নাটক রিভিউ গুড বাজ [Good Buzz] || ১০% প্রিয় লাজুক-খ্যাকের🦊 জন্য থাকলো

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম
আমি @sajjadsohan from 🇧🇩.

৩০শে আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ।

১৪ই জুলাই, বৃহস্পতিবার।



মার বাংলা ব্লগের সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় ভাল আছি। আজকে ভাবছিলাম কি নিয়ে পোস্ট করা যায় হঠাৎ মনে হল ঈদের সময় অলস ভাবে কাটিয়েছি নাটক মুভি অনেক দেখা হয়েছি, তাই ভাবলাম আমার দেখা ভালো একটি নাটক আপনাদের সামনে রিভিউ করার চেষ্টা করব , আশা করি আপনাদের ভালো লাগবে।


maxresdefault.jpg

সোর্স



মূলভাব


এই নাটকের পূর্বে আরেকটি পার্ট ছিল তবে আমরা দ্বিতীয় পার্ট নিয়ে কথা বলব। এই পর্বে দেখানো হয় ভার্সিটি পাশ করা একটি ফ্রেন্ড সার্কেলের গ্রুপ যারা বেশ অনেকদিন দেখা করেনি, হঠাৎ তারা ঠিক করল একসঙ্গে কিছু ভালো সময় কাটাবে ভালো স্মৃতি তৈরি করার জন্য।

তাই তারা সমুদ্রসৈকতে চলে যায় এবং সেখানে তাদের মধ্যে পূর্বের যেই খুনসুটি ছিল, ঝগড়া ছিল, ভালোবাসা ছিল সব গুলোই তাদের মধ্যে আবার জাগ্রত হয়। তারা খুবই ভাল একটি সময় কাটায়, এই সময়টুকুর মধ্যেও তাদের মধ্যে বেশ কিছু মজার ঝগড়া এবং একটু একটু বিপদের ছোঁয়া থাকে। সবমিলিয়ে বন্ধু সার্কেলের মধ্যে একটি মজার ঘটনা ছিল এই নাটকের মধ্যে।



নাটক রিভিউ


নাটকের একদম শুরুর দিকে আমরা দেখতে পাই একদল বন্ধুবান্ধব প্লেনে করে তারা তাদের গন্তব্যে পৌঁছায় এবং তাদের চোখে মুখে ছিল আনন্দের ছোঁয়া। অনেকদিন পর সবাই একসাথে হতে পেরে তারা সবাই অনেক খুশি এবং আনন্দে একটি মুহূর্ত দিয়েই শুরু হলো এ নাটক।

image.png

image.png

image.png

ইউটিউব থেকে স্ক্রিনশট নেয়া হয়েছে।


তারা একটি ফাইভ স্টার হোটেলে থাকার প্ল্যান করল এবং প্লান মতাবেক তারা তাদের হোটেলে চলে আসলো, তাদের মধ্যে একজন কাপল ছিল বাকি সবাই ফ্রেন্ডস, হুট করে একজন মেয়ে বান্ধবীর ফিয়ন্সে তাদেরকে না বলেই তাদের সামনে চলে আসে, মূলত মেয়েটিকে সারপ্রাইজ করার জন্য।


image.png

ইউটিউব থেকে স্ক্রিনশট নেয়া হয়েছে।


এরা হচ্ছে এই নাটকের মধ্যে আরও একটি কাপল , যারা নতুন বিয়ে করেছেন এবং এরা বন্ধু-বান্ধবের থেকে বেশি রুমের মধ্যেই থাকে বলতে গেলে তারা বন্ধুদের সাথে ট্যুরে নয় যেন হানিমুনে এসেছে। সারাদিন টিক টক ভিডিও ইত্যাদি করেই তাদের দিন পার হয়ে যায়।


image.png

ইউটিউব থেকে স্ক্রিনশট নেয়া হয়েছে।


এখানকার প্রত্যেকটা ক্যারেক্টার ছিল এক একটা মজাদার চরিত্র, বিশেষ করে একজনের ফিয়ন্সে, এবং ব্রেকআপ হয়ে যাওয়া দুই বন্ধু। এক্স যখন বন্ধুদের মধ্যে থাকে তখন একসাথে ঘুরতে গেলে নিজেই ঝামেলা গুলো হয় সেগুলো কে ফুটিয়ে তোলা হয়েছে।


image.png

ইউটিউব থেকে স্ক্রিনশট নেয়া হয়েছে।


কোন একটা কারণে তাদের দুজনকে এক রুমে কিছু সময়ের জন্য থাকতে হয়, দুজনে এমন একটি ব্যবহার করছে যেমন দুজনে আর সিঙ্গেল নেই তাদের ভালোবাসা মানুষ হয়েছে। তারা দুজন দুজনের সামনে খুব রোমান্টিক কথা বলছিল পরে অথচ এটা ছিল একদম ফেক। তাদের কথার মাঝখানেই দুজনেরই মোবাইল ফোন বেজে ওঠে অর্থাৎ বোঝা যায় তারা নাটক করছিল।


image.png

ইউটিউব থেকে স্ক্রিনশট নেয়া হয়েছে।


এই হচ্ছে আরেকজন নমুনা যার কিনা যেকোন সময় বায়ুদূষণ করার সমস্যা রয়েছে। নেহায়েতই বান্ধবীর ফিয়ন্সে এবং একজন ধনী মানুষ তা না হলে কেউ তাকে পছন্দ করত না। তার এই সাইলেন্ট অত্যাচারে সবাই অতিষ্ঠ হয়ে গেছে।

তার এই ধরনের কার্যকলাপ গুলো সত্যিই খুব মজাদার আপনারা খুবই উপভোগ করতে পারবেন যখন এই নাটকটি দেখবে।


image.png

ইউটিউব থেকে স্ক্রিনশট নেয়া হয়েছে।


এই দুই বন্ধু যাদের মধ্যে রিলেশন ছিল এবং ব্রেকআপ হয়ে যাওয়ার পর তারা একসাথে ঘুরতে এসেছে। তারা যে কত বার নাটকের মধ্যে ঝগড়া করেছে বিনা কারণে তা গুনে শেষ করা যাবেনা, আপনি যদি নাটকটি দেখেন কাপলের এই ঝামেলা গুলো বেশ উপভোগ করবেন।


image.png

ইউটিউব থেকে স্ক্রিনশট নেয়া হয়েছে।


এখানে বসে হয়েছিল আরো মজাদার ঘটনা, তাদের পরের দিনের প্ল্যানিং চলছিল এবং এই নিয়ে তাদের মধ্যে তুমুল ঝগড়া। ঝগড়া করার জন্য দুইটি কাপল তার মধ্যে একটি ব্রেকআপ কাপল হওয়ার। এছাড়া তো পূর্বেই বলেছিলাম একজনের বায়ুদূষণ করার অভ্যাস রয়েছে তাই মাঝে মাঝেই এখানে তুমুল ধরনের ঝামেলা লেগে যেত।


image.png

ইউটিউব থেকে স্ক্রিনশট নেয়া হয়েছে।


সামি যে মানুষটাকে একদম সহ্য করতে পারত না, সে মানুষটা প্যারা রাইটিং যখন করছিল তখন সবথেকে বেশি টেনশন করছিল সামি। সে প্রায় পাগলের মত করে যায়, যদিও সে অনেকটা মজা করছিল কিন্তু অন্য বন্ধুরা বুঝতে পারে তাদের মধ্যে এখনও ভালোবাসা রয়েছে।


image.png

ইউটিউব থেকে স্ক্রিনশট নেয়া হয়েছে।


নাটকের একদম শেষের দিকে আমাদের সেই বায়ু দূষণ করা ভাইটি, এই গ্রুপের সব থেকে সুন্দর মেয়েটিকে রোমান্টিক ভাবে প্রপোজ করে। তার প্রপোজ করার ধারণা ছিল একদমই অন্যরকম। মেয়েটি অনেকদিন পর্যন্ত তাকে ঝুলিয়ে রাখলেও আজকে তার প্রপোজ একসেপ্ট করে নিয়েছে।


image.png

ইউটিউব থেকে স্ক্রিনশট নেয়া হয়েছে।


নাটকের একদম শেষ পর্যায়ে এসে যেই কাপড়ের ব্রেকআপ হয়ে যায়। তাদের মধ্যে যে মেয়েটি ছিল সে হঠাৎ করে রাত্রে হারিয়ে যায়, তাকে পুরো গ্রুপের সবাই খুঁজতে আসে এবং শুধুমাত্র তার একটি স্যান্ডেল দেখতে পেরে সবাই ভাবে সে পানিতে ঝাঁপ দিয়ে মারা গেছে। তার এক্স প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার মত অবস্থা। হঠাৎ করে মেয়েটি তার সামনে আসে এবং তাদের মধ্যে ইমোশনাল কিছু কথা বাত্রা হয় এবং তারা আবার রিলেশনে চলে যায়।


সবমিলিয়ে ভার্সিটি লেভেলের বন্ধু-বান্ধবদের যে ধরনের মজা মাস্তি হয়ে থাকে, এবং তাদের মধ্যে যে ধরনের খুনসুটি, ঝগড়া,আনন্দের মুহূর্ত গুলো হয়ে থাকে সবটাই তুলে ধরা হয়েছিল এই নাটকের মধ্যে। যখন আপনি নাটকটা দেখবেন নিজের বন্ধুদের কথা একটু হলেও স্মরণ হবে।



কারণবশত আমি এই নাটকের লিংক এখানে দিতে পারছিনা, আপনারা চাইলে ফ্রিতে ইউটিউব এ এই নাটকটি দেখতে পারেন, সার্চ অপশনে Good Buzz সার্চ করলেই প্রথম নাটকটি এটি।



আমি কে?

আমি সাজ্জাদ সোহান
আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর একজন শিক্ষার্থী। আমি ঢাকাতে বসবাস করি। আমি ট্রাভেল করতে অনেক ভালোবাসি, এছাড়া অবসর সময়ে মুভি দেখি, ফটোগ্রাফি করি, গান করি। আমি একটু চাপা স্বভাবের তাই কম কথা বলি কিন্তু আমি একজন ভালো শ্রোতা। ভালোবাসি নতুন জিনিস শিখতে, মানুষকে ভালবাসি তাই মানুষের সহযোগিতায় এগিয়ে আসি।


@sajjadsohan (1).gif


image.png



logo.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


image.png

𝕋𝕙𝕒𝕟𝕜 𝕪𝕠𝕦 𝕖𝕧𝕖𝕣𝕪𝕠𝕟𝕖

115.png

Sort:  
 2 years ago 

কাজল আরেফিন অমি এই পরিচালকের প্রতিটি নাটক আমার কাছে অনেক বেশি ভালো লাগে। গুড বাজ নাটক আমি কাল সকালবেলা দেখেছি আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনি খুবই চমৎকার ভাবে সংক্ষিপ্ত আকারে আমাদের মাঝে তুলে ধরেছেন ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

জি নাটকটা বেশ বড় ছিল আমি সংক্ষিপ্তভাবে চেষ্টা করেছি উপস্থাপন করার জন্য, বন্ধুদের নিয়ে যে নাটকগুলো হয়
এগুলো বেশি চমৎকার হয়ে থাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 68394.30
ETH 2644.71
USDT 1.00
SBD 2.69