এলাকার মাঠে ফুটবল খেলার আয়োজন
হ্যালো বন্ধুরা,
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, আপনারা সবাই ভাল আছেন সুস্থ আছেন আজ আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আশা করি, আমার পোস্টটি আপনাদের সবার ভালো লাগবে তাই বিলম্ব না করে আমার পোস্ট লেখাটি শুরু করছি।
বর্ষাকাল আসলেই কম বেশি সব জায়গাতেই ফুটবল খেলা হয়ে থাকে। এই সময়টাতে ফুটবলের বড় বড় টুর্নামেন্টও দেখা যায়। আমার এখনো মনে পড়ে ছোটবেলায় বৃষ্টি পড়তেই বাড়ি থেকে এক দৌড়ে চলে যেতাম মাঠে ফুটবল খেলার জন্য। বৃষ্টি হলে কিন্তু মাঠে অনেকটা পিচ্ছিল হয়ে যায় আর এই সময়টাতে ফুটবল খেলতে গেলে অনেক সময় পড়ে যেতে হয়। আমার কাছে এই বিষয়টা খুবই ভালো লাগে খুব মজা করতাম একটা সময়। আর যখন জ্বর হতো তখন মা খুব বকা দিত। মায়ের সেই কথা আজও মনে পড়ে মা বলতো এই ফুটবল খেলার জন্য জড় হয়েছে আর যেন ফুটবল খেলতে না যাওয়া হয়। কিন্তু কে কার কথা শুনে জ্বরটা সেরে গেলেই আবার দৌড় দিতাম ফুটবল খেলার জন্য। ফুটবল খেলায় এতটাই জনপ্রিয় খেলা যে পৃথিবীর প্রত্যেক মানুষই ফুটবল খেলা পছন্দ করে থাকেন। যেকোনো দিন ফুটবল খেলেনি সেও ফুটবল খেলা দেখতে আসলে বলে ওঠে থেকে বলটি স্যুট করলে হয়তো গোল হতে পারতো বিষয়টি খুবই অদ্ভুত। ফুটবল খেলা মানে টানটান উত্তেজনা প্রত্যেকটা মুহূর্ত।
আর আমাদের এলাকাতে প্রত্যেক বছর ফুটবলের টুর্নামেন্ট আয়োজন করা হয়। এবারও তাই হঠাৎ করেই ফুটবল খেলার আয়োজন করা হলো। আমার এলাকার ছোট ভাইরা আমার কাছে এসে বলল। দাদা ফুটবল খেলার আয়োজন করলে কেমন হয়? ছোট ভাইরা আমার কাছে সব আবদার করে থাকে আর আমি কমবেশি ওদের সব আবদার পূরণ করার চেষ্টা করি। আমি ফুটবল ভালো খেলতে পারি না কিন্তু খেলা দেখতে খুবই পছন্দ করি। যাইহোক ওরা যখন আমার কাছে আবদারটি নিয়ে এলো আমি ওদেরকে একটা কথাই বললাম চার দলের একটি টিম আমাদের এলাকা থেকে তৈরি করতে। আমাদের এলাকায় তেমন বড় কোন মাঠ নেই। ছোট্ট একটি মাঠ আছে সেখানেই বিকালে ছেলেরা খেলাধুলা করে থাকে। এইজন্য যেহেতু আমাদের ছোট মাঠ তাই সিদ্ধান্ত নিলাম প্রত্যেক দলে সাতজন করে থাকবে কিন্তু মাঠে ছয় জন ফেলতে পারবে মোট দুই দলের খেলা হলে 12 জন প্লেয়ার মাঠে খেলতে পারবে আর দুজন প্লেয়ার এসটা প্লেয়ার হয়ে থাকবে। সবাই আমার কথাটি মেনে নিল সঙ্গে সঙ্গে দল ঠিক করে ফেললাম। সব ঠিকঠাক হয়ে যাওয়ার পর একটু সমস্যা থেকে গিয়েছিল আমাদের মাঠ সাজানোর জন্য টাকার প্রয়োজন ছিল। তাই আমি ছোট ভাইদের কিছু টাকা দিয়ে বললাম এই টাকা দিয়ে মাঠে যেখানে অসুবিধা আছে আর মাঠটা সাজানোর জন্য।
আমি কথাটি বলেছিলাম রাত্রে আর সকাল হতেই আমি আমার এলাকার চায়ের দোকানের চা খেতে গেলে দেখতে পেলাম মাঠে ছোট ভাইরা কাজ করা শুরু করে দিয়েছে। দেখতে পেলাম কেউ মাটি কেটে ঝুড়িতে করে মাঠের খারাপ জায়গাতে । কেউবা মাঠে চারিপাশে ফিতা নিয়ে রাউন্ড গুলো ঠিক করছে। আবার কেউবা বাস কেটে গোল পোস্ট তৈরি করছে।তাদের এই কর্মকান্ড দেখে আমার খুবই ভালো লাগছিল। মনে মনে ভাবলাম ওদের সাথে একটু হাতে হাতে কাজ করে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। যেই ভাবা সেই কাজ চায়ের দোকানে না যে নেমে পড়লাম মাঠে আর ওদের সাথে কাজ করতে শুরু করলাম।
তারিখ:১৬.০৭.২০২৩
সময়:১১.১২মিনিট
ওরা আমাকে বলল দাদা, দ্রুত কাজ শেষ করতে হবে বিকাল বেলাতে খেলা হবে। আমিও একটি অবাক হয়ে গেলাম কারণ এত দ্রুত যে খেলা হবে আমি কল্পনাও করতে পারেনি। কিন্তু ওরা একটু দুশ্চিন্তায় ছিল কারণটা হল খেলা পরিচালনা করার জন্য লোক ছিল না। আমি সাথে সাথে তাদের দুশ্চিন্তাটা মুক্ত করে দিলাম আমি বললাম যে আমি খেলা পরিচালনা করব। কাজ করতে করতে আমাদের প্রায় দুপুর তিনটা বেজে গিয়েছিল। তাড়াতাড়ি শেষ করে আমরা বাড়িতে চলে গেলাম কারণ বিকাল পাঁচটা হতেই শুরু হতে যাচ্ছে আমাদের মাঠে ফুটবল খেলার উদ্বোধন। যাইহোক আমি বাড়ি এসে স্নান করে তাড়াতাড়ি দুটো খেয়ে মাঠে চলে গেলাম। দেখতে পেলাম মাঠের চারিপাশে দর্শক কানায় কানায় ভরে গেছে। কারণ আগেই বলেছি ফুটবল মানেই একটি উত্তেজনামূলক খেলা যার প্রত্যেকটা মুহূর্ত খুব উত্তেজনার মধ্যেই কাটাতে হয়। আমার মনে হয় একমাত্র ফুটবল খেলা সব শ্রেণীর মানুষ পছন্দ করে। যাইহোক একটু পরে মাঠে দুই দল কে নামিয়ে মাঠের মিডিল পয়েন্টে বলটি রেখে আমি বাঁশি বাজাতেই শুরু হয়ে গেল ফুটবল খেলা।
ক্যামেরা পরিচিতি:oppo
ক্যামেরা মডেল :oppo A53s 5G
ক্যামেরার দৈর্ঘ্য: 3.37mm
তারিখ:১৬.০৭.২০২৩
সময়:৫.১১মিনিই
মাঠের চারিপাশ থেকে শুধু চিৎকার আর চিৎকার সত্যি ই খুব ভালো লাগছিল। মাঠে যদি দর্শক থাকে তাহলে প্লেয়ারদের খেলতেও খুব ভালো লাগে। খেলাধুলা আমাদের প্রত্যেকেই করা উচিত কারণ এই খেলাধুলার মধ্যে যদি থাকা হয় তাহলে যুবকরা আর বাজে কোন নেশায় আকৃষ্ট হবে না। যাই হোক এলাকার ছোট ভাইরা এলাকার মাঠে একটি ফুটবল আয়োজন করেছে। এটি আমার কাছে খুবই ভালো লেগেছে আর আমাদের এলাকার প্রত্যেক ব্যক্তি খুব খুশি হয়েছে এই ফুটবল খেলার আয়োজন করেছি বলে।
ঠিক বলেছেন ভাইয়া বর্ষাকাল আসলেই ফুটবল খেলা শুরু হয়। ঝিরিঝিরি বৃষ্টিতে ভিজে খেলতে কিন্তু অনেক ভালো লাগে। আমাদের এখানেও কিছু আগে ফুটবল খেলা হয়েছিল।আমিও মাঠে গিয়ে খেলা উপভোগ করেছিলাম। দর্শক হয়ে খেলা দেখতে অনেক ভালো লাগে। আপনার পোস্ট পড়ে ভালো লাগলো। ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ দিদি।
আসলে নতুন করে খেলার আয়োজন করতে হলে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হয়। তারপরও বিষয়টা ভালো যে আপনারা দ্রুততার সাথে মাঠ তৈরি করতে পেরেছেন। আর ছোট গোলপোস্টে এই ধরনের খেলা গুলো আমারও খুবই ভালো লাগে।
ধন্যবাদ দাদা, সময় করে আমার পোস্টটি দেখার জন্য।