লেবেল ৪ হতে আমার অর্জন- BY @saikat890

in আমার বাংলা ব্লগ6 months ago (edited)

হ্যালো বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন?আশা করি, আপনারা সবাই ভাল আছেন সুস্থ আছেন। দেখতে দেখতে আমি লেভেল ৪ এ পৌঁছে গেছি। আর এটাই আমার শেষ রিটেন পরীক্ষা। এযাবৎকাল আমি প্রফেসরদের সহযোগিতায় স্টিমেট সম্পর্কে অনেক নতুন নতুন বিষয় সম্পর্কে জানতে পেরেছি। যাইহোক লেভেল-৪ থেকে যা যা জানতে পেরেছি ওই বিষয় গুলো নিয়ে যতটা সম্ভব আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি।

IMG20231225022827-01.jpeg


(০১)p2p কি?

উওর:P2P এর ফুল ফর্ম হচ্ছে person to person. p2প ট্রান্সফার বলতে কারো স্টিমিট একাউন্ট থেকে অন্য কারো স্টিম একাউন্ট এ সরাসরি Steem, SBD বা TRX ট্রান্সফার করাকে বোঝায়।


(০২) p2p এর মাধ্যমে আপনার steemit account হতে @level4test account এ 0.001 SBD সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

উওর: প্রথমে আমার এস্টিমেট টয়লেটে লগইন করব এরপর SBD অপশনের সংখ্যার পাশে ড্রপ ডাউন অপশন আছে সেখানে সিলেট করব।To এর ঘরে level4test একাউন্ট লিখবো। amount এর ঘরে 0.001 লিখবো,memo এর ঘরে করন লিখবো এরপর নেক্সট বাটনে ক্লিক করব।এরপরে নতুন ট্যাব আসবে সেখানে সবকিছু ঠিক আছে কিনা তা দেখে ওকে বাটনে ক্লিক করব। তারপরে অ্যাক্টিভ কি দিয়ে কনফার্ম করে ট্রান্সফার কমপ্লিট করব।

Screenshot_2023-12-24-13-44-32-82_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

Screenshot_2023-12-24-13-46-06-80_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

Screenshot_2023-12-24-13-46-18-06_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

(০৩)p2p এর মাধ্যমে আপনার steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.001 steem সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

উওর:: প্রথমে আমার স্টিম ওয়ালেটে লগইন করব এরপর steem অপশনের সংখ্যার পাশে ড্রপ ডাউন অপশন আছে সেখানে সিলেক্ট করব।To এর ঘরে level4test একাউন্ট লিখবো। amount এর ঘরে 0.001 লিখবো,memo এর ঘরে করন লিখবো এরপর নেক্সট বাটনে ক্লিক করব।এরপরে নতুন ট্যাব আসবে সেখানে সবকিছু ঠিক আছে কিনা তা দেখে ওকে বাটনে ক্লিক করব। তারপরে অ্যাক্টিভ কি দিয়ে কনফার্ম করে ট্রান্সফার কমপ্লিট করব।

Screenshot_2023-12-24-16-01-57-32_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

Screenshot_2023-12-24-16-02-59-65_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

Screenshot_2023-12-24-16-03-10-51_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

(০৪)p2p এর মাধ্যমে আপনার steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ0.001 TRX সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

উওর: প্রথমে আমার স্টিম ওয়ালেটে গিয়ে TRX এর সংখ্যার পাশে ড্রপ ডাউন থেকে ট্রান্সফার ক্লিক করব। এরপর To ঘুরে level4test দিলে দেখব যে সেই অ্যাকাউন্টের TRX adress করা আছে। তাই কোন সমস্যা হবে না। যদি একাউন্টের সাথে TRX adress এড করা না থাকে। তাহলে ওই অ্যাকাউন্টের TRX adress টি to ঘরে দিতে হবে। Amount এর ঘরে0.001 লিখবো,memo ঘুরে কারণ লিখব। নেক্সট বাটনে ক্লিক করলে নতুন ট্যাব আসবে। সেখানে দেখব সবকিছু ঠিক আছে কিনা সব ঠিক থাকলে ওকে করে Tron account এর প্রাইভেট কী দিয়ে ট্রান্সফার কমপ্লিট করব।

Screenshot_2023-12-24-16-58-18-44_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

Screenshot_2023-12-24-17-12-18-70_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

Screenshot_2023-12-24-17-12-38-80_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

(০৫)Internal market এ 0.1 SBD কে steem এ convert করুন।এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

উওর:স্টিম ওয়ালেটে লগ ইন করে প্রোফাইলের একদম উপরের দিকে ডানপাশে থ্রি লাইন এ ক্লিক করে ওখান থেকে currency market এ যাবো। এরপর buy steem এ গিয়ে প্রাইস দেখে বুঝে price এর ঘরে প্রাইস লিখবো Total এর ঘরে 0.1 লিখলে কত steem পাচ্ছি সেটা amount এর ঘরে চলে আসবে। সব আরেকবার দেখে নিয়ে BUY STEEM এ ক্লিক করবো।

IMG_20231224_172642.jpg

Screenshot_2023-12-24-17-25-21-86_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

(০৬)poloniex exchange site এ একটি Account create করুন।

উত্তর: প্রথমে poloniex অফিশিয়াল পেইজ আসবে উপরে ডান পাশে sing up, log in লেখা থাকবে। আমি sing up ক্লিক করব। Sing up এ ক্লিক করলে নতুন একটি সারফেস আসবে। সেখানে email address এর ঘরে আমি যে ইমেইল ব্যবহার করতে চাই, সেটা দিবো। আমার পছন্দমতো একটি স্ট্রং password দিয়ে আবার confirm password এ পুনরায় সেই পাসওয়ার্ড কনফার্ম করব। এবার captcha varify করব। terms & conditions মেনে চলবো বলে টিক দিয়ে sign up বাটনে ক্লিক করব। মেইলে একটি কোড আসবে, সেই কোড ব্যবহার করে ভ্যারিফিকেশন কমপ্লিট করার মাধ্যমে আমার পলোনিক্স একাউন্ট ওপেন করা সম্পন্ন হবে।


(০৭) আপনার steemit অ্যাকাউন্ট হতে poloniex exchange site এ steem transfer করুন।

উওর: পলোনিক্স একাউন্ট এ লগিন করে wallet এ গিয়ে deposite এ ক্লিক করবো।সার্চ এ steem লিখে steem ক্লিক করব। এবারে adress আর memo কপি করে নিবো। আমার স্টিমিট ওয়ালেটে এ লগ ইন করে steem এর ড্রপডাউন থেকে transfer ক্লিক করে নতুন ট্যাবে to এর জায়গায় copy করা adress, amount এর ঘরে কত একাউন্ট ট্রান্সফার করতে চাই সেটা লিখবো, memo এর ঘরে copy করা memo লিখে next বাটন ক্লিক করব। সাথে সাথে মেইল কনফার্মেশন চলে আসবে। আবার poloniex এর activity page এ গিয়েও কনফার্ম হতে পারবো যে ট্রান্সফারটি সুসম্পন্ন হয়েছে কি না।

(০৮)আপনার Steemit অ্যাকাউন্ট হতে Poloniex Exchange site এ TRX Transfer করুন।

উত্তর : প্রথমে পলোনিক্স একাউন্ট এ ওয়ালেট থেকে deposit ক্লিক করব। সার্চ অপশন থেকে TRX সার্চ করলে নিচের TRX লেখার উপর ক্লিক করব। Deposite on TRON (TRC 20) তে ক্লিক করব। তারপর adress টা কপি করে নিয়ে স্টিমিট ওয়ালেটে লগ ইন করে TRX এর পাশ থেকে Transfer এ যাবো। Switch to tron account লেখাটায় ক্লিক করার পরে To তে কপি করে রাখা এড্রেস টা দিবো। amount এর ঘরে এমাউন্ট লিখে next বাটনে ক্লিক করবো। সবকিছু ঠিক আছে কিনা চেক করে Tron account privet key দিয়ে ট্রান্সফার কমপ্লিট করব।

Screenshot_2023-12-25-00-23-36-27_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

Screenshot_2023-12-25-00-31-43-00_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

IMG_20231225_002946.jpg

Screenshot_2023-12-25-00-28-24-55_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

Screenshot_2023-12-25-00-28-54-78_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

(০৯)Poloniex Exchange site এ আপনার Steemit Account হতে প্রেরিত Steem এবং TRX কে USDT তে Exchange করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

উত্তর :steem কে usdt তে exchange:-

পলোনিক্স একাউন্ট এর Trade এ ক্লিক করে spot এ ক্লিক করবো। সার্চ অপশন থেকে steem সার্চ করে বিভিন্ন অপশন থেকে steem/usdt pair টা সিলেক্ট করবো। এবার sell এ ক্লিক করে price & amount লিখে sell steem এ ক্লিক করব।

IMG_20231225_013916.jpg

IMG_20231225_014059.jpg

Screenshot_2023-12-25-01-31-47-78_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

TRX কে USDT তে Exchange:-

উওর:পলোনিক্স একাউন্ট এর Trade এ ক্লিক করে spot এ ক্লিক করবো। সার্চ অপশন থেকে trx সার্চ করে বিভিন্ন অপশন থেকে trx/usdt pair টা সিলেক্ট করবো। এবার sell এ ক্লিক করে ভালো ভাবে price & amount লিখে sell trx এ ক্লিক করবো।তাহলে TRX গুলো usdt তে convert হয়ে যাবে।

IMG_20231225_014208.jpg

IMG_20231225_014322.jpg

Screenshot_2023-12-25-01-37-08-44_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

এর মাধ্যমেই আমার লেভেল ০৪ এর লিখিত পরীক্ষা শেষ হলো। সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন সৃষ্টিকর্তার কাছে এটাই প্রার্থনা করি।

Sort:  
 6 months ago 

লেবেল চার প্রতিটা ইউজারের জন্য অনেক গুরুত্বপূর্ণ কেননা এখানে ট্রান্সফার সম্পর্কে বেশি ধারণা দেওয়া হয়। আপনি প্রতিটা টপিক সুন্দরভাবে তুলে ধরেছেন পরবর্তী লেভেলের জন্য শুভকামনা রইল ভাই।

Posted using SteemPro Mobile

 6 months ago 

ধন্যবাদ দাদা

 6 months ago 

ধন্যবাদ আপনাকে। বিষয়গুলো মোটামুটি ভালোই বুঝতে পেরেছেন আপনার পোস্ট থেকে সেটা বুঝতে পারলাম। আশা করি অতি দ্রুত লেভেল ফাইভ পাস করে ভেরিফাইড মেম্বার হয়ে যাবেন।

 6 months ago 

আপনার পোস্টারে ধারাবাহিকতা থেকে বোঝা যাচ্ছে আপনি বেশ ভালোভাবে লেভেল ফোর নিজের আয়ত্তে নিতে পেরেছেন, আশা করি আপনি খুব শীঘ্রই একজন ভেরিফাইড মেম্বার হিসেবে আমাদের সাথে যুক্ত হবেন আপনার জন্য শুভকামনা।

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.12
JST 0.029
BTC 66548.53
ETH 3594.05
USDT 1.00
SBD 2.91