অস্থিরতার দিনগুলো || ১০% প্রিয় লাজুক-খ্যাকের🦊 জন্য থাকলো
আসসালামু আলাইকুম
আমি @sajjadsohan from 🇧🇩.
৩রা জুন,শুক্রবার।
আ মার বাংলা ব্লগের সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় ভাল আছি। আজকে আমি আমার নিজের ব্যক্তিগত কিছু অনুভূতি আপনাদের সাথে শেয়ার করব আমার আশা করি আপনাদের ভালো লাগবে।
যত বড় হচ্ছি কেন যেন বড় হওয়ার দায়িত্ববোধ ওটা আরও বাড়ছে, নিতান্তই শান্তশিষ্ট স্বভাবের আমি , দিনের-পর-দিন মাসের-পর-মাস একটা বদ্ধ রুমের মধ্যে আমি কাটিয়ে দিতে পারি, নিজেকে গৃহবন্দী করে রাখতে রাখতে এখন আর আমার বেশি লোকালয় ভালো লাগেনা, একা থাকা মানুষগুলো মনের মধ্যে চাপা অভিমান থাকলেও তারা নিজের জগতে সবথেকে সুখী মানুষ।
এ জগতে সবাই স্বার্থ খুঁজে বেড়ায় , হয়তো স্বার্থ ফুরিয়ে গেলে মানুষের প্রয়োজন টা ফুরিয়ে যায়, যেদিন পৃথিবীর বুকে আমার স্বার্থ ফুরিয়ে যাবে সেদিন পৃথিবীটাও আমাকে বিদায় জানিয়ে দেবেন। না না পৃথিবী কোথাও যাচ্ছে না আমাকে চলে যেতে হবে কারণ ওই একটাই আমার স্বার্থ ফুরিয়ে গেছে।
মাঝে মাঝে হুট করে মনে হয় এখনই যদি এই দেহটা আর আমার অধিকারে না থাকে, আমি যদি সমস্ত কন্ট্রোল হারিয়ে ফেলি , পরক্ষণেই আমার কি হবে, সেই জগত, সেই জগতে আমার অনুভূতি , সেই জগতে আমার অস্তিত্ব। এই স্বার্থপর দুনিয়ার মত সেখানেও কি আমার হিসাব নেয়া হবে তুমি মধ্যবিত্ত তোমার জন্য এই সমাজ, তুমি ধনী তোমার জন্য উন্নত সভ্যতা, তুমি গরীব তুমি নির্যাতিত।
না কেমন যেন মাথার মধ্যে জটলা পাকিয়ে যাচ্ছে, আমি যে ইচ্ছে করে এগুলো করছি না সেটা আমি খুব ভাল করে জানি, নিতান্তই কিছু দায়িত্ব, অদৃশ্য অধিকার প্রতিনিয়ত কাজ করছে আমার উপর।
না কেমন যেন মাথার মধ্যে আবার জটলা পাকিয়ে যাচ্ছে।
বেশ অনেকদিন হলো দেহ আমার অলস হয়ে যাচ্ছে, আমার দেহঘড়ি তার সময় কে করেছে পরিবর্তন, সে দিন কে করে দিয়েছে রাত আর রাত কে করে দিয়েছে নির্ঘুম যন্ত্রণা।
না কেমন যেন মাথার মধ্যে একই জটলা বেঁধে যাচ্ছে । নিজেকে শান্ত করার জন্য মানুষ শান্তিপূর্ণ জায়গায় কোথাও কিছু সময় কাটাতে যায়, নিজেকে শান্ত করার জন্য। আমি আমার নিজের চারদেয়ালকে করেছি শান্তিপূর্ণ, তাই আমাকে একটু ভিন্ন কিছু চিন্তা করতে হয়।
বেশ কয়েক দিন হল বন্ধুদের সাথে কোথাও খাওয়া-দাওয়া করতে যাওয়া হচ্ছে না, মানুষের মন যখন অসুস্থ হয়ে যায় তাকে সুস্থ করা খুবই প্রয়োজন। কেউ প্রিয় মানুষকে খুজে যায় তার ওষুধ হিসেবে, কেউবা দূর থেকে ঘুরে আসেন, আমি ঘুরে আসি আমার ভোজন রসিক বন্ধুদের সাথে।
মাঝে মাঝে চিন্তা করি এই পৃথিবীতে যদি মানুষের ক্ষুধা না লাগতো, তাহলে কি এত উন্নত সভ্যতার তৈরি হতো?
তাহলেতো আদিম যুগ থেকে মানুষ অলসতায় ঘুমিয়ে কাটিয়ে দিত, মিস্ত্রি ঘর বানানো না, জেলে মাছ ধরতে যেত না, কৃষকের কি ফসল ফোলাতো? কেউ তো কাজগুলো করতে আর বাধ্য হতো না।
আমি আবার জটলা পাকিয়ে ফেলছি।
আমার মনে হয় যদি মানুষের যদি পেটের তাগিদ না থাকতো, কষ্ট করে বোধহয় এ সভ্যতা তারা তৈরি করত না। তাই যখনই আমার মন অসুস্থ বোধ করে আমি ছুটে চলে যাই আমার পছন্দের স্পাইসি খাবার গুলোর মধ্যে।
এর আগেও আপনারা হয়তো আমাকে এই রেস্তোরাঁয় এই খাবারটি খেতে দেখেছেন, কেন যেনো মাসে একবার হলেও এখানে বসা হয়। আমিও আমার বন্ধুদের স্পাইসি বারবিকিউ খুব পছন্দের।
মনের যত রাগ অভিমান থাকে, পাওয়া না পাওয়ার হিসেবে, কিংবা ভালো থাকার দর কষাকষির সকল হিসেবে আমি এখানে খুঁজে পাই।
এর পোড়া পোড়া গন্ধ অতিরিক্ত স্পাইসি ফ্লেভার, বারবিকিউ এর মধ্যে যখন আপনি কামড় দেবেন, হঠাৎ করে লক্ষ্য করবেন আপনার চারপাশ অস্পষ্ট হতে শুরু করবে, শরীরের শীতল রক্ত গুলো হঠাৎ করে কান দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছে। আপনার অজান্তেই চোখের কোনে পানি জমতে শুরু করেছে, তারমানে স্পাইসি বারবিকিউ উইংস পারফেক্ট ভাবে তৈরি করা হয়েছে।
আবার যখন সেই জগৎ থেকে আপনাকে ফেরত আসতে হবে, তখন সবার থেকে ভালো ঔষধি হিসেবে কাজ করেন কোকাকোলা, নিমিষেই আমরা কে ঠান্ডা এক অনুভূতি দেবে।
আমার যখনই মন খারাপ হয় কিংবা ব্যস্ত শহরের মধ্যে বিরক্ত বোধ করি, তখনই আমি কোন রেস্তোরাঁ কিংবা খাবার কোন জায়গায় চলে যাই, একেকজনের একেক জিনিস করলে ভালো লাগে আমার খাবার খেতে ভালো লাগে।
এ রেস্তোরাঁর সাথে এতো দিনের সম্পর্ক, বহু আড্ডা বহু স্মৃতি, বহু পাওয়া না পাওয়ার হিসেব দরকষাকষির সমাপ্তি ঘটে যাচ্ছি। হঠাৎ করে লক্ষ্য করলাম পূর্বের সেই অনুভূতি গুলো এখন আর এই খাবারগুলোর মধ্যে নেই, পরিবর্তন করতে হবে পুরনো এই অভ্যাসকে, শুধু মালিকপক্ষকে এতোটুকুই বললাম খাবার ঠিক রয়েছে, তবে তাতে ভালোবাসার পরিমাণটা বোধহয় কমিয়ে দিয়েছেন, ভালো থাকবেন ভাই বোধহয় আর আসা হবে না। নিমিষেই পছন্দের রেস্তোরাঁটা মনের মধ্যে ওয়ান স্টার রেটিং দিয়ে একটা নেগেটিভ রিভিউ চলে আসলো। কমেন্ট বক্সে লিখে দিলাম, খাবার মসলা পরিবেশন সব ঠিক ছিল শুধু ভালোবাসার অভাব বোধ করছি।
পোস্ট এর ধারণা | স্টরি রাইটিং |
---|---|
লোকেশন | https://w3w.co/homelands.corn.ketchup |
ডিভাইস | Xiaomi Redmi Note 10 Pro Max |
আমি সাজ্জাদ সোহান
আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর একজন শিক্ষার্থী। আমি ঢাকাতে বসবাস করি। আমি ট্রাভেল করতে অনেক ভালোবাসি, এছাড়া অবসর সময়ে মুভি দেখি, ফটোগ্রাফি করি, গান করি। আমি একটু চাপা স্বভাবের তাই কম কথা বলি কিন্তু আমি একজন ভালো শ্রোতা। ভালোবাসি নতুন জিনিস শিখতে, মানুষকে ভালবাসি তাই মানুষের সহযোগিতায় এগিয়ে আসি।
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
নিজেকে বদ্ধ রুম এ আবদ্ধ না রেখে এভাবেই আমাদের ঘুরতে বেড় হওয়া উচিৎ। দিন টা সেই ছিলো। যদিও খাবার গুলা তেমন মজা পাইনি একটুও। তবে চলে ।
ঠিক বন্ধু তাই তো আমি মাঝে মাঝে আশেপাশের রেস্তোরাঁ থেকে একটু ঘুরে আসি 😅
জানেন ভাই এখন মনে হয় ছোট কালে ভালো ছিলাম। কেন যে বড় হতে গেলাম। এখন নানা চিন্তা দায়িত্ব বুঝছি আসলে জীবন টা কী। তবে আশাহত হওয়া যাবে না লড়ে যেতে হবে। ইনশাআল্লাহ কষ্টের পরেই সুখ আসে। অনেক সুন্দর লিখেছেন।।
ছোটবেলা টাই ভাল ছিল ছিলনা কোনো দায়িত্ব ছিল না কোনো চিন্তা, পৃথিবীর প্রত্যেকটা মানুষই তার ছোটবেলার কিছু স্মৃতি বারবার ফিরে পেতে চায়।
আপনার এই ভাবনাগুলোর সাথে আমার অনেক মিল রয়েছে ভাই। দিন দিন বড় হচ্ছি আর কেমন যেনো হয়ে যাচ্ছি। আগে কোন চিন্তা ছিল না। এখন মনে হয়ে পৃথিবীটা অনেক কঠিন। ঢাকায় ভাল লাগছিল না। ফাফর লাগছিলো সবকিছু। রিফ্রেশমেন্ট এর জন্য গতকাল নিজের এলাকায় এসেছি। আপনার লেখাটি অনেক ভাল লেগেছে আমার কাছে। ধন্যবাদ ভাই।
জি ভাই মাঝে মাঝে কোথাও ঘুরে আসা ভালো এতে করে মন ভালো থাকে খুব ভালো লাগল আপনার কমেন্ট পড়ে ধন্যবাদ।