মৌসুমী অসুস্থতা
আসসালামু আলাইকুম
আমি @sajjadsohan from 🇧🇩.
৮ই নভেম্বর , শুক্রবার ।
আ মার বাংলা ব্লগের সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় ভাল আছি, আজকে নিজের কিছু মনের কথায় লিখে দেয়ার চেষ্টা করব, নিজের অনুভূতি প্রকাশ করার চেষ্টা করব।
ঋতু পরিবর্তন হচ্ছে এবং এই মৌসুমে ডেঙ্গু টাইফয়েড এই টাইপের অসুস্থতা খুব কমন বিষয়, অনেকদিন যাবত ভিতরে ভিতরে হালকা জ্বর অনুভব করছি, সেটা একদম পারছে না আবার একদম ভালো হচ্ছে না। মোটামুটি দুই সপ্তাহর অনেকটাই বেশি হয়ে গেল তখন খানিকটা মনের মধ্যে ভয় কাজ করতে শুরু করল, চারদিকে এত মানুষ ডেঙ্গুটা আক্রান্ত হচ্ছে টাইফয়েড হচ্ছে, আমার ফ্যামিলির মধ্যেই কয়েকজনের ডেঙ্গু এবং টাইফয়েড হয়েছে।
এটা আমি বুঝতে পারছিলাম আমার এগুলো হয়নি কিন্তু তবুও মনের মধ্যে একটা সংকোচ ছিল, ডাক্তারের শরণাপন্ন হলাম মনের সন্দেহ দূর করার জন্য। ডাক্তারের কথা শুনে আরো টেনশন বেড়ে গেল, তিনি ডেঙ্গু টাইফয়েড এগুলো টেস্টের পাশাপাশি আরেকটা এক্সরে দিল বলল বুকের সমস্যা থাকতে পারে।
সাথে সাথে সবকিছু টেস্ট করালাম এবং মনের মধ্যে একটা অন্যরকম ভাই কাজ করছে, আসলাম মনের সন্দেহ দূর করতে তিনি আরো বড় চিন্তা ঢুকিয়ে দিলে মনের মধ্যে। আবার পরের দিন সবগুলো রিপোর্ট হাতে নিয়ে ডক্টরের সাথে দেখা করলাম।
ফ্যামিলিতে আরো কয়েকজন অসুস্থ ছিল এজন্য টেনশনটা বেশি ছিল, এরপর আল্লাহর রহমতে তেমন খারাপ কিছু তিনি বললেন না, শুধু বললেন আপনার ডেঙ্গু টাইফয়েড এগুলো কিছু হয়নি, একটু বুকে আরেকটা ইনফেকশন রয়েছে।
ওষুধ খেলে যদি ঠিক না হয় সাত দিন পর আবার আসতে বলেছে, এন্টিবায়োটিক খেয়ে আমিতো সারাদিন ঘুম। এতটাই দুর্বল হয়ে গেছিলাম সে কি আর বলবে, যাইহোক ৭ দিনের ডোজ কমপ্লিট করে নয় দিনের মাথায় মোটামুটি আপনাদের দোয়ায় সুস্থ হলাম। সবাই একটু সাবধানে থাকবেন এই সময়টা অসুস্থ হওয়ার জন্য বেশ উপযোগী একটা সময়। নিজের প্রতি ও নিজের পরিবারের প্রতি খেয়াল রাখবেন এবং আমার জন্য দোয়া করবেন।
আমি সাজ্জাদ সোহান
আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর একজন শিক্ষার্থী। আমি ঢাকাতে বসবাস করি। আমি ট্রাভেল করতে অনেক ভালোবাসি, এছাড়া অবসর সময়ে মুভি দেখি, ফটোগ্রাফি করি, গান করি। আমি একটু চাপা স্বভাবের তাই কম কথা বলি কিন্তু আমি একজন ভালো শ্রোতা। ভালোবাসি নতুন জিনিস শিখতে, মানুষকে ভালবাসি তাই মানুষের সহযোগিতায় এগিয়ে আসি।
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
এখন আসলে অনেকেই ডেঙ্গু টাইফয়েড কিংবা এই ধরনের অসুখে ভুগছে। আমার এক ফ্রেন্ডের অবস্থাও খুব খারাপ ছিলো কয়েকদিন আগে। এখন কিছুটা সুস্থ হয়েছে। যাইহোক ডক্টর দেখিয়ে খুব ভালো কাজ করেছেন। তাছাড়া আপনার তেমন কোনো সমস্যা হয়নি, এটা জেনে খুব ভালো লাগলো। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
ঋতু পরিবর্তনের ফলে অনেকেই অসুস্থ হয়ে পড়েন তাই সাবধানতা অবলম্বন করা জরুরি।আপনার ফ্যামিলির সবাই অসুস্থ জেনে খারাপ লাগলো ভাইয়া। আসলে সবাই ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলুন এবং সাবধানে থাকুন।শুভকামনা রইলো আপনার পরিবারের জন্য।