শখের ছবিওয়ালা,❇️📸🎈♨️ -পর্ব: ১৩ (রেনডম ফটোগ্রাফি)
আসসালামু আলাইকুম
আমি @sajjadsohan from 🇧🇩.
১৭ই সেপ্টেম্বর, শনিবার।
শখের ছবিওয়ালা
শখের ছবিওয়ালা❇️📸🎈♨️ - পর্ব: ১৩
আ মার বাংলা ব্লগের সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় ভাল আছি। আমার তোলা কিছু ছবি আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, আশা করি আপনাদের ভালো লাগবে।
অনেকদিন হলো ফটোগ্রাফি করা হয় না, কিছুদিন আগে এলাকা পরিষ্কার করতে বের হয়েছিলাম সে পোস্ট আপনারা দেখেছেন , ঐদিন কাজ শুরু করার আগে যখন বিভিন্ন এরিয়া ঘুরছিলাম তখন কিছু ছবি তুলেছিলাম ভালো লেগেছিল আজকে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব , আশা করি আপনাদেরও ভালো লাগবে।
ওই দিন আমরা যখন এলাকা পরিষ্কার করার জন্য ট্রাইল দেয়ার কাজে বের হয়েছিলাম, নিজের কাছে সত্যিই একটু সংকোচ লাগছিল। তবে ভালো লাগছিল কারন লজ্জাটা কাটাতে পারলে আমরা একটি ভালো প্রজেক্ট বাংলাদেশকে উপহার দিতে পারব। হঠাৎ করেই চোখে পড়ল এই ফুলটি।
দূর থেকে ছবিগুলো বেশ ভালো ছিল তবে আমার মাইক্রো ফটোগ্রাফি করতে একটু বেশি ভালো লাগে। পিঁপড়েগুলো দেখে বেশি আগ্রহ হলাম মাইক্রো ফটোগ্রাফি করার জন্য। ছবি দেখে বোঝার উপায় নেই এর আশেপাশের রয়েছে অনেক অনেক ময়লা। সেদিনের সেই ময়লা আবর্জনার সাথেই ছিল এই ফুলটি কিন্তু আশ্চর্যভাবে কত সুন্দর লাগছে।
কথাটা বলার কারণ হলো, আমরা প্রায় সময় বলি সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে আমাদের দেশটা শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আমরা ভালোকে কখনোই প্রাধান্য দেইনা। এ সমাজে যেমন খারাপ মানুষ রয়েছে ঠিক তেমনি কিন্তু সমাজটাকে ঠিক রাখার জন্য এখনো ভালো মানুষ রয়েছে। আমাদেরকে ময়লা আবর্জনা না হয়ে এই ফুলের মত সৌন্দর্য ছাড়াতে হবে তবেই আমরা পাব সুন্দর এক পৃথিবী।
আমরা সামাজিক জীব সামাজিক জীব হিসেবে আমাদের চারপাশের পরিবেশকে সুন্দর রাখার দায়িত্ব আমাদেরই, কিন্তু আমরাই সবথেকে বেশি নষ্ট করে থাকি এই পরিবেশকে। আমাদের নিত্যদিনের বাজে অভ্যাস গুলোর কারণে আমাদের জলবায়ু পরিবর্তন হচ্ছে। একদিন এই হয়তো সবকিছু পরিবর্তন করা সম্ভব নয় তবে আমরা চাইলে একটু একটু করে নিজের জায়গা থেকে পরিবর্তন আনতে পারি।
এই ময়লা আবর্জনার মধ্যে যদি গাছ নিজে বেড়ে উঠতে পারে এবং আমাদের জন্য অক্সিজেন দিতে পারে, আমরা পরিবেশের এত ক্ষতি করার পরেও যদি পরিবেশ আমাদের বেঁচে থাকতে সহায়তা করে ,তবে আমরা কেন পরিবেশের কথা চিন্তা করবো না। আমরা তো চাইলেই পরিষ্কার-পরিচ্ছন্ন একটা পরিবেশ তৈরি করতে পারি। যেটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসবে।
ময়লা আবর্জনা কিংবা নোংরা এটা কিন্তু কীটপতঙ্গ তারা তৈরি করছে না কিন্তু দিব্যি তারা বেঁচে আছে এবং বেঁচে থাকবে। কিন্তু একটা সময়ে আমাদের তৈরি করা ময়লা-আবর্জনা নোংরা এগুলো আমাদের এই স্বাস্থ্য ঝুঁকিতে ফেলে দেবে। আমরা একটা সময় এই পরিবেশকে করে তুলবো বসবাসের অযোগ্য।
পোষ্টের ধরন | ফটোগ্রাফি |
---|---|
ফটোগ্রাফার | @sajjadsohan |
লোকেশন | https://w3w.co/marching.freed.universes |
ডিভাইস | Xiaomi Redmi Note 10 Pro Max |
আমি সাজ্জাদ সোহান
আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর একজন শিক্ষার্থী। আমি ঢাকাতে বসবাস করি। আমি ট্রাভেল করতে অনেক ভালোবাসি, এছাড়া অবসর সময়ে মুভি দেখি, ফটোগ্রাফি করি, গান করি। আমি একটু চাপা স্বভাবের তাই কম কথা বলি কিন্তু আমি একজন ভালো শ্রোতা। ভালোবাসি নতুন জিনিস শিখতে, মানুষকে ভালবাসি তাই মানুষের সহযোগিতায় এগিয়ে আসি।
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

দাদা প্রত্যেকটি ছবিই দারুন হয়েছে।আর আপনি একটি মহৎ উদ্যোগের সাথে জড়িত।কিছু দায়িত্ব জ্ঞানহীন মানুষের জন্য আমাদের চারপাশ নোংরা হচ্ছে,পরিবেশ দুষিত হচ্ছে।আপনি সেগুলো বন্ধের উদ্যোগ নিয়েছেন এজন্য সাধুবাদ জানাই আপনাকে।
আসলে ওই মানুষদের দোষ দিয়ে লাভ নেই তারা এগুলো দেখতে দেখতে অভ্যস্ত, আমরা জাতিগতভাবে একটু অলস কষ্ট করে একটু দূরে গিয়ে ময়লা ফেলার কষ্টটা না করতে চাই না। তাই যেখানে-সেখানে ফেলে দেয়াটাই শ্রেষ্ঠ মনে করে। এই পরিবর্তন আনার চেষ্টা করছি একটা সময় অবশ্যই এর পরিবর্তন হবে।
Hello friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
অত্যন্ত মহৎ উদ্যোগ নিয়েছেন। প্রথমদিকে একটু সংকোচ হলেও যখন সমস্ত সংকোচ বোধ কাটিয়ে সুন্দর একটি পরিবেশ উপহার দিতে পারবেন তখন আসলেই বিপ্লব ঘটে যাবে। সমাজের কাছে একটি দৃষ্টান্ত দার করতে পারবেন। আমার মনে হয় আপনার এই উদ্যোগটি দেখে সবাইকে এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। যাইহোক ফুলের ফটোগ্রাফি গুলো খুব ভালো লেগেছে। বিশেষ করে মাইক্রো ফটোগ্রাফিটা অসাধারণ।
ধন্যবাদ আপনাকে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ চেষ্টা করছি কাজগুলো করার জন্য, একটা সময় সফলতা আসবে ধন্যবাদ আপনাকে পাশে থাকার জন্য।
ভালো কাজগুলো সব সময় প্রশংসনীয়। আপনি এগিয়ে যান পাশে অনেককেই পাবেন আশা করছি।
অনেক অনেক শুভকামনা রইল।
খুব ভালো একটা উদ্যোগ নিয়েছেন ভাইয়া প্রথম প্রথম একটু সংকোচ বোধ হলেও আস্তে আস্তে সংকোচ বোধ কেটে যাবে। এলাকার চারপাশের ময়লা গুলো যখন পরিষ্কার হয়ে যাবে তখন আপনার নিজের কাছে অনেকটা গর্ববোধ লাগবে যে আমি এলাকার মানুষকে সুন্দর একটি পরিবেশ উপহার দিতে পেরেছি। আসলে ভাইয়া আমরা চাইলে একটা পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ তৈরি করতে পারি। আপনার ফুলের ফটোগ্রাফি গুলো কিন্তু খুব সুন্দর ছিল। আপনার লেখাগুলো পড়ে খুবই ভালো লাগলো ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
প্রথমত ধন্যবাদ আমার লেখাগুলো পড়ার জন্য, মানুষকে সচেতন করতে হবে মানুষ যেন নিজে থেকে ময়লা না করে এই অভ্যেসটা যদি গড়ে তুলে দেয়ার ব্যবস্থা করে দিতে পারি তাহলে বোধহয় আরও কাজটা সহজ হবে সেটাই চেষ্টা চলছে।
আপনার মত করে যদি সবাই পরিবেশ এর কথা চিন্তা করত তাহলে তো কথাই ছিল না।আজকে পৃথিবীটা ফুলে ফলে ভরা থাকতো।যাইহোক ফটোগ্রাফি গুলো দারুন ছিল।🖤
তবে আমার মত আমি অনেক মানুষকে পেয়েছি তারা এই বিষয়গুলো নিয়ে কাজ করতে চাই, তাদের মন মানসিকতা অনেক ভালো এজন্যে সেই মানুষদের সাথে চলাফেরা করত খুব ভালো লাগে।
নিজের পরিবেশ নিজেকে গড়ার জন্য অবশ্যই পরিবেশটাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চাই। তবে আপনার ফটোগ্রাফি গুলো আমার অনেক ভালো লেগেছে। ফটোগ্রাফির কালার গুলো অনেক সুন্দর আসছে। ধন্যবাদ ভাই সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফটোগ্রাফি সাথে সাথে আমার পোষ্টের লেখা এবং আমার অনুভূতিগুলো পড়ার জন্য আপনাকে আবারো ধন্যবাদ।
খুব চমৎকার কিছু ফটোগ্রাফি আজকে আপনি আমাদের সাথে তুলে ধরেছেন আর আপনার ফটোগ্রাফি গুলো এমনিতে অনেক চমৎকার হয় ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন
আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত চমৎকার একটি মন্তব্য উপহার দেয়ার জন্য, অনেকদিন পরে ফটোগ্রাফি করেছি এবং আপনার ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম।
অনেকদিন পরে ফটোগ্রাফি করেছেন তবে পারফরম্যান্স যথাযথ ছিল। ধন্যবাদ আপনাকে মন্তব্যের সুন্দর ফিডব্যাক দেওয়ার জন্য।
ফটোগ্রাফির মাধ্যমে একেবারে প্রাকৃতিক সৌন্দর্যের দিকটা ফুটিয়ে তুলেছেন। বেশ ভালো ফটোগ্রাফি করেছেন ভাই। মাক্রো ফটোগ্রাফি গুলো বেশ চমৎকার হয়েছে। মাক্রো ফটোগ্রাফিতে ফুলের উপর পতঙ্গের বিচরণ পরিষ্কার ভাবে দেখা যাচ্ছে। চমৎকার বলতেই হয়।।
পরিমাণমতো আলো এবং অবজেক্টিভ মুভমেন্ট না থাকলে বেশ চমৎকার ফটোগ্রাফি করা যায়, অনেকদিন পর এই ফটোগ্রাফি করলাম বেশ ভাল লাগল নিজের কাছেও ধন্যবাদ আপনাকে।
ফটোগ্রাফি করতে আমি খুবই পছন্দ করি যেটা প্রতিনিয়ত করা হয়ে থাকে। আপনার করা ফুলের ফটোগ্রাফি গুলো অসাধারণ ছিল। বিশেষ করে ম্যাক্রো ভাবে ফটোগ্রাফি করেছেন খুব কাছ থেকে ফুলের সৌন্দর্যতা উপভোগ করলাম।
ফটোগ্রাফি করতে আমার বেশ ভালো লাগে তবে অনেকদিন হলো এটা থেকে বিরত রয়েছি তবে এখন থেকে চেষ্টা করবো মাঝে মাঝে ফটোগ্রাফি পোস্ট করার জন্য ধন্যবাদ আপনাকে।