আইফোন বালিকা 📱 || ডিজিটাল আর্ট-(৩৬) || ১০% প্রিয় লাজুক-খ্যাকের🦊 জন্য থাকলো
আসসালামু আলাইকুম
আমি @sajjadsohan from 🇧🇩.
৭লা মে,শনিবার।
আ মার বাংলা ব্লগের সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় ভাল আছি।চারদিকে শুধু আর্ট এর ছড়াছড়ি, রং তুলির কাজ ছেড়ে দিয়েছে প্রায় এক যুগ আগে, তাই আর্ট করার ক্ষেত্রে বেছে নিয়েছি ডিজিটাল আর্ট। আপনাদের মাঝে ডিজিটাল আর্ট নিয়ে এলাম আশা করি আপনাদের ভালো লাগবে।
আমার পক্ষ থেকে আপনার জন্যে ছোট্ট একটি উপহার আপু 😇। নাম বলবো না দেখি কয়জন বলতে পারেন এই ছবিটি কার? কমেন্ট বক্সে শুধু নাম উল্লেখ করতে পারেন, তবে মেনশন করা যাবে না।
- কম্পিউটার
- Adobe Photoshop CS6
- কপিরাইট ফ্রি কাস্টম ব্রাশ ব্যবহার করা হয়েছে।
- Free Pic pixabay
আমি ড্রইং করার জন্য সফটওয়্যারটি রান করলাম এবং একটি পেজ তৈরী করলাম এবং সেই পেজের সাইজ দিয়েছিলাম ২০০০ * ১৬০০ পিক্সেল।
আমি একটি সাদা লেয়ার তৈরি করলাম এবং সেই লেয়ার এর মধ্যে উপরের অংশে আমি একটি মুখমন্ডলের অংশ তৈরি করলাম।
এই অংশে এসে আমি হাতের অংশ এবং আঙ্গুল গুলো তৈরি করে দিলাম।
এই অংশে আমি জামার কিছু অংশ তৈরি করার চেষ্টা করছি।
আমাদের আইফোন বালিকা মুখে মাক্স পড়ে ছিল, এখন সেটি খুলে রেখেছে তার অংশবিশেষ আমি তৈরি করলাম।
এবার চলে এসেছি ক্রিটিক্যাল একটি কাজে, হাতের পজিশন অনুযায়ী আইফোনের স্ট্রাকচার তৈরি করছি।
আমি আইফোনের ক্যামেরা বাম্প এবং পরবর্তীতে ক্যামেরার লেন্স গুলো তৈরি করলাম।
আমার চিত্র মোটামুটি কমপ্লিট, এখন রং করার পালা আমি আস্তে আস্তে রং করা শুরু করলাম।
কি আইফোনটা কি সবার পছন্দ হয়েছে? আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। আমি আইফোনের রং দিলাম। ক্যামেরা লেন্স এর মধ্যে সাদাকালো ইফেক্ট দিলাম।
এইখানে আমি জামার হাতার মধ্যে একটু ডিজাইন করলাম, জামার রং এবং মাক্স এর মধ্যে রং করলাম।
এখানে আমি কিছু লাইনিং এর কাজ করলাম, যেন ছবিটা আরেকটু প্রাণবন্ত মনে হয়।
এখানে কয়েকটি কাজ করা হয়েছে, দুইটি ফ্রেম ব্যবহার করা হয়েছে, একটি ফ্রেমের মধ্যে সাদা কালার করা হয়েছে, এবং পরবর্তী টিকে ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করেছে। এবং সর্বশেষ আইফোন এর লোগো ব্যবহার করার জন্য আমি ফ্রি ইমেজ ব্যবহার করি।
ছবিটি সম্পূর্ণভাবে কমপ্লিট করার পর, সিগনেচার স্বরূপ আমি আমার নামটি কে টাইপিং করে দেই এবং সিগনেচার ইফেক্ট ব্যবহার করি।
এই ছিল আমার আজকের ডিজিটাল আর্ট, কেমন হয়েছে অবশ্যই জানাবেন আশা করছি সবার কাছে ভালো লাগবে।সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করছি।
আমি সাজ্জাদ সোহান
আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর একজন শিক্ষার্থী। আমি ঢাকাতে বসবাস করি। আমি ট্রাভেল করতে অনেক ভালোবাসি, এছাড়া অবসর সময়ে মুভি দেখি, ফটোগ্রাফি করি, গান করি। আমি একটু চাপা স্বভাবের তাই কম কথা বলি কিন্তু আমি একজন ভালো শ্রোতা। ভালোবাসি নতুন জিনিস শিখতে, মানুষকে ভালবাসি তাই মানুষের সহযোগিতায় এগিয়ে আসি।
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

বাহ অসাধারণ হয়েছে এটি। সবাই দেখি বলছে এটা নাকি আমাদের নুর আপু, আমারও কিন্তু তাই মনে হয় 🤭
যাইহোক আইফোন টা কিন্তু সেই লাগছে দেখতে। আপনার ডিজিটাল আর্ট আমার খুবই পছন্দ। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ডিজিটাল আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল
আপনার মনে হচ্ছে? কিন্তু আমি তো তার ছবি অংকন করেছি 😂, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ধারনা সঠিক হয়েছে। আপনার জন্য রইলো অনেক অনেক শুভকামনা।
আমি ঠিক চিনতে পারলাম না এটা কার ডিজিটাল আর্ট, তবে আপনার করা ডিজিটাল আর্টটি অনেক সুন্দর হয়েছে ভাইয়া। বেশ গুছিয়ে ডিজিটাল আর্ট করার প্রত্যেকটি ধাপ আপনি উপস্থাপন করেছেন। ভালো লাগলো আপনার করা ডিজিটাল আর্ট এবং আপনার পোস্টটি। ধন্যবাদ।
আমি ভেবেছিলাম সবাই বুঝতে পারবে, যাইহোক আপনার মন্তব্যর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আমি ও আপুটাকে চিনতে পারছি না তবে হ্যা আইফোনটি এবং আপুটার ডিজিটাল আর্ট অনেক সুন্দর হয়েছে ভাইয়া। অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর ডিজিটাল আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য
চিনতে পারেননি কোন ব্যাপার না। তবে এটি আমাদের সকলের পরিচিত মুখ। আপনার মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আমার মনে হয় আপনি নুসুরা নুর আপুর ডিজিটাল করেছেন। ডিজিটাল আটটি আমার কাছে খুব ভালো লেগেছে।
বরাবরের মত আপনি খুব চমৎকার করে ডিজিটাল আর্টের সবগুলো ধাপ আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ডিজিটাল আর্ট গুলো সব সময় আমার কাছে খুব ভালো লাগে। সেই ভাললাগা থেকেই শেখার চেষ্টা করি কিন্তু কেন জানি হয়ে ওঠে না। ধন্যবাদ আপনাকে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি হ্যাঁ ঠিকই ধরেছেন ছবিটি কার। আপনার বিচক্ষণ বুদ্ধির জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আমার মনে হচ্ছে এই ডিজিটাল আর্টটি আপনি নওরীন আপুকে কেন্দ্র করে তৈরি করেছেন। জানি না আমার অনুমান কতটুকু সত্য। কিন্তু আমার কাছে এটাই মনে হচ্ছে। তবে যাই হোক অনেক সুন্দর ভাবে আপনি এই ডিজিটাল আর্ট করে আমাদের মাঝে শেয়ার করেছেন এজন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ।
আপনার অনুমান শতভাগ ঠিক হয়েছে, আমি উনাকে কেন্দ্র করেই ছবিটি তৈরি করেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
আইফোন বালিকাটি আমার ধারনা মতে নওরিন আপু। আর আইফোনটি কিন্তু আমারও খুব ভালো লেগেছে ভাইয়া ।খুব দারুণ হয়েছে পুরো ডিজিটাল আর্ট। যাইহোক জানাবেন কিন্তু আমার মতামত ঠিক হল কিনা।
আপনি ঠিকই ধরতে পেরেছেন এটি নওরিন আপু, আইফোন টা তো সুন্দর হবেই কারণ এটি আইফোন, আপনি আপুর কাছ থেকে চেয়ে নিতে পারেন কারণ ফোনটি তার।
নাম বলতে হবে না আইফোন বালিকার নাম এবং ছবি দেখেই বুঝতে পেরেছি এটা আমাদের সবার প্রিয় নুসরা নুর আপুর ডিজিটাল অঙ্কন করেছেন। আপনি সত্যিই ছবিটি খুবই সুন্দর হয়েছে।দেখে ভালো লাগছে। ধন্যবাদ ভাই।
আপনি ঠিকই ধরেছেন। আমি তার ছবিটিকেই ডিজিটাল ভাবে আপনাদের সামনে উপস্থাপন করেছেন, আপনারা ঠিকই ধরতে পেরেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মতামতের জন্য।
এটা @nusuranur আপু। আমি ১লাখ % শিউর। হেহে মেনশন না দিয়ে পারলাম না। সুন্দর হয়েছে খুব। বিশেষ করে কালার কম্বিনেশন টা অস্থির হয়েছে। বেশ ভালো একেছো বন্ধু।
১লাখ % শিউর হইলে মেনশন দিলেও সমস্যা নাই। কারণ আমি সত্যিই তার ছবিটি অংকন করেছি। ধন্যবাদ বন্ধু আমাকে সবসময় সাপোর্ট করার জন্য।
হাহাহা হ্যা আমিও একদম সিউর এটা আমিই।
যাক আপনার মন্তব্য দেখার পর আমিও শিওর হলাম, যাক আপনাকেই তৈরি করা হয়েছে 😂
ভাই আপনার ডিজিটাল আর্ট করার দক্ষতা দেখে সত্যিই আমি মুগ্ধ হয়েছি আপনি একদম নিখুঁত ভাবে আইফোন এর সঙ্গে একটি বালিকার ডিজিটাল আর্ট তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনি বেশ চমৎকার ভাবে গ্রাফিক্সের কাজ গুলো আয়ত্ত করেছেন । আপনার কাছ থেকে অনেক কিছু শিখলাম ধন্যবাদ ভাই।
খুব ভালো লাগলো আমার ড্রইং থেকে আপনি কিছু শিখতে পেরেছেন। আমার এই অর্জন আপনাদের জন্যই, আপনারা প্রতিনিয়ত আমাকে উৎসাহ দিয়েছেন সেজন্য আজকে আমি এই পর্যন্ত আসতে পেরেছি আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ।
ভাইয়া, আপনার ডিজিটাল আর্টে আইফোনটি আমার কাছে খুবই পছন্দ হয়েছে। এরকম একটি কালারফুল আইফোন আমার ভীষণ প্রয়োজন। তাই আপাতত আপনার অঙ্কিত আইফোনটি দেখে চোখ জুড়িয়ে নিচ্ছি। ভাইয়া,আইফোন বালিকা ডিজিটাল আর্ট অত্যন্ত চমৎকার হয়েছে। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। সব মিলিয়ে সুন্দর একটি পোষ্ট উপহার দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।
এখানে কাজ করতে থাকুন, ইনশাল্লাহ আইফোন কেনার টাকা হয়ে যাবে। আশা করি খুব শীঘ্রই আপনার মনের আশা পূরণ হবে।