লেভেল ২ হতে আমার অর্জন -By@saikat890

in আমার বাংলা ব্লগlast year (edited)

হ্যালো বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, আপনারা সবাই ভাল আছেন সুস্থ আছেন। আমি লেবেল টু স্যারদের ধন্যবাদ জানাই তাদের শেখানো প্রত্যেকটা বিষয় আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছি। আপনাদের শেখানো বিষয় বস্তুগুলো আজ আমি লেবেল টু এর লিখিত পরীক্ষার মাধ্যমে তুলে ধরছি।

IMG20230417092408.jpg

(1)প্রশ্ন :posting key এর কাজ কি?

উত্তর: আমরা এই পোস্টিং কি দিয়ে কেবলমাত্র সোশ্যাল একটিভিটির কাজগুলো করে দিতে পারব। যেমন পোষ্ট,কমেন্ট, ভোট দেওয়ার মতো কাজগুলো এই পোস্টিং কি দিয়ে করতে পারব এসবের বাইরে কোন কাজ করা সম্ভব না ।এই পোস্টিং কি যদি চুরি হয়ে যায় তাহলে চুরি করা ব্যক্তি শুধুমাত্র একাউন্টে গিয়ে ভোট দিতে পারবে কমেন্ট করতে পারবে কিন্তু ওয়ালেট সংক্রান্ত কোনো কাজ করতে পারবে না।

এই কী দিয়ে আমরা সাধারণত নিচের এই কাজগুলো করতে পারব:-

আপভোট ও ডাউনভোট করতে পারব।

পোস্ট ও কমেন্ট করতে পারব।

কোন পোস্ট রিস্টিম করতে পারবো।

পোস্ট ও কমেন্ট এডিট করতে পারব।

কাউকে ফলোও আনফলো করতে পারব।

কোন অনাকাঙ্ক্ষিত অ্যাকাউন্ট মিউট করতে পারব।


(2) প্রশ্ন:Active key এর কাজ কি?

উত্তর: এই Active কি একটি সেনসিটিভ বিষয়।বুঝতে পারছেন কারণ কেউ যদি আপনার এই কি সম্বন্ধে জেনে যায় তাহলে তার পক্ষে মুহূর্তের মধ্যে আপনার ওয়ালেট খালি করে দিতে পারে। এই কি দিয়ে আমরা শুধু আর্থিক কাজগুলো করতে পারি অর্থাৎ আমি যদি কোন লেনদেন করতে চাই তাহলে এই কি এর প্রয়োজন হবে।

এই কী দিয়ে আমরা সাধারণত নিচের এই কাজগুলো করতে পারব।

SBD স্টিম কনভারশন।
নতুন ব্যবহারকারী তৈরি করা।
ট্রান্সফারের এর কাজ করা যাবে।
প্রোফাইলের কিছু তথ্য পরিবর্তন করার ক্ষেত্রে প্রয়োজন হয়।
পাওয়ার আপ ও পাওয়ার ডাউন করা যাবে।
উইটনএস দেওয়া যাবে।
কোন এক্সচেঞ্জ এ ক্রয় বিক্রয় অর্ডার দেওয়া যাবে।


(৩) প্রশ্ন: Owner key এর কাজ কি ?

উত্তর: ওনার কি হল মালিকানা সংক্রান্ত কি ।যদি কোন প্রকারে এই ওনার কি হারিয়ে যায় বা হ্যাক হয়ে যায় ।যদি আমার এই ওনার কি ফিরে পেতে চাই বা মালিকানা দাবি করতে চাই তাহলে এই ওনার কি প্রয়োজন হবে ।অর্থাৎ অ্যাকাউন্ট রিকভার করতে এই কি প্রয়োজন হয়। অর্থাৎ এই কি আমাদের সবার উচিত আলাদা জায়গায় অনেক যত্ন করে লিখে রাখা ও অনেক ভালোভাবে ব্যাকআপ নিয়ে রাখা।


এই কী দিয়ে আমরা সাধারণত নিচের এই কাজগুলো করতে পারব।

উনার এক্টিভ ও পোস্টিং কি রিস্টে করতে পারব।
ভোটিং অধিকার প্রত্যাখ্যান করতে পারব।
অ্যাকাউন্ট রিকভার করতে পারব।


(৪) প্রশ্ন:Memo key এর কাজ কি ?

উত্তর: মেমো কি দিয়ে আমরা শুধু কাউকে কোন প্রাইভেট মেসেজ পাঠাতে বা পেতে চাই বা কোন একটা সংকেত পরিবর্তন করে পাঠাতে বা পরবর্তীতে দেখতে চাই তাহলে মেমো কি প্রয়োজন হবে।

এই কী দিয়ে আমরা সাধারণত নিচের এই কাজগুলো করতে পারব।

এনক্রিপ্ট করা মেসেজ পাঠাতে।
কোন এনক্রিপ্ট করা মেসেজ দেখতে এই কি ব্যবহার করা হয়।


(৫) প্রশ্ন:Master password এর কাজ কি ?

উওর: মাস্টার পাসওয়ার্ড একাউন্টের সবচেয়ে সেনসিটিভ কি যেটি আমরা অ্যাকাউন্ট খোলার সময় পেয়ে থাকি। এই মাস্টার পাসওয়ার্ড কখনোই কাউকে দেওয়া উচিত নয়। পোস্টিং কি,এক্টিভ কি, মেমো কি, ওনার কি এই সবগুলো কি তৈরি হয়েছে মাস্টার পাসওয়ার্ড এর ভিত্তিতে তাই বোঝাই যাচ্ছে মাস্টার পাসওয়ার্ড হলো সবগুলো কি এর মাথা । স্টিমিট অ্যাকাউন্টের যাবতীয় কাজ এই পাসওয়ার্ড দিয়ে করতে পারব। আবার যদি অ্যাকাউন্ট হারিয়ে যায় তাহলে অ্যাকাউন্ট যদি পুনরায় রিকভার করতে হলে তখন এই মাস্টার পাসওয়ার্ড লাগবে।

(৬) প্রশ্ন: Master password নিরাপদে সংরক্ষণ করার জন্য আপনার প্ল্যান কি?

মাস্টার পাসওয়ার্ড দিয়ে আমি প্রিন্ট আউট করে যত্ন সহকারে রাখতে পারি।
যেহেতু মাস্টার পাসওয়ার্ড খুব সেনসিটিভ তাই এটি কারো সাথে শেয়ার করা যাবে না এমনকি যে ব্যক্তি অ্যাকাউন্ট খুলে দিয়েছে তার সাথেও না।
google ড্রাইভে সেভ করে রাখতে পারি।
মাস্টার পাসওয়ার্ডটি একটি কাগজে লিখে যত্ন সহকারে রাখতে পারি।


(৭) প্রশ্ন: পাওয়ার আপ কেন জরুরী?

উত্তর:আসলে দীর্ঘমেয়াদি স্টিমেট প্ল্যাটফর্মে কাজ করার ক্ষেত্রে পাওয়ার আপ করা অত্যন্ত প্রয়োজন। পাওয়ার আপ বলতে আমরা সাধারণত বুঝি STEEM কে Steem Power এ রুপান্তর করে নিজের একাউন্ট শক্তিশালী করাকে বোঝায়। আপানি যদি নিয়মিত পাওয়ার আপ করেন তাহলে আপনার ওয়ালেটে নিয়মিত স্টিম পাওয়ার যোগ হবে এবং আপনার ওয়ালেটে যত বেশি স্টিম পাওয়ার থাকবে আপনি ভোট দিয়ে তত বেশি কিউরেশন রেওয়ার্ড পাবেন। পাওয়ার আপ করলে সাধারণত স্টিম সুরক্ষিত থাকে যার ফলে হ্যাকাররা অতি সহজে আপনার steem চুরি করতে পারবে না।

(৮) প্রশ্ন: পাওয়ার আপ করার প্রসেস সম্পর্কে আমি যা জানি ?

পাওয়ার আপ করার প্রসেস গুলো নিচে ধাপে ধাপে উপস্থাপন করা হলো:-

Screenshot_2023-04-16-01-15-54-28_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

প্রথমে অ্যাক্টিভ দিয়ে লগইন করতে হবে।

Screenshot_2023-04-16-01-16-02-22_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg
তারপরে পাওয়ার আপ অপশনে যেতে হবে।

Screenshot_2023-04-16-01-16-35-33_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg
এবার আমি একাউন্ট ঘরে পাস লিখে ওকে করলাম।

Screenshot_2023-04-16-01-36-26-30_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg
স্টিম ব্যালেন্স ৫ স্টিম কমে স্টিম পাওয়ার (sp) ৫ বেড়ে গেছে।

(৯) প্রশ্ন:সেভিংস এ থাকা STEEM অথবা SBD উইথড্র দেওয়ার কতদিন পর ট্রান্সফারেবল ব্যালেন্সে যোগ হয় ?

সেভিংস এ থাকা STEEM অথবা SBD উইথড্রোল দেওয়ার তিনদিন পরে ট্রান্সফারেবল ব্যালেন্সে যোগ হয়।

(১০) প্রশ্ন:মেমো ফিল্ড এর কাজ কি?

উত্তর:সাধারণত যখন কোন ইউজারকে STEEM বা SBD টি পাঠানো হয় তখন সেই ইউজারের নিকট STEEM বা SBD পাঠানোর সময় তার সাথে যে সংকেত ব্যবহার করা হয় তাকে মেমো ফিল্ড বলে।

(১১) প্রশ্ন: ডেলিগেশন ক্যানসেল করার কতদিন পর উক্ত এস.পি নিজের অ্যাকাউন্টে ফেরত আসে?

উত্তর:ডেলিগেশন ক্যানসেল করার পাঁচ দিন পরে উক্ত STEEM POWER নিজের একাউন্টে ফেরত আসে।

(১২) প্রশ্ন:ধরলাম আমি প্রজেক্ট @Heroism এ ২০০ এস.পি ডেলিগেশন করলাম, কিছুদিন পর আরও ১০০ এস.পি ডেলিগেশন করতে চাই এখন ডেলিগেশন এর পরিমাণ লেখার সময় আমাকে কত লিখতে হবে ?

উত্তর:যদি আমি প্রজেক্ট @Heroism কে 200 স্টিম পাওয়ার ডেলিগেশন করি এবং পরবর্তীতে আরো ১০০ স্টিম পাওয়ার ডেলিগেশন বৃদ্ধি করতে চাই তাহলে আমাকে ডেলিগেশন এর পরিমাণ 300 স্টিম পাওয়ার লিখতে হবে।

উপরোক্ত বিষয়গুলি আমি লেভেল ২ হতে শিখতে পেরেছি ধন্যবাদ জানাই লেভেল ২ সকল আমার প্রিয় স্যারদের।

Sort:  
 last year 

আপনি লেভেল টু অর্জন করেছেন এবং খুব ভালোভাবে বুঝতে পেরেছেন জেনে অনেক ভাল লাগলো। এবিবি স্কুলে থাকাকালীন অনেক কিছু শেখা যায় যা স্টিমিট প্ল্যাটফর্মে পরবর্তী জার্নির জন্য অনেক ভালো। আশা করি আপনি পরবর্তী লেভেল গুলো সফলতার সাথে পার করবেন সেই প্রত্যাশা করি। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 last year 

ধন্যবাদ আপু

লেভেল টু তে যে ব্যাপারগুলো শেখানো হয় মোটামুটি সেগুলোর বেশ ভালো রকম এবং গুছিয়ে বেশ সুন্দর করে উত্তর দেওয়ার চেষ্টা করেছো দেখছি। আমার কাছে মোটামুটি বেশ ভালই লাগলো তোমার উত্তর গুলো। পরবর্তী লেভেলের জন্য শুভকামনা রইল।

 last year 

ধন্যবাদ দাদা

 last year 

আপনি লেভেলটির বিষয়গুলো শিখেছেন এবং চমৎকারভাবে উপস্থাপন করার চেষ্টা করেছেন, প্রত্যেকটি কী এর সঠিক ব্যবহার এবং বেসিক জিনিস সম্পর্কে চমৎকার ভাবে উপস্থাপন করেছেন এই পোস্টে আশা করি আপনি খুব শীঘ্রই লেবেল টু উত্তীর্ণ হতে পারবেন।

 last year 

ধন্যবাদ আপনাকে দাদা

 last year 

মেমো ফিল্ডের কাজে একটু ভুল আছে সেটা ঠিক করে দিন।

 last year 

দ্বিতীয় ক্লাস থেকে আপনি বেশ কিছু শিখেছেন এবং ধারণা পেয়েছেন আশা করি এভাবে প্রত্যেকটা লেভেল আপনি ভালোভাবে অধ্যয়ন করবেন এবং পাশ করে ভেরিফাইড মেম্বার হয়ে আমাদের সাথে একসাথে কাজ করার সুযোগ পাবেন। নিয়মিত সঠিকভাবে কাজ চালিয়ে যান।

 last year 

ধন্যবাদ দাদা

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 63017.22
ETH 2457.38
USDT 1.00
SBD 2.61