কবিতা আবৃত্তি ||“ হয়তো আবার একদিন।” নূসুরা নূর

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম
আমি @sajjadsohan from 🇧🇩.

১৪ই ভাদ্র, ১৪২৯ বঙ্গাব্দ

২৯শে আগস্ট, সোমবার।



মার বাংলা ব্লগের সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় ভাল আছি। আজ সারাদিন ভাবছিলাম কি করা যায় হঠাৎ করে মনে হল একটি কবিতা আবৃত্তি করলে কেমন হয়? তাই বেশ অনেকদিন পর আবার আপনাদের মাঝে একটি কবিতা নিয়ে আসলাম আশা করি আপনাদের ভালো লাগবে।


কবিতাটি নিয়ে কিছু কথা

কবিতাটি আমাদের কমিউনিটির সম্মানিত মডারেটর @nusuranur আপু লিখেছিলেন প্রায় ৪ মাস আগে, কবিতাটি আমার খুবই ভাল লেগেছিল আমি আমার সংগ্রহশালায় রেখেছিলাম কবিতাটি। আজ সারাদিন ভাবছিলাম কি নিয়ে পোস্ট করা যায়, সারাদিন পেরিয়ে বিকেল বেলা মনে হল বেশ অনেকদিন হলো কবিতা আবৃত্তি করা হয় না।

নিজের সংগ্রহশালা থেকে দেখি কোন কবিতা গুলো আমার ভালো লেগেছিল। হঠাৎ এই কবিতাটি আমার চোখে পড়ল এবং তখন থেকেই আবৃত্তি করার একটু চেষ্টা করছিলাম। একটা সময় আবৃতি করতে আমার খুব ভালো লাগতো অনেকদিনের একটি বিরতী রয়েছে এই ভালোলাগার কাজটি থেকে . তাই ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।


কবিতা আবৃত্তি


কবিতার লাইনগুলো

হয়তো আবার একদিন হাত ধরে হাঁটবো,
রাস্তা পেরুবার হবেনা ভয়।
হয়তো আবার একদিন কাছে আসবো,
হবেনা দূরত্বের জয়।
হয়তো আবার একদিন খুব করে জড়িয়ে ধরবো,
থাকবেনা কোনো মন কষ্ট।
হয়তো আবার ও মিষ্টি খুঁনশুটিতে মেতে উঠবো,
থাকবেনা কোনো লুকোনো সত্য।
হয়তো আবার তোমার কাঁধে মাথা রেখে স্বপ্ন দেখবো,
থাকবেনা সেদিন কোনো আর স্বপ্ন ভাঙ্গার কষ্ট।
হয়তো আবার একদিন এক হবো,
দূরে যাওয়ার নেই তো ভয়।
রাত বাড়ে,অন্ধকার নামে আমার আকাশ জুড়ে,
তুমি আকাশ পানে তারা গুণো একলা থাকার ভয়ে।
দু প্রান্তে দুজন তক্ষক পাখি হয়ে রাত্রি করি যাপন,
হয়তো হবে কাছে আসা , সেই আশাতেই দুজন।

ভালোবাসি ,ভালোবাসি আর বলিনা ভালোবাসি,
সত্যিই যে ভালোবাসি তা কি করে বুঝাই তোমায়।
ভালোবাসার মোহে কিংবা তোমার অচেনা চেতনায়,
আমি নিজেকে হারাই,নিজেকে ডুবাই
তোমার প্রেমের অফুরন্ত দরিয়ায়।

ভালোবাসা ভালো নয় তাইতো শুনি কেবল,
তোমার মায়ায় জড়িয়ে বলো আছে কি আর উপায়!
তোমায় আমি ভালোবাসি,বড্ড ভালোবাসি,
তোমার জন্য নীল পদ্ম হাজির করবো আজি।

ভালোবাসার অগ্নিদাহে তপ্ত হচ্ছি আজ,
তাও তোমার মনের গহীনে ঠাঁই না পাওয়ার তাল।
মনের মাঝে ছোট সে মণিকোঠায় আটকে আমায় রাখো,
বিধাতা আমায় বলেছে তুমিই আমার আলো।

কে করে বলে নিজের ক্ষতি বেসে অন্যকে ভালো।
আমি যে পারিনা তোমার ছাড়তে,
যা হয় এবার হোক হবার।
তোমার জন্যেই সবটায় রাজি,
রাজি না হতেই নারাজ।
তোমার বাহুডোরেই ঠাঁই পেতে চাই,
সব ছেড়ে ছুড়ে এবার।

অগ্নিকণার মতো বর্ষিত সেসব কুৎসা,
যায় আসে না আমার আর।
তোমার প্রেমেই ছাড়তে রাজি,
ধরণীতলের সবকটা পারাবার।

তোমায় আঁকড়ে বাঁচবো প্রিয়,
কিচ্ছুটির নেই প্রয়োজন।
তুমিই আমার প্রয়োজন প্রিয়,
নেই আর কোনো জন।

বর্ষার ধারা চারিপাশে বয়,
হঠাৎ মাতাল হাওয়া।
সে হাওয়ায় দুলছে যেনো,
মনের বহ্নিশিখা।

হয়তো একদিন সব হবে আবার,
থাকবো দুজনে সাথে।
একসাথে মোরা বাঁধবো ঘর আবার ,
কোনো সুখ সাগরের পাড়ে।

উৎস


অনুভূতি

অনেকদিন হলো আমার ভালোলাগার গান ,কবিতা আবৃত্তি এগুলো থেকে আমি বেশ দূরে চলে এসেছি। একটা সময় যে কাজগুলো করতে আমার বেশ ভালো লাগতো সেই কাজ গুলো থেকেই নিজেকে গুটিয়ে নিয়েছি, আজ যখন কবিতা আবৃত্তি করার পর মিউজিক মিক্সিং করার জন্য সফটওয়্যার খুজছিলাম দেখলাম অপ্রয়োজনে আনমনে কোন একদিন সফটওয়ারটি আমি আনইন্সটল করে দিয়েছি।

Screenshot_1.png

এডিট করার সময় স্ক্রিনশট নেয়া হয়েছে


নিজের সেই প্রয়োজনীয় সফটওয়্যারগুলো আবার ইন্সটল করে কাজ করা শুরু করলাম, বেশ অনেকটা সময় লাগছিল কিন্তু একাজগুলো আমার খুবই পরিচিত, একে একে সবগুলো জিনিস যখন আমার হাতের মুঠোয় চলে আসলো আমি মিক্সিং এর কাজ শুরু করলাম।


Screenshot_2.png

ভয়েস এবং মিউজিক মিক্সিং এর সময়


আমি নিজে বেশ ইনজয় করেছি এই তৈরি করার সময়, আশা করছি আপনাদের কাছেও ভাল লাগবে আমার আজকের এই পোষ্ট, সবাই অবশ্যই জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে।

ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন




image.png



আমি কে?

আমি সাজ্জাদ সোহান
আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর একজন শিক্ষার্থী। আমি ঢাকাতে বসবাস করি। আমি ট্রাভেল করতে অনেক ভালোবাসি, এছাড়া অবসর সময়ে মুভি দেখি, ফটোগ্রাফি করি, গান করি। আমি একটু চাপা স্বভাবের তাই কম কথা বলি কিন্তু আমি একজন ভালো শ্রোতা। ভালোবাসি নতুন জিনিস শিখতে, মানুষকে ভালবাসি তাই মানুষের সহযোগিতায় এগিয়ে আসি।


@sajjadsohan (1).gif


image.png



logo.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


image.png

𝕋𝕙𝕒𝕟𝕜 𝕪𝕠𝕦 𝕖𝕧𝕖𝕣𝕪𝕠𝕟𝕖

115.png

Sort:  
 2 years ago 

আপনার কন্ঠে কবিতা আবৃতি বেশ সুন্দর হয়েছে। কবিতা আবৃত্তি শুনে খুবই মুগ্ধ হলাম। এতো মিষ্টি কন্ঠে দুর্দান্ত কবিতার আবৃত্তি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

কবিতা আবৃতি করা প্রায় ভুলেই গেছি অনেকদিন পর চেষ্টা করলাম, ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

এতো সুন্দর আবৃত্তি করেছেন যে শুনে আমি নিজেই কনফিউজড হয়ে যাচ্ছি যে এটা আমিই লিখেছি কিনা!!অসম্ভব সুন্দর হয়েছে,জাস্ট স্পিচলেস ধরণের অনুভূতি।
ধন্যবাদ।🤩

 2 years ago 

আপনার মন্তব্যটি পেয়ে আমার আজকের কবিতা আবৃত্তি টি সার্থক হল। আপনার কয়েকটি কবিতা আমি আমার সংগ্রহশালায় রেখেছিলাম আবৃত্তি করার জন্য, তারি মাঝে এটি ছিল একটি, ধন্যবাদ আপনাকে এত চমৎকার একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

যেহেতু এটি ভালোবাসার কাজ সেহেতু বিরত না থাকাই ভালো। মাঝে মাঝে কবিতা আবৃত্তি করে আমাদের মাঝে শেয়ার করবেন ভালোই লাগে কবিতা আবৃত্তি শুনতে।

 2 years ago 

আবারও ফিরে আসার চেষ্টা করছি ধন্যবাদ আপনাদের ভালোবাসা এবং এত এত উৎসাহ পেয়ে খুবই ভালো লাগলো।

 2 years ago 

কবিতা আবৃত্তি শুনতে আমার কাছে অনেক ভালো লাগে। আপনি অনেক সুন্দরভাবে কবিতাটি আবৃত্তি করেছেন। আপনার কন্ঠে কবিতা আবৃত্তি খুব মানিয়েছে। শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন ধন্যবাদ।

 2 years ago 

শুরু থেকে শেষ পর্যন্ত আমার আবৃত্তি শোনার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

নশুরা নূর অপর লেখা সুন্দর একটি কবিতা আপনি আমাদের মাঝে আবৃত্তি করে তুলে ধরেছেন খুবই ভালো লাগলো আপনি বরাবরি অনেক সুন্দর আবৃত্তি করেন। পরবর্তীতে এরকম সুন্দর আবৃত্তি আপনার থেকে আশা করব।

 2 years ago 

বেশ অনেকদিন পরে আপুর একটি কবিতা দিয়েই আবৃত্তি করলাম, আপনাদের ভাল লেগেছে জেনে খুব খুশি হলাম।

 2 years ago 

ভাইয়া আপনার কন্ঠে গানগুলো যেমন শুনতে ভাল লাগে তেমনি কবিতাটির আবৃত্তি শুনতেও অনেক ভালো লাগলো আমার। স্পষ্ট করে এবং থেমে থেমে আপনার মিষ্টি কন্ঠে অতি চমৎকার ভাবে কবিতাটি আবৃত্তি করেছেন। অসাধারণ একটি কবিতা আবৃতি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

বেশ অনেকদিন হলো গান আবৃত্তি কোন কিছু করা হচ্ছে না চেষ্টা করব আপনাদেরকে মাঝে মাঝে উপহার দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 59401.87
ETH 2615.39
USDT 1.00
SBD 2.40