ঈশা দিদির অয়েল পেইন্টিং ||

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আসসালামু আলাইকুম
আমি @sajjadsohan from 🇧🇩.

২৭শে ভাদ্র, ১৪২৯ বঙ্গাব্দ

১১ই সেপ্টেম্বর, রবিবার।



মার বাংলা ব্লগের সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় ভাল আছি।এডোবি ফটোশপ শুধু ডিজিটাল আর্ট বা ড্রইং এর ক্ষেত্রে ব্যবহার করা হয় না, এছাড়াও প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনে এর অনেক ব্যবহার রয়েছে। তেমনি আজ আমি আপনাদের মাঝে একটি প্রফেশনাল অয়েল পেইন্টিং তৈরি করে দেখানোর চেষ্টা করব, আশা করি আপনাদের ভালো লাগবে।



ঈশা দিদির অয়েল পেইন্টিং

Untitled design (1).gif


প্রয়োজনীয় উপকরণ (2).gif

  • কম্পিউটার
  • Adobe Photoshop CC 2019

115.png

প্রয়োজনীয় উপকরণ (3).gif

280800211_114514691259075_1493907927076367869_n.jpg

@isha.ish দিদিকে একটি পেন্টিং গিফট করার কথা ছিল, তাই তার কাছ থেকে একটি ছবি সংগ্রহ করা হলো।


ধাপ-১

Screenshot_1.png


ছবিটি নির্দিষ্ট সাইজ কে পরিবর্তন করা হল Crop tool করার মাধ্যমে, শুধুমাত্র তার ছবিটা নিয়েই কাজ করা হবে।


ধাপ-২

Screenshot_2.png

Screenshot_3.png


বিভিন্ন জন ছবির ব্যাকগ্রাউন্ড বিভিন্নভাবে রিমুভ করে থাকেন, ছবিতে অনেক ব্যাকগ্রাউন্ড কালার থাকার কারণে সিলেকশন টুল ব্যবহার করার মাধ্যমে আমি ছবিটি কে রেড ইফেক্ট দেই, বাকি সেটিংস এর পরিমাণ গুলো স্ক্রিনশট দেয়া রয়েছে এভাবে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করি।


ধাপ-৩

Screenshot_4.png


ব্যাকগ্রাউন্ড রিমুভ সম্পূর্ণভাবে হয়ে গেলে আমি এটিকে লেয়ার মাক্স করলাম , এবং স্মার্ট অবজেক্ট লেয়ারে পরিণত হলাম। এতে করে আমার পরবর্তী কাজগুলো করতে সুবিধা হবে এবং প্রয়োজন হলে আমি ছবিটিকে আবার রিসাইজিং করতে পারব।


ধাপ-৪

Screenshot_5.png


পেন টুল ব্যবহার করার মাধ্যমে আমি ছবির পিছনে একটি লেয়ার তৈরি করলাম এবং আমার ইচ্ছা মতো একটি হলুদ রঙের শেড তৈরি করে দিলাম, এরপর আমি ফটোশপের ফিল্টার থেকে ফিল্টার গ্যালারি অন করলাম এবং একটি পোস্টার ইফেক্ট এপ্লাই করলাম।


ধাপ-৫

Screenshot_6.png


সংক্ষেপে বোঝানোর জন্য আমি ধাপগুলোকে স্কিপ করে গেলাম, একটি ছবিতেই প্রায় চারটি ইফেক্ট ব্যবহার করা হয়েছে।


ধাপ-৬

Screenshot_7.png


পূর্বের লেয়ার থেকে ফিল্টার বাদ দিয়ে মেইন ছবিটিকে আবার কপি করলাম, এবং এখানে অতিরিক্তভাবে দুইটি ইফেক্ট ব্যবহার করা হয়, পূর্বের লেয়ারের সাথে মিল থাকলেও এর সেটিংস এ খানিকটা পরিবর্তনশীল এবং অপাছিটি ছিল ৫০ শতাংশ, যাতে করে নিচের ছবিটি প্রকাশ পায় এবং উপরের ছবিটির অংশ দেখা যায়।


ধাপ-৭

Screenshot_8.png


অয়েল ইফেক্ট ব্যবহার করার কারণে ছবির ডিটেলস গুলো মিস হয়ে যায়, অনেক ছোট ছোট ডিটেলস গুলো দেখা যায় না, তাই মেইন ছবি টি আমি আবার কপি করলাম, এবং এটিকে হাই পাস করলাম যেটি আপনারা স্ক্রীনশট দেখতে পাচ্ছেন ধুসর রঙের ছবিটি, অপাচিটি কমিয়ে দিলাম ২৫ শতাংশ, তাই এই লেয়ারের শুধু ডিটেলস গুলো থাকবে যা ছবিকে আরও বেশি ফুটিয়ে তুলবে।


ধাপ-৮

Screenshot_9.png


আমার নিজের ইচ্ছামত লেয়ার এর মধ্যে এই ৩ টি ইফেক্ট ব্যবহার করেছি যেটি স্ক্রিনশট এর মধ্যে দেখানো হয়েছে, পরিমাণ গুলো ছিল আমার নিজের ইচ্ছামত।


ধাপ-৯

Screenshot_10.png


যতগুলো লেয়ার ছিল সেগুলো একটি গ্রুপ করা হলো, এবং সবগুলোকে একটি স্মার্ট অবজেক্ট করা হলো, ব্যাকগ্রাউন্ড একটু বৃদ্ধি করে আগের এবং পরের দুটি ছবি একত্র করা পার্থক্য বোঝার জন্য।


ধাপ-১০

Screenshot_11.png


এরপর আমি আমার সিগনেচার করার জন্য নিজের নামটি টাইপ করে দিলাম, সুন্দর ছবিটিকে সিগনেচার দিয়ে এর সৌন্দর্য কমাতে চাই নি তাই আমার সিগনেচারের অপাছিটি কমিয়ে দিলাম, যেন খুব একটা চোখে না লাগে।

প্রয়োজনীয় উপকরণ (4).gif


isha after before.jpg

আগে এবং পরের পার্থক্য উল্লেখ করা হলো।


isha.jpg

এটি আমার সর্বশেষ ধাপ এবং আমার চূড়ান্ত ফল।


এই ছিল আমার আজকের অয়েল পেইন্টিং, কেমন হয়েছে অবশ্যই জানাবেন আশা করছি সবার কাছে ভালো লাগবে।সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করছি।


ছবিটি দেখে আপু খুশি হন এবং পোষ্ট করার জন্য বলেন, তার পারমিশনে ছবিটি পোস্ট করা হলো।



image.png



আমি কে?

আমি সাজ্জাদ সোহান
আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর একজন শিক্ষার্থী। আমি ঢাকাতে বসবাস করি। আমি ট্রাভেল করতে অনেক ভালোবাসি, এছাড়া অবসর সময়ে মুভি দেখি, ফটোগ্রাফি করি, গান করি। আমি একটু চাপা স্বভাবের তাই কম কথা বলি কিন্তু আমি একজন ভালো শ্রোতা। ভালোবাসি নতুন জিনিস শিখতে, মানুষকে ভালবাসি তাই মানুষের সহযোগিতায় এগিয়ে আসি।


@sajjadsohan (1).gif


image.png



logo.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


image.png

𝕋𝕙𝕒𝕟𝕜 𝕪𝕠𝕦 𝕖𝕧𝕖𝕣𝕪𝕠𝕟𝕖

115.png

Sort:  

Hello friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

 2 years ago 

ফটোশপের বেশ কিছু টুলের কাজ শিখতে পারলাম।সুন্দর কাজ দেখিয়েছেন।আবার ধাপে ধাপে সুন্দর করে বুঝিয়েও দিয়েছেন।আর আপুর ছবি টা বেশ হয়েছে।উনি অনেক খুশি হবেন।

 2 years ago 

হয়তো খুশি হয়েছেন ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য, খুবই ভালো লাগলো আপনার মন্তব্য দেখে এখানে বেশ কয়েকটি নতুন টুলস ব্যবহার করা হয়েছে যেগুলো পূর্বে ব্যবহার করা দেখায়নি, এগুলো সাধারণত ব্যবহার করা হয় কোন একটি মানুষের ক্যারেক্টারকে অয়েল পেইন্টিং এর রূপান্তর করার জন্য।

 2 years ago 

হিহি, অনেক পছন্দ হয়েছিল যে। তাই তো অনুমতি দিলাম । অনেক অনেক ভালোবাসা দাদা❤️ ।আরও রিকোয়েস্ট আছে কিন্তু। এবার কিন্তু দিদির আবদার থামিয়ে রাখা মুশকিল হয়ে যাবে । তখন পালিয়ে পথ পাবে না। 😇😇😇😁😁😁🤪🤪

 2 years ago 

হাহাহা ধন্যবাদ দিদি, আপনাকে একটি ছবি উপহার দিতে পেরে আমার নিজের কাছে ভালো লাগছে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 59404.52
ETH 2610.92
USDT 1.00
SBD 2.41