You are viewing a single comment's thread from:

RE: সুখীজন কি আছে?

in আমার বাংলা ব্লগ2 years ago

সত্যিই টাইটেল দেখে বোঝার উপায় ছিল না, প্রথমে ভেবেছি এটা কোন কবিতা হবে, যার লাইনগুলোর মধ্যে থাকবে কঠিন গুরুগম্ভীর কিছু ভাব, যার অনেকাংশই আমার মাথার উপর দিয়ে যাবে। 😂😂 আমিও কিন্তু অপ্রাপ্তিই সুখ ঐ কথাতেই বিশ্বাসী।

তাকে আমি ভালোবাসি তবে সে আমার নয় , কিন্তু এই মানুষটা ভালো আছে, কেমন যেন সুখ কিন্তু অপ্রাপ্তি বটে। তাকে নিজের করে পেয়ে গেলে হয়তো ঝগড়াঝাটি অশান্তি লেগে থাকত।

মাঝে মাঝে মনে হয় বিলগেটস হয়ে গেলে ভালো হতো, কিন্তু পরক্ষনেই মনে পড়ে হাজারো রূপসী তার রমণী হতে চায়, কিন্তু তারই প্রিয় জন তাকে ছেড়ে চলে গিয়েছিল শেষ বয়সে। তবে সুখ সবার জীবনে একবার আসবে সেটা শেষ নিঃশ্বাস ত্যাগ করার যে কষ্ট, সেই প্রাপ্তিতে যে সুখ রয়েছে দুনিয়াতে মানুষ সেটা কোথাও খুজে পাবে না।

Sort:  
 2 years ago 

যাক,তাহলে আর কঠিন কিছু পড়তে হলোনা।😛😛

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.030
BTC 68559.31
ETH 2695.07
USDT 1.00
SBD 2.73