দৈত্যের হাসি || ডিজিটাল আর্ট-৮৪

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম
আমি @sajjadsohan from 🇧🇩.

১৭ই কার্তিক, ১৪২৯ বঙ্গাব্দ

২রা নভেম্বর, বুধবার।



মার বাংলা ব্লগের সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় ভাল আছি।চারদিকে শুধু আর্ট এর ছড়াছড়ি, রং তুলির কাজ ছেড়ে দিয়েছে প্রায় এক যুগ আগে, তাই আর্ট করার ক্ষেত্রে বেছে নিয়েছি ডিজিটাল আর্ট। আজ ডিজিটাল আর্টের মাধ্যমে আমি কাপল হাঁস তৈরি করছি, আশা করি আপনাদের ভালো লাগবে।



ডিজিটাল আর্ট-৮৪

Cartoon.gif


প্রয়োজনীয় উপকরণ (2).gif

  • কম্পিউটার
  • Adobe Illustrator 2020


ধাপ-১

Screenshot_1.png


এখন তো সচরাচর ডিজিটাল আর্ট করা হয় না, অনেকদিন পর ডিজিটাল আর্ট করতে বসলাম। তাও আবার অনলাইন ক্লাসের মধ্যে।


ধাপ-২

Screenshot_2.png


এডোবি ইলাস্ট্রেটর দিয়ে আমি ডিজিটাল আর্ট করতে তেমনটা অভ্যস্ত নই, ডিজিটাল আর্ট এর জন্য সফটওয়্যার টি আমার একদম নতুন। প্রথমে আমি চেষ্টা করছি এই দত্তের চোখের অংশ তৈরি করার জন্য।


ধাপ-৩

Screenshot_3.png


এই ধাপে এসে আমি নাক এবং মুখের অংশ তৈরি করার চেষ্টা করছি, ইতিমধ্যে আমার অনলাইনে ভার্সিটির একটি মিটিং শুরু হয়ে গেছে, অনিচ্ছা থাকা সত্ত্বেও সেই মিটিং-এ যুক্ত হলাম।


ধাপ-৪

Screenshot_4.png

Screenshot_5.png


আস্তে আস্তে আমি মুখের ভেতরের অভ্যান্তরীণ অংশগুলোকে তৈরি করার চেষ্টা করছেন।


ধাপ-৫

Screenshot_6.png


এই ধাপে এসে চোখের ভ্রু কিছুটা জোকারের মতো করার চেষ্টা করলাম।


ধাপ-৬

Screenshot_7.png


এবার আমি মুখের কাঠামোটি তৈরি করলাম এবং হালকা একটু রোটেট করার চেষ্টা করলাম পুরো ছবিটাকে।


ধাপ-৭

Screenshot_8.png


ইলাস্ট্রেটর দিয়ে রং করতে আমার একটু ঝামেলা হয়, তবুও অনেকটা সময় নিয়ে আস্তে আস্তে রং করার চেষ্টা শেষ করলাম।


ধাপ-৮

Screenshot_9.png


আমি আমার সিগনেচার ছবির নিচে যুক্ত করে দিলাম।


ধাপ-৯

Screenshot_10.png


ফাইনালি আমার চিত্রটি কিছুটা এরকম এসে দাঁড়িয়েছে।


প্রয়োজনীয় উপকরণ (4).gif

Untitled-2.jpg

এটি আমার সর্বশেষ ধাপ এবং আমার চূড়ান্ত অংকন।

এই ছিল আমার আজকের ডিজিটাল আর্ট, কেমন হয়েছে অবশ্যই জানাবেন আশা করছি সবার কাছে ভালো লাগবে।সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করছি।





image.png



আমি কে?

আমি সাজ্জাদ সোহান
আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর একজন শিক্ষার্থী। আমি ঢাকাতে বসবাস করি। আমি ট্রাভেল করতে অনেক ভালোবাসি, এছাড়া অবসর সময়ে মুভি দেখি, ফটোগ্রাফি করি, গান করি। আমি একটু চাপা স্বভাবের তাই কম কথা বলি কিন্তু আমি একজন ভালো শ্রোতা। ভালোবাসি নতুন জিনিস শিখতে, মানুষকে ভালবাসি তাই মানুষের সহযোগিতায় এগিয়ে আসি।


@sajjadsohan (1).gif


image.png



logo.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


image.png

𝕋𝕙𝕒𝕟𝕜 𝕪𝕠𝕦 𝕖𝕧𝕖𝕣𝕪𝕠𝕟𝕖

115.png

Sort:  
 3 years ago 

দৈত্যের হাসি ডিজিটাল আট অনেক সুন্দর ভাবে করেছেন।ডিজিটাল আটে আপনি অনেক দক্ষ তা আপনার প্রতিটি আট দেখেই বোঝা যায়।

 3 years ago 

বেশ অনেকদিন পর এই ডিজিটাল আর্ট করেছে, ড্রইং এর হাত একটু অবনতি হয়েছে সেটা বুঝতে পারছি তবে আপনার কাছে ভাল লেগেছে জেনে খুবই খুশি হলাম।

 3 years ago 

ডিজিটাল আর্টগুলো দেখতে অনেক সুন্দর হয়।আপনি এই ডিজিটাল আর্টের মাধ্যমে একটি দৈত্যে হাসি অঙ্কন করেছেন। আজ মনে হয় ঘুমাতে হবে না আপনারে অংকন করা দৈত্যে হাসি দেখে।

 3 years ago 

হাহাহা বেশ মজা পেলাম হাঁসি দেখে আপনার ঘুম হবেনা, আমার দৈত্য দেখতে এতটা ভয়ঙ্কর নয়। আপনি নির্দ্বিধায় ঘুমাতে পারেন।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

ডিজিটাল আর্টগুলো দেখতে সত্যি অনেক সুন্দর লাগে।আপনার দৈত্যের হাসি ডিজিটাল আর্ট চমৎকার হয়েছে।আপনি বললেন আপনি আর্ট করতে তেমন দক্ষ না, কিন্তু আমি তো দেখেছি আপনি অনেক দক্ষ। যাইহোক এত সুন্দর ডিজিটাল আর্ট শেয়ার করাী জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

আসলে আমি বলেছিলাম অনেকদিন ধরে ডিজিটাল আর্ট করা হচ্ছে না, তাই অভ্যেসটা কেটে গেছে। তবে একটা সময় অনেক ভালো ডিজিটাল আর্ট করতাম, তবে আপনার কাছে ভাল লেগেছে জেনে খুশি হলাম।

 3 years ago 

বাহ অনেক সুন্দর করে দৈত্যের হাসি এর ডিজিটাল আর্ট করেছেন। দৈত্যের মুখে হাসি দেখতে খুব অসাধারণ দেখাচ্ছে। এত সুন্দর করে ডিজিটাল আর্ট আপনি আমাদের মাঝে ধাপে ধাপে সাজিয়ে উপস্থাপনা করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য ।এবং আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

যদিও দৈত্য এর হাসিটা ভয়ঙ্কর হওয়ার কথা ছিল তবে আমি বেশ হাস্যকর করে ফেলেছি। যাই হোক এটি আপনাদের কাছে পছন্দ হয়েছে জেনে খুবই ভালো লাগলো।

 3 years ago 

ডিজিটাল আর্টে আপনি অনেক পারদর্শী। দৈত্যের হাসি ডিজিটাল আর টি আপনি চমৎকারভাবে করেছেন। ধাপগুলো খুবই সুচারু ছিল। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

গ্রাফিক্সের কাজ করতে করতে ডিজিটাল আর্ট এর কাজগুলো অনেকটা পিছিয়ে যাচ্ছে তবে আমি আস্তে আস্তে আবার একটিভ হওয়ার চেষ্টা করবো আপনাদের মাঝে ফিরে আসব ডিজিটাল আর্ট গুলো নিয়ে।

 3 years ago 

ভাইয়া আপনার করা দৈত্যের হাসি || ডিজিটাল আর্ট অনেকদিন পর দেখতে পেয়ে ভালো লাগলো। আপনি তো এখন আর সহজে ডিজিটাল আর্ট নিয়ে আসেন না। অনেকদিন থেকেই লক্ষ্য করছি। ইদানিং আপনি ডিজিটাল আর্ট কম করছেন। তবে, আজকের আর্টটি অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে।
♥♥

 3 years ago 

ঠিক ধরতে পেরেছেন ডিজিটাল আর্ট-এর সংখ্যা কমিয়ে দিয়েছি। গ্রাফিক্সের কিছু জিনিস তুলে ধরার চেষ্টা করছি। আবার নতুনভাবে কিছু ড্রইং নিয়ে আসব আশা করি ভালো লাগবে।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.33
JST 0.034
BTC 111092.47
ETH 4304.82
SBD 0.83