তেরি বাতো মে আইসা উলযা জিয়া || মুভি রিভিউ

in আমার বাংলা ব্লগlast month

আসসালামু আলাইকুম
আমি @sajjadsohan from 🇧🇩.

৪রা বৈশাখ,১৪৩০ বঙ্গাব্দ।

১৭ই এপ্রিল, বুধবার



মার বাংলা ব্লগের সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় ভাল আছি।আমার দেখা চমৎকার একটা মুভি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আশা করি ভালো লাগবে।



image.png

স্ক্রিনশট নেওয়া হয়েছে


📋 কিছু তথ্য


পরিচালকঅমিত জোশী & আরাধনা সাহ
গল্প লেখকঅমিত জোশী & আরাধনা সাহ
প্রোডাকশনদীনেশ ভিজান, জ্যোতি দেশপান্ডে, লক্ষ্মণ উতেকর
অভিনয়েশহিদ কাপুর, কৃতি স্যানন, ধর্মেন্দ্র, ধর্মেন্দ্র, কৃতি স্যানন, শহিদ কাপুর, গ্রুশা কাপু, রাশুল ট্যান্ডন, রাজেশ কুমার, অনুভা ফতেহপুরিয়া, রাকেশ বেদী, ডিম্পল কাপাডিয়া
মুক্তির তারিখ৯ ফেব্রুয়ারি ২০২৪
চলমান সময়২ ঘন্টা ২৩র মিনিট
দেশভারত
ভাষাহিন্দি



রিভিউ

অনেকদিন পর মুভি করতে আসলাম, মুভি দেখতে আমার খুবই ভালো লাগে তাই মুভি রিভিউটা আমি ইনজয় করে থাকি। তাই লাস্ট কয়েকদিন যে মুভিগুলো দেখেছি তার মধ্যে এই মুভিটা আমার কাছে ভালো লেগেছে। মুভির নামের সাথে মুভিটার বেশ মিল রয়েছে যেটা পরবর্তীতে উদঘাটন করা হবে।


Screenshot_1.png

Screenshot_2.png


বলিউড মুভির মধ্যে নতুন একটা অধ্যায় শুরু হয়েছে বলে মনে করি এই মুভির মাধ্যমে, কেননা একদম অদ্ভুত একটা সাবজেক্ট নিয়ে কাজ করা হয়েছে এই মুভির মধ্যে। এটা হয়তোবা ভারতীয় মুভির একটা নতুন মোড় হতে পারে। আমরা রোবট নিয়ে অনেক মুভি দেখেছি তবে এখানে রোবট কোন হিরো নয় কিংবা কোন ভিলেন নাই রোবট হল গার্লফ্রেন্ড অথবা মুভির নায়িকা। এরকমটা এর আগে কখনো রোবট মুভিতে দেখা হয়নি।

শুধু কি প্রেম করলেই হবে এর একটা পরিণতি দরকার রয়েছে, এই রোবট গার্লফ্রেন্ড এর সাথে প্রেম এতটাই ঘনিষ্ঠ হয়ে যায় সেটা বিয়ে পর্যন্ত চলে যায়, আপনি কি ভাবছেন বিয়েটা হয়ে গেছে? না এরকমটা নয় যতই হোক এখনো ভাবেই সম্ভব নয়, একটা মেশিন আপনার কাজটা সহজ করে দিতে পারে কিংবা আপনার খুব কাছের হতে পারে তবে সেটা কখনোই আপনার জীবন সঙ্গী হতে পারে না।


Screenshot_3.png

Screenshot_4.png


প্রেম যত গভীর হোক না কেন মেশিনে ত্রুটি থাকবে এটা স্বাভাবিক, এমনটাই হয়েছে মুভির মধ্যে নতুন তৈরি করা রোবট দেখে কিনা শহিদ কাপুর ভালোবেসে ফেলেছেন, প্রেমের মুগ্ধ হয়ে পরিবারের সাথে তার পরিচয় করিয়ে দেয়। কিন্তু একটা পর্যায়ে গিয়ে নায়িকার নামক রোবটের হাতে আগুন এবং মুভির হিরোর হাতে তরোয়াল এ যেন তুমুল যুদ্ধ।

ভাবছেন এত গভীর প্রেম তাদের মধ্যে মধ্যে আবার যুদ্ধ হলো কেন, মুভির মধ্যে আরো একবার প্রমাণ করা হলো রোবট সবকিছু পারলেও তার মধ্যে কিছু পরিমাণ ভুল থাকবে কারণ এটা মেশিন, শাহিদ কাপুরের দুর্দান্ত অভিনয় এবং তার অসাধারণ কাজ মুভির মধ্যে ফুটে উঠেছে, কৃতি স্যান তিনিও কমনায় মানুষ আবার রোবট দুটোর কম্বিনেশনে অভিনয় করা তার জন্য খুব কঠিন ছিল, তিনি বেশ দক্ষতার সাথে ক্যারেক্টারটি ফুটিয়ে তুলেছে নিঃসন্দেহে তার অভিনয় প্রশংসনীয়।


Screenshot_9.png

Screenshot_6.png

Screenshot_7.png

Screenshot_8.png

স্ক্রিনশট নেওয়া হয়েছে


এটা একটা ফ্যামিলি মুভি কিছু সিন রয়েছে যেটা হয়তোবা বাচ্চাদের জন্য নয়, তবে ফ্যামিলি নিয়ে দেখার মতো একটা মুভি বলা যেতে পারে। এই মুভির মধ্যে লজিক খোঁজা যাবে না, খানিকটা বাচ্চাদের মত করে বড়দের জন্য তৈরি। শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য দেখতে হবে লজিক দাড়া করারে এই মুভির মজাটাই শেষ।

তবে হ্যাঁ যথেষ্ট পরিমাণ সময় ছিল আরো অনেক ডিটেলস দেখানো যেত, বিশেষ করে ব্রেকআপ সিন এখানে ইমোশন ছিল না। যতই রোবটের প্রেমে পড়ুক প্রেম তো প্রেম এছাড়াও আরো অনেক কিছু দেখানো যেত সেগুলো ইগনোর করা হয়েছে, এবং খুবই সাদামাটা ভাবে মুভিটা শেষ করে দেয়া হয়েছে আর সুন্দরভাবে এটা শেষ করা যেত।

এই দুটো জিনিস ছাড়া মুভিটার বাকি সবকিছুই ঠিক আছে, নিঃসন্দেহে ভালো একটা সময় কাটানোর মত একটা মুভি। অনেকদিন পর নতুন একটা সাবজেক্টের নতুন একটা এক্সপেরিমেন্ট দেখলাম মুভির মধ্যে। আমার কাছে মোটামুটি বেশ ভালোই লেগেছে।



মুভিটা একদম ভিন্ন ধরনের, নতুন একটা সাবজেক্ট নতুন কিছু নিয়ে এক্সপেরিমেন্ট করা হয়েছে। নরমালি আমরা রোবট কে ভিলেন কিংবা হিরো হিসাবে রেখেছে, গার্লফ্রেন্ড হিসেবে কখনো রোবটকে আমরা কল্পনা করে নেই সেটাই দেখানো হয়েছে এখানে। হিউম্যান রোবট এটা খুব সহজ কথা নয় বেশি দারুন অভিনয়ের মাধ্যমে এটি ফুটিয়ে তুলেছে। কিছু জায়গায় ইমোশন এবং মুভির এন্ডিং এর জন্য হয়তোবা খানিকটা নেগেটিভ মার্ক দেয়া যায়। লজিক দিয়ে এই মুভি চিন্তা করলে হবে না শুধুমাত্র এন্টারটেইনমেন্ট এর জন্য এই মুভিটা ভালো। আমি এই মুভিকে ৮/১০ নাম্বার দিবো।
টেইলার ভিডিও

মুভি ট্রেলের ভিডিওটাই অসাধারণ আপনার মুভিটা দেখার আগ্রহ কয়েকগুন বাড়িয়ে দেবে।



আমি কে?

আমি সাজ্জাদ সোহান
আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর একজন শিক্ষার্থী। আমি ঢাকাতে বসবাস করি। আমি ট্রাভেল করতে অনেক ভালোবাসি, এছাড়া অবসর সময়ে মুভি দেখি, ফটোগ্রাফি করি, গান করি। আমি একটু চাপা স্বভাবের তাই কম কথা বলি কিন্তু আমি একজন ভালো শ্রোতা। ভালোবাসি নতুন জিনিস শিখতে, মানুষকে ভালবাসি তাই মানুষের সহযোগিতায় এগিয়ে আসি।


@sajjadsohan (1).gif


image.png



logo.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


image.png

115.png

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.12
JST 0.033
BTC 69942.87
ETH 3793.57
USDT 1.00
SBD 3.73