ঘুরে বেড়াই গ্রাম বাংলার পথে প্রান্তরে...

আসসালামু আলাইকুম।
আমি @saisan
কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন।
একটু ব্যস্ততার কারণে আমি অনেক দিন যাবৎ এই প্ল্যাটফর্মে সময় দিতে অপারগ ছিলাম তাই ক্ষমা চেয়ে নিচ্ছি।আশা করি আবার নিয়মিত হবো।

20210907_122719.jpg

location:https://what3words.com/existence.weathermen.spire

আজ একটু ঘুর‍তে বেড়িয়েছিলাম।ছিলাম আমরা দুজন।আমি আর আমার বড় ভাই। মূলত আজ ওর ভ্যাক্সিনেশনের দ্বিতীয় ডোজের ডেইট ছিলো। কিন্তু তা ক্যান্সেল হয়ে যায় আর আজ আবহাওয়া ছিলো চমৎকার। খুব একটা গরম না,আকাশে রাশি রাশি সাদা মেঘের ভেলা। ধূসর মেঘ ও আছে কিছু দূরে দূরে। তো ঠিক হলো একটু ঘুরে বেড়ানো যাক। ইদানীং গ্রামের ভেতর ঘুরে বেড়াতে আমার দারুণ লাগে। প্রকৃতির প্রেমে পরে যাই। বুক ভরে শ্বাস নিতেও ভালো লাগে।মন ভরে যায়।বিশুদ্ধ অক্সিজেন বোধহয় এখন শুধু এরকম জায়গায় পাওয়া যায়। আশে পাশে সবুজ ধানক্ষেত। ধানক্ষেতে হাওয়া বয়ে যায়।ধানগাছগুলি একটু আরেকটির উপর নুইয়ে পরে। কি চমৎকার সে দৃশ্য!

20210907_122627.jpg

location:https://what3words.com/existence.weathermen.spire

গ্রাম গুলোও ভীষণ সুন্দর! গ্রামের মানুষেরা তাদের প্রাত্যহিক কাজে ব্যস্ত। একেকজন একেক কাজে ব্যস্ত,ছোট ছোট ছেলেমেয়েরা খেলাধুলা করে,তাদের নির্মল হাসি, খুনসুটি মুগ্ধ করে আমায়।ছেলেবেলার কথা মনে করায়।কেউ কেউ বসে গল্প করে অবসর সময় কাটায়। গ্রামের আঁকা বাঁকা মেঠো পথ,রাস্তার দুপাশের গাছের ছায়ায় ঘুরে বেড়াতে যে কী ভালো লাগে তা বলে বোঝানো যাবে না।বিশেষ করে শরৎকালে এই সময়টায়। দখিনা বাতাসে কোন বট গাছের ছায়ায় মাচায় বসে গল্প করার অনুভূতি!
আহা!

20210907_132203.jpg

location:https://what3words.com/existence.weathermen.spire

রাস্তায় যেতে যেতে দেখা যায় ভ্যানে চড়ে চলে যায় মানুষ। গরু,ছাগল চড়িয়ে বাড়ি ফেরে মানুষ। কেউ ছাতা মাথায়, কেউ বা হাতে বস্তা হাতে। ছাগলছানারা মায়ের সাথে সাথে তিড়িংবিড়িং করতে করতে দৌড়ে কিংবা হেঁটে চলে। গরুর বাছুর ও মায়ের পেছনে পেছনে হেঁটে চলে।কখনো কখনো হুট করেই এদিক ওদিক দৌড় দেয়,লাফালাফি করে কিন্তু আবার মায়ের কাছে ফিরে আসে।

20210907_132159.jpg

location:https://what3words.com/existence.weathermen.spire

সবুজ শ্যামল গ্রামগুলো যেনো শান্তির নীড়। প্রকৃতির মায়ায় ঘেরা।হয়তো সেখানে আধুনিক সুযোগ সুবিধা তেমন নেই কিন্তু প্রাকৃতিক প্রাচুর্যের কমতি নেই। সহজ সরল মানুষেরা এখানে সুখে শান্তিতে বসবাস করেন।

20210907_124634.jpg

location:https://what3words.com/existence.weathermen.spire

দুরঙা ধান গাছ!
আজই প্রথম আমি সরাসরি দেখলাম।এর আগে ইন্টারনেটে দেখেছিলাম। দেখে বেশ ভালো লাগলো। পাশাপাশি বেশ ভালোই লাগছিলো। এই দুই জাতের ধান গাছ মিলিয়ে রোপণ করলে ধানক্ষেত শিল্পীর পট হয়ে যাবে।বিভিন্ন রকম শিল্পকর্ম করা যাবে।

20210907_122827.jpg

location:https://what3words.com/existence.weathermen.spire

গ্রামের মধ্যে সুন্দর ফটকওয়ালা একটি বাড়ি। ফটকের ভেতরে ঢুকতেই সেখানে ছোট্ট একটি মেয়ে দড়ি দিয়ে বাড়িতে বানানো একটি দোলনায় দোল খাচ্ছিলো। আমিও ছোটবেলায় এমন দোলনা বানিয়েছি এবং দোল খেয়েছি।

20210907_122806.jpg

location:https://what3words.com/existence.weathermen.spire

ছোট একটি ছেলে, গায়ে কাদা মাখানো,হাতে একটি পাত্রে মাছ নিয়ে বাড়ি ফিরছে।গ্রামে মাঝে মাঝে এই ব্যাপারটি ঘটে।কোন জলাশয় বা ক্ষেত থেকে পানি সেচে সেখানে কাদার মধ্যে হাত দিয়ে মাছ ধরা হয়।আমিও কয়েকবার এভাবে মাছ ধরেছি।এটি বেশ মজার। তবে শিং মাছ ধরা খুব সাহসের ব্যাপার।কারণ ওর কাঁটা বিষাক্ত হাতে ফুটলে ভীষণ যন্ত্রণা হয়।মাঝেমধ্যে জ্বর ও আসতে পারে। ভীষণ সাংঘাতিক এ ব্যাপার!

20210907_122733.jpg

location:https://what3words.com/existence.weathermen.spire

রাস্তার দুপাশে গাছ। গাছের পর ফসলের ক্ষেত।রাস্তায় সাইকেল নিয়ে চলেছেন এক ব্যক্তি। ছাতা মাথায় এক মহিলা।রাস্তার পাশে একটি ঘরের পাশে গাছের ছায়ায় বাঁধা একটি গরু। রাস্তার ডান পাশে পটলের মাচা। দূরে বাঁশবাগান,গাছের ছায়ায় ঘেরা গ্রাম।

20210907_122623.jpg

location:https://what3words.com/existence.weathermen.spire

সেই সুন্দর রাস্তা। কি মনোরম। দেখেই মন চাচ্ছিলো একটু বসে জিরিয়ে নিই। বা কোমল দূর্বাঘাসের উপর শুয়ে কিছুক্ষণ বিশ্রাম নিই।রাস্তার দুপাশে ছায়াদার গাছের সারি। তারপর ধানক্ষেত। কত সুন্দর!

এভাবে কেটে গেলো দারুণ একটি দিন।

ছবি@saisan
ডিভাইসস্যামসাং এ ৩০
লোকেশনউচাই,জয়পুরহাট, বাংলাদেশ

আশাকরি আমার লেখা আপনাদের ভালো লেগেছে। লেখাটি পড়ার জন্য অনেক ধন্যবাদ।

@rme
@rex-sumon
@hafizullah
🙏
আপনাদের কঠোর পরিশ্রমকে শ্রদ্ধা জানাই।অনেক অনেক শুভ কামনা। আশা করি আপনাদের আমার লেখা ভালো লাগবে।

Sort:  

খুব সুন্দর হয়েছে আপনার পোস্টটি।প্রতিটা ছবি আমাকে আমার মনকে আনন্দিত করেছে।আপনার গ্রামের মেঠো পথ দেখতে খুব সৌন্দর্য মন্ডিত।শুভ কামনা রইলো আপনার জন্য।

অনেক অনেক ধন্যবাদ ভাই। আপনার মন্তব্য আমাকে অনুপ্রেরণা যোগাবে।আপনার জন্যও অনেক অনেক শুভ কামনা

 3 years ago 

ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর, আপনার উপস্থাপন আমার কাছে খুবই ভালো লেগেছে। গ্রাম বাংলার ছবি গুলো আসলেই সুন্দর হয় চারিদিকে শুধু প্রকৃতি, আর প্রকৃতির রূপ দেখতে কারনা ভালো লাগে বলেন..?শুভকামনা রইল আপনার জন্য

অনেক অনেক ধন্যবাদ ভাই। আপনার মন্তব্য আমাকে অনুপ্রেরণা যোগাবে । আর হ্যাঁ গ্রাম বাংলার কোন তুলনা নেই।আমাকে বারবার মুগ্ধ করে প্রকৃতির সবকিছু। আপনার জন্যও অনেক অনেক শুভ কামনা

 3 years ago 

আপনি খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন আপনার গ্রামের প্রকৃতি খুবই সুন্দর আলোচনা করেছেন ও খুব সুন্দর করে।

অনেক ধন্যবাদ ভাই। 😊
খুবই ভালো লাগলো আপনার মন্তব্য দেখে
অনেক শুভ কামনা আপনার জন্য

 3 years ago 

আপনার গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। সবুজ প্রকৃতির মাঝ দিয়ে বয়ে যাওয়া রাস্তার দৃশ্যটা চমৎকার ছিল। অনেক সুন্দর লিখেছেন ভাই।

আপনার ভালো লেগেছে জেনে আমারও অনেক ভালো লাগলো। হ্যাঁ রাস্তা এবং প্রকৃতি খুবই চমৎকার ছিলো।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আর শুভ কামনা জানবেন

 3 years ago 

ছবিগুলি দেখে আপনাদের গ্রামের প্রেমে পড়ে গেলাম। কি চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন গ্রামের সৌন্দর্য। ছবিগুলো খুব সুন্দর হয়েছে। কিন্তু আপনি what3words লোকেশন কোড ব্যবহার করতে ভুলে গিয়েছেন।এটা খুবই জরুরী একটি ব্যাপার। আর এতগুলো লোক কে মেনশন দেয়ার কোন প্রয়োজন নেই। আপনার কনটেন্ট ভালো হলে এমনিতেই সাপোর্ট পাবেন। ধন্যবাদ আপনাকে।

শুনে ভালো লাগলো।সময় পেলে চলে আসবেন এদিক।অনেক অনেক ধন্যবাদ আপনাকে। দুঃখিত! আমি আসলেই ভুলে গেছিলাম what3words লোকেশন কোড ব্যবহার করতে।অ্যাড করে দিয়েছি।মনে করে দেওয়ার জন্য ধন্যবাদ। আর মেনশনের ব্যাপারটাও পরবর্তীতে খেয়াল রাখবো। আপনাকেও ধন্যবাদ। শুভ কামনা আপনার জন্য।

 3 years ago 

গ্রাম বাংলার সাধারন মানুষের জীবনযাত্রার চিত্র এবং প্রকৃতির সৌন্দর্য ফুটে তুলেছেন আপনার লেখায়।ধন্যবাদ আপনাকে।

আপনাকেও ধন্যবাদ পোস্টটি দেখার জন্য। শুভ কামনা জানবেন।

 3 years ago (edited)

আপনার লেখাগুলো অসাধারণ ছিল ভাই । সবথেকে বেশি ভালো লেগেছে বাচ্চাটির দল খাওয়ার ছবিটা ।ছবিটা দেখে মনে হচ্ছিল আবার ফিরে যাই সেই ছোট বেলায় গ্রাম্য পরিবেশে । ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটা পোস্ট শেয়ার করার জন্য

অনেক অনেক ধন্যবাদ ভাই। আপনার মন্তব্য আমার খুবই ভালো লাগলো এবং আরও কিছু লেখার জন্য অনুপ্রাণিত করলো। অনেক অনেক শুভ কামনা।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57666.58
ETH 3076.03
USDT 1.00
SBD 2.28