পুকুর থেকে বড়শি দিয়ে মাছ ধরা
হ্যালো বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন?আশা করি,আপনারা সবাই ভাল আছেন সুস্থ আছেন।আজ আমি পুকুর থেকে বড়শি দিয়ে মাছ ধরার অভিজ্ঞতা সবার মাঝে উপস্থাপন করছি ।আশা করি, সবার ভালো লাগবে তাই বিলম্ব না করে আমার পোস্ট লেখাটি শুরু করছি।
বড়শি দিয়ে মাছ শিকার করতে সবার ইচ্ছা করে এর মধ্যে আলাদা একটি আনন্দ খুঁজে পাওয়া যায়। আমার ও খুবই ভালো লাগে তাই একদিন বড়শি চলে গেলাম পুকুরে মাছ ধরার জন্য ।আমি প্রথমে দোকান থেকে একটি বড়শি কিনে নিয়ে এলাম। এরপরে বাস দিয়ে একটি সিপে তৈরি করে তাতে সুতা পেঁচিয়ে বড়শিটি গুটিয়ে নিলাম। বড়শিটি গুটিয়ে নেওয়া হয়ে গেলে মাছ শিকারের জন্য মাছের টোপ তৈরি করলাম। খুব সাধারণভাবে মাছের টোপ তৈরি করলাম ময়দা,ঘি জল এই সবগুলো উপাদান দিয়ে ভালো করে চটকিয়ে দিলাম। করতে হবে যেন অনেক নরম না হয়ে যায়। যদি নরম হয়ে যায় জলে দেওয়ার সাথে সাথে মাছ দের খাওয়ার আগেই এটি জলের সাথে মিশে যাবে। তাই মাঝে টোপ তৈরি করতে হলে খুব সাবধানে তৈরি করতে হবে। মাছের টোপটি তৈরি করার মাছ শিকারের জন্য তৈরি হলাম।আমি বসার জন্য একটি পাত্র নিলাম এক বোতল জল নিয়ে নিলাম কারণ বর্তমান যে হারে তাপমাত্রা বাড়ছে সেহেতু জল তৃষ্ণা লাগতে পারে।
তারিখ:১০.০৫.২০২৩
সময়:০৯.৫০মিনিট
স্থান : গাজী খালি
পুকুরে একটু দূরে ছিল আমি আর আমার এক ছোট ভাই মিলে দুজনে একসাথে চলে গেলাম মাছ শিকার করতে। এরপর একটি জায়গায় বসে বড়শিতে তৈরি করার টোপটি গেছে নিলাম। এরপর বড়শিটি পুকুরের জলে ছুড়ে মারলাম আর অপেক্ষা করতে থাকলাম বড়শিতে কখন মাছ ধরে। অনেকটা সময় পার হয়ে গেল কিন্তু এখনো পর্যন্ত কোন মাছ বড়শিতে ধরা পরল না তুই মনটা খুবই খারাপ হয়ে যেতে লাগ। এদিকে মাথার উপরে সূর্যের তাপ মনে হচ্ছিল মাছ শিকার করা ছেড়ে দিয়ে এক দৌড়ে বাড়িতে চলে আসে কিন্তু আগেই বলেছি মাছ ধরতে খুবই ভালো লাগে মাছ ধরা একটি নেশা। মাঝে মাঝে আমি একটু জল খেয়ে গলা ভিজিয়ে নিলাম।
তারিখ:১০.০৫.২০২৩
সময়:১০.১৫মিনিট
স্থান : গাজী খালি
দেড় ঘন্টা অপেক্ষা করার পর আমার বড়শিতে একটি মাছ ধরা পরল। খুব ভালো লাগছিল আবার ভয় ও করছে কারণ বড়শিটি উঁচু করতেই দেখতে পেলাম বড় একটি পাঙ্গাস ধরা পড়ে। আমি মাছটি দেখতে পেয়ে খুব আনন্দিত হয়ে পড়ে আমার সাথে আমার ছোট ভাইটিও আনন্দে চিৎকার করে ওঠে অপেক্ষার ফল আমরা পেলাম। যাইহোক আজ থেকে নিজের আয়তে এনে একটি এসি জালের সাহায্য মাছটিকে জল থেকে উপরে উঠালাম।
তারিখ:১০.০৫.২০২৩
সময়:১২.৩৫মিনিট
স্থান : গাজী খালি
মাছটিকে উপরে উঠিয়ে তার মুখ থেকে বড়শিটি খুলে নিলাম। মাছটি খুবই ছটফট করছিল তাই মাথার উপর আঘাত করে মাছটিকে দুর্বল করে ফেললাম। নিজের বড়শিতে মাছ ধরেছে এটি যে কতটা আনন্দের তো ভুলে বোঝানোর মত। যাইহোক শেয়ার করা মাছটির সাথে কিছু ছবি তুললাম এবং শিকার করা মাছটি নিয়ে বাড়িতে রওনা হলাম।
ক্যামেরা পরিচিতি:oppo
ক্যামেরা মডেল:oppo A53s 5G
ক্যামেরা দৈর্ঘ্য:3.37
তারিখ:১০.০৫.২০২৩
সময়:১.১০মিনিট
স্থান : গাজী খালি
আপনার এই পোস্ট দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল ভাইয়া। ছোটবেলায় বড়শি দিয়ে এইভাবে প্রচুর পরিমাণে মাছ শিকার করতাম। আপনি তো দেখছি অনেক বড় আকৃতির একটা পাঙ্গাস মাছ শিকার করেছেন।
হ্যাঁ ভাই অনেকক্ষণ অপেক্ষা করার পরে একটি মাত্র মাছ পেয়েছি। ধন্যবাদ ভাইয়া সময় করে আমার পোস্টটি দেখার জন্য।
এইভাবে বড়শি দিয়ে কত বছর পুকুর থেকে মাছ ধরি না সেটা মনেই পড়ছে না । আসলে এই মাছ ধরার মধ্যে আলাদা একটা মজা আছে। ছোট্টবেলা অনেক মাছ ধরেছি বরশি দিয়ে সেই অনুভূতিগুলো সত্যি অনেক মধুর ছিল। আপনার মাছ ধরার দৃশ্য গুলো অনেক ভালো লাগলো।
মাছ ধরা ধৈর্যের বিষয়। আপনি আসলেই অনেক ধৈর্যের পরীক্ষা দিয়েছেন। দেড় ঘন্টা ধৈর্য ধারণ করার পর আপনার পুরস্কার আপনি পেয়েছেন। এত বড় সাইজের একটি পাঙ্গাস মাছ। আপনার ভাগ্য ভালো যে বড়শি ছিড়ে চলে যায়নি। মাছের সাইজ তো বেশ বড় দেখছি। তাছাড়া আপনি যে জায়গায় বসে মাছ ধরছেন জায়গাটি বেশ সুন্দর। বেশ ভালো লাগলো দেখে।
বরশি দিয়ে মাছ ধরতে অনেক দেখেছি। তবে নিজে কখনো বরশি দিয়ে মাছ ধরিনি। আসলে কিছু কিছু অভিজ্ঞতা আছে যেগুলো হয়তো কখনো শেয়ার করা হয়ে ওঠেনা। ভাইয়া আপনার মাছ ধরার অভিজ্ঞতার কথা জেনে সত্যিই ভালো লাগলো।
ভাইয়া বড়শি দিয়ে মাছ ধরার মজাই আলাদা যদিও আমার এরকম কোন অভিজ্ঞতা নেই। তবে আপনার মাছ ধরার অনুভূতির পোস্টটি পড়ে খুবই ভালো লাগলো। আপনার প্রতি আমার একটি বিশেষ বার্তা হল আপনি আবারও আপনার পোষ্টটি পড়ে বানানগুলো ঠিক করে নিবেন কারণ অনেকগুলো বানান ভুল রয়েছে, সেই সাথে মার্কডাউন গুলো শিখে আপনার পোস্টে মার্কডাউন এপ্লাই করবেন এতে করে আপনার পোস্টের কোয়ালিটি অনেক উন্নত হবে। শুভকামনা অবিরাম আপনার জন্য।
ছোটকালে যখন গ্রামে ছিলাম তখন বড়শি দিয়ে অনেক মাছ ধরতাম তবে এত বড় মাছ কখনো ধরা হয়নি। অনেক বড় একটি মাছ ধরা পড়ছে দেখে তো অনেক ভালো লাগলো। আপনার বড়শি দিয়ে মাছ ধরার অনুভূতিটা শেয়ার করলেন পড়ে সেই ছোট কালের কথা মনে পড়ে গেছে। মাছটি অনেক সাইজে অনেক বড় ছিল এবং খেতে অনেক মজার হবে কারণ মাছটি একদম ফ্রেশ। ভালো লেগেছে আপনার অনুভূতি পড়ে।
বড়শি দিয়ে মাছ ধরতে আমার কাছে অনেক ভালো লাগে। আগে নানি বাড়ি গেলে প্রায় প্রায় বড়শি দিয়ে মাছ ধরতাম। কিন্তু এখন আর বড়শি দিয়ে মাছ ধরার সুযোগই হয় না। আপনার পোস্টটি পড়ে বুঝতে পারলাম বেশ অনেকক্ষণই অপেক্ষা করার পর একটা মাছ পেয়েছিলেন। যদি বা মাছটি বেশ বড় ছিল। আর হ্যাঁ আপনার মাছ ধরার ফটোগ্রাফি গুলো দেখে বেশ ভালো লাগলো। তবে আপনার লেখার মধ্যে বেশ কিছু বানান ভুল আছে পরেরবার থেকে একটু ভালো করে রিভাইস দিয়ে নিবেন ধন্যবাদ।
সত্যি দাদা, পুকুর থেকে বড়শি দিয়ে মাছ ধরার মধ্যে রয়েছে এক অনাবিল আনন্দ। পুকুর থেকে বড়শি দিয়ে মাছ ধরার কথাগুলো আপনার পোস্টে পড়ে আমার খুবই ভালো লেগেছে। বড়শি দিয়ে ধরেছেন একটা বিশাল আকৃতির পাঙ্গাস মাছ। আসলে বড়শি দিয়ে পুকুর থেকে মাছ ধরতে আমারও খুবই ভালো লাগে। দারুন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।