শিশির বিন্দুর ছবি | | আমার বাংলা ব্লগ | | ২৫-০৬-২০২১

  • আসসালামু আলাইকুম


  • আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে আমার তোলা কিছু শিশির বিন্দুযুক্ত ছবি শেয়ার করবো। তো চলুন দেরি না করে শুরু করা যাক।

    20210415_075347.jpg


    এই ছবিটি আমি তুলেছিলাম আমাদের গ্রামের পাশে এক ধানক্ষেত থেকে। সকাল বেলা ঘুম থেকে উঠে বাইরে এসে দেখি প্রকৃতি তার অপরূপ রূপে রূপান্তিহ হয়ে আছে।ছোটো একটা শিশির বিন্দু আটকে আছে ধান গাছের পাতার ওপর।

    20210413_173406.jpg


    এই ছবিটিও সকাল বেলা গ্রামের পাশের ধানক্ষেত থেকে সংগ্রহ করা হয়েছে। ধানগাছ গুলো দাঁড়িয়ে আছে এবং একটি গাছের কোনায় শিশির বিন্দু লেগে আছে। দেখতে ভালোই লাগে।

    20210317_073322.jpg


    এই ছবিটি একটু বেশি জুম করে তোলা হয়েছিলো যার কারণে একটু ফেটে গেছে। ছবিটিতে সকালের মিষ্টি রোদ স্পষ্ট দেখা যাচ্ছে।

    20210528_111310.jpg


    পেপে গাছের পাতায় শিশির বিন্দু লেগে আছে।
    দেখতে বেশ ভালোই লাগছে। ছবিটি সংগ্রহ করা হয়েছে আমাদের বাড়ির পাশের একটি পেপে গাছ থেকে।

    20210622_083806.jpg


    এই ছবিটি আমাদের পটলক্ষেত থেকে সংগ্রহ করা হয়েছে। পটলক্ষেতে অনেক ঘাস গজিয়েছে। সকালে পটল তোলার সময় দেখি যে ঘাসে শিশির বিন্দু লেগে আছে। তাই ছবিটি তোলা



    তো বন্ধুরা এই ছিলো আমাদের আজকের পোষ্ট। আশা করি আপনাদের ভালো লেগেছে।



    ধন্যবাদ সবাইকে🖤🖤🖤

    Sort:  

    অনেক সুন্দর হয়েছে ছবিগুলো

    ধন্যবাদ

     4 years ago 

    খুব সুন্দর ছবি তুলেছেন এবং ভাল লিখেছেন শুভেচ্ছা রইল আপনার জন্য।

    ধন্যবাদ

    Coin Marketplace

    STEEM 0.29
    TRX 0.27
    JST 0.044
    BTC 101735.14
    ETH 3679.67
    SBD 2.59