ধৈর্য ধারণ

in আমার বাংলা ব্লগ11 months ago

আসসালামু আলাইকুম
আমি @sajjadsohan from 🇧🇩.

১৬ কার্তিক মাস, ১৪৩০ বঙ্গাব্দ।

০১ নবেম্বর, বুধবার।



মার বাংলা ব্লগের সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় ভাল আছি, আজকে নিজের কিছু মনের কথায় লিখে দেয়ার চেষ্টা করব, নিজের অনুভূতি প্রকাশ করার চেষ্টা করব।


ধৈর্য ধারণ

blur-1867402_1280.jpg

Image by Pexels from Pixabay


সফলতার একা বড় পরীক্ষা হচ্ছে ধৈর্য ধরা, যতক্ষণ না পর্যন্ত আপনি একটা কাজে পারদর্শী না হচ্ছেন ততদিন পর্যন্ত আপনি সফলতা আশা করতে পারেন না। অন্য মানুষকে দেখে আপনি যদি বারবার আপনার উদ্দেশ্য পরিবর্তন করতে থাকেন তাহলে আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন না।

কিছু মানুষ খুব কম বয়সেই সফলতা অর্জন করতে পারে কিছু মানুষ অনেকটা সময় পর সফলতার মুখ দেখতে পায়। এরমধ্যের সময়টুকুই হচ্ছে ধৈর্য পরীক্ষা। আপনি যদি বারবার হতাশ হয়ে যান অন্য মানুষের সাকসেস দেখে, নিজেকে যদি বারবার ওই মানুষদের সাথে তুলনা করতে থাকেন আস্তে আস্তে আপনার নিজের উপর ভরসা কমে যেতে পারে।


old-1701640_1280.jpg

Image by Isa KARAKUS from Pixabay


পৃথিবীতে 100% মানুষ কখনোই সাকসেস হতে পারবেনা, আপনি যদি সবাই যা করছে তাই করেন তাহলে ওই সবার দলেই থাকবেন, আপনি যদি একটু ব্যতিক্রম কিছু করেন তবেই আপনি ওই সাকসেসফুল মানুষদের পার্সেন্টেজ চলে আসবেন। তাই বিভিন্নভাবে ভাবতে হবে নিজের ক্রিয়েটিভিটি তুলে ধরতে হবে বিভিন্ন ডিফারেন্ট ভাবে।


hands-699486_1280.jpg

Image by James Chan from Pixabay


মনে রাখতে হবে সফলতা একদিন আসবে তবে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, শেখার আগ্রহ থাকতে হবে, এবং করতে হবে কঠিন পরিশ্রম। পৃথিবীতে কখনো ধৈর্যশীল পরিশ্রমী মানুষ ব্যর্থ হয়নি, অনেক মানুষের সাকসেস হওয়ার পেছনের গল্প বারবার ব্যর্থতার পরে এসেছে, এর পেছনে সব থেকে বড় শক্তি কাজ করেছে ধৈর্য।


আমি কে?

আমি সাজ্জাদ সোহান
আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর একজন শিক্ষার্থী। আমি ঢাকাতে বসবাস করি। আমি ট্রাভেল করতে অনেক ভালোবাসি, এছাড়া অবসর সময়ে মুভি দেখি, ফটোগ্রাফি করি, গান করি। আমি একটু চাপা স্বভাবের তাই কম কথা বলি কিন্তু আমি একজন ভালো শ্রোতা। ভালোবাসি নতুন জিনিস শিখতে, মানুষকে ভালবাসি তাই মানুষের সহযোগিতায় এগিয়ে আসি।


@sajjadsohan (1).gif


image.png



logo.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


image.png

𝕋𝕙𝕒𝕟𝕜 𝕪𝕠𝕦 𝕖𝕧𝕖𝕣𝕪𝕠𝕟𝕖

115.png

Sort:  
 11 months ago 

চমৎকার একটি বিষয় নিয়ে পোস্ট শেয়ার করলেন। খুব ভালো লাগলো পড়ে। এটা খুব সত্যি কথা ধৈর্যধারণ করতে হয় সব ভালো কিছুর জন্য। সফলতা সবার একইভাবে আসে না।নিজের ভেতর থেকে নিজের সৃজনশীলতাকে বের করে এনে কঠোর পরিশ্রম করে যেতে হবে।ধৈর্যধারন করতে হবে।তবেই একদিন সফলতা আসবে।

 11 months ago 

আমার সাথে একমত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ এটা আসলে একটা বড় গুণ, বড় বড় মানুষেরা কখনোই হতাশ হয় নাই তারা সবসময় সব কিছুর সমাধান বের করার চেষ্টা করেছে।

 11 months ago 

লেখাগুলো মূল্যবান ছিল। কারণ এ পৃথিবীতে অনেক মানুষ আছে যারা সাকসেস হয়েছেন। কিন্তু সেই সফলতার পিছনে হাজারো গল্প লুকিত রয়েছে। যার প্রধান কারণ হচ্ছে ধৈর্য ধারণ করা এবং প্রচুর পরিমাণ পরিশ্রম করা। তবে আপনি ঠিক বলছেন পরিপূর্ণ দক্ষতা অর্জন না হলে আসলে সফলতা আসে না। তো আপনার জন্য শুভকামনা রইল। ধৈর্য ধরুন সফলতা অবশ্যই আসবে।

 11 months ago 

ঠিক বলেছেন আমরা সবাই সাফল্যের গল্পটা শুনি কিন্তু সাফল্যের পেছনে কত সময় ধৈর্য ধরতে হয়েছে কষ্ট করতে হয়েছে তা কিন্তু আমরা খুব একটা পছন্দ করি না।

 11 months ago 

ধৈর্য্য আসলেই একটি মহৎ গুণ। আমাদের জীবনে ধৈর্য্য ধারণ করা ছাড়া কোনো উপায় নেই। কারণ যেকোনো কাজে সফলতা অর্জন করতে হলে, অবশ্যই ধৈর্য্য ধারণ করতে হয়। আমি মনে করি যার যত ধৈর্য্য সে ততটা সফল জীবনে। সবার ভাগ্য একরকম নয়,অনেকে খুব সহজেই সফল হয়ে যায়, আবার অনেক মানুষ দীর্ঘ প্রতিক্ষার পর সফলতা অর্জন করে। তবে সফল হতে হলে ধৈর্যের সাথে আরও কিছু গুণ অবশ্যই থাকা প্রয়োজন। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 11 months ago 

হ্যাঁ এটা অবশ্যই ঠিক যার যত ধৈর্য সেদিন সে ততটাই সাফল্য, আর্থিকভাবে সফল না হতে পারলেও মানসিকভাবে কিন্তু সে সবার থেকে অনেকটাই আলাদা।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 63656.97
ETH 2473.22
USDT 1.00
SBD 2.66