বারবিকিউ পার্টি || মজ-মাস্তি-আনন্দ || ১০% প্রিয় লাজুক-খ্যাকের🦊 জন্য থাকলো by sajjadsohan

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আসসালামু আলাইকুম
আমি @sajjadsohan from 🇧🇩.

২৬ পৌষ, ১৪২৮ বঙ্গাব্দ।

১০ই- জানুয়ারি, সোমবার।


বারবিকিউ পার্টি

মজ-মাস্তি-আনন্দ


মার বাংলা ব্লগের সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় ভাল আছি। কিছুদিন আগে আমরা বারবিকিউ করেছিলাম সেটি এখন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব।



The Sweet and Spooky Shindig.png

ক্যানভা প্রো দিয়ে তৈরি করা হয়েছে


বারবিকিউ প্ল্যানিং

আমরা প্রতি বছর শীতের সময় বারবিকিউ করে থাকি। এবারও আমরা বেশ কয়েকদিন আগে থেকেই প্ল্যান করছিলাম, সবাইকে দিনক্ষণ তারিখ জানিয়ে দেয়া হয়, এবং সবার সুবিধামত ঐ তারিখ ঠিক করলাম আমরা। দেখতে দেখতে আমাদের পার্টির দিন চলে আসলো, আগের দিন থেকেই কিছু জিনিস কেনাকাটা শুরু হয়ে গিয়েছিল।

বারবিকিউ উপকরণ


  • কয়লা
  • মুরগি
  • তেল
  • সয়া সস
  • বারবিকিউ সস
  • আদা বাটা
  • রসুন বাটা
  • পেঁয়াজ বাটা
  • বারবিকিউ মসলা
  • চিমটি বা চামচ
  • ব্রাশ
  • বারবিকিউ চুলা
  • ইত্যাদি

রান্নার সম্পর্কে আমার তেমন ধারনা নেই, দেখে দেখে যতোটুকু জেনেছি বা দেখে আসছি সেগুলোই তুলে ধরেছি, খাবারে স্বাদ অনুযায়ী চাইলে আপনি নিজের মত অন্য কিছু এড করতে পারবেন।


রান্নার প্রয়োজনীয় মশলাপাতি

IMG_20211225_131718.jpgIMG_20211225_131750.jpg
IMG_20211225_131733.jpgIMG_20211225_131655.jpg

IMG_20211225_131625.jpg

আমরা এই উপকরণগুলো বাজার থেকে কিনে নিয়ে আসি এবং পূর্বে আমরা আদা রসুন পেঁয়াজ এগুলোকে বেলেন্ডার করে মিশ্রন করে নিয়ে এসেছিলাম যেটি পলিথিনের মধ্যে রাখা আছে।
এই উপকরণগুলো ভালোভাবে মুরগির মাংসের সাথে মিশিয়ে কয়েক ঘণ্টা রেখে দিতে হবে, এই মিশ্রণটি যত বেশি সময় রাখা হবে মাংসের মধ্যে মসলাগুলো ততবেশি ভিতরে ঢুকতে পারবে।


বারবিকিউ তৈরির প্রসেস


IMG_20211225_132842.jpg

IMG_20211225_132836.jpg


প্রথমে আমরা মুরগিকে সুন্দরভাবে পিস করে ফেলেছি, তারপর সেগুলো কে ধুয়ে রেখেছে, মসলা যেন ভালোভাবে মুরগির সাথে মিশে যেতে পারে, সেজন্য মাংসের পিস গুলোর মধ্যে আরো বেশ কয়েক টি অংশ কেটে দিতে হবে । যেন মসলাগুলো মাংসের ভিতরে প্রবেশ করতে পারে।


IMG_20211225_182025.jpg

IMG_20211225_182022.jpg


এভাবে মসলা এবং মাংসের মিশ্রণ তৈরি করে, রেখে দিতে হবে কয়েক ঘন্টা। আমরা দুপুরবেলা মিশ্রণটি তৈরি করে রেখে দিয়েছি সন্ধ্যা পর্যন্ত । এই মিশ্রণটি এভাবে ছিল। প্রয়োজনের সুবিধার্থে আমরা একাধিক পাতিল ব্যবহার করেছিলাম।


IMG_20211225_182034.jpg

IMG_20211225_182043.jpg


আমি প্রয়োজন একটু বাসায় গিয়েছিলাম তাই বিকেলে আমি ছিলাম না । এসময় মূলত আমরা কাঠ কে পুড়িয়ে আগুন ধরানোর চেষ্টা করেছি। কয়েক ঘন্টা আগুন জলার পর কাঠগুলো কয়লা তে পরিণত হয় এবং আমরা যে চুলা ব্যবহার করেছে সেটি প্রথমে তেল দিয়ে ব্রাশ করা হয়েছে।


IMG_20211225_183123.jpg


IMG_20211225_183131.jpg


পরবর্তীতে একে একে আমরা মাংসের পিস গুলো চুলার উপর দেয়া শুরু করলাম, এতক্ষণে ভালোই উত্তপ্ত হচ্ছে চারদিক এবং খেয়াল রাখতে হবে মাংসগুলো যেন পুড়ে না যায় বারবার তেল এবং মসলার মিশ্রণ মাংসের উপর ব্রাশ এর মাধ্যমে দিতে হবে এবং কিছু সময় পর পর মাংসের পিস গুলো উল্টিয়ে দিতে হবে।


আনন্দ পর্ব


IMG_20211225_192647.jpg


IMG_20211225_192656.jpg



এখন রান্না হতে বেশ অনেকটা সময় লাগবে, এ সময় আমরা চারপাশের ছবি তুলি এবং নিজেরাও অনেক মজা করি। কিছু সময় পর আমরা সাউন্ড বক্সে গান বাজাই, বন্ধুরা মিলে নাচানাচি করলাম অনেকক্ষণ। এভাবে সময় কাটাতে কাটাতে রান্না প্রায় শেষের দিকে।


IMG_20211225_194304.jpg


IMG_20211225_194319.jpg


প্রায় বারবিকিউ শেষের দিকে, এবার আমরা বারবিকিউ গুলো কিছুটা জুসি রাখার চেষ্টা করেছে এবং পর্যাপ্ত সময় নিয়ে তৈরি করেছি। আমরা হোটেল থেকে নান রুটি আনার ব্যবস্থা করলাম, রুটি নিয়ে আসতে আসতে বারবিকিউ রেডি হয়ে গিয়েছে।


IMG_20211225_194352.jpg

IMG_20211225_194646.jpg


আমরা কয়েক মিনিট অপেক্ষা করলাম, একটু ঠান্ডা হওয়ার জন্য, তারপর আমরা পরিবেশন করা শুরু করলাম, প্রথমেই বাড়ির কেয়ারটেকার এর জন্য দুইটা বারবিকিউ পিস এবং রুটি পাঠিয়ে দিয়েছে। তারপর নিজেরা নিজেদের জন্য পরিবেশন শুরু করলাম।


IMG_20211225_194836.jpg

IMG_20211225_194902.jpg


আশেপাশের কয়েকজনকে দিয়েও, আমাদের প্রত্যেকের ভাঙ্গে তিনটি করে বারবিকিউ বরাদ্দ হয় এবং আমরা যতজন ছিলাম তার দ্বিগুণ নান রুটি নিয়ে এসেছিলাম। এখন আর কারো ধৈর্য নেই সবাই খাওয়া শুরু করেছে যে যেভাবে পেরেছে। আমিও খাওয়া শুরু করলাম।


খাওয়া-দাওয়া শেষ করে বন্ধুরা মিলে কিছু সময় হৈ-হুল্লোড় করলাম , আমরা কয়েকজন গিটার নিয়ে গিয়েছিলাম, গিটার বাজিয়ে বেশ অনেকক্ষণ গান বাজানো হলো, সাউন্ড বক্সে গান এবং বন্ধুদের নাচানাচি করতে করতে রাত দশটা বেজে যায়, আমরা ছাদের অংশটুকু পরিষ্কার করে সবাইকে বিদায় জানিয়ে বাসায় চলে যায়। এভাবেই আমাদের বারবিকিউ পার্টি উদযাপন করা হয়েছিল।





image.png



আমি কে?

আমি সাজ্জাদ সোহান
আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর একজন শিক্ষার্থী। আমি ঢাকাতে বসবাস করি। আমি ট্রাভেল করতে অনেক ভালোবাসি, এছাড়া অবসর সময়ে মুভি দেখি, ফটোগ্রাফি করি, গান করি। আমি একটু চাপা স্বভাবের তাই কম কথা বলি কিন্তু আমি একজন ভালো শ্রোতা। ভালোবাসি নতুন জিনিস শিখতে, মানুষকে ভালবাসি তাই মানুষের সহযোগিতায় এগিয়ে আসি।


আমার বাংলা ব্লগ.gif


image.png



logo.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


image.png

𝕋𝕙𝕒𝕟𝕜 𝕪𝕠𝕦 𝕖𝕧𝕖𝕣𝕪𝕠𝕟𝕖

115.png

Sort:  

আপনি অত্যন্ত সুন্দর একটি ব্লগ তৈরি করেছেন। আপনার প্রতিটি ধাপ ছিল অত্যন্ত সুন্দর। আপনি বার-বি-কিউ পার্টিতে অনেক মজা মাস্তি করেছেন। আপনার আনন্দঘন মুহূর্ত আমাদের শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনার আগামীর জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভাবে একটি মন্তব্য করার জন্য, আপনার জন্য ও রইল শুভকামনা।

শীতে বারবিকিউ পার্টি এখনো একটি ট্রেন্ড হয়ে গিয়েছে 😍 । এখন বাড়ির ছাদে ছাদে বারবিকিউ পার্টির ধুম পড়েছে । প্রতি বছর আমরা বন্ধুরা একসাথে বারবিকিউ পার্টি করি । সত্যি ভালো লাগলো আপনার বারবিকিউ পার্টি পোস্টিং ।❤️

 3 years ago 

ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য, বন্ধু মানেই মাস্তি আড্ডা, বন্ধুদের সাথে কিছুটা আনন্দ ভাগ করার জন্যই এত কিছু করা।

খুব সুন্দর বারবিকিউ করেছেন ভাইয়া দেখে তো আমার লোভ লেগে গেলো। অনেকদিন হইনা করি না, দেখি করা লাগবে 💗💗💗

 3 years ago 

চলে আসেন ভাই আমাদের এলাকায়

ইনশাআল্লাহ একদিন দেখা হবে ,দুই ভাই গানের আড্ডায় মেতে উঠবো

 3 years ago 

বারবিকিউ পার্টি ! মানেই মজা আর আনন্দ। আপনাকে দেখে মনে হচ্ছে অনেক বেশি আনন্দ করেছেন বারবিকিউ পার্টি তে। দেখলাম গরম গরম পরিবেশন করেছে। একটু গরম থাকলেই খেতে ভালো লাগে। দেখলাম তো আপনি অনেক আনন্দ করে খাচ্ছেন। আর প্রত্যেকটা ফটোগ্রাফি ছিল অসাধারণ। সুন্দর অনেক ভালো লাগলো আপনার বারবিকিউ পার্টি নিয়ে আপনার জন্য এই পোস্ট।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য করার জন্য এবং আমার পোস্টটি দেখানোর জন্য।

 3 years ago 

  • বারবিকিউ পার্টি ! দেখেই আমার খুবই ভালো লেগেছে। এই পার্টির কথা শুনলেও আমার অনেক ভালো লাগে। আমি কক্সবাজার যতবারই গিয়েছি প্রত্যেকবারই বারবিকিউ পার্টি করেছে। আপনি স্মৃতি মনে করিয়ে দিয়েছেন। আবার গিয়ে পার্টিতে এ্যাটেণ্ড করতে খুব ইচ্ছে করতেছে।
 3 years ago 

আমি কক্সবাজার কখনো যায়নি কিন্তু যাওয়ার ইচ্ছা আছে, আশা করি একদিন আপনাদের সাথে কক্সবাজারে বারবিকিউ পার্টি আবার হবে।

 3 years ago 

খুব সুন্দর এবং আনন্দময় একটি মূহুর্ত কাটিয়েছেন। জীবনের স্পেশাল দিনগুলোতে এই দিনটিও যুক্ত হয়ে গেল আপনার।বারবিকিউ তৈরি হতে পার্টি শেষ হওয়া পর্যন্ত আপনি যেভাবে উপস্থাপন করেছেন দেখে খুব ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

সত্যি বলেছেন স্পেশাল দিনগুলোর মধ্যে এ দিনটির সংযুক্ত হলো, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য করার জন্য, আপনার জন্য রইল শুভকামনা।

 3 years ago 

দারুন মজা করেছেন আপনার বারবিকিউ পার্টি তে। এরকম পার্টি অনেকদিন করিনা। বারবিকিউ গুলো মনে হচ্ছে বেশ ভালোই হয়েছিল। আমাদের এবছরের বারবিকিউ পার্টি টা মনে হয় মিছই হয়ে গেলো। শুভকামনা আপনার জন্য।

 3 years ago 

শীতকাল তো এখনো রয়েছে আরো বেশ কয়েক দিন চেষ্টা করলে পার্টির আর মিস হবে না , ইনশাল্লাহ রিজিকে থাকলে এবছরই পার্টি দিতে পারবেন।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.029
BTC 62716.82
ETH 2447.73
USDT 1.00
SBD 2.65