স্বপ্নবাজ || তামিল মুভি রিভিউ || ১০% প্রিয় লাজুক-খ্যাকের🦊 জন্য থাকলো

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম
আমি @sajjadsohan from 🇧🇩.

১৫ চৈত্র, ১৪২৮ বঙ্গাব্দ।

২৯ই- মার্চ, মঙ্গলবার।



মার বাংলা ব্লগের সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় ভাল আছি।কয়েকদিন যাবত ফেইসবুকের নিউজফিডে একটি মুভি বারবার আসছিল। মুভির কিছু অংশ দেখে আমার বেশ ভালো লাগলো তামিল একটি মুভি বাংলা ডাবিং করা হয়েছে। আজকে আমি সেই মুভিটি আপনাদের সামনে রিভিউ করব।


techtunes_b35eaaa3eca1ca8f7e818b15b52e98e1.jpg

ছবির উৎস


কিছু কথা

ফেসবুকে ঢুকলেই কয়েকদিন যাবত এই মুভির কিছু অংশ দেখতে পাচ্ছি, প্রথম ইগনোর করলেও তারপর ভালো লাগলো ভিডিও গুলো দেখতে। বাংলাদেশের বঙ্গ website-এ এই মুভিটি পাওয়া যাচ্ছে। মুভিটি টপ ট্রেন্ডিং ছিল তাই খুঁজে বের করতে সময় লাগে নি। একটি গ্রামের গরিব একটি ছেলে কিভাবে এরোপ্লেনের একটি বিজনেস চালু করতে পারেন গরিব মানুষদের জন্য, তার মূল ভাবনা ছিল সর্বনিম্ন অর্থে জানা একজন মানুষ প্লেনে উঠতে পারে।

তার মূল টার্গেট ছিল ট্রেনে মানুষ যে অর্থ ব্যয় করে যাতায়াত করে, সেই সমপরিমাণ মূল্যের একজন মানুষ যেন প্লেনে যাতায়াত করতে পারে। ব্যাপারটি যেমন ছিল নতুন ঠিক তেমনি ছিল বিপদজনক। অনেক ব্যবসায়ী তাকে বাধা বিপত্তি দিয়েছে, সবকিছু উপেক্ষা করে সে কিভাবে তার এই বিজনেস চালু করতে পারে এই নিয়ে ছিল এই মুভিটি।



মুভি সম্পর্কে কিছু তথ্যঃ-

  • মুভির নাম : সোররাই পোত্রু ( স্বপ্নবাজ)
  • পরিচালক : সুধা কোঙ্গারা
  • রচয়িতা : সুধা কোঙ্গারা
  • মুক্তি : ১২ নভেম্বর ২০২০

অভিনয়ে

  • সুরিয়া
  • অপর্ণা বালামুরালি
  • পরেশ রাওয়াল

মুভি রিভিউ

image.png

স্ক্রিনশট নেয়া হয়েছে


মুভির শুরুতেই আমরা দেখতে পাই, একটি বিমান অবতরণ করার জন্য পার্মিশন চাচ্ছে কিন্তু তাকে পারমিশন দেয়া হচ্ছে না। তাদেরকে বিভিন্ন ভাবে ঘোরানো হচ্ছে। এদিকে বিমানের মালিক যে তিনি বললেন সামরিক বাহিনীর এলাকায় ইমার্জেন্সি ভাবে ল্যান্ডিং করার জন্য, কিন্তু সেখানেও পার্মিশন পাওয়া যায়নি। কিন্তু ইমারজেন্সি তাদেরকে ল্যান্ডিং করতে হয়। এর ফলে বিমান ক্রাশ করে এবং আগুন লেগে যায়।


image.png

স্ক্রিনশট নেয়া হয়েছে


এরপর আমরা ছয় বছর পেছনে চলে যাই, দেখা যাচ্ছে নায়ক এর বিয়ের সময়। মেয়েটা তাকে দেখতে এসেছে, মেয়ে কিছুটা রাগী, এজন্য তার অনেকগুলো বিয়ে ভেঙে গেছে। এদিকে ছেলেও তার বিজনেস শুরু করার জন্য কোন ব্যাংক থেকে লোন পাচ্ছে না। আজ তাঁকে মেয়ে পক্ষ দেখতে আসবে কিন্তু তার সেদিকে কোন খেয়াল নেই সে গ্রামের সবার সাথে নাচানাচি করছে।


image.png

স্ক্রিনশট নেয়া হয়েছে


ছেলে এবং মেয়ে দুজনেই বেশ রাগী এবং তাদের জেদ রয়েছে তারা নিজের জীবনে কিছু করতে চায়, ছেলেটি দেখলো মেয়েও নিজের বিজনেস করতে চায় এবং শেষের টা সফল হতে পারে, দুজনে একই স্বভাবের হওয়ার কারণে তারা দুজন দুজনকে পছন্দ করে। ছেলে তাড়াতাড়ি রাজি হয়ে যাওয়ার কারণে মেয়ে কিছুটা সন্দেহ করে। নায়িকা প্রথমে তাকে শর্ত দেয় তারা তাদের নিজের ক্যারিয়ার ডেভলপ করবে তারপর তারা বিয়ে করবে।


image.png

স্ক্রিনশট নেয়া হয়েছে


তাদের এই গ্রামের অবস্থা খুবই খারাপ কারণ এখানে রেল চলাচল নেই এবং অনেক ধরনের সুবিধা নেই। নায়কের বাবা প্রতিদিন সরকারের কাছে চিঠি লিখতেন এখানে রেলস্টেশন দেয়ার জন্য, কিন্তু অনেক বছরেও এটি বাস্তবায়ন হয়নি তাই নায়ক বড় হয়ে নিজেই পদক্ষেপ নেয়া শুরু করলো এখানে রেলস্টেশন দেয়ার জন্য। অনেক বাধা-বিপত্তি পর তাদের গ্রামে রেলস্টেশনের ব্যবস্থা করে দেয় সরকার।


image.png

স্ক্রিনশট নেয়া হয়েছে


আন্দোলন করার কারণে নায়ক এর বাবা রাগ করে তাকে বাড়ি থেকে বের করে দেয়, এবং বলে জীবনে কোন কিছু করে আসতে। তারপর প্রথমে সে আর্মি এবং পরবর্তীতে এয়ারফোর্সে জয়েন করে এবং সফলভাবে একজন এয়ারফোর্স অফিসার হতে পারে, সে কিছুদিন পর পর তার মায়ের কাছে চিঠি লিখত এবং পরিবারের সাথে যোগাযোগ রাখত।


image.png

স্ক্রিনশট নেয়া হয়েছে


সে তার স্বপ্ন পূরণ করার জন্য এই ভালো চাকরিটি ছেড়ে দেয়, এবং বিভিন্ন ব্যাংকে যায় লোন নেয়ার জন্য এয়ারফোর্স অফিসার এর কাছে এসেছে একটি পারমিশন নেওয়ার জন্য, কিন্তু সবাই তাকে তুচ্ছ করে কেউ তাকে বিজনেস শুরু করার জন্য পারমিশন দেয় না। এমন কি তার এয়ারফোর্স অফিসার তাকে এই পারমিশন দেয়নি তার বিজনেস শুরু করার জন্য।


image.png

স্ক্রিনশট নেয়া হয়েছে


তিনি যাকে দেখে অনুপ্রাণিত হয়েছেন সেই মানুষটির সাথে দেখা করার জন্য অনেক চেষ্টা করেছে, অবশেষে সে বুদ্ধি করে প্লেনের বিজনেস ক্লাস একটি টিকেট কাটে এবং তার সাথে দেখা করে। তার প্ল্যানিং পছন্দ হয় কিন্তু এই মানুষটি তাকে বলে সে কোনদিনও চাইবেনা একটি গরিব মানুষ একই সাথে তার প্লেনে বসবে। এবং সেটি কোনদিনও সম্ভব হতে দেবে না। নায়ক এখানে এসেছিল সাহায্য চাওয়ার জন্য কিন্তু এখানে তাদের মধ্যে শত্রুতা শুরু হয়ে যায়।


image.png

স্ক্রিনশট নেয়া হয়েছে


এদিকে দেখতে দেখতে তিন বছর পার হয়ে যায়, এর মধ্যে আমাদের নায়িকা তার বেকারি বিজনেস শুরু করে দিয়েছে, এখন নায়ক এসেছে তার সাথে দেখা করার জন্য। কারণ আর একমাস পরে এসে তার বিজনেস শুরু করতে পারবে তাই সে এখন বিয়ে করতে রাজি। নায়িকা কিছুটা অসম্মতি দেখালো কিন্তু পরবর্তীতে সে রাজী হলো বিয়ে করতে।


image.png

স্ক্রিনশট নেয়া হয়েছে


প্লেনে যার সাথে সমস্যা হয়েছিল ওই মানুষের পরিচিত একজন নায়কের বিজনেসের জন্য সাহায্য করতে চায়। নায়ক অন্ধভাবে তাকে বিশ্বাস করা শুরু করে এবং তার কথামতো টাকা জোগাড় করা শুরু করে। সে তাকে আশ্বাস দেয় তারা এক মাসের মধ্যে বাহির থেকে প্লেনে আসতে পারবে।


image.png

স্ক্রিনশট নেয়া হয়েছে


সবকিছু ঠিকঠাক মতো চলছিল তাদের বেকারি বিজনেস ভালো চলছিল এবং তাদের প্লেন লঞ্চ হবে আর কিছুদিনের মধ্যে। তাদের এতদিনের কষ্ট সফল হতে চলেছে, তার তারা সকলে অনেক খুশি ছিল, কারণ নায়কের সাথে আরও দু'জন পাইলট ছিল তারাও চাকরি ছেড়ে দিয়েছিল, সকলের স্বপ্ন একত্রে বাস্তবায়ন হবে তাই তারা অনেক খুশি ছিল।


image.png

স্ক্রিনশট নেয়া হয়েছে


হঠাৎ করে দেখাযায় প্লেন আসার জন্য যে নিয়ম কারণ গুলো প্রয়োজন হঠাৎ করেই সেগুলো চেঞ্জ হয়ে যায়, সে কারণে বিদেশ থেকে বিমান দেশে আসতে পারছেনা, এদিকে নায়কের সবগুলো টাকা এই বিজনেসের জন্য শেষ হয়ে গেছে। যে মানুষটা তাকে সাহায্য করার জন্য এখানে এসেছিল, সেও তার শত্রুর সঙ্গে যুক্ত ছিল। মূলত মুভির মেইন ভিলেন তাকে পাঠিয়েছিল নায়ক এর সর্বশেষ করে দেয়ার জন্য, এখন তারা এটি করতে সফল হয়েছে।


image.png

স্ক্রিনশট নেয়া হয়েছে


মুভির ভিলেন তার ক্ষতি করার জন্য বারবার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে, তার বিমান অনেকবার দেশে আসা থেকে আটকানো হয়েছে, এতে করে আমাদের এই নায়ক আরো বেশি ফেমাস হয়ে যায় এবং তার গ্রামের লোকেরা তার স্বপ্ন পূরণের জন্য সকলের জমিজমা বিক্রি করে দেয়। যেন আমাদের মুভির নায়ক তার স্বপ্ন পূরণ করতে পারে।


image.png

স্ক্রিনশট নেয়া হয়েছে


মুভির ভিলেন অনেক পাওয়ারফুল ছিল সেজন্য কোন এয়ারপোর্টে তাদের প্লেন অবতরণ করার জন্য পারমিশন পায়নি , এটিকে নায়ক বুদ্ধি খাটিয়ে ব্রিটিশ আমলের যে যুদ্ধ পরিত্যক্ত যে বিমান রানওয়ে ছিল সেগুলো ব্যবহার করা শুরু করলো, নেতাদের কাছ থেকে পারমিশন নিলাম তাদের রাজনৈতিক প্রচার করে দিবে বলে। সব কাজ ভালো ভাবে সামনের দিক এগোচ্ছিলাম।


image.png

স্ক্রিনশট নেয়া হয়েছে


ভিলেন খুব পাওয়ারফুল হওয়ার কারণে তারা ওড়ার পারমিশন তো পেলাম, কিন্তু কোন এয়ারপোর্টে অবতরণ করার পারমিশন তারা পাচ্ছিল না, তাদেরকে শুধু আকাশেই ওড়াচ্ছিল, এমত অবস্থায় ইমারজেন্সি ল্যান্ডিং করার কারণে তাদের বিমানটি ক্রাশ করে। সামরিক বাহিনীর এলাকায় তাদের বিমান ক্রাশ করার কারণে তাদের নিয়ে একটি তদন্ত গঠিত করা হয়, এবং সেখানে কিছু জরিমানা করা হয় কারণ অফিসার তাদের পূর্ব পরিচিত ছিল।

এটা করে বোঝা যাচ্ছে এয়ারফোর্স অফিসার এখন আমাদের নায়ক এর সাপোরটার রয়েছে। কারণ সে ভালো কাজে সবসময় সাহায্য করবে।


image.png

স্ক্রিনশট নেয়া হয়েছে


ভিলেন সবগুলো পাইলটদের টাকা দিয়ে কিনে নেয় যেন তারা নায়কের প্লেন্টি চালাতে না পারে, এদিকে নায়ক কে সাহায্য করার জন্য এয়ারফোর্সের অবসরপ্রাপ্ত যে অফিসার গুলো ছিল তারা তার প্লেনের পাইলট হওয়ার জন্য রাজি হয়। এখানেও ভিলেনের একটি চাল ছিল, একজন পাইলট টাকার জন্য প্লেনের একটি পার্ট নষ্ট করে দেয়। এজন্য বিমানটি আকাশে থাকা অবস্থায় আগুন ধরে যায়, কিন্তু কোন মানুষের ক্ষতি হয়নি এই নিয়ে আবারও দেশে তোলপাড় শুরু হয়ে যায়।


image.png

স্ক্রিনশট নেয়া হয়েছে


নায়ক বুঝতে পারে কে এর পিছনে দাঁড়িয়ে, কিন্তু নায়ক তাকে মাফ করে দেয় তাই ওই পাইলটের মনে অনুশোচনা শুরু হয়। তাই বিচার বোর্ডে সে তার নিজের ভুল স্বীকার করে এবং কোম্পানিকে বাঁচিয়ে দেয়। নায়ক আবার পুনরায় তাঁর বিশেষ চালু করার অনুমতি পায়।


image.png

স্ক্রিনশট নেয়া হয়েছে


ভিলেন যতই তার ক্ষতি করার চেষ্টা করে, নায়ক আরো ততো বেশি ফেমাস হতে থাকে। একটা সময় দেশের এয়ারফোর্স বাহিনী তার সাথে যুক্ত হয় তাকে সাহায্য করার জন্য। এভাবে আমাদের নায়ক আস্তে আস্তে এগোতে থাকে। তার স্বপ্ন পূরণের আর মাত্র কয়েকটি ধাপ বাকি।


প্রথমে তারা ভেবেছিল তাদের প্রথম ফ্লাইট ক্রাশ করার কারণে মানুষ তাদেরকে বিশ্বাস করবে না, নায়ক যে প্লেনে ছিল সেই প্লেন্টি সত্যি খালি ছিল কেউ আসেনি। নায়ক ভেঙে পড়েছিল ভেবেছিল তার বিজনেস এখানেই শেষ, পরবর্তী তারা জানতে পারল সফটওয়্যার প্রবলেম এর কারণে কেউ প্লেন বুক করতে পারেনি। কিন্তু তাদের আরও যে দুটি প্লেন রয়েছে সেগুলোতে সম্পূর্ণ প্যাসেঞ্জার ভর্তি ছিল। তারা আবারো মনোবল ফেরত পেল, এবং সাকসেসফুল ভাবে বিজনেস শুরু করতে পারল।

শত্রুপক্ষ এখন তাকে বিভিন্ন অফার দেয়া শুরু করল কিন্তু আমাদের নায়ক নিজের দমে শুরু করেছে এবং সামনের দিকে এগোতে থাকবে।

মুভি ট্রেইলার

মুভি ট্রেইলার


রেটিং

আমি ব্যক্তিগতভাবে এই মুভিটির রেটিং দিব ৯/১০

115.png

অনুভূতি

সাধারণ মুভির মতো এখানে এত প্রেম, গান এগুলো ছিল না, বাস্তব জীবনে অনেক উদাহরণ সেখানে। মুভিটি আমি বেশি ইনজয় করেছি আমার কাছে খুবই ভালো লেগেছে। মানুষ কিভাবে তার মেধা দিয়ে এত বড় একটি ব্যবসা চালু করতে পারেন তার সারাংশ তুলে ধরা হয়েছে এই মুভির মাধ্যমে। আমি এর বাংলা ডাবিং করা মুভি দেখেছি, আপনারা চাইলে হিন্দি বাংলা উভয় দেখতে পারেন।






image.png



আমি কে?

আমি সাজ্জাদ সোহান
আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর একজন শিক্ষার্থী। আমি ঢাকাতে বসবাস করি। আমি ট্রাভেল করতে অনেক ভালোবাসি, এছাড়া অবসর সময়ে মুভি দেখি, ফটোগ্রাফি করি, গান করি। আমি একটু চাপা স্বভাবের তাই কম কথা বলি কিন্তু আমি একজন ভালো শ্রোতা। ভালোবাসি নতুন জিনিস শিখতে, মানুষকে ভালবাসি তাই মানুষের সহযোগিতায় এগিয়ে আসি।


@sajjadsohan (1).gif


image.png



logo.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


image.png

𝕋𝕙𝕒𝕟𝕜 𝕪𝕠𝕦 𝕖𝕧𝕖𝕣𝕪𝕠𝕟𝕖

115.png

Sort:  
 2 years ago 

মুভিটি দেখা হয়নি। তবে রিভিউ পড়ে এখন মনে হচ্ছে দেখতে হবে। অনেক চমৎকার ভাবে রিভিউ লিখেছেন । এখন চিন্তা করতেছি রিভিউ পড়ে কাহিনি তো মোটামুটি ধারনা নিয়ে ফেললাম। মজা পাবো কিনা দেখে। যাইহোক অনেক ধন্যবাদ ভাই

 2 years ago 

স্বপ্নবাজ মুভিটা আমি দেখেছি। এই মুভিটি আমার কাছে খুবই ভালো লেগেছে। বিশেষ করে এক টাকায় সাধারণ মানুষকে প্লেনে ভ্রমণের আইডিয়াটা এই মুভির মধ্যে আমার কাছে সবথেকে বেস্ট লেগেছে। খুবই সুন্দর একটি মুভি রিভিউ শেয়ার করেছেন আপনি। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

খুব ভালো লাগলো মুভিটি আপনি দেখেছেন, আমার কাছেও মুভিটি খুব ভালো লেগেছে, আপনাকে ধন্যবাদ মন্তব্য করার জন্য।

 2 years ago 

বাংলা ডাবিংকৃত তামিল মুভিগুলো আমি অনেক বেশি পছন্দ করি। আমি যখন সময় পাই তখন বাংলা ডাবিং করা মুভি গুলো দেখে থাকি। আমার মনে হয় এই মুভিটা আমি এখনো দেখিনি। কিন্তু আপনি যে সুন্দর করে মুভি রিভিউ করেছেন দেখে মনে হচ্ছে খুব সুন্দর একটি মুভি। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

বঙ্গ ওয়েব সাইটে মুভিটি দেখতে পারেন, বেশ চমৎকার একটি মুভি, এবং টপ মুভির মধ্যে এই মুভিটি রয়েছে।

 2 years ago 

মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় মুভির ক্লিপ গুলো দেখতে বেশ দারুন লাগে।আর বেশ ভালো লাগলে আমিও খুঁজে বের করে এভাবে মুভি দেখি।তবে মুভিটি বেশ ভালই মনে হচ্ছে সময় পেলে অবশ্যই দেখব।

 2 years ago 

আমিও যে মুভিগুলো আমার সামনে বেশি আসে ফেসবুকে আসে এগুলো দেখার চেষ্টা করি আগে, আপনাকে অসংখ্য ধন্যবাদ মন্তব্য করার জন্য।

 2 years ago 

ভাইয়া আমি তামিল মুভি দেখার জন্য খুজতেছিলাম, এরি মাঝে আপনার স্বপ্নবাজ মুভির রিভিউ দেখতে পেলাই, যাই হোক অনেক সুন্দর করে মুভি রিভিউ করেছেন, অতি শীঘ্রই মুভিটি দেখে নিবো, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

 2 years ago 

যে মুভিটি দেখতে পারেন চমৎকার একটি মুভি আশা করি আপনার ভালো লাগবে মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

এখনো দেখা হয়নি। মনে হচ্ছে মুভিটি অনেক সুন্দর। দেখি সময় পেলে নামিয়ে দেখবোনে। এটা কি বঙ্গবিডি তে আছে নাকি। লিংক দিস তো।

 2 years ago 

মুভি ডাউনলোড করতে পারিনি তবে বঙ্গবিডি ওয়েবসাইটের গেলে এই মুভিটি পাওয়া যাবে।

 2 years ago 

খুব সুন্দর একটি মুভি রিভিউ আপনি আমাদের সাথে তুলে ধরেছেন। আসলে এই মুভিটি দেখা হয়নি তবে দেখার ইচ্ছা পোষণ করতেছি আপনার রিভিউর মাধ্যমে। অসংখ্য ধন্যবাদ সুন্দর রিভিউ ছিল ভাল থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি।

 2 years ago 

সময় পেলে মুভিটি দেখে নেবেন চমৎকার একটি মুভি আশা করি আপনার ভালো লাগবে।

 2 years ago 

ভাই খুব সুন্দর করে মুভিটার রিভিউ উপস্থাপন করেছেন আপনি। তবে এই মুভিটা আমার এখনো দেখা হয়ে ওঠে নি। আমার তামিল মুভিগুলো আবার বেশ ভালো লাগে দেখতে। আপনার মুভির রিভিউ জেনে মুভিটা দেখার আগ্রহ জেগে উঠলো।
ধন্যবাদ আপনাকে এতো চমৎকার ভাবে মুভির রিভিউ উপস্থাপন করার জন্য।

 2 years ago 

সময় পেলে মুভিটি দেখে নেবেন চমৎকার একটি মুভি আশা করি আপনার ভালো লাগবে। মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ভাই গতকালই এই মুভিটি দেখছি। অসাধারণ একটি মুভি এটি। মধ্যবিত্ত মানুষের জন্য এয়ারলেন্স তৈরি করে। আসলে এই টাইপের মুভি গুলো সব সময় হিট হয়। অনেক ধন্যবাদ আপনাকে ভাই।

 2 years ago 

খুব ভালো লাগলো আপনি মুভিটি দেখেছেন আমার কাছে মুভিটি বেশ ভালো লেগেছে মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

স্বপ্নবাজ মুভিটা আপনি আমাদের মাঝে অনেক সুন্দর ভাবে রিভিউ করেছেন। এই মুভিটা আমি আগে দেখিনি তবে এই হিরোর মুভি আমি প্রায়ই দেখি বিশেষ করে এই হিরোর টাইম স্টোরি মুভি টা আমার সবচেয়ে বেশি ভালো লাগে। আপনি যেভাবে মুভিটা রিভিউ করেছেন মনে হচ্ছে এটি বেশ ইন্টারেস্টিং হবে আমি সময় পেলে অবশ্যই একবার দেখার চেষ্টা করব ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ এত চমৎকার একটি মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 58015.02
ETH 2381.83
USDT 1.00
SBD 2.42