বজ্রপাতে ওয়াইফাই নষ্ট
আসসালামু আলাইকুম
আমি @sajjadsohan from 🇧🇩.
৯শে সেপ্টেম্বর, রবিবার।
আ মার বাংলা ব্লগের সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় ভাল আছি, আজকে নিজের কিছু মনের কথায় লিখে দেয়ার চেষ্টা করব, নিজের অনুভূতি প্রকাশ করার চেষ্টা করব।
যাকে বলে ‘’মরার উপর খাঁড়ার ঘা’’ কেননা এমনিতেই আমার সবকিছু বেশ চাপের মুখে যাচ্ছে, একটা ফ্যামিলি প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা সবাই, সবকিছু থেকে তাই ছিটকে পড়ে গেছি, আলহামদুলিল্লাহ এখন একটু একটু করে সব কিছু গুছিয়ে নেয়ার চেষ্টা করছি। যেহেতু অনেকদিন ধরে বিভিন্ন আরনিং থেকে দূরে আছি তাই স্বাভাবিকভাবে পকেটটা ফাঁকা রয়েছে। এছাড়াও লাস্ট কয়েক মাস যাবত হসপিটাল দৌড়াদৌড়ি বাহিরের খাবার যাবতীয় খরচে একদম মানিব্যাগ ফাঁকা হয়ে গেছে ।
এইতো দুইদিন কি তিন দিন আগে রাত তিনটের সময় বেশ জোরেশোরে কয়েকটা বিকট শব্দের বিদ্যুৎ চমকালো, তখনও বেশ দিব্বি আমি ফেসবুকে স্কলিং করছিলাম। হঠাৎ আমার ওয়াইফাই নেটওয়ার্ক টা ডিসকানেক্ট হয়ে গেল। মনে করলাম বৃষ্টি আসছে তাই হয়তোবা ইন্টারনেট চলে গেছে। রাত গড়িয়ে সকাল হয়ে গেল সকাল করিয়ে দুপুর, বেলা জানতে পারলাম আমাদের বাসায় যতগুলো ওয়াইফাই রয়েছে সবগুলো নষ্ট হয়ে গেছে।
নেট প্রোভাইডাররা এসে চেক করল এবং বলল আপনাদের ওয়াইফাই নষ্ট, ব্যক্তিগতভাবে আমি শাওমি রাউডাটা ব্যবহার করতাম, এছাড়াও যেহেতু জয়েন্ট ফ্যামিলি আরেকটা রাউটার ছিল টিপি লিংকের, আরেকটা বেশ পুরনো রাউটার ছিল সেটা ব্যবহার করা হতো না। যাইহোক একত্রে সবগুলো নষ্ট হয়ে গেল মনটাই খারাপ হয়ে গেল। এই মুহূর্তে পকেট যেহেতু খালি একটা রাউটার কেনা বেশ কঠিন হয়ে গেল।
তখন ফ্যামিলির অন্য সব মেম্বাররা একটু নড়াচাড়া দিয়ে বসলো, কারণে এতদিন শুধু আমি ইন্টারনেট ব্যবহার করতাম এমনটাই ছিল সবার ভাবনা, কিন্তু এই দিকে যেয়ে সবাই এখন ইন্টারনেট ছাড়া চলতে পারে না এইটা তাদেরকে বুঝিয়ে দিলাম এই দুই দিনে। ইন্টারনেট থাকায় কেউ আর কাউকে ফোন করছে না সবাই হোয়াটসঅ্যাপ ফেসবুক ব্যবহার করছে। যেহেতু আমার কয়েকদিন অনলাইনে খুব বেশি একটা কাজ নেই, তাছাড়া ফোনে যথেষ্ট পরিমাণ ইন্টারনেট রয়েছে তাই আমি চুপচাপ রইলাম দুই দিন, কিন্তু যাই হোক ইন্টারনেট ছাড়া তো আর চলা যায় না।
ফোনের ইন্টারনেট দিয়ে খুব বেশি একটা পোষায় না, তাই ইউটিউবে বিভিন্ন ভিডিও ঘাটাঘাটি করে একটা রাউটার পছন্দ হলো, দুপুর বেলা বেরিয়ে পড়লাম এক পরিচিত দোকানে। তাকে গিয়ে বললাম একটা ভালো মানের রাউটার দেখান, কাকতালীয়ভাবে আমি যেটা পছন্দ করে গিয়েছি সেটাই আমার সামনে দেয়া হল। যদিও এই ব্র্যান্ড আমার কাছে নতুন ছিল কিন্তু আমি যেহেতু ইউটিউব ভিডিও দেখেছি এবং দোকানদার ও আমাকে বেশ ভালো বলল তাই খুব বেশি আর যাচাই বাছাই করলাম না।
যাই হোক প্রাকৃতিক একটা কারণে আমার রাউটার গুলো নষ্ট হল এর পেছনে আর কারো হাত নেই, একটু কষ্ট হলেও একটা নতুন রাউটার সেটআপ করলাম। ভালোও লাগছে কিন্তু এতগুলো টাকা নষ্ট হল সেটাও আমাকে একটু পীড়া দিল মনে। আর যাই হোক এই দুই দিনে বাড়ীর সবাই বুঝতে পারল তারাও এখন ইন্টারনেটে আসক্ত হয়ে গেছে, কারণ ইন্টারনেট নেই আমার থেকে বাড়ির বাকি সবার মাথাব্যথা ছিল বেশি হাহাহা।
আমি সাজ্জাদ সোহান
আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর একজন শিক্ষার্থী। আমি ঢাকাতে বসবাস করি। আমি ট্রাভেল করতে অনেক ভালোবাসি, এছাড়া অবসর সময়ে মুভি দেখি, ফটোগ্রাফি করি, গান করি। আমি একটু চাপা স্বভাবের তাই কম কথা বলি কিন্তু আমি একজন ভালো শ্রোতা। ভালোবাসি নতুন জিনিস শিখতে, মানুষকে ভালবাসি তাই মানুষের সহযোগিতায় এগিয়ে আসি।
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
বজ্রপাতে আপনার ওয়াইফাই রাউটার নষ্ট হয়ে গেছে,আর বজ্রপাতের কারণে আমাদের বাসার ফ্যান নষ্ট হয়ে গেছে।তিন চার দিন আগে হঠাৎ করেই সকাল সকাল বিকট আওয়াজ হল,বজ্রপাত হওয়ার সাথে সাথেই ফ্যান বন্ধ হয়ে গেল। ভাবলাম বিদ্যুৎ চলে গেছে, ওরে বাবা কিছুক্ষণ পর দেখলাম আমার ঘরের ফ্যানটাই নষ্ট হয়ে গেছে।তারপর আজকে মাত্র ফ্যান ঠিক করে বাসায় লাগালাম।আপনিও আপনার রাউটার ঠিক করে আবার ওয়াইফাই ব্যবহার করতে পেরেছেন জেনে খুশি হলাম।
যে যা-ই বলুক না কেনো, দিনশেষে বেশিরভাগ মানুষই এখন ইন্টারনেটে আসক্ত। আপনার রাউটার গুলো বজ্রপাতের কারণে নষ্ট হয়ে গিয়েছে, জেনে বেশ খারাপ লাগলো ভাই। আসলে এসব ব্যাপারে কারোরই হাত থাকে না। যাইহোক নতুন একটি রাউটার কিনেছেন,দেখে খুব ভালো লাগলো। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
এখন তো ইন্টারনেট ছাড়া চলাই যায় না।