একটি ম্যান্ডেলা || ডিজিটাল আর্ট-(৩৩) || ১০% প্রিয় লাজুক-খ্যাকের🦊 জন্য থাকলো by sajjadsohan
আসসালামু আলাইকুম
আমি @sajjadsohan from 🇧🇩.
৩০ই- এপ্রিল,শনিবার।
আ মার বাংলা ব্লগের সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় ভাল আছি।চারদিকে শুধু আর্ট এর ছড়াছড়ি, রং তুলির কাজ ছেড়ে দিয়েছে প্রায় এক যুগ আগে, তাই আর্ট করার ক্ষেত্রে বেছে নিয়েছি ডিজিটাল আর্ট। আপনাদের মাঝে ডিজিটাল আর্ট নিয়ে এলাম আশা করি আপনাদের ভালো লাগবে।
- কম্পিউটার
- Adobe Photoshop CS6
আমি ড্রইং করার জন্য সফটওয়্যারটি রান করলাম এবং একটি পেজ তৈরী করলাম এবং সেই পেজের সাইজ দিয়েছিলাম ২০০০ * ১৬০০ পিক্সেল।
আমি প্রথমে একটি লেয়ার তৈরি করলাম, সেই লেয়ারটি তৈরি করার পর আমি দশ ভাগে ভাগ করলাম।
জীবনের প্রথম ম্যান্ডেলা তৈরি করছি, আস্তে আস্তে দুটি ফুলের মত আঁকার চেষ্টা করলাম।
এখানে বৃত্ত এবং কতগুলো ত্রিভুজের মত তৈরী করলাম। ত্রিভুজ গুলো কিছুটা বাঁকানো ছিল।
এখানে আমি আরেকটি ধাপ তৈরি করলাম, এবং সেই ধাপগুলো মধ্যে কিছুটা পাতার মতো আকৃতি দেয়ার চেষ্টা করলাম।
আর একটি ধাপ তৈরি করলাম, এবং সেই ধাপ এর মধ্যে, বৃত্ত, লাভ, ত্রিভুজ তৈরি করা। এটি ব্যবহার করে কিছুটা ডিজাইন তৈরি করলাম।
একদম সবার উপরেও আমি একটি পাতার মত তৈরী করার চেষ্টা করলাম। এবং এইভাবে আমি আমার ম্যান্ডেলা তৈরি করা শেষ করলাম।
এবার আমি পার্ট বাই পার্ট সাদা কালো রং শুরু করলাম, কি কালার ব্যবহার করব তা বুঝতে পারছিলাম না। তাই মনে হলো সাদা এবং কালো তেই ভালো লাগবে।
আমি সবকিছু সাদা এবং কালো রঙ ব্যবহার করলাম, মাঝে লাভ গুলোকে আমি লাল রঙের তৈরি করে দিলাম।
উপরের ডিজাইন কিছুটা পরিবর্তন করলাম, পরিবর্তন করার মাধ্যমে আমি আমার ম্যান্ডেলা তৈরি করা সম্পন্ন করলাম।
সর্বশেষে আমি আমার নিজের নাম সিগনেচার স্বরূপ টাইপিং করে দিলাম।
এই ছিল আমার আজকের ডিজিটাল আর্ট, কেমন হয়েছে অবশ্যই জানাবেন আশা করছি সবার কাছে ভালো লাগবে।সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করছি।
আমি সাজ্জাদ সোহান
আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর একজন শিক্ষার্থী। আমি ঢাকাতে বসবাস করি। আমি ট্রাভেল করতে অনেক ভালোবাসি, এছাড়া অবসর সময়ে মুভি দেখি, ফটোগ্রাফি করি, গান করি। আমি একটু চাপা স্বভাবের তাই কম কথা বলি কিন্তু আমি একজন ভালো শ্রোতা। ভালোবাসি নতুন জিনিস শিখতে, মানুষকে ভালবাসি তাই মানুষের সহযোগিতায় এগিয়ে আসি।
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
খুবই সুন্দর একটি কালারফুল মান্ডালা প্রস্তুত করেছেন আপনার চিত্রগুলো বরাবরই আমার খুব ভালোলাগে চিত্রটি সম্পর্কে সুন্দর উপস্থাপনা করেছেন ধাপগুলো নিয়ে শুভেচ্ছা রইল
জি ভাই নতুন কিছু করার চেষ্টা করলাম, আপনাকে ধন্যবাদ ভাই, এতো সুন্দর মন্ত্যব করার জন্য।
ওয়াও আপনার ম্যান্ডেলার ডিজিটাল আর্ট দেখে আমি এতটাই মুগ্ধ হয়েছি যা বলার মতো না। আপনি খুব সুন্দর ভাবে ম্যান্ডেলার আমাদের মাঝে উপস্থাপন করেছেন আপনার সৃজনশীলতা দেখে আমি সত্যি মুগ্ধ হয়ে গেছি। কত সুন্দর ভাবে আপনি আপনার সৃজনশীলতা ও দক্ষতা খাটিয়ে এত সুন্দর একটি শিল্প তৈরি করেছেন। আমি নিশ্চিত করে বলতে পারি এটি তৈরি করতে আপনারা অনেক সময় ও ধৈর্য ধরতে হয়েছে। এত সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট ডিজিটাল ভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
প্রথমত আমি আগে কখনো ম্যান্ডেলা তৈরি করিনি, আমি সাধারণত ল্যান্ডস্কেপ এবং কার্টুন তৈরি করে। খুব ইচ্ছে হল ম্যান্ডেলা তৈরি করার জন্য, প্রথমবার হওয়ার কারণে অনেক ঘণ্টা লেগেছে এটি তৈরি করতে। তবে আমি অনেক ইনজয় করেছি এটি তৈরি করার সময়। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত চমৎকার একটি মন্তব্য করার জন্য।
ভাইয়া অসাধারন হয়েছে আপনার ম্যান্ডেলার আর্ট টি। ডিজিটাল আর্ট আমার কাছে সব সময় খুব ভালো লাগে। আমার খুব ইচ্ছা ডিজিটাল আর্ট শিক্ষার জানিনা পারব কিনা! কিন্তু খুব ভালো লাগে আমার কাছে। আপনার আজকের ডিজিটাল ম্যান্ডেলা ফুলের আর্ট টি আমার কাছে বেশ ভাল লেগেছে ।আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য ।আপনার জন্য শুভেচ্ছা রইল ভাইয়া।
একটা সময় আমিও এটি পারতাম না, পাকিস্তানের একজন চমৎকারভাবে কার্টুন তৈরি করত, এই কমিউনিটির অনেক মানুষ ড্রইং করতে ম্যান্ডেলা তৈরি করত, তারপর যখন আমি এই সফটওয়্যার এর কাজ গুলো শেখা শুরু করলাম এখন আমার কাছে এগুলো অনেকটা সহজ। আমি বলব আপনিও কয়েক সপ্তাহ বা মাস খানেক সময় নিয়ে এ সফটওয়্যার উপর সময় দিন, আপনিও এর ব্যবহার সম্পর্কে জ্ঞান লাভ করতে পারলে যে কোন ড্রয়িং করতে পারবেন।
ম্যান্ডেলার আবার ডিজিটাল আর্ট করা যায়? খুব সুন্দর ভাবে আপনি ম্যান্ডেলার ডিজিটাল আর্ট করেছেন। ডিজাইন গুলো আমার কাছে খুব ভালো লেগেছে আপনার ডিজিটাল আর্টটি। ধন্যবাদ ভাইয়া আপনাকে এত সুন্দর একটি ম্যান্ডেলার ডিজিটাল আর্ট আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।
সত্যি বলতে এই সফটওয়ারের একেকটা টুলস এর এক একটি কাজ, এক একটি টুল ব্যবহার করে একেক ধরনের জিনিস তৈরি করা যায়, আমি যখন দেখলাম ডিজিটাল ভাবেও এর তৈরি করা সম্ভব, তখন এটি নিয়ে একটু ঘাটাঘাটি করলাম এবং আপনাদের সামনে উপস্থাপন করতে পারলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ম্যান্ডেলার ডিজিটাল আর্ট এখন পর্যন্ত দেখা হয়নি। আজই আপনার থেকে প্রথম দেখলাম। দারুন আর্ট করেছেন আপনি । বেশ চমৎকার ডিজিটাল আর্ট করেছেন আপনি ।মাঝে কালার দেওয়ার জন্য আরও বেশি আকর্ষণীয় দেখাচ্ছে। এই ডিজিটাল আর্টটি করতে আপনার অনেক সময় ও ধৈর্যের প্রয়োজন হয়েছে যা দেখেই বোঝা যাচ্ছে। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে এত সুন্দর একটি ডিজিটাল আর্ট শেয়ার করার জন্য।
বেশ খানিকটা সময় লেগেছে এটি সত্যি, বসে বসে ডিজাইন করাটা বেশ ধৈর্যের বিষয় ছিল, আমি যখন এটি তৈরি করছিলাম মনে মনে একটি কথা চিন্তা করছিলাম, আমাদের কমিউনিটির আপুরা কিভাবে এত চমৎকার ম্যান্ডেলা তৈরি করেন। ভাবতে ভাবতেই আমি আমার মেলাটি তৈরি করে ফেলি।
অসাধারণ একটি ম্যান্ডেলা আট করেছেন। ম্যান্ডেলা আর্ট এর আপনি প্রশংসার দাবিদার। ধাপগুলোকে খুবই সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন এতে সবার বুঝতে অনেক সুবিধা হয়েছে। আপনার জন্য শুভকামনা রইল
আমি ধাপগুলোতে এমনভাবে উপস্থাপন করার চেষ্টা করি, কেউ যদি এই সফটওয়্যার সম্পর্কে ধারণা থাকে, সে যেন আমার ধাপগুলো দেখে নিজে তৈরি করতে পারেন, তাই একটু সহজ করে তৈরি কারা, আপনাকে অসংখ্যা ধন্যবাদ ভাই।
আপনার প্রতিটি ডিজিটাল আর্ট আমার কাছে চমৎকার লাগে। আজকে ম্যান্ডেলার ডিজিটাল আর্ট যেটা দেখতে অনেক সুন্দর লাগছে। এই ধরনের চিত্র অঙ্কন করতে দক্ষতার প্রয়োজন হয়। যেটা আপনি করে দেখালেন ভালো লাগলো।
কাজের প্রতি ভোলোবাসা এবং আপনাদের সাপোর্ট আমাকে শক্তি যোগায়, অসংখ্য ধন্যবাদ এত চমৎকার একটি মন্তব্য করার জন্য।
ম্যান্ডেলার ডিজিটাল অংকনটি খুবই সুন্দর হয়েছে, সত্যি আপনার দক্ষতা দেখে আমি মুগ্ধ হয়ে যায়। আপনি খুবই সুন্দর সুন্দর চিত্র অঙ্কন করেন। ভাল লাগে দেখে।
হাহাহা ভাই, ধন্যবাদ ভাই ধন্যবাদ, এতো চমৎকার একটি মন্তব্য আমাকে উপহার দেয়ার জন্য, খুব ভালো লাগেলো আপনার মন্তব্য পড়ে, সবই আপনাদের ভালবাসা এবং সাপোর্ট এর কারনে।
আমরা মার্কার দিয়ে সাধারণত মান্ডেলা আর্ট করি। আপনি খুব চমৎকার ভাবে মান্ডেলার ডিজিটাল আর্ট করে দেখালেন। আসলেই চমৎকার আইডিয়া। ভালো লেগেছে দেখে।আপনি ধাপে ধাপে এঁকে দেখানোর জন্য ধন্যবাদ।
আমি খাতা-কলমে ড্রয়িং কেমন ভালো করতে পারিনা 😝 জল রং ব্যবহার করতে গেলে আমি একদম কাদা করে ফেলে, ছোটবেলার ড্রইং শিখেছিলাম বটে এখন একদম মনে নেই, তাই ডিজিটাল ভাবে তৈরি করার চেষ্টা করছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ মন্তব্য করে সাপোর্ট করার জন্য।
আপনাদের সবার বিভিন্ন রকম ডিজিটাল আর্ট গুলো দেখে একদিন ভেবেছিলাম কবে যে ম্যান্ডেলা আর্ট গুলো ডিজিটাল ভাবে শুরু হবে। এখন দেখছি আপনি মান্ডালা আর্ট করে ফেলেছেন। ম্যান্ডেলা আর্ট খাতায় করা যেমন কঠিন ডিজিটাল আর্ট করাও খুব কঠিন। খুবই সুন্দর হয়েছে এটি। রং দেওয়ার কারণে ফুটে উঠেছে অনেক। আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া।
ঠিক বলেছেন খাতায় এবং ডিজিটালভাবে দুইভাবেই কঠিন এই ড্রইং তৈরি করা, তবে সময় করতে পারলে বেশ ভালো লাগে, তবে খাতায় রং করতে অনেক কষ্ট হয় যেটি ডিজিটাল ভাবে অনেক সহজে করা যায়।