ফুলের আলোকচিত্র | | আমার বাংলা ব্লগ | | ২৭-০৬-২০২১
হ্যালো বন্ধুরা,
আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে আমার তোলা কিছু ফুলের ছবি শেয়ার করবো। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক।
বাবই শাকের ফুল। দেখতে অনেকটা সূর্যমুখী ফুলের মতো শুধু আকারে একটু ছোটো।
এই ফুলের নাম আমার সঠিক জানা নাই। ছবিটি আমি বনভোজনে গিয়ে পাহাড়পুরে তুলেছিলাম।
এটা হলো কদুর ফুল। আমাদের বাড়ির পাশে একটি জমিতে কদু চাষ করেছি আমরা। কদুর ফুলের ছবিটি সেখান থেকেই সংগ্রহ করেছি।
এগুলো সরষে ফুল। এই ছবিটি অনেক আগের তোলা। সরষে ক্ষেত থেকে এই ছবিটি সংগ্রহ করা হয়েছে।
তো বন্ধুরা এই ছিলো আমাদের আজকের পোষ্ট। আশা করি আপনাদের ভালো লেগেছে।
ধন্যবাদ সবাইকে🖤
সুন্দর হয়েছে আপনার ছবিগুলো ধন্যবাদ সেগুলো শেয়ার করার জন্য।
ছবিগুলো অনেক সুন্দর হয়েছে, ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।