কম্বল বিতরণের প্রস্তুতি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম
আমি @sajjadsohan from 🇧🇩.

২রা মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ

১৬ই জানুয়ারি, সোমবার।



মার বাংলা ব্লগের সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় ভাল আছি।প্রতিবছরই আমরা কোনো না কোনো প্রোগ্রাম করে থাকি, এবারও তার ব্যতিক্রম নয় শীতে আমাদের কম্বল বিতরণের একটা প্রোগ্রাম করবো বলে আমরা ঠিক করি এবং সেটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব।


কম্বল ক্রয়

Beige Torn Paper Vision Board Life Goals Photo Collage.jpg


অনেকেই হয়তো আগে থেকে জানেন আমি কিছু ক্লাব এবং সংগঠনের সাথে সংযুক্ত রয়েছি, প্রতিবছরই আমরা বন্ধুরা মিলে চেষ্টা করি কোন না কোন প্রোগ্রাম করার জন্য, প্রত্যেক মৌসুমে আমরা আমাদের অ্যাক্টিভিটিস প্রকাশ করার চেষ্টা করি, ঠিক তেমনি এখন চলছে প্রচন্ড শীত, গরীব অসহায় মানুষরা রাস্তায় শীতে কষ্ট করে থাকে। যদিও নিজের কিছু ব্যক্তিগত কারণে একটু দেরি করে ফেললাম তবুও আমরা প্রস্তুতি নিচ্ছি কম্বল বিতরণ করার জন্য।


IMG_20230113_152737.jpg

IMG_20230113_152740.jpg

IMG_20230113_152814.jpg

https://w3w.co/grows.gossiping.unions


নিজের ব্যক্তিগত কিছু কারণের জন্য এবারের দায়িত্ব গুলো আমার বন্ধুদের মধ্যে ভাগাভাগি করে দেয়া হলো, তো সময় মতো সবাই তাদের দায়িত্ব পালন করছে দেখে খুব ভালো লাগলো, দিনক্ষণ ঠিক করে একদিন সকালবেলা সকলে চলে যায় বঙ্গ বাজারে কম্বল কেনার জন্য, আমরা মূলত ওই এলাকা থেকেই কম্বলগুলো সংগ্রহ করে থাকি বিতরণ করার জন্য।


IMG_20230113_201434.jpg

https://w3w.co/grows.gossiping.unions


ঘন্টাখানেক ঘোরাঘুরি করার পর আমাদের পছন্দমত কম্বল পেলে আমরা দাম দর করা শুরু করলাম, ব্যবসায়ীরা জানে আমরা এগুলো বিতরণ করার জন্য নিয়ে এসেছি কিন্তু তবুও তারা গলা কাটা দাম চায়। তারা দুই টাকাও কমাতে চায় না অনেক বার্গেটিং করতে হয় তাদের সাথে। সেই সাথে যদি আমরা সঠিকভাবে লক্ষ্য না করি অনেক সময় সংখ্যায় কমও দিয়ে থাকে।

আমাদের প্রায় ৭০ টি কম্বল কেনার কথা ছিল, কারণবশত প্রথমবার আমরা ৩৫টি কম্বল কিনতে পারি, আমাদের সাথে একজন পুলিশ ছিল সেও কম্বল কিনতে এসেছে আমরা যে কম্বল পছন্দ করব সেও ওগুলোই কিনবে এমনটাই তার বক্তব্য, আমরা তো সেই পুলিশটাকে হেল্প করতে গিয়ে শেষে দোকানে কম্বলের শর্ট পড়ে যায় তাই অল্প পরিমাণ কিনে নিয়ে আসলাম।

ব্যবসায় আসলেই দয়ামায়া বোঝেনা, আমাদেরকে একটি কম্বল দেখিয়ে প্যাকেট করার সময় ভেতরে দশ বারোটা নিম্নমানের কম্বল দিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। যাই হোক সেটার করতে পারিনি আমরা ধরে ফেলেছি এবং আমাদেরকে তারপর বলে কম্বল শর্ট ছিল আপনাদেরকে কমই নিতে হবে।


IMG_20230113_201434.jpg

IMG_20230113_200422.jpg

https://w3w.co/grows.gossiping.unions


কম্বল বাসায় আসার পর আমাদের পাশের এলাকায় যে বন্ধুরা রয়েছে তাদেরকে আমরা ফোন করে জানিয়ে দিই কার কতগুলো কম্বলের প্রয়োজন হবে অর্থাৎ তাদের আশেপাশে কত জন গরিব মানুষ রয়েছে । বলতে গেলে আমার বাসা এখন গোডাউন হয়ে গেছে কম্বলের, যাইহোক এক বস্তা বের করে সকলের মধ্যে দিয়ে দিলাম তারা নিজ দায়িত্বে তাদের পরিচিত গরিব মানুষদেরকে এগুলো বিতরণ করবে।


IMG_20230116_220240.jpg

IMG_20230116_220247.jpg

https://w3w.co/grows.gossiping.unions


আজকে আরো প্রায় ৪০ খানিক কম্বল চলে এসেছে, আশা করি কিছুদিনের মধ্যে এগুলো আমরা বিলি করে দিতে পারব, নিজের ব্যস্ততাকে একটু সাইট করে এই কাজগুলোকে করে ফেলতে হবে।


IMG_20230113_113356.jpg

https://w3w.co/grows.gossiping.unions


এটা শুধুমাত্র আমাদের প্রথম বার যে কম্বলগুলো নিয়েছিলাম সেই বিল, ব্যস্ততার কারণে দ্বিতীয়বার যে এতগুলো কম্বল কিনলাম সেই বিল পেপারে ছবি তুলতে ভুলে গেছি। কি জানি কার কাছে রয়েছে সে বিল পেপার যাই হোক এখন বিষয় হচ্ছে আমাদেরকে এগুলো বিতরণ করতে হবে।


IMG_20230116_231839.jpg

https://w3w.co/grows.gossiping.unions


এক বস্তা তো সেদিনই সকলের মধ্যে ভাগাভাগি করে দিলাম আশেপাশের পরিচিত গরিবদের কে দেয়ার জন্য, এরপরেও আমার রুমে এখনো এতগুলো কম্বল অবশিষ্ট রয়েছে যেগুলো নিয়ে কাল-পরশুর মধ্যেই বেরিয়ে পড়তে হবে। পুরো একটা পাহাড় হয়ে গেছে আমার রুমের অনেকখানি জায়গা তারা দখল করে রেখেছে 😂😂


বিতরণ করার সময় অবশ্যই সেই পর্বগুলো আপনারা পাবেন আমারই পোষ্টের মাধ্যমে, আশা করি খুব শীঘ্রই এগুলো বিতরণ করে আমি আমার দায়িত্ব পালন করব কারণ শীত চলে গেলে এগুলো দিয়ে আর লাভ নেই তাই যত তাড়াতাড়ি সম্ভব কাজটা শেষ করে ফেলবো।



আমি কে?

আমি সাজ্জাদ সোহান
আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর একজন শিক্ষার্থী। আমি ঢাকাতে বসবাস করি। আমি ট্রাভেল করতে অনেক ভালোবাসি, এছাড়া অবসর সময়ে মুভি দেখি, ফটোগ্রাফি করি, গান করি। আমি একটু চাপা স্বভাবের তাই কম কথা বলি কিন্তু আমি একজন ভালো শ্রোতা। ভালোবাসি নতুন জিনিস শিখতে, মানুষকে ভালবাসি তাই মানুষের সহযোগিতায় এগিয়ে আসি।


@sajjadsohan (1).gif


image.png



logo.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


image.png

115.png

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

অনেক ভাল একটি উদ্যোগ ভাই।অনেক মানুষ শীতে কষ্ট পাচ্ছে।তাদের কষ্ট দূর করার জন্য আপনাদের উদ্যোগ প্রশংসনীয়।ব্যবসায়ীরা ব্যবসা ছাড়া কিছুই বোঝে না,তাদের লক্ষ্য লাভ।বাদবাকি কিছু তাদের দেখার বিষয় না। যাই হোক এমন উদ্যোগ নেওয়ার জন্য আপনাদের সাধুবাদ জানাই।

 2 years ago 

আমরা বন্ধুরা সব সময় চেষ্টা করি এ ধরনের সামাজিক কর্মকান্ডের সাথে নিজেদের সংযুক্ত রাখার জন্য, আমি বিশ্বাস করি প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিলে দেশটা পরিবর্তন করা সম্ভব।

 2 years ago 

মাশাআল্লাহ ♥️
ভীষণ ভালো একটি উদ্যোগ, আপনাদের এই কাজগুলো আমিও আগেও দেখেছি। ব্যাবসায়ীরা এরকম করবে ভাবাই যায় না, কিন্তু কি আর করা কম্বল তো কিনতেই হবে। যাক আপনাদের এই মহৎ উদ্যোগ এগিয়ে চলুক এই কামনা করছি। দোয়া রইল ভাই সবার জন্য।

 2 years ago 

আমরা বন্ধুরা মূলত প্রত্যেক অকেশনেই চেষ্টা করি কোন না কোন প্রোগ্রাম করার জন্য, তারই ধারাবাহিকতায় প্রতিবছরই আমরা শীতে কম্বল দিয়ে থাকি। আসলে এসব কাজ করতে নিজের কাছেই ভালো লাগে ধন্যবাদ আপনাকে সাপোর্ট করার জন্য।

 2 years ago 

মাশাল্লাহ! দেখে তো অনেক খুশি হয়েছি আমি আপনি এমন সুন্দর মহৎ একটি উদ্যোগ নেওয়ার জন্য। আপনাদের এই মহৎ উদ্যোগ কম্বল বিতরণের কারণে অনেক গরীব মানুষ শীত থেকে রক্ষা পাবে। এভাবে যদি প্রতিবছর এই কাজটি ধরে রাখে তাহলে গরীব মানুষজন থেকে যেমন দোয়া পাবেন তেমনি আপনার আয় রোজগারের মধ্যেও অনেক বরকত দিবেন।আশা করি পরবর্তী পোস্টের মধ্যে কম্বল বিতরণের মুহূর্ত দেখতে পাবো।

 2 years ago 

আজ প্রায় ৭ বছর, আমরা এসব সামাজিক কাজের সাথে নিয়োজিত রয়েছি এবং চেষ্টা করে যাবো যতদিন সুস্থ সবল আছি এবং সামর্থ্য রয়েছে এ ধরনের কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য।

 2 years ago 

অনেক ভালো একটি সংগঠনের সাথে যুক্ত আছেন ।যেটা অসহায় মানুষদের পাশে দাঁড়ায়। শীতের সময় গরিব দুঃখী মানুষ অনেক কষ্টে জীবন যাপন করে ।মানুষ হিসেবে উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো ।আপনার এবং আপনার বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই এই ধরনের কাজের জন্য।

 2 years ago 

আজ থেকে সাত বছর আগে আমরা বন্ধুরা মিলে এই সংগঠন তৈরি করেছিলাম, তারই ধারাবাহিকতায় এখনো কাজ চলে যাচ্ছে এবং এতে আমরা সকলেই খুব খুশি।

 2 years ago 

সত্যিই আপনাদের চমৎকার উদ্যোগ কে সাধুবাদ জানাই। কম্বল বিতরণের প্রস্তুতি দেখে এত বেশি ভালো লাগলো যে আপনাকে বলে বুঝাতে পারবো না। আপনারা মহৎ কাজ করতেন। এভাবেই এগিয়ে যান। আপনাদের জন্য শুভ কামনা রইলো। পরের পোস্ট এর অপেক্ষায় রইলাম। ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 2 years ago 

আপনাকে অনেক অনেক শুভেচ্ছা, আমি আশা করি আপনারাও আপনাদের নিজ নিজ এলাকায় এরকম করার চেষ্টা করবেন আমরা প্রত্যেকে নিজ নিজ এলাকায় যদি সাহায্যের হাত বাড়িয়ে দেই, একটা সময় পুরো দেশ উপকৃত হবে।

 2 years ago 

অনেক ভালো একটি উদ্যোগ গ্রহণ করেছেন ভাই। আসলে শীতকালে গরম কাপড় না থাকার কারণে অনেকেই অনেক কষ্ট করে জীবন যাপন করে। আপনারা তাদের মাঝে কম্বল বিলি করবেন এর জন্য আশা করি তারা একটু হলেও স্বস্তিতে থাকতে পারবে। আর হ্যাঁ সব ব্যবসায়ীরা কিন্তু এরকম নয়। কিন্তু কিছু কিছু ব্যবসায়ী আছে যারা সব সময় সুযোগ খুঁজতে থাকে যে কিভাবে বেশি লাভ করবো। যাইহোক ধন্যবাদ আপনাকে এই সুন্দর পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

এবারের কম্বল বিতরণ করার পর আমরা চেষ্টা করব মানবতার দেয়াল তৈরি করার জন্য, আশা করি অসহায় মানুষের কাপড়ের চাহিদা আমরা কিছুটা হলেও পূরণ করতে পারব সেই পরিকল্পনা রয়েছে আমাদের।

 2 years ago 

আমি আপনার এই পোস্টের অপেক্ষায় ছিলাম! আগের বার শীতেও আপনাদের সংগঠনের এক্টিভিটিা দেখতে পেয়েছিলাম! এবারো গরিব অসহায়দের সাহায্য করার চেষ্টা করলেন! এটা নিঃসন্দেহে ভালো একটি উদ্যোগ! তবে কম্বল ব্যবসায়ীরাও সিন্ডিকেট করে, কি আর বলবো! কান খাড়া না থাকলে তো দুই নাম্বার কম্বল দিয়ে দিত! আপনার রুমে পাহাড় জমে আছে, আশা করি শেষ হয়ে যাবে খুব শীঘ্রই 😁

 2 years ago 

হ্যাঁ একদিনের মধ্যে আমরা ৮০ টা কম্বল দিয়ে ফেলেছি, এতিম অসহায় বাচ্চাদের দেয়ার চেষ্টা করেছি এবং রাস্তায় কিছু মানুষদেরকে আমরা ইতিমধ্যে আরো কিছু কম্বল দেয়ার চিন্তাভাবনা করছি । আমাদের বোধহয় আরও বেশ কিছু কম্বল কিনতে হবে।

 2 years ago 

খুব ভালো একটি উদ্যোগ নিয়েছেন ভাইয়া এই শীতের মধ্যে গরিবরা অনেক বেশিই কষ্টকর অবস্থা পার করে । আসলেই দোকানদারদের কোন মায়া দয়া নেই। তারা দেখছে যে এগুলো গরিব মানুষের জন্য নেয়া হচ্ছে দাম কিছু কম রাখবে তা না উল্টো আরো দুই নাম্বারি করে খারাপ জিনিস দেওয়ার ধান্দা। ভাগ্য ভালো যে আপনারা ধরে ফেলতে পেরেছিলেন। আপনারা ওই পুলিশ লোকটিকে সাহায্য করতে গিয়ে কম্বলের শর্ট পড়ে গেল। যাইহোক পরবর্তীতে আবার কম্বল কিনতে পেরেছেন দেখে ভালো লাগলো। আপনাদের এই মহৎ উদ্যোগের জন্য আপনাদেরকে সাধুবাদ জানাই।

 2 years ago 

মানুষের চাহিদা দেখে আমাদেরকে আরো কম্বল কিনতে হবে বলে আমরা মনে করছি, খুব শীঘ্রই আমাদেরকে আরো কিছু কম্বল নিয়ে আসতে হবে আমাদের আশেপাশের মানুষদেরকে দেয়ার জন্য।

 2 years ago 

আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটি বিষয় আমাদের মাঝে উপস্থাপন করেছেন।আমাদের প্রত্যেকেরই এরকম বিষয়ের সঙ্গে জড়িত থাকা দরকার তার কারণ আমাদের সামান্যতম সহযোগিতায় অনেক শীতার্ত মানুষ উষ্ণতার পরশ পেতে পারেন।

 2 years ago 

আমাদের সকলের উচিত সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া এতে করে অসহায় মানুষ একটু সহজ ভাবে জীবন যাপন করতে পারে, তারা আমাদের কাছে খুব বেশি কিছু চায় না একটু সাহায্য আর একটু ভালোবাসা।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 58180.92
ETH 2477.99
USDT 1.00
SBD 2.42