বন্ধুত্ব || ১০% প্রিয় লাজুক-খ্যাকের🦊 জন্য থাকলো

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম
আমি @sajjadsohan from 🇧🇩.

২২ই মাঘ, ১৪২৮ বঙ্গাব্দ।।

০৫ই- ফেব্রুয়ারি, শনিবার।



মার বাংলা ব্লগের সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় ভাল আছি।আজকে আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে বন্ধুত্ব সম্পর্ক নিয়ে কিছু আলোচনা করব, আশা করি আপনাদের ভালো লাগবে, ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।


children-817365_1920.jpg

Image by Bessi from Pixabay


বন্ধু, কী শব্দ টা আপনার কাছে খুব পরিচিত? জীবনের মানে বোঝার আগে থেকেই আপনার , আমার খেলার সাথী হবার মাধ্যমে প্রথম বন্ধুত্ব তৈরি হয়। যখন আমরা জানিনা বন্ধু মানে কি, তখন থেকেই আমরা বন্ধু সম্পর্কটা সাথে পরিচিত। স্কুল কলেজ কিংবা ভার্সিটি বন্ধু না আসলে ওইদিনের ক্লাসগুলো বিরক্ত হয়ে যায়। শিশু বয়স কিংবা বৃদ্ধা খেলার সাথী কিংবা আড্ডায়, সাথে বন্ধু থাকা চাই।

জীবনে পরিবারের পর যে জিনিসটির সবথেকে বেশি প্রয়োজন সেটি হচ্ছে বন্ধু। বন্ধু যেমন আপনাকে খারাপ পথে নিয়ে যেতে পারে তেমনি বন্ধু আপনাকে সাফল্যের চরম পর্যায়ে নিয়ে যেতে পারে। তাই বন্ধু নির্বাচন করাটা জীবনে অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রথমদিকের স্কুল লাইফের বন্ধু গুলো স্বার্থ ছাড়া, অর্থাৎ যখন আমরা প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণীতে থাকি।

তখন কিন্তু আমাদের এত বন্ধু থাকে না ক্লাসের মধ্যে ২ ১ জনই আমাদের বন্ধু হয়। আমরা যত বড় হয় তত আমাদের বন্ধুত্বের সার্কেলটা বৃদ্ধি পায়। কলেজ ভার্সিটির বন্ধুত্ব কখনো না কখনো শেষ হয়ে যায়। খুব কম মানুষই আছে যারা ভাগ্যবান যারা কলেজ ভার্সিটি লাইফের নিজের ভাইয়ের মত বন্ধু পায়।

কিছু বন্ধু দেখবেন তাদের স্বার্থের জন্য আপনার কাছে আসবে কিছু বন্ধু আসবে আপনার জীবনকে গুছিয়ে দিতে। দুই জনই আপনার বন্ধু পার্থক্য শুধু তাদের মানসিকতা পার্থক্য শুধু আপনার নির্বাচন কোন বন্ধুটা আপনার বেশি আপন।


বন্ধুত্বের শাখা-প্রশাখা

বন্ধুত্ব কত প্রকার কি কি? আমি কখনো বন্ধুত্ব কে ভাগ করতে শিখিনি। ভালো বন্ধু, খারাপ বন্ধু, বেষ্টু , কলিজার বন্ধু, ফুসফুসের বন্ধু ইত্যাদি নামে ডাকুন না কেন দিনশেষে আপনার বন্ধু প্রয়োজন যাকে জড়িয়ে ধরে আপনি কাঁদতে পারেন, যাকে সামনে বসিয়ে মনের সব কথা বলতে পারেন। যার সামনে আসলে নিজেকে বড় করে প্রকাশ করার প্রয়োজন হয় না, নিজে ছোট ছোট ভুল গুলো নিজের কষ্ট গুলো প্রকাশ করা যায়।


siblings-817369_1920.jpg

Image by Bessi from Pixabay


তবুও যদি ক্যাটাগরিতে ফেলতে হয় কখনো তাহলে যেগুলোকে উল্লেখযোগ্য বলে আমার মনে হয় সেগুলো হলো

  • বেস্ট ফ্রেন্ড
  • ভালো ফ্রেন্ড
  • জাস্ট ফ্রেন্ড (এখানে বোঝানো হয়েছে যাকে শুধু চিনি কিন্তু তেমন ভালো সম্পর্ক নেই)
  • স্বার্থপর ফ্রেন্ড

এখনকার যুগের যে বন্ধু গুলো রয়েছে সেগুলো প্রকৃত অর্থে বন্ধু না হতে পারে। কারণ এখন বন্ধুদের মধ্যে মন খুলে কথা হয়না, সবাই নিজেকে বড় করতে ব্যস্ত, কিভাবে বন্ধুদের থেকেও বেশি বড় হওয়া যায়, নিজের স্বার্থকে বড় করে দেখা। অতীতে যে আমরা বন্ধুত্বের মানে খুঁজে পেতাম বর্তমানে সেগুলো প্রায় বিলুপ্ত। তবে আপনার পাশে যদি একজন এমন ফ্রেন্ড থাকে যাকে আপনি মন খুলে আপনার মনের কষ্ট বলতে পারেন, যার সাথে কথা বলার সময় নিজেকে বড় করে প্রকাশ করতে হয় না, নিজে ভুলগুলো যার সামনে অনায়াসে বলা যায়, এমন বন্ধু যদি আপনার থাকে তাহলে আপনি সবথেকে ধনী একজন মানুষ। এই ধন , সম্পদ-টাকা-পয়সা না আপনার পাশে এমন একজন রয়েছে যে আপনাকে মানসিকভাবে সাপোর্ট করতে পারে, এই যুগে এই মানুষগুলো পাওয়া খুবই সৌভাগ্যের বিষয়।


বন্ধুত্ব থেকে প্রেম

প্রেমের কথাটা আসলেই বোঝা যায় এখানে বন্ধু একজন ছেলে এবং একজন মেয়ে। যখন বিপরীত লিঙ্গে বন্ধুত্ব হয় তারা যত ভালোই বন্ধু হোক না কেন কোন এক পক্ষ অপর পক্ষের ওপর দুর্বল হয়ে যাবে। অনেক বড় বড় মনীষীরা , লেখকরা বলে গেছেন এই বিষয়ে ছেলে আর মেয়ে নাকি কখনো বন্ধু হতে পারেনা।

কথাটার সাথে আমিও হয়তো একমত, কোন একজন হয়তো কোন সময় অপরজনকে ভালোবেসে ফেলে কিন্তু বন্ধুত্বের কারণে বলতে পারেনা। আপনি যদি চান আপনার বন্ধুত্ব টিকিয়ে রাখতে তাহলে কখনো বন্ধুত্ব এই সম্পর্কটাকে প্রেমের সম্পর্কে রূপান্তর করবেন না। কারণ বন্ধুতো থেকে খুব সহজেই প্রেম হওয়া যায়, কিন্তু কোন কারণে বিচ্ছেদ হলে আবার বন্ধুটা কি ফেরত পাওয়া যায় না।


breakup-3869065_1920.png

Image by Pintera Studio from Pixabay


পৃথিবীতে এমন অনেক কথা আছে যা ভালোবাসার মানুষকে বলা যায় না, খুব সহজেই আপনি তা বন্ধুকে বলতে পারেন। তাই কখনো ভালোবাসা এবং বন্ধুত্ব কিংবা প্রেম একসঙ্গে মিলিয়ে ফেলতে হয় না। তাহলে জীবনটা আরো বেশি বেদনাদায়ক হয়ে যায়।



স্বার্থ

জীবনে চলার পথে ভালো বন্ধু পাবেন, খুব কাছের বন্ধু ভাবেন, তাই বলে যে স্বার্থপর বন্ধু পাবেন না তা কিন্তু নয়। জীবনে চলার পথে স্বার্থপর বন্ধুর সাথে আপনার দেখা হবে। এমন কিছু মানুষ আপনার জীবনে আসবে যারা তাদের স্বার্থের জন্য আপনার সাথে বন্ধুত্ব করবে। খুব বেশি একটা প্রয়োজন না হলে এই সকল মানুষের থেকে দূরে থাকা উত্তম।


scrooge-28854_1280.png

Image by Clker-Free-Vector-Images from Pixabay


কিছু মানুষ আসবে টাকার স্বার্থে আপনার সাথে বন্ধুত্ব করতে, কিছু মানুষ আসবে আপনার ক্ষমতার জন্য আপনার সাথে বন্ধুত্ব করতে, কিছু মানুষ আসবে আপনার সাফল্য দেখে আপনার সাথে বন্ধুত্ব করতে। আমি বলছি না তারা খারাপ কিন্তু আপনার বুঝতে হবে যদি ক্ষমতা টাকা কিংবা সাফল্য না থাকে ওই মানুষগুলো কি আপনার সাথে থাকবে ।

জীবনে এমন বন্ধু থাকা প্রয়োজন যেখানে আপনি ভুল করবেন বন্ধু আপনাকে শুধরে দেবে, যে আপনার ক্ষমতা টাকা কিংবা সাফল্যের জন্য আপনার সাথে বন্ধুত্ব করবে না, সবকিছু হারিয়ে ফেললেও যে আপনার পাশে দাঁড়িয়ে বলবে দোস্ত আমি তোর পাশে আছি।

জীবনে এমন কিছু বন্ধু বানান জীবনকে সার্থক করে তুলুন। আর তা যদি না হয় তাহলে আমি বলব বস আপনার একা থাকাই উত্তম। স্বার্থের জন্য যে বন্ধুগুলো আপনার কাছে আসবে তারা খুব একটা কাজে আসবেন আপনার জীবনে, এইরকম বন্ধু যত আপনার পাশে থাকবে আপনার জীবনে অবনতি হতে থাকবে।


বন্ধুত্বের অপব্যবহার

বর্তমান যুগে বন্ধুত্বের অপব্যবহার অনেক হয়ে আসছে, কিছু মানুষ আপনার বন্ধু হবে শুধুমাত্র আপনার ক্ষমতার জন্য। তারা আপনার ক্ষমতা দেখিয়ে লাভবান হবে। তারা আপনাকে ব্যবহার করে কিছুটা সুবিধা পাবার চেষ্টা করবে। কিংবা আপনার যদি কোন কিছু না থাকে তাহলে আপনাকে দিয়ে তার কাজ করিয়ে নেয়া হবে কিংবা বন্ধুত্বের খাতিরে আপনাকে দিয়ে পরিশ্রম করাবে। একসময় আপনি বুঝতে পারবেন আপনার বন্ধু আপনাকে ঠকাচ্ছে কিন্তু বন্ধুত্বের রক্ষার খাতিরে আপনি কিছু বলতে পারবেন না। তাই কখনো যদি মনে হয় আপনার বন্ধু আপনাকে সম্মান করছে না কিংবা অগোচরে আপনার বদনাম করে বেড়ায় এসকল বন্ধু থেকে দূরে থাকা ভালো।


portrait-3113651_1920.jpg

Image by Deflyne Coppens from Pixabay


এই আধুনিক যুগের মর্ডান ছেলেমেয়েদের মধ্যে বন্ধুত্বের আরো একটি অপব্যবহার দেখা যায়। তারা থাকে বন্ধু কিন্তু চলাফেরা করে প্রেমিক প্রেমিকার মতন। তারা একে অপরের থেকে ভালোবাসার স্বাদ নিচ্ছে ঠিকই কিন্তু নাম দিচ্ছে বন্ধুত্বের। এ ব্যাপারে বিস্তারিত না বলি, তবে এই অপব্যবহার এর জন্যই বর্তমান সমাজে বন্ধুত্বের নামের উপর একটি কালো ছায়া চলে এসেছে।

এখন ছেলে-মেয়েতে ভালো বন্ধু হলেও কেন যেন সকলের মাথায় ওই অপব্যবহার করা বন্ধুত্ব টাই চলে আসে, যাকে আমরা ভদ্র সমাজ নাম দিয়েছি ফ্রেন্ডস উইথ বেনিফিট। যতদিন পর্যন্ত এই ধরণের সম্পর্ক থাকবে ততদিন পর্যন্ত বন্ধুত্ব নামটি কে অপমান করা হবে।


যাদের সাথে বন্ধুত্ব না করা

আমি আমার এই ছোট জীবনে যা শিখেছি, সেখান থেকে যদি বলি কিছু মানুষের সাথে আমাদের সত্যিই বন্ধুত্ব করা উচিত নয়। এরকম মানুষ প্রচুর আমাদের আশেপাশে রয়েছে তারা আমাদের খুব ভালো বন্ধু না হলেও বন্ধুর তালিকায় থাকে। কিন্তু আমি বলব এই সকল বন্ধুদের থেকে এড়িয়ে চলতে কারণ তারা আপনার জন্য কোন না কোন এক সময় বিপদ ডেকে আনতে পারে।

এই টাইপের মানুষ গুলো হল:

  • যারা কথায় কথায় মিথ্যা বলে
  • যারা মানুষের সম্মান করতে পারেনা
  • যারা অগোচরে আপনার অন্য বন্ধুর বদনাম করে
  • যারা স্বার্থের জন্য আপনার কাছে থাকে
  • যারা সব সময় আপনার সম্পদের উপর লোভ করে

সবগুলো পয়েন্ট হয়তো আপনারা বুঝতে পেরেছেন, তবে তিন নাম্বার পয়েন্টে আমি আরো ক্লিয়ার করে দিচ্ছি। যে বন্ধুগুলো সবসময় আপনার অন্য বন্ধুর সমালোচনা করে আপনার সামনে। হয়তো ঘটনাগুলোর মধ্যে আপনিও মজা পান, তাই আপনার অন্য বন্ধুদের বদনাম সে আপনার কাছে করে। কিন্তু বিশ্বাস করুন ওই মানুষগুলো আপনার বদনাম করে তার অন্য বন্ধুদের কাছে। অর্থাৎ আপনি যেমন অন্য মানুষের বদনাম গুলো উপভোগ করছেন তার মুখে, আপনার বদনাম গুলো অন্য বন্ধুরা শুনছে ওই মানুষটির মুখ থেকেই। অথাৎ এই মানুষগুলো সব সময় অন্যের পিছনে লেগে থাকে তাই এদের থেকে দূরে থাকা খুবই প্রয়োজন।


প্রথমেই বলে রাখি এটি আমার ক্ষুদ্র জীবনের নিজের ব্যক্তিগত মনের কথা, কারো জীবনের সাথে মিলে গেলে কিংবা আমার এই কথা কেউ ব্যক্তিগতভাবে নেবেন না।

আজ এখানেই শেষ করছি, কথা হবে অন্য আরেক ব্লগে, সেই সময় অব্দি সবাই ভাল থাকেন সুস্থ থাকেন এবং ভালো রাখুন আপনার চারপাশের পরিবেশ।




image.png



আমি কে?

আমি সাজ্জাদ সোহান
আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর একজন শিক্ষার্থী। আমি ঢাকাতে বসবাস করি। আমি ট্রাভেল করতে অনেক ভালোবাসি, এছাড়া অবসর সময়ে মুভি দেখি, ফটোগ্রাফি করি, গান করি। আমি একটু চাপা স্বভাবের তাই কম কথা বলি কিন্তু আমি একজন ভালো শ্রোতা। ভালোবাসি নতুন জিনিস শিখতে, মানুষকে ভালবাসি তাই মানুষের সহযোগিতায় এগিয়ে আসি।


আমার বাংলা ব্লগ.gif


image.png



logo.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


image.png

𝕋𝕙𝕒𝕟𝕜 𝕪𝕠𝕦 𝕖𝕧𝕖𝕣𝕪𝕠𝕟𝕖

115.png

Sort:  
 2 years ago 

একদম ঠিক বলেছেন ভাইয়া জীবনের সবচেয়ে বেশি যেটি প্রয়োজন সেটি হচ্ছে একজন ভালো বন্ধু।
একজন ভালো বন্ধুই পারে আরেকজন বন্ধুর পাশে দাঁড়াতে এবং তার সঙ্গে সুখ দুঃখ গুলো ভাগাভাগি করে নিতে তাছাড়াও আমাদের দৈনন্দিন জীবনে একজন বন্ধু অনেক বড় একটি ভূমিকা পালন করে থাকে । এটি বলা যায় জীবনের একটি অংশ । একজন ভালো বন্ধু পাওয়া আসলেই অনেক ভাগ্যের বিষয়। আপনি বন্ধুত্ব নিয়ে খুবই চমৎকার একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট টি মনোযোগ সহকারে পড়ার জন্য, আপনি আমার পোষ্টের মূল ভাব বুঝতে পেরেছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এছাড়াও আপনার কমেন্ট অনেক সুন্দর ছিল, আপনার জন্য রইল শুভকামনা।

 2 years ago 
আমাদের এই জীবনে উঠতে বসতে অনেক মানুষের সাথে পরিচয় হয়। সবার সাথে হয়তো আমাদের বন্ধুত্ব হয় না। একজন প্রকৃত বন্ধু পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। অনেক বন্ধুই থাকে জীবনে কিন্তু প্রকৃত কিছু বন্ধু থাকে যারা বিপদে আপদে সব সময় পাশে থেকে সাপোর্ট দিয়ে যায়। আমি মনে করি মা-বাবার চেয়ে প্রকৃত বন্ধু আমাদের কেউ নেই। পোস্টটি পড়ে খুবই ভালো লাগলো। বন্ধুত্ব নিয়ে খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন আমাদের মাঝে। অনেক অনেক ভালোবাসা ও শুভ কামনা আপনার জন্য
 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট মনোযোগ সহকারে পড়ার জন্য, জি ভাই সত্যি বলেছেন পিতা-মাতার আমাদের সব থেকে কাছের বন্ধু। আপনার জন্য রইল শুভকামনা এবং অনেক ভালবাসা।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.12
JST 0.026
BTC 56095.11
ETH 2533.38
USDT 1.00
SBD 2.23