আমার নতুন কিবোর্ড এন্ড মাউস
আসসালামু আলাইকুম
আমি @sajjadsohan from 🇧🇩.
৩১শে অক্টোবর, সোমবার।
আ মার বাংলা ব্লগের সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় ভাল আছি।বেশ অনেকদিন ধরেই একটি নতুন কিবোর্ড এবং মাউস এর প্রয়োজন বোধ করছিলাম, ফাইনালি আমি আমার কম্পিউটারের জন্য নতুন এই ডিভাইস গুলো ক্রয় করি এবং সেগুলো আপনাদের সামনে রিভিউ করার চেষ্টা করব।
আমি একটা জিনিস বিশ্বাস করতাম, যখন কোন কিছুতে মন বসে না তখন নিজেকে উপহার দিতে হয় নিজের মন ভালো করতে হয় তাহলে কাজের প্রতি আবার মন ফিরে আসে। বেশ কয়েকদিন ধরে কম্পিউটারে বসে কাজ করার মত ধৈর্য হচ্ছিল না হয়তো শরীরটাও দুর্বল, ভাবছিলাম কম্পিউটারের কোন একটা কিছু আপডেট করব। চিন্তা ছিল গেমিং চেয়ার কেনার। ভাবছিলাম চেয়ারটা পরিবর্তন করলে নিজের কাজের গতি টা আরেকটু বাড়বে। কিন্তু সেটা আর সামর্থ হলো না, হঠাৎ করেই কম্পিউটারের কিবোর্ড এর কয়েকটি সুইচ কাজ করছিল না। ভয়েস টাইপিং করতে গেলেও বাংলা নাম্বারগুলো লেখার জন্য কীবোর্ড ব্যবহার করতেই হবে।
তাই আপাতত একটা নতুন কিবোর্ড কেনার চিন্তা মাথায় আসলো। নিজেকে মেকানিক্যাল কিবোর্ড গিফট করতে পারব না কারণ সেটা অনেক দাম, আর নরমাল কিবোর্ড গুলো আগেও ইউজ করেছি এর মত নতুন কিছু থাকবে না । অনেক খোঁজাখুঁজির পর সাধ্যের মধ্যে একটা কম্ব প্যাকেজ পেয়েছিলাম।
ভাবছিলাম মার্কেট থেকে একটা ভালো কিবোর্ড এন্ড মাউস কিনব , কিন্তু ঐ একটাই সমস্যা মার্কেটে গেলে একা যেতে ইচ্ছে করে না, আমার সময় হলে বন্ধুদের সময় হয়না বন্ধু সময় হলে আমার সময় হয়না, তাই অনলাইন থেকেই অর্ডার দেয়া বেশি ভালো মনে করলাম, তাই কীবোর্ড খোঁজা শুরু করলাম ভাবছিলাম নতুনত্বের জন্য একটু আরজিবি লাইট থাকলে ভালো হয় , দামি কম দামে অনেক অফার এর মধ্যে আমার iMICE ব্র্যান্ডের কম্ব প্যাকেজ টা আমার কাছে বেশ ভালো লেগেছে।
যদিও আমার কিবোর্ডটা অনেকদিন হয়ে গেছে এবং বেশ কয়েকটি সুইচ নষ্ট হয়ে গিয়েছিল। হঠাৎ করেই রাত্রেবেলা খেয়াল করলাম অনেকগুলো কি কাজ করছে না। তাই অনলাইনে অর্ডার দিয়ে দিলাম এবং অপেক্ষার পালা অপেক্ষা করতে করতে দু দিন পর আমি আমার প্রোডাক্ট হাতে পেলাম।
সকালবেলা যখন ফোন আসলো আজকে আমার প্রোডাক্ট ডেলিভারি হবে, আমি খাওয়া-দাওয়া বাদ দিয়ে ফোন হাতে নিয়ে বসেছিলাম কখন আমার প্রডাক্ট হাতে পাব। বলেছিলে এক ঘণ্টার মধ্যে আসবে কিন্তু ২ ঘণ্টার বেশি প্রায় তিন ঘণ্টা অপেক্ষা করেছিলাম। ফাইনালি হাতে পেয়েই সাথে সাথে আনবক্স করা শুরু করলাম।
আমার কাছে এই কম্ব টা বেশি ভালো লেগেছে কারণ কিবোর্ড এর সাথে ম্যাচিং একটি মাউসে পাব, পরবর্তীতে আবার মাউস কিনতে গেলে সেটা আমার কিবোর্ড এর সাথে নাও মিলতে পারে। তাই যেহেতু দুটি একই ডিজাইনের বা একই মডেলের হবে তাই কিনে ফেললাম। আমার কাছে কিবোর্ড থেকে মাউসটা বেশি সুন্দর লাগছে একেতো এই মাউসটা গেমিং মাউস তার উপর আরজিবি সেই সাথে সাতটা বাটন রয়েছে।
আমি চেক করার জন্য তৎখনাৎ আমার কম্পিউটারের সাথে এই দুটি ডিভাইস সংযোগ দেয়ার চেষ্টা করলাম, যতোটুকু চিন্তা করেছিলাম কিবোর্ডের আরজিবি লাইট এর পাওয়ার একটু কম, কিন্তু দেখলাম যথেষ্ট পরিমাণ লাইট রয়েছে আমার কম্পিউটারের সাথে ভালই মানিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানিনা কিবোর্ড টি নরমাল কিবোর্ডের মতো সমান্তরাল নয়।
উপরে এবং নিচের দিকে উঁচু মাঝখানের দিকে একটু ডাউন অর্থাৎ কিছুটা রাউন্ড শেপ। আরজিবি লাইট কন্ট্রোল করা যাচ্ছে আমার কাছে বেশি আগ্রহ লাগছিল মাউস কারণ মাউসের এতগুলো বাটন আমি আগে ব্যবহার করিনি। সেইসাথে এর আরজিবি টাও দারুন।
যদিও এখানে বলা হচ্ছে সাতটা কালার, কিন্তু সাতটি কালার ঠিক ভাবে বোঝা যায় না। মাউসের সবগুলো বাটনের ব্যবহার আমার ধারণা ছিল না, সেগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করলাম বেশ ভালই লাগছিল মাউস এর মাধ্যমে আনডু রিডু করা যাচ্ছিল। আমি শিওর না তবে স্কুল বাটন ক্লিক করে ঘোরালে হয়তোবা কালার পরিবর্তন হয় কিংবা মোট পরিবর্তন হয় যেটা আমার মনে হয়েছে।
সবকিছুর মধ্যে একটি নেগেটিভ দিক রয়েছে, মাঝে মাঝে কোন কী প্রেস করলে সেটি ডাবল প্রেস হচ্ছে। যদিও কিবোর্ডের সাথে দেয়া সেই ম্যানুয়াল পেপার এর মধ্যেও বিষয়টি উল্লেখ করা রয়েছে যেটি সেটিংস ঠিক করে নিতে হবে। প্রথম প্রথম এই কীবোর্ড টাইপিং করতে একটুও কষ্ট হবে তবে কয়েকদিন চেষ্টা করলে মানি নেয়া সম্ভব।
এই মাউসটি তুলনামূলক খানিকটা বড়, বুঝতেই পারছেন গেমিং তার ওপর বাটন সংখ্যা সাত টি এবং আরজিবি। মাউসটিও বেশ কয়েক দিন ব্যবহার করলে তারপর হাতের মধ্যে ইজি হয়ে যাবে।
আমার কম্পিউটার সেটআপ এর সাথে বেশ ভালো মানিয়েছে কারণ আমার ইয়ারফোন আরজিবি এবং এখন আমার কিবোর্ড এবং মাউস টিও আরজিবি।
আমার একটা শখ একটা গেমিং পিসি তৈরি করা, যেটি এখন সম্ভব হচ্ছে না তাই একটু একটু আপডেট করে নিজেকে সান্ত্বনা দিয়ে রাখছি। কোন একদিন সামর্থ্য হলে নিজের মনের পছন্দমত একটা কম্পিউটার ক্রয় করব।
আমি সাজ্জাদ সোহান
আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর একজন শিক্ষার্থী। আমি ঢাকাতে বসবাস করি। আমি ট্রাভেল করতে অনেক ভালোবাসি, এছাড়া অবসর সময়ে মুভি দেখি, ফটোগ্রাফি করি, গান করি। আমি একটু চাপা স্বভাবের তাই কম কথা বলি কিন্তু আমি একজন ভালো শ্রোতা। ভালোবাসি নতুন জিনিস শিখতে, মানুষকে ভালবাসি তাই মানুষের সহযোগিতায় এগিয়ে আসি।
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

কিবোর্ড এবং মাউস দুটোই দেখতে দুর্দান্ত। আশাকরি পারফর্মেন্সও ভালো হবে। তবে দাম কত পরল সেটা উল্লেখ করলে ভালো হতো। আমার ল্যাপটপের জন্য একটা কি বোর্ড কেনা ফরজ হয়ে গেছে। ধন্যবাদ শেয়ার করার জন্য।
সবচেয়ে কম দামের মধ্যে গেমিং বলেন কিংবা আরজিবি, কি-বোর্ডের মধ্যে আমার কাছে এই কিবোর্ডটা ভালো লেগেছে সেইসাথে কম্বো মাউস ও ছিল। খুব বেশি দাম নয় আপনি বিভিন্ন ওয়েবসাইটে তেরোশো থেকে পনেরশো টাকার মধ্যে পেয়ে যাবেন। এই কিবোর্ড এবং মাউস অনায়াসেই আপনার কম্পিউটার কিংবা ল্যাপটপকে নতুন একটি লুক দিতে সক্ষম।
আপনার এই বুদ্ধিটা আমার কাছে খুবই ভালো লেগেছে। কোন কাজে একঘেয়েমি আসলে সেই কাজের জিনিসপত্র চেঞ্জ করা। ভালো করেছেন যে কিবোর্ড এর সঙ্গে মাউসের কম্বো নিয়ে নিয়েছেন। তা না হলে কিছুদিন পরে আবারো মাউস কিনতে হত। আপনার মত আমার কাছেও মাউসটি বেশি সুন্দর লেগেছে। তাছাড়া কিবোর্ড এর কালার গুলোর কারণে ভালো লাগছে। আশা করি এবার আপনার কাজের গতি খুব দ্রুত হবে। কিছুদিন ব্যবহার করলে সব বাটনের কাজ শিখে যেতে পারবেন আশা করি।
এটা আমি অনেক আগে থেকেই করতাম, আমার এরকম অনেক সময় হয়েছে গান করতে আর ভালো লাগতোনা তখন আমি নতুন গিটার কিনতাম। কোন একটা কাজ করার পর নিজেকে ছোট ছোট উপহার দিতাম, এটি করলে কাজের প্রতি বা সেই জিনিসটির প্রতি আবার মনোযোগ ফিরে আসে।
আসলে এটা সঠিক বলেছেন মাঝে মাঝে নিজেকে নিজেরি কিছু গিফট করা উচিত এতে সজিবতা ফিরে আসে কাজে মন বসে।মাউস কিবোর্ড দেখে ভাল লাগলো আমর ল্যাপটপ এর জন্য একটা ভাল কিবোর্ড এবং মাউস দরকার শুনে ভাল লাগলো ধন্যবাদ শেয়ার করার জন্য।
জি ভাই আমাদের তো গিফট করার মত মানুষ নেই তাই নিজেকে নিজেই গিফট করি হাহাহা, আপনিও কিনতে পারেন যদি প্রয়োজন হয়, নিজের পছন্দমত কিংবা ল্যাপটপ কম্পিউটারের সাথে মানানসই একটি মডেল পছন্দ করে নিয়ে নিতে পারেন।
এটা বেশ দারুণ বুদ্ধি ছিল। আমি এবার নিজের উপর ট্রাই করব দেখি হি হি। নতুন কিবোর্ড এবং মাউস। যদিও কিছটা ঝামেলায় পড়েছেন ব্যাপার না। সেটিংস এ গিয়ে ঠিক করে নিয়েন যেমনটা ওরা বলেছে। তবে কী বোর্ড এর কালার টা দেখে আমার ভালো লাগছে।
কিবোর্ড এর কালার গুলো এবং ঢেউ ঢেউ ইফেক্ট এর কারন টা আপনার কাছে বেশ ভালো লাগবে, সেইসাথে মাউসটা সবথেকে বেশি আকর্ষণীয়, আমার এই কয়েকদিন তো বেশ ভালই লাগছে কম্পিউটারের একটু বেশি সময় দিতে পারছি।
এত কিছুর মাঝে আমার চোখে আপনার ডেস্কটপের ওয়ালপেপার টা বেশি আকর্ষণ করেছে😆😜। ওয়ালপেপারটা কিন্তু সত্যি দারুন। আসলে মাঝে মাঝে আমাদের নিজেদেরকে উপহার দেওয়া উচিত। এটার মাঝে আবার অন্য রকমের একটা শান্তি কাজ করে। আমিও মাঝেমধ্যে নিজেকে নিজেই উপহার দেই। মাউস টা আমার খুব পছন্দ হয়েছে। আশা করি খুব শীঘ্রই গেমিং পিসিটা কিনে কম্পিউটার সেটআপ কে আরো সুন্দর করে তুলবেন।
যাক সকল কমেন্টের মধ্যে একটা ব্যতিক্রম কমেন্ট পেলাম, ওয়ালপেপার টার মধ্যে অনেক গভীর বিষয় রয়েছে, গভীরভাবে চিন্তা করলে বেশ কয়েক মিনিট কেটে যাবে এই ওয়ালপেপারটা মিনিং বোঝার জন্য। খুব ভালো লাগলো আমার ওয়ালপেপারটা আপনাকে আকর্ষণ করেছে।
নতুন জিনিস পাওয়ার মজাই আলাদা। আমার ব্যবহারে কোনো জিনিস কিছুদিন পরপর পরিবর্তন করতে আমার কাছে অনেক ভালো লাগে। অনেক সময় কাজ করতে গেলে পুরোনো জিনিস দেখলে কাজে মন বসে না তাই সেই জিনিস পরিবর্তন করা উচিৎ। আপনি আবার নতুন করে কম্পিউটারের জন্য মাউস আর কিবোর্ড কিনে এনেছেন এখন দেখবেন কাজে আবার গতি ফিরে আসবে। ধন্যবাদ আপনার এই মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন পুরাতন জিনিস সামনে থাকলে একটু একঘেয়ামি চলে আসে, আমিও চেষ্টা করি মাঝে মাঝে কিছু জিনিস পরিবর্তন করার জন্য, যতটুকু সামর্থ্য হয় এবং প্রয়োজনীয়তা সাথেই করে থাকি ধন্যবাদ আপনাকে।
আপনি নতুন কিবোর্ড এন্ড মাউস কিনেছেন জেনে ভালো লাগলো। আপনি শীঘ্রই নতুন কম্পিউটার কল করতে পারবেন এই আশীর্বাদ ব্যক্ত করি। আপনার জন্য শুভকামনা রইল ধন্যবাদ।
এর পরবর্তীতে কি কম্পিউটার কিনবো সেটা এখন খারা করতে পারছিনা, তবে সুদূর ভবিষ্যতে নিজের যখন সামর্থ্য হবে একটা গেমিং পিসি তৈরি করব ধন্যবাদ আপনাকে।