যখন সুস্থ থাকি তখন আমরা বুঝিনা যে সুস্থতা কতটা নিয়ামত। আল্লাহতালা আমাদের দিয়েছেন। আসলে যখন অসুস্থ হয়ে পড়ে তখন আমরা ঠিকই বুঝি। আপনি গ্রামে এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। আল্লাহর কাছে আপনার সুস্থতা কামনা করছি। আল্লাহ যেন আপনাকে তাড়াতাড়ি সুস্থ করে দেয়।

 2 years ago 

ধন্যবাদ ভাই সময় নিয়ে মন্তব্য করার জন্য

 2 years ago 

আপনি ১০০% ঠিক বলেছেন সুস্থতা আল্লাহ তাআলার দেওয়া বড় নিয়ামত। অসুস্থ হলে আমরা সুস্থতার মূল্য বুঝি। কিন্তু তার আগে বুঝিনা।

 2 years ago 

ধন্যবাদ প্রিয় লিডার💞আপনার সুন্দর মতামত আমাকে নতুন কাজে উৎসাহিত করবে।

 2 years ago 

একদম ঠিক বলেছেন ভাই সুস্থতা আল্লাহতালার বড় নেয়ামত আর এই জিনিসটা আমরা অসুস্থ না হওয়া পর্যন্ত বুঝতেই পারিনা। খুবই তাৎপর্যপূর্ণ একটি বিষয় নিয়ে আপনি আজকে পোস্ট করেছেন আমার কাছে খুব ভালো লেগেছে। যদিও এর আগে এরকম একটি পোস্ট আমিও করেছিলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমার ব্লগটিতে সুন্দর মতামত দেওয়ার জন্য।

 2 years ago 

আশা করি ভাইয়া আপনার জ্বর কমেছে। সুস্থ্য হয়ে উঠুন এই দোয়াই করি। আসলে ভাইয়া আমাদের উচিত সর্বাবস্থায় আল্লাহ তায়ালাকে স্মরণ করা। একমাত্র তিনিই পারেন আমাদের সুস্থ্য করে তুলতে। সুস্থ্য হয়ে যেন ঈদ উদযাপন করতে পারেন এই কামনাই করছি

 2 years ago 

ধন্যবাদ প্রিয় ভাই আপনার সুন্দর মন্তব্য পেয়ে আমি অনেক খুশী।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 60754.23
ETH 2913.09
USDT 1.00
SBD 2.31