সমাবর্তন

in আমার বাংলা ব্লগ11 months ago

আসসালামু আলাইকুম
আমি @sajjadsohan from 🇧🇩.

০৭ আশ্বিন মাস, ১৪৩০ বঙ্গাব্দ।

২২ সেপ্টেম্বর, শুক্রবার।



মার বাংলা ব্লগের সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় ভাল আছি, আজকে নিজের কিছু মনের কথায় লিখে দেয়ার চেষ্টা করব, নিজের অনুভূতি প্রকাশ করার চেষ্টা করব।


সমাবর্তন

graduated-4379009_1280.jpg

Image by Jon Austin from Pixabay


কনভোকেশন বা সম্বর্ধনা, আমরা মোটামুটি সবাই এটার সাথে পরিচিত। গ্রাজুয়েট হওয়ার পরে ইউনিভার্সিটি বেশ কয়েকটা ব্যাচকে একত্রে সম্বর্ধনা জানায়। সেখানে শিক্ষা মন্ত্রীসহ আরো কিছু মানুষের উপস্থিতি থাকে। বেশ কয়েক বছর পর শিক্ষামন্ত্রী আমাদের একটা তারিখ দিয়েছেন কনভোকেশনের জন্য।

লাস্ট কয়েকদিন আমি খুবই ব্যস্ত ছিলাম, রেজিস্ট্রেশন সহ নানান ধরনের দায়িত্ব ছিল, এখনো যে দায়িত্ব কমে গেছে তা নয় বরঞ্চ কয়েক গুণ বেড়ে গেল। সব থেকে বড় সমস্যা হল কয়েক বছর আগে একবার কনভোকেশন হওয়ার কথা ছিল তখন অনেকেই টাকা জমা দিয়েছিল, কিন্তু তারা প্রমাণ সংগ্রহ করে রাখতে পারেনি এতদিন পর তাদেরকে ভেরিফিকেশন করাটা খুব বেশি কঠিন হয়ে যাচ্ছে।

এছাড়াও রানিং স্টুডেন্ট হিসেবে আমরা এই ওয়েবসাইটের এক্সেস পাচ্ছিনা কিন্তু প্রাক্তন ছাত্রছাত্রীরা আমাদের সাথে যোগাযোগ করছেন তাদের সমস্যা সমাধানের জন্য, এবং বেশ কিছু সিনিয়র ভাইদের উদ্যোগে শুরু হল হেলথ সেন্টার।

মূলত তারা তো আর কাজ করবে না তাদের আদেশ আমাদের কাজ করতে হবে। এ কাজের বিনিময় হয়তো আর্থিকভাবে লাভবান হবে না কিন্তু প্রাক্তন ছাত্র-ছাত্রীদের খানিকটা হলেও উপকার আসবে, কিন্তু তাই বলে তার কাজ ভুলে যাওয়া যাবে না তাই আবার কাজের ফাঁকে ব্লগিং করে চলে আসলাম।


Sajjad copy.jpg


যখন পাবলিকলি এনাউন্স করলাম, তখন থেকে আমাদের এই কয়েকজনকে মেসেজ করা হচ্ছে, অগণিত মানুষের সমস্যা। এমন অদ্ভুত অদ্ভুত সমস্যা যা আমরা ভাবি নি।

আরো একটা সপ্তাহ আমাদেরকে এই পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে। 🙂🙂


আমি কে?

আমি সাজ্জাদ সোহান
আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর একজন শিক্ষার্থী। আমি ঢাকাতে বসবাস করি। আমি ট্রাভেল করতে অনেক ভালোবাসি, এছাড়া অবসর সময়ে মুভি দেখি, ফটোগ্রাফি করি, গান করি। আমি একটু চাপা স্বভাবের তাই কম কথা বলি কিন্তু আমি একজন ভালো শ্রোতা। ভালোবাসি নতুন জিনিস শিখতে, মানুষকে ভালবাসি তাই মানুষের সহযোগিতায় এগিয়ে আসি।


@sajjadsohan (1).gif


image.png



logo.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


image.png

𝕋𝕙𝕒𝕟𝕜 𝕪𝕠𝕦 𝕖𝕧𝕖𝕣𝕪𝕠𝕟𝕖

115.png

Posted using SteemPro Mobile

Sort:  
 11 months ago 

আপনার লেখা এই পোস্ট আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। বুঝতেই পারছি আরো একটা সপ্তাহ আপনাদেরকে এরকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে। আপনি এ বিষয়টা আমাদের মাঝে অনেক সুন্দর করে তুলে ধরেছেন। সব মিলিয়ে অনেক বেশি সুন্দর করে লেখার কারণে বুঝতে অনেক সুবিধা হয়েছে। অসম্ভব ভালো ছিল এটা বলতে হচ্ছে ‌।

 10 months ago 

মোটামুটি সব ঝামেলা শেষ করলাম, আর কখন নিজেকে সময় দেয়ার পালা নিজের জন্য কাজ করার সময়।

 11 months ago 

ভিন্ন রকমের টপিক নিয়ে পোস্টে লিখলে এমনিতেই সেগুলো পড়তে অনেক ভালো লাগে। তেমনি আপনার আজকের এই পোস্টটাও আমার অনেক ভালো লেগেছে। আপনি সম্পূর্ণ পোস্টে অনেক কিছুই লিখেছেন। যা পড়ে বুঝতে পারছি আপনাদের কে এরকম পরিস্থিতির মধ্যে আরো অনেক দিন যেতে হবে। সুন্দর করে আজকের পোস্টটা ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ।

 10 months ago 

যাক বেশ কয়েকদিন পার হয়ে গেছে এবার নিজের কাজে মন দেয়ার সময়, ধন্যবাদ আপনাকে মন্তব্য করে পাশে থাকার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59871.00
ETH 2671.84
USDT 1.00
SBD 2.47