ট্যালেন্ট হান্ট সেমিনার

in আমার বাংলা ব্লগ11 months ago

আসসালামু আলাইকুম
আমি @sajjadsohan from 🇧🇩.

০৯ আশ্বিন মাস, ১৪৩০ বঙ্গাব্দ।

২৪ সেপ্টেম্বর,রবিবার।



মার বাংলা ব্লগের সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় ভাল আছি, আজকে নিজের কিছু মনের কথায় লিখে দেয়ার চেষ্টা করব, নিজের অনুভূতি প্রকাশ করার চেষ্টা করব।


ট্যালেন্ট হান্ট সেমিনার

Beige Torn Paper Vision Board Life Goals Photo Collage (2).jpg


মাস খানেক আগে আমরা টেক্সটাইল ট্যুরের একটা সেমিনারে গিয়েছিলাম, সেখানে প্রত্যেকটা ইউনিভার্সিটির রিপ্রেজেন্টেটিভ উপস্থিত ছিল। প্রত্যেক ইউনিভার্সিটির টেক্সটাইলের যে ক্লাবগুলো থাকে সেই ক্লাবগুলোকে উপস্থাপন করার জন্য সবাই একত্রিত হয়েছিল, আমার ইউনিভার্সিটি থেকে ৪ জন শিক্ষার্থী এই সুযোগটা পায় তার মধ্যে আমি একজন।

ট্যালেন্ট হান্ট সেমিনারটি মূলত তার বাংলাদেশের সকল ইউনিভার্সিটি ছাত্র-ছাত্রীদের মধ্যে একটা প্রতিযোগিতা তৈরি করেন, যার বেশ অনেকগুলো ধাপ রয়েছে যেগুলো বিস্তারিত বলতে চাচ্ছি না। এখানে বেশ বড় বড় প্রজেক্ট নিয়ে কাজ করতে হবে এবং টিম গঠন করে কাজ করতে হবে। প্রত্যেকটা টিমের জন্য এক্সপার্ট, একজন শিক্ষক এবং ওই টিমের বাকি সদস্য অর্থাৎ খুব দারুণভাবেই ডিম গঠন করা হবে।


378121187_687236886770651_8997145610641405001_n.jpg

379546814_687237183437288_3129705029414699694_n.jpg

IMG_20230915_162405.jpg

378120910_687237250103948_5365600859978702676_n.jpg


কারণ সিলেক্টেড টিম একটা ভালো এমাউন্টের টাকা পাবে যেটা দিয়ে তারা রিসার্চ করতে পারবেন, এবং যেই টিম প্রথম হবে অর্থাৎ উইনার হবে তা বেশ ভালো একটা পুরস্কার পাবে।

তো তারা চেয়েছিল আমার ইউনিভার্সিটিতে একটা সেমিনারের আয়োজন করতে তাদের প্রোগ্রাম সম্পর্কে জানানোর জন্য। যদিও জানি পুরো বিষয়টা হ্যান্ডেল করতে হবে আমাদের কয়েকজনকে একটু কষ্ট হবে কিন্তু তবুও আমরা সেমিনারের আয়োজন করলাম।


378118044_687236266770713_5302902579824059711_n.jpg

376888200_687236686770671_2403818999348428286_n.jpg

378015604_687236640104009_4813959381632555890_n.jpg

378020509_687237050103968_1702718583570243924_n.jpg


আমি প্রথম দিনের ঘটনায় যদি বলি সাধারণত আমি একটু কথা কম বলি বা কথা বলতে পছন্দ করি না, ওইখানে যাওয়ার পর দেখলাম মানুষ এত চমৎকার ভাবে কথা বলে যেটা আমার দ্বারা সম্ভব নয়। তবে প্রত্যেকে একটা কথা বলেছিল তারা এখানে এসেই শিখেছে।


378388737_687236550104018_2663500594803142359_n.jpg

378398407_687237016770638_5906347710403630827_n.jpg

378507317_687236320104041_6007327496159293262_n.jpg

378531734_687236913437315_4115587395874074358_n.jpg


যাই হোক ইউনিভার্সিটির যত ধরনের পারমিশন প্রয়োজন হয় সেগুলো করা হলো, কিছু সিনিয়র ভাই আসলো তাদেরকে রিসিভ করলাম এবং টেক্সটাইল টুডে থেকে দুজন সেমিনারের জন্য আসলো। আমরা সফলভাবে তেমনি একটি সম্পূর্ণ করতে পেরেছি, এতে করে শিক্ষকরা খুশি, ক্লাবের বড় ভাইরা ও খুশি, এবং টেক্সটেল টুডে সফলভাবে আরও একটা সেমিনার করতে পারল এতে তারাও বেশ কৃতজ্ঞতা প্রকাশ করল।


আমি কে?

আমি সাজ্জাদ সোহান
আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর একজন শিক্ষার্থী। আমি ঢাকাতে বসবাস করি। আমি ট্রাভেল করতে অনেক ভালোবাসি, এছাড়া অবসর সময়ে মুভি দেখি, ফটোগ্রাফি করি, গান করি। আমি একটু চাপা স্বভাবের তাই কম কথা বলি কিন্তু আমি একজন ভালো শ্রোতা। ভালোবাসি নতুন জিনিস শিখতে, মানুষকে ভালবাসি তাই মানুষের সহযোগিতায় এগিয়ে আসি।


@sajjadsohan (1).gif


image.png



logo.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


image.png

𝕋𝕙𝕒𝕟𝕜 𝕪𝕠𝕦 𝕖𝕧𝕖𝕣𝕪𝕠𝕟𝕖

115.png

Sort:  
 11 months ago 

আমাদের অনেকেরই এই সমস্যা আছে। কোথাও গেলে বেশি মানুষ দেখলে আমরা একটু ঘাবড়ে যায় আমি কী এদের সামনে কথা বলতে পারব। এইরকম চিন্তা আমাদের মনে আসে। যেমনটা আপনার মনেও এসেছিল। ট‍্যালেন্ট হান্ট সেমিনার সম্পর্কে জেনে ভালো লাগল। এইরকম সেমিনার থেকে বেশ নতুন নতুন কিছু তথ‍্য আইডিয়া পাওয়া যায়। বেশ ভালো ছিল আপনার পোস্ট টা ভাই।।

Posted using SteemPro Mobile

 10 months ago 

এ সমস্যাটা আমার থাকা উচিত ছিল না, কেননা আমার পজিশন অনুযায়ী আমার চমৎকার বক্তব্য দেয়া প্রয়োজন ছিল। যে কথাগুলো আমি অনলাইনে বলতে পারি সামনাসামনি গেলে একটু ঘাবড়ে যাই, তবুও ভালো লাগে আমার অডিয়েন্স ছাড়া বিষয়গুলো বোঝে, কেননা আমি কথায় নয় কাজে বিশ্বাসী।

 11 months ago 

এই সেমিনার এর উদ্দেশ্য দারুন। আশা করি ভালো কিছু দেখতে পারবো সেমিনার থেকে। দায়িত্ব নিয়ে খুব সুন্দর এক প্রোগ্রাম আয়োজন করেছো বন্ধু। ভালো লাগলো দেখে।

 10 months ago 

অসংখ্য ধন্যবাদ বন্ধু অবশ্যই ভালো কিছু আসবে, নতুন কোন পোস্টে নতুন কোন ঘটনায় নিয়ে আবার দেখা হবে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59596.75
ETH 2659.83
USDT 1.00
SBD 2.45