You are viewing a single comment's thread from:

RE: বাংলাদেশ সরকারও ভাতা দেয় কিন্তুু অধিকাংশ সময় সেটা আত্মসাৎ হয়ে যায়।।

in আমার বাংলা ব্লগ10 months ago

আমি নিজে দেখেছি যে সকল লোকেরা ভাতা দেয় প্রতিবন্ধীদের নিবন্ধন করার সময় তাদের এক বছরের জন্য ওয়েটিং এ রাখা হয় পুর প্রসেসটি, অথচ এই একটি বছর কিন্তু তারা এই আলতায় চলে আসে। তবে তাদেরকে জানানো হয় না। এক বছর পর যখন টাকাটা উত্তোলনের সময় আসে তখন জানানো হয় এবং বলা হয় পুরো টাকাটাই তাদেরকে দিতে হবে, পরবর্তী সময় টাকাগুলো তাদের কোন দাবি থাকবে না। এক দফাতেই প্রত্যেকটা প্রতিবন্ধীদের কাছ থেকে সাত থেকে দশ হাজার টাকা করে নেয়া হয়েছে। দশজন প্রতিবন্ধী হলেও এক লক্ষ টাকা তাদের সেদিন ইনকাম ছিল, দুর্নীতি দেশটাকে শেষ করে দেবে।

Sort:  
 10 months ago 

জী ভাইয়া ভাতা নিয়ে আমাদের দেশে অনেক দুর্নীতি করা হয়। জানিনা কবে এই সমস্যা গুলো সমাধান হবে। ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.030
BTC 59317.93
ETH 2530.37
USDT 1.00
SBD 2.47