গ্রাম বাংলার পেইন্টিং

in আমার বাংলা ব্লগ9 months ago (edited)

হ্যালো বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন?আশা করি,আপনারা সবাই ভাল আছেন সুস্থ আছেন। আজ আমি আপনাদের মাঝে একটি গ্রাম বাংলার পেইন্টিং উপস্থাপন করছি।আমি তেমন একটা ভালো ছবি অঙ্কন করতে পারিনা কিন্তু তারপরও চেষ্টা করেছি সুন্দর করার। সেদিন হঠাৎ করে ছবি অঙ্কন করেছিলাম। আমার ভাগ্নে ছবি আঁকতে খুব ভালোবাসে। আর সেদিন আমাকে বলল যে তাকে ছবি এঁকে দিতে হবে। তাই আমি ভাগ্যের কথা রাখার জন্য ভাগ্নের রং পেন্সিল দিয়েই ছবি আঁকতে বসে গেলাম। আর ভাবলাম যদি এটি আপনাদের সাথে ভাগ করে নেওয়া যায় তাহলে আরো ভালো হবে।আশা করি, আমার আঁকা ছবিটি আপনাদের ভালো লাগবে তাই বিলম্ব না করে আমার পোস্ট লেখাটি শুরু করছি।

IMG20231221131711.jpg


উপকরণ:

০১: সাদা কাগজ
০২:রং পেন্সিল
০৩:স্কেল
০৪:জেল কলম

ধাপ:০১

প্রথমে একটি সাদা কাগজ নিলাম এরপর জেল কলম এবং স্কেলের সাহায্যে দুটো ঘর তৈরি করলাম।

IMG20231221131301.jpg

IMG20231221114546.jpg

IMG20231221113925.jpg

ধাপ:০২

এরপর ঘর দুটির পিছন সাইডে বড় একটি গাছ অংক করলাম।
IMG20231221115020_BURST000_COVER.jpg

ধাপ:০৩

দুটো ঘরের পাশে একটি নারকেল গাছ অঙ্কন করলাম।
IMG20231221115732.jpg

ধাপ:০৪

এরপর ছোট করে গাছের আবরণ সৃষ্টি করলাম এবং পাহাড় অঙ্কন করলাম।
IMG20231221120333.jpg

IMG20231221115943.jpg

IMG20231221120207.jpg

ধাপ:০৫

এরপর একটি নদী আঁকলাম এবং নদীর মাঝে নৌকায় করে জেলেরা জাল পেতে মাছ শিকার করছে সে চিত্রটি অঙ্কন করলাম এবং নদীর সাইডে রাস্তা করলাম।

IMG20231221120512.jpg

IMG20231221120613.jpg

IMG20231221121322.jpg

ধাপ:০৬

জেল কলম দিয়ে আপাতত অঙ্কন শেষ করলাম এরপর এগুলোর রং দেওয়ার পালা তাই প্রথমে আমি নীল আকাশ এবং মেঘ করলাম। নীল আকাশের বুক চিরে ডানা মেলে উড়ে যাচ্ছে কিছু পাখি।
IMG20231221123028.jpg

ধাপ:০৭

এরপর গাছগুলোতে সবুজ কালার করলাম। ঘর গুলোতে হালকা করে লাল কালার করে দিলাম খুব সুন্দর লাগছিল।
IMG20231221124334.jpg

IMG20231221124558.jpg

IMG20231221125855.jpg

IMG20231221124643.jpg

ধাপ:০৮

এরপর পাহাড়ে এবং হালকা নীল এবং সবুজ কালার মিশিয়ে তৈরি করে ফেললাম নদীর জল।

IMG20231221131711.jpg

IMG20231221131059.jpg

IMG20231221130441.jpg

IMG20231221130944.jpg

ধাপ:০৯

একে একে প্রত্যেকটি ধাপ আমার কালার করা হয়ে গেল এবং ফাইনালি আমার অঙ্কন করা ছবির কিছু ফটোগ্রাফি করলাম। নিজের তৈরি ছবির সাথে একটি সেলফি নিলাম এবং নিজের স্বাক্ষর এবং ডেট লিখলাম।
IMG20231221131717.jpg

IMG20231221131835.jpg

IMG20231221131215.jpg

IMG20231221131120_BURST000_COVER.jpg
ক্যামেরা পরিচিতি:oppo
ক্যামেরা মডেল:oppo A 79 5G
ক্যামেরা দৈর্ঘ্য:4.05mm
তারিখ:২১.১২.২০২৩
সময়:০১.১৭মিনিট

আজ এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সৃষ্টিকর্তার কাছে এটাই প্রার্থনা করি।

Sort:  
 9 months ago 

ভাইয়া প্রথম লেখা বেশি বোল্ড হয়ে গিয়েছে চেষ্টা করবেন মিডিয়াম রাখার। যাই হোক আপনি খুব সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং শেয়ার করেছেন। আপনার এই পেইন্টিং আমার কাছে খুব ভালো লেগেছে। এই ধরনের পেইন্টিং করতে আমার খুব ভালো লাগে। তবে কালারের ফিনিশিংটা আরেকটু সুন্দর করার চেষ্টা করবেন। ধন্যবাদ এত সুন্দর প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 9 months ago 

গ্রাম বাংলার পেইন্টিং আসলেই আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এধরনের গ্রামীন পরিবেশ গুলো দেখলে মুগ্ধ হয়ে যাই। রং করাতে দেখতে আরো বেশি আকর্ষণীয় লাগতেছে। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

 9 months ago 

গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের দারুন দৃশ্য অংকন করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। এই ধরনের দৃশ্যগুলো অঙ্কন করলে দেখতে খুবই ভালো লাগে। নদীতে নৌকা চলা এবং আকাশে পাখি ওড়ার দৃশ্যটি দেবার কারণে এটা আমার কাছে আরো ভালো লেগেছে।

 9 months ago 

আজকে আপনি অসাধারণ একটি পেইন্টিং করেছেন, গ্রাম বাংলার পেইন্টিং এটা আমার ভীষণ ভালো লাগলো। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। দুর্দান্ত ছিল আপনার হাতের পেইন্টিং।

Posted using SteemPro Mobile

 9 months ago 

খুবই সুন্দর একটি পেইন্টিং তৈরি করে শেয়ার করেছেন৷ এই পেইন্টিংটি আপনার কাছ থেকে দেখতে পেরে খুবই ভালো লাগলো৷ এই পেইন্টিং তৈরি করতে আপনি অনেক কষ্ট করেছেন৷ কারণ পেইন্টিং তৈরি করতে অনেক সময় এর প্রয়োজন হয় এবং অনেক কষ্ট করতে হয়৷ একবার যদি এদিক সেদিক রঙ পরে যায় তাহলে তা নষ্ট হয়ে যায়৷ আপনি খুবই ভালোভাবে এটি তৈরি করেছেন৷ অসংখ্য ধন্যবাদ৷

 9 months ago 

আপনার গ্রাম বাংলার পেইন্টিংটি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম আসলে আমার কাছে গ্রাম বাংলার এই ধরনের পেইন্টিং অনেক ভালো লাগে। পেইন্টিং এর কালার কম্বিনেশনটা অনেক দারুন ছিল। প্রতিটি ধাপ খুব সুন্দরভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর একটি পেইন্টিং আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 9 months ago 

বাহ্ দারুণ একটা প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং আর্ট করছেন।এইরকম গ্রাম বাংলার পেইন্টিং দেখলে খুবই ভালো লাগে। আপনার তৈরি করা পেইন্টিং টি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 9 months ago 

খুব সুন্দর গ্রাম বাংলার একটি পেইন্টিং করেছেন আপনি। গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্য সত্যি সুন্দর আপনিও খুবই সুন্দরভাবে আর্ট করেছেন এবং রং দিয়ে ফুটিয়ে তুলেছেন। আমার কাছে বেশ ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 9 months ago 

আপনার ছবিটা মোটামুটি ভালোই হয়েছে। তবে রেগুলার আঁকতে শুরু করলে আপনার ছবি আঁকার দক্ষতা আরও ভালো হবে। ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 59789.86
ETH 2418.86
USDT 1.00
SBD 2.43