ফুটবল ২০২৬ বিশ্বকাপে একদিনে ৬ টি ম্যাচ। Football 2026 World Cup 6 matches in one day

image_search_1719645790441.jpg

ফুটবল বিশ্বকাপে একদিনে দেখতে হবে ৬ টি করে ম্যাচ।

আগেই জানানো হয়ছিল আগামী ফুটবল বিশ্বকাপে ৪৮ দল নিয়ে আয়োজন করা হবে। প্রথমবারের মত আয়োজিত ৪৮ দলের আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো এই তিন দেশ। দল বাড়ার কারনেও বেড়েছে ম্যাচের সংখ্যাও ৬ টি করে। আর সেই ম্যাচের দিনক্ষণ ঠিক করেছে ফুটবল নিয়ন্ত্রিত সংস্থা FIFA। তাদের অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হয়েছে ২০২৬ সালের ১১ জুন হতে মেক্সিকোতর ঐতিহাসিক স্টেডিয়াম আজতেকাই ফিফার ২৩ তম আসর গড়াবে। আর ১৯ জুলাই ফাইনাল দিয়ে শেষ হবে যুক্তরাষ্ট্রের নিউজার্সি মেটলাইট স্টেডিয়াম থেকে।

আগামী ফুটবল বিশ্বকাপে দল এবং ম্যাচ সংখ্যা বাড়লেও বাড়ছে না সময়। ফলে একদিনে আয়োজন করা হবে ৬টি করে ম্যাচ। ২৪-২৭ জুন এই চারদিন গড়াবে ৬ টি করে ম্যাচ। ৪৮ দলকে ১২ টি গ্রুপে ভাগ করা হবে। ফলে আগের মতোই প্রতি গ্রুপে থাকবে ৪ টি করে দল। স্বাগতিক হওয়ায় যুক্তরাষ্ট্র এ গ্রুপ, কানাডা বি গ্রুপ এবং মেক্সিকো ডি গ্রুপ।

২০২৬ সালের ১১ জুন হতে ২৭ জুন পযন্ত চলবে গ্রুপ বাছাইর খেলা। আর মূল ৩২ দলের বাছাই চলবে ২৯ জুন হতে ৩ জুলাই পযন্ত। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া আর মেক্সিকোর গুয়াদালাহারা বাদে বাকি ১৪ টি ভেনুতে হবে শেষ ৩২ দলের খেলা। এবং প্রথম রাউন্ডের দুটি ম্যাচ হবে যুক্তরাষ্ট্রের ডালাস আর লস অ্যাঞ্জেলসে।

৪ থেকে ৭ জুলাই হবে রাউন্ড অব সিক্সটিন এর ম্যাচ
৯ জুলাই হয়ে ১১ জুলাই চলবে শেষ আটের লড়াই।
১৪ এবং ১৫ জুলাই হবে দুই সেমিফাইনাল।
১৮ জুলাই হবে তৃতীয় স্থান নির্ধারণি ম্যাচ আর
১৯ জুলাই অনুষ্ঠিত হবে সেই ঐতিহাসিক ফাইনাল।

কানাডা আয়োজন করবে ১৩ ম্যাচ এবং সমান ১৩ ম্যাচ আয়োজন করবে মেক্সিকো আর বাকি ৭৮ ম্যাচ আয়োজন করবে যুক্তরাষ্ট্র ফাইনাল সহ।

২০২৬ ফিফা বিশ্বকাপ আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো
১১ জুন হতে ১৯ জুলাই
দল ৪৮ টি
মোট ম্যাচ হবে ১০৪ টি

Sort:  
 2 months ago 

আপনি কমিউনিটি রুলস ভঙ্গ করেছেন। আপনি নিজের ফটো অথবা কঁপিরাইট ফ্রী ফটো ছাড়া আপনার পোষ্টের মধ্যে ব্যবহার করতে পারবেন না।

কমিউনিটির নিয়মাবলী :
https://steemit.com/hive-129948/@rme/last-updated-rules-of-amar-bangla-blog-community-16-aug-22

যে কোন বিষয়ে জানার প্রয়োজন হলে আমাদের সাথে Discord এ যোগাযোগ করুন।

Discord server link: https://discord.gg/ettSreN493

Source : https://www.foottheball.com/fifa-world-cup/2026-tournament-details-when-where-is-it-held-venue-teams/

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.17
JST 0.032
BTC 63626.54
ETH 2727.44
USDT 1.00
SBD 2.56