আমার প্রিয় শিজুকা|| ডিজিটাল আর্ট-(২৯) || ১০% প্রিয় লাজুক-খ্যাকের🦊 জন্য থাকলো by sajjadsohan
আসসালামু আলাইকুম
আমি @sajjadsohan from 🇧🇩.
২৪ই- এপ্রিল,রবিবার।
আ মার বাংলা ব্লগের সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় ভাল আছি।চারদিকে শুধু আর্ট এর ছড়াছড়ি, রং তুলির কাজ ছেড়ে দিয়েছে প্রায় এক যুগ আগে, তাই আর্ট করার ক্ষেত্রে বেছে নিয়েছি ডিজিটাল আর্ট। আপনাদের মাঝে ডিজিটাল আর্ট নিয়ে এলাম আশা করি আপনাদের ভালো লাগবে।
- কম্পিউটার
- Adobe Photoshop CS6
- কপিরাইট ফ্রি কাস্টম ব্রাশ ব্যবহার করা হয়েছে।
আমি ড্রইং করার জন্য সফটওয়্যারটি রান করলাম এবং একটি পেজ তৈরী করলাম এবং সেই পেজের সাইজ দিয়েছিলাম ২০০০ * ১৬০০ পিক্সেল।
প্রথমে আমি একটি চোখ তৈরি করলাম সেখানে তিনটি বৃত্ত ছিল। একটি চোখ কমপ্লিট হয়ে যাওয়ার পর সেটিকে আমি কপি করে আরেকটি চোখ হিসেবে ব্যবহার করি।
এখানে আমি শিজুকা জন্য মুখ এবং নাকের আকৃতি তৈরি করে দিলাম।
এখানে আমি মুখমন্ডলের বাকি অংশটুকু তৈরি করলাম এবং সাথে চুলের যে অংশটুকু মুখের উপর পড়ে থাকবে সেই অংশকে তৈরি করলাম।
এখানে আমি আমাদের প্রিয় শিজুকা কিউট কিউট চুলগুলোকে তৈরি করে দিলাম।
এখন আমি আস্তে আস্তে জামা তৈরি করা শুরু করলাম, প্রথমে আমি কলারের অংশটুকু তৈরি করলাম।
এখানে আমার সম্পূর্ণরূপে আমার চিত্র অঙ্কন করা শেষ হয়ে গেছে এখন শুধু রয়েছে রং করার পালা।
আমি পেইন টুল ব্যবহার করে প্রথমে মুখের অংশ রং করলাম এবং পরবর্তীতে জামার অংশগুলো রং করে দিলাম।
এখানে আমি মুখ এবং চুলের অংশগ্রহণ করলাম, এভাবে আমি আমার সম্পূর্ণ চিত্রটা রং দিয়ে সম্পূর্ণ করলাম।
খুব ইচ্ছে হলো আমার প্রিয় সিজুকার মুখে একটি তিল দিয়ে দিব, সেইসাথে চোখের পাপড়িগুলো তৈরি করে দিলাম।
পরবর্তী সময়ে আমি ব্যাকগ্রাউন্ড এর একটি কালার তৈরি করলাম, এবং পুরো চিত্রটি একটি বৃত্তের মধ্যে নিয়ে আসলাম।
উপরে আমি সিজুকার নাম লিখে দিলাম, এবং নিচের সিগনেচার এর জন্য আমি আমার নামটি লিখে দিলাম।
এই ছিল আমার আজকের ডিজিটাল আর্ট, কেমন হয়েছে অবশ্যই জানাবেন আশা করছি সবার কাছে ভালো লাগবে।সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করছি।
আমি সাজ্জাদ সোহান
আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর একজন শিক্ষার্থী। আমি ঢাকাতে বসবাস করি। আমি ট্রাভেল করতে অনেক ভালোবাসি, এছাড়া অবসর সময়ে মুভি দেখি, ফটোগ্রাফি করি, গান করি। আমি একটু চাপা স্বভাবের তাই কম কথা বলি কিন্তু আমি একজন ভালো শ্রোতা। ভালোবাসি নতুন জিনিস শিখতে, মানুষকে ভালবাসি তাই মানুষের সহযোগিতায় এগিয়ে আসি।
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
আপনি খুব চমৎকার করে শিজুকার ডিজিটাল আর্ট টি আমাদের মাঝে শেয়ার করেছেন। শিজুকার ডিজিটাল আর্ট টি আমার কাছে খুব ভালো লেগেছে। ডিজিটাল আর্টটির সবগুলো ধাপ খুব চমৎকার করে আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এর প্রত্যেকটি কালার খুব দারুনভাবে ফুটিয়ে তুলতে পেরেছেন। ডিজিটাল আর্ট টি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
একটা সময় অনেক কার্টুন দেখতাম, কার্টুন আমার অনেক ভালো লাগতো, কখনো ভাবি নি এই ক্যারেক্টার গুলো আমি তৈরি করতে পারব, অনেকদিন ধরেই ভাবছিলাম এই ক্যারেক্টার তৈরি করব আজকে তৈরি করে ফেললাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত চমৎকার একটি মন্তব্য করার জন্য।
আপনার তৈরি করা ডিজিটাল আর্ট দেখতে অনেক সুন্দর হয়েছে। আপনি অনেক সুন্দর ভাবে তৈরি করার পাশাপাশি ধাপ গুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।
আপনার জন্য শুভকামনা রইল
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট দেখার জন্য এবং এত চমৎকার একটি মন্তব্য আমাকে উপহার দেয়ার জন্য, আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।
আজকে তো একদম আমার পছন্দের একটা কারেক্টর আর্ট করেছেন আপনি। সুজুকা আমার খুবই পছন্দের ছিল। একসময় ডোরেমন কার্টুনটি সারাদিন বসে দেখতাম। এতো ভালো লাগতো। ধন্যবাদ ভাইয়া আপনাকে আমার পছন্দের সুজুকার ডিজিটাল আর্ট করার জন্য।
এক সময় আমিও সারাদিন পার করে দিতাম, যদিও আমার রুমে টিভি ছিল না, আন্টির রুমে গিয়ে ছোটবেলা অনেক কার্টুন দেখেছি। এখন অবশ্য নিজের কম্পিউটার রয়েছে তবুও কার্টুন দেখার সময় হয় না।
ভাই ডোরেমন অনেক দেখেছি। সিজুকা চরিত্র আমার কাছে অনেক ভালো লাগে। আপনার ডিজিটাল চিত্রগুলো বরাবরই আমি অনেক বড় একজন ভক্ত। খুব ভালো লাগে ডিজিটাল চিত্রগুলো ভাই। আপনি খুব সুন্দর করে সিজুকার একটি ডিজিটাল চিত্র আমাদের মাঝে শেয়ার করেছেন। আর বিশেষ করে আপনার উপস্থাপনা অনেক ভাল ছিল। শুভকামনা রইল আপনার জন্য।
খুব ভালো লাগলো আপনি আমার ড্রইং এর ভক্ত, আসলে আমরা ভাই ভাই তো তাই ভাইয়ের কাজ ভাইয়ের কাছে ভালই লাগে। আপনাকে অসংখ্য ধন্যবাদ সবসময় আমাকে সাপোর্ট করার জন্য।
ডিজিটাল আর্ট এর মাধ্যমে শিজুকা এর চিত্র অনেক সুন্দর উপস্থাপন করেছেন। সত্যি অনেক ভালো লাগলো। অনেক আকর্ষণীয় লাগছে আপনার ডিজিটাল আর্ট টি। শুভকামনা রইল আপনার জন্য
নিজের পছন্দের একটি ক্যারেক্টর তৈরী করব, নিজে প্রিয় একটি জিনিস কে তুলে ধরবো, একটু স্পেশাল হবেই 😝, এই ক্যারেক্টার টি আমার নিজেরই ভালো লাগে। 😁
বাহ বাহ। এতো আমার সিজুকা রে এঁকে দিলি বন্ধু। খুব সুন্দর হয়েছে। অনেক কিউট লাগছে সিজুকারে। চমৎকার ভাবে ধাপে ধাপে একেছিস। নতুন রা অনেক কিছু শিখতে পারবে। দেখি আমিও কোণো কার্টুন এর আর্ট আঁকবো কাল সকালে।
আসলে প্রিয় একটা ক্যারেক্টার ছিল অনেকদিন ধরেই ভাবছিলাম এটা তৈরি করব, মন্দ হয় না মিনা রাজু ট্রাই করে দেখা যেতে পারে।
আপনার প্রিয় শিজুকা|| ডিজিটাল আর্ট করেছেন। দেখতে অসাধারণ হয়েছে। নিখুঁত ভাবে পুরো কাজটি সম্পুর্ন করেছেন আপনার প্রশংসা করতে হয়। এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।
কমেন্টের মাধ্যমে সাপোর্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, প্রিয় একটি ক্যারেক্টার তাই স্পেশাল ভাবেই উপস্থাপন করা।
রং তুলির কাজ ছেড়ে দিয়ে ভালোই করেছেন, তা না হলে কি আমরা এত সুন্দর সুন্দর ডিজিটাল আর্ট গুলো দেখতে পেতাম। যা কিছু হয় ভালোর জন্যই হয় হিহি☺️। অনেক ভালো হয়েছে ভাই সিজুকার এই ডিজিটাল আর্ট টি
ঠিক বলেছেন ভাই এখন তো তাই মনে হচ্ছে, চেষ্টা করে যাচ্ছি আপনারা দোয়া করবেন আমাদের জন্য।
ভাই আপনি প্রতিনিয়তঃ সুন্দর সুন্দর ডিজিটাল আর্ট সম্পন্ন করে আমাদের উপহার দিয়ে আসছেন। শিজুকা আমার প্রিয় একটি কার্টুন ক্যারেক্টার। খুব সুন্দর ভাবে ডিজিটাল আর্ট এর মাধ্যমে শিজুকাকে ফুটিয়ে তুলেছেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
সত্যি বলতে ওই কার্টুনের মধ্যে সবথেকে সুন্দর ক্যারেক্টার ছিল এটি, আমাদের ছোটবেলার অনেকেরই ক্রাশ এই ক্যারেক্টার। সেই ভালোবাসা থেকেই সকলের কাছে প্রিয় হয়ে গেছে তাই আমার কাছে প্রিয় 😝 আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই এত চমৎকার একটি মন্তব্য করার জন্য।
আপনার করা ডিজিটাল আর্ট টি দেখে সেই পুরনো দিনগুলোর কথা মনে পড়ে গেল ভাইয়া যখন টিভির সামনে বসে বসে ডোরেমন দেখতাম। শিজুকা আমার খুবই প্রিয় একটি কার্টুন চরিত্র। আপনি খুবই নিখুঁতভাবে শিজুকার ডিজিটাল আর্ট টি আপনি সম্পন্ন করেছেন। ভালো লাগলো আপনার করা ডিজিটাল আর্টটি।
আমিতো নিজেকে নবিতা ভাবতাম, আসলে যখন আমরা চোখের সামনে কোন কার্টুন বা মুভি দেখে, আমরা নিজেদেরকে হারিয়ে ফেলে সেই ক্যারেক্টার গুলোর মধ্যে, সত্যি বলতে শিজুকাকে আমার খুবই ভাল লাগত। 🙈😝