দৈত্য || ডিজিটাল আর্ট-(৬৮) || ১০% প্রিয় লাজুক-খ্যাকের🦊 জন্য থাকলো
আসসালামু আলাইকুম
আমি @sajjadsohan from 🇧🇩.
৬ই আগস্ট, শনিবার।
আ মার বাংলা ব্লগের সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় ভাল আছি।চারদিকে শুধু আর্ট এর ছড়াছড়ি, রং তুলির কাজ ছেড়ে দিয়েছে প্রায় এক যুগ আগে, তাই আর্ট করার ক্ষেত্রে বেছে নিয়েছি ডিজিটাল আর্ট।আজকে আনমনে অদ্ভুত ধরনের একটি ড্রইং করার তৈরি করে ফেললাম এবং সেটি উপস্থাপন করার চেষ্টা করছি আশা করি ভালো লাগবে।
- কম্পিউটার
- Adobe Photoshop CC 2019
আমি ড্রইং করার জন্য সফটওয়্যারটি রান করলাম এবং একটি পেজ তৈরী করলাম এবং সেই পেজের সাইজ দিয়েছিলাম ২০০০ * ১৬০০ পিক্সেল।
আজকে কি ড্রইং করব ভাবছিলাম পরে ভাবলাম ফ্রি-হ্যান্ড কিছু করার চেষ্টা করি । ভাবলাম কোন একটি দৈত্য তৈরি করি, তারপর তার মুখের একটি আকৃতি তৈরি করলাম।
ঠিক বুঝে উঠতে পারছিলাম না কি তৈরি করব প্রথমে এই দৈত্যর চোখ দিয়ে শুরু করলাম।
এবার আমি চোখের ভুরু এবং এই দৈত্যর একটি মুখ তৈরী করার চেষ্টা করলাম যা তুলনামূলক বেশ বড়।
এই ধাপে এসে আমি দৈত্যর এলোমেলো কিছু দাঁত তৈরি করে দিলাম।
এবার আমি এর বড় বড় দুটি কান তৈরি করে দিলাম শিং তৈরি করে দিলাম এবং মুখের মধ্যে বিভিন্ন ডিজাইন তৈরি করলাম।
আমার ড্রইং শেষ হয়ে গেলে এই ধাপে আমি রং করা শুরু করে দিলাম।
এভাবে এসে আমি আমার দৈত্য সম্পূর্ণভাবে রং করা শেষ করলাম।
এখানে আমি একটু ভুতুড়ে ব্যাকগ্রাউন্ড তৈরি করার চেষ্টা করলাম যতোটুকু আমার সম্ভব, ব্যাকগ্রাউন্ড সাথে মিল রাখার জন্য দৈত্যের মুখের কিছু কালার পরিবর্তন করা হয়েছে।
সর্বশেষ ধাপ আমি আমার সিগনেচার টাইপ করে দিলাম ছবির একদম নিচে।
এই ছিল আমার আজকের ডিজিটাল আর্ট, কেমন হয়েছে অবশ্যই জানাবেন আশা করছি সবার কাছে ভালো লাগবে।সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করছি।
আমি সাজ্জাদ সোহান
আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর একজন শিক্ষার্থী। আমি ঢাকাতে বসবাস করি। আমি ট্রাভেল করতে অনেক ভালোবাসি, এছাড়া অবসর সময়ে মুভি দেখি, ফটোগ্রাফি করি, গান করি। আমি একটু চাপা স্বভাবের তাই কম কথা বলি কিন্তু আমি একজন ভালো শ্রোতা। ভালোবাসি নতুন জিনিস শিখতে, মানুষকে ভালবাসি তাই মানুষের সহযোগিতায় এগিয়ে আসি।
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
আপনি কি খুব ভয়ংকর একটি দৈত্যের মুখের ছবি অঙ্কন করেছেন সত্যিই ভয় পেয়ে গেলাম। ধ্যুতির ভয়ংকর দাঁত চোখ কান দেখে সত্যি অবাক করার মত নয় যা ঠ
ভয় পাবার কিছু নেই যারা যারা মন্তব্য করেছে তাদের সবার উপর খুশি আমার এই দৈত্য, ধন্যবাদ ভাই মন্তব্য করার জন্য।
আপনি খুবই সুন্দর ডিজিটাল অঙ্কন করেছেন। আজকে আপনার ডিজিটাল অংকনটি আমার অনেক ভালো লেগেছে। সুন্দরভাবে ধাপে ধাপে উপস্থাপন, অসাধারণ ছিল।
আমার পুরো পোস্ট এবং ধাপগুলো দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ভীষণ আকর্ষণীয় একটা দৈত্যের ডিজিটাল আর্ট করেছেন। আর্ট দেখে মনে হচ্ছে একদম প্রফেশনাল ভাবে তৈরি করলেন। এমনিতে আমার কাছে আপনার এই ডিজিটাল আর্ট গুলো বেশি ভালোই লাগে। কালার কম্বিনেশনটা তো আরো বেশি অসাধারণ তৈরি করেছেন।
কি তৈরি করব ভাবতে ভাবতে আনমনে অদ্ভুত ধরনের একটা মুখ তৈরি করলাম তারপর ভাবলাম এটাকে দৈত্য তে রুপান্তর করা যায়, ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।
এতদিন শুধু দৈত্যের নাম শুনেছি আজ আপনি একটি ইয়া বড় বড় দাঁতওয়ালা দৈত্য এঁকে দেখিয়েছেন আমাদের মাঝে। ডিজিটাল আর্টের মাধ্যমে এই প্রথম দৈত্য আঁকা দেখলাম। আমি তো ভয় পেয়ে গেছি ওর দাঁত দেখে।
হাহাহা ভয় পাবার কিছু নেই আমার এই দৈত্য কারো ক্ষতি করে না, আপনি মন্তব্য করায় সে খুবই খুশি হয়েছে তাই সে আপনার তিনটি ইচ্ছা পূরণ করবেন 😂😂।
ডিজিটাল আর্টের মাধ্যমে দৈত্যের ছবিটি অসাধারণ ভাবে ফুটিয়ে তুলেছেন। কালার কম্বিনেশনটা ও খুব সুন্দর হয়েছে।ডিজিটাল আর্টের মাধ্যমে এত সুন্দর একটি দৈত্যের ছবি অংকন করে আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভেচ্ছা ও শুভকামনা রইল।
আমার দৈত্য চিত্রটি আপনাদের এত ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।
ডিজিটাল আর্টের মাধ্যমে আপনি খুবই ভয়ংকর দেখতে একটি দৈত্য এঁকেছেন। তবে দৈত্যটি আমার কাছে দেখতে খুবই কিউট লেগেছে। আপনি ডিজিটাল আর্টের মাধ্যমে সবসময়ই ভিন্ন ধরনের দৃশ্য আমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেন যা আমার কাছে খুবই ভালো লাগে। শুভকামনা রইল আপনার জন্য।
চোখটা বেশি মায়াবী তৈরি করে ফেলেছিলাম পরবর্তীতে যার চেঞ্জ করিনি, ধরতে পারেন সে তার প্রিয়সির দিকে তাকিয়ে সুন্দর একটা হাসি দিল, ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।
খুবই চমৎকারভাবে আপনি আমাদের মাঝে দৈত্তর ডিজিটাল অংকন শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগলো। আপনার ডিজিটাল অংকন গুলো দেখে আমি রীতিমত মুগ্ধ হই খুবই দক্ষতার সঙ্গে আপনি এগুলো অঙ্কন করে থাকেন শেয়ার করার জন্য ধন্যবাদ।
আমার ড্রইং আপনার ভালো লেগেছে মুগ্ধ হয়েছেন জেনে খুবই খুশি হলাম, সবটাই আপনাদের ভালোবাসা এবং সাপোর্টের জন্য হয়েছে ধন্যবাদ আপনাকে।
একদম ভিন্ন রকম একটি ডিজিটাল চিত্র শেয়ার করেছেন আপনি আমাদের মাঝে। সত্যিই যা দেখে মুগ্ধ হয়ে গেলাম। দৈত্যের ছবি দেখতে বেশ ভালো লাগতেছে। খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।
যদিও ভয়ঙ্কর তৈরি করতে গিয়ে কিউট তৈরি করে ফেলেছি কারণ ভয়ঙ্কর কিছু এখনো তৈরি করা হয়নি, ভাল লাগলো আপনাদের মন্তব্য এবং সাপোর্ট দেখে ধন্যবাদ আপনাকে।
অসাধারণ একটি ডিজিটাল আর্ট আমাদের সাথে শেয়ার করেছেন ভাই। আপবার ডিজিটাল আর্টগুলো আমার অনেক ভালো লাগে। খুবই কোয়ালিটি ফুল ছিলো আজকের আর্ট। ধন্যবাদ আপনাকে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের আর্ট আপনার কাছে কোয়ালিটিফুল মনে হয়েছে বলে, সাপোর্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।