একদিনে প্রায় ১ টাকার অর্ডার এর ফিল|| 10% Beneficiaries shy-fox
আমার অন লাইনে ১ দিনে প্রায় ২ লাখ টাকার বেশিও অর্ডার পেয়েছিলাম। আমার এখন প্রায় ১৩ লাখ টাকা সেল আপডেট ছুই ছুই। তবে অনলাইন সেল গুলা একটু ভিন্ন। দেখা যায় অর্ডার নাই হুট করে অনেক গুলা হতে পারে।
গত কাল খুব ব্যস্ত ছিলাম আগের অর্ডার এর ডেলিভারি দেয়ার জন্য।রাতে হুট করেই অর্ডার পরা শুরু হয়ে গেল। আলহামদুলিল্লাহ সব কিছু আল্লাহ থেকেই হয়। গত কাল এর একটা খারাপ লাগা শেয়ার করি। আমার খুব কাছের একজন মানুষ। নিজের বাবার মতন সম্মান করি। কোন কারন ছাড়াই তার সাথে আমার তেমন কথা হয় না। এক ছোট ভাই কাল এসে আমায় বলতাছে ভাই উনি আপনাকে নিয়ে একটা বাজে মন্তব্য করেছে। আমি বললাম কি ? ও আমায় বল্লো আপনার যে শাল এর রিভিউ দিয়েছে এক আপু অনার ফেসবুকে এটা আসার পরে উনি বলতাছে যে এটা হুদাই অয় এগুলা বানাইয়া বানাইয়া নেয়। এটা ছোট ভাই এমন সময় বলেছে তখন মা ছিল। মা বল্লো অনাকে বলিস উনি যে এই কথা বলেছে যদি আমার ছেলের অন লাইনে সেল না থাকতো তাহলে এই বাসায় যে থাকি তার ভাড়া কে দেয় উনি। আসলে মাঝে মাঝে অবাক লাগে কি যখন খারাপ সময়ে মানুষ গুলাকে পাওয়া যায় না, কিন্তু তারাই দিন শেষে ভালো কিছু দেখলেও হিংসে করে।
কাল একটু অন্যরকম লেগেছিল সত্যি। আমার মায়ের অবস্থা যখন খুব খারাপ ছিল আমি হাস্পাতাল। ৩ দিনে ৪০ হাজার টাকা চলে গেছিল এমন বাজে সময় গেছিল। এটা চিকিৎসার লাস্ট এর দিকে। ততোদিনে প্রায় ১১ লাখ টাকা খরচ হয়ে গেছিল মায়ের পিছনে। আমার হাত ফুল ফাকা ছিল। সকালে আমাকে একটা টেস্ট দিল ৮ হাজার টাকা গেল সেটা আমি করাই অনেক কষ্ট করে। এর পরে রিপোর্ট দেখেই ডাক্টার আবার একটা টেস্ট লিখে দেয় যা ৮৫০০ টাকা লাগবে। আমার পকেটে ছিল ৫০০ টাকা। আমি এক সাইডে যেয়ে খুব কান্না করতাছিলাম। মায়ের মেরুদন্ড এর হাড়েও সমস্যা হয়ে গেছিল ক্যান্সার ছড়িয়েছে কিনা তা চেক করার জন্য। আমি না পাগলের মতন কান্না করতাছিলাম এটা ভেবে যদি হাড়ে ক্যান্সারটা ছড়িয়ে যায় তাহলে মাকে আর বাচাতে পারবো না। আর এত টাকাও বা এবার কই পাবো। আফসোস যখন ভালো সময় ছিল সবাই আমাকে আমার মাকে বলতো টাকা লাগলে বইলেন এখন তারাও টাকা দিতে নারাজ। আমি খুব কান্না করছিলাম ফ্যামিলি যারা ছিল কেউ সাপর্ট ও করছে না। আমি টাকার জন্য মায়ের টেস্ট করাতে যেতে পারছিলাম না। কিন্তু আমার আত্মীয়রা অনেকেই আছে তারা চাইলেও দিতে পারে। আমি চুপ করে আছি আর দেখছি সবার খেলা। হুট করে আমার এক বন্ধু অই হাস্পতালে কাজ করে ও আমাকে ডেকে টাকা দিয়ে বলে আমি আছি তো যা আন্টির আগে টেস্ট টা করিয়ে আয়। আমি কোন দিন আমার অই বন্ধুর ঋন শোধ করতে পারবো না সত্যি। যখন আমার হাতে টাকা আসে সেই দিন টার কথা খুব মনে পড়ে। আমি আমার অই দিন এর কথা কোন দিন ভুলবো না।
দিন শেষে একটাই কথা বলবো বিপদের সময়ে পাশে না থাকতে পারলে নিতি কথা শুনাবেন না।
আমি সাইফুল ইসলাম রাজু ।
ঢাকা মোহাম্মাদপুর থেকে কাজ করি ।
মুন্সিগঞ্জ এর ছেলে ।
বাংলাদেশের একটি ফেসবুক গ্রুপ উইমেন ই-কমার্সে কাজ করি।
ঢাকা মোহাম্মাদপুর থেকে কাজ করি ।
মুন্সিগঞ্জ এর ছেলে ।
বাংলাদেশের একটি ফেসবুক গ্রুপ উইমেন ই-কমার্সে কাজ করি।
অনলাইনে বিজনেস এর আইডিয়া আপনার পোস্ট গুলো পড়ে অভিজ্ঞতা নেয়া উচিত। আর কাছের মানুষগুলো যখন আড়ালে সমালোচনা করে তখন খারাপ লাগে।তবে মানুষ চিনে রাখা যায়।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।
এই কথাটা আজকাল আমার মাঝেমধ্যে অনেকের মুখের উপরে বলতে ইচ্ছে করে ভাই। বিপদে থাকবেনা জীবনেও। হ্যা থাকবে খোঁটা দিতে, কোথাও ভুল তা নিয়ে কথা শুনাইতে কিন্তু সাহায্যের বেলায় তাদের দুরবিন দিয়স খুঁজে পাওয়া মুশকিল।
আল্লাহ আপনাকে এবং আপনাকে আম্মুকে ভালো রাখুক, অবশ্যই ভাবিকেও।
ইনশাল্লাহ।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু অনেক সুন্দর একটি মন্তব্য করেছে।
আপনার পুরো পোস্ট টি পড়ে ইমোশনাল হয়ে গেছি।যখন বিপদে পড়া যায় ঠিক তখন পাশের লোক গুলও তাদের চোখ গুলোকে চিনিয়ে যায়।তবে হ্যা বন্ধু হলে আলাদা ব্যাপার যদি হয় সত্যিকারের বন্ধু।যাক তাও ভালো লাগলো আপনার মায়ের টেস্ট করতে পারছেন আপনি।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ অনেক সুন্দর মন্তব্য করেছেন।
আসলে বিপদে না পড়লে মানুষ চেনা যায় না মানুষের আসল চেহারা তখনই দেখা যায় যখন কেউ বিপদে পড়ে ।এজন্যই কথায় আছে বিপদে আসল বন্ধুর পরিচয়। আপনার পোস্টটি পড়ে খুবই খারাপ লাগলো আপনার ঐ সময়ের কথা মনে পড়ে। শুভকামনা রইল ভবিষ্যতে যেন এরকম বিপদে আর কখনো পড়তে না হয়। আপনার চাদরের কালেকশনগুলো সুন্দর ভাইয়া। ধন্যবাদ আপনাকে।
একদম তাই বিপদে পড়লে আসল বন্ধু কে তাকে চেনা যায়।
আপনার প্রতিটি পোস্ট ভালবাসা ও আবেগ মাখানো। থাকে আলন জনের প্রতি ভালবাসা। আপনার এই পরিশ্রম দেখে সত্যি আমি অনুপ্রেরণা পাই কিভাবে ধৈর্য ধরে থাকতে হয়। আমাদের আশে পাশে এমন অনেক লোক আছে যারা আপনাকে সহযোগিতা তো দূরে থাক আপনার ক্ষতি করার জন্য ঊঠে পরে লেগে থাকে। মায়ের প্রতি আপনার এই ভালবাসা দেখে আপনার প্রতি সম্মান বেড়ে গেছে বহু গুনে সব ঘরে ঘরে মায়ের কোলে এমন সন্তান জন্ম নিক। ধন্যবাদ ভাই।
আপনার কমেন্ট পড়ে আমি নিজেই ইমোশনাল হয়ে গেলাম আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর গোছালো কমেন্ট করার জন্য।
এই কথাটা সত্যি যে বিপদে পড়লে মানুষ চেনা যায়,সুসময়ে যারা পাশে থাকে তারাই প্রকৃত বন্ধু ।
অনেক অনেক ধন্যবাদ ভাই আমাদের মাঝে এত সুন্দর একটা গল্প শেয়ার করার জন্য। ভালোবাসা অবিরাম। 💓💓💓
আসলেই তাই প্রিয় ভাই আমার।
সত্যি কথা বলতে ভাইয়া এখনকার সমাজে মানুষ মানুষের উন্নতি দেখতে পারেনা, কেউ ভালোভাবে চলছে কেউ ভালো কিছু করতে পারছে এই জিনিসগুলা সহ্য করার মত মানুষ খুব কমই আছে।
যাইহোক আপনার প্রতিটা কাজের মধ্যে আমার মন
থেকে দোয়া রইল,
শাল গুলো কিন্তু খুব সুন্দর ছিল আপু কে ও খুব সুন্দর মানিয়েছে। অনেক শুভকামনা রইল আপনাদের জন্য।
আপু আপনি অনেক সুন্দর কমেন্ট করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ।
বাহ! মডেল আপু তো অনেক সুন্দর মাশাল্লাহ। মা এর জন্য অনেক দোয়া রইলো ভাইয়া। সবটা পড়ে খারাপ লাগলো যে, মানুষ এখন মানুষের উন্নতি সহ্য করতে পারেনা, খারাপ সময়ে পাশে থাকবেনা কিন্তু হিংসা করে খোঁচা ঠিকি দিয়ে যায়। আমি আপনাকে বলবো, পাছে লোকে কিছু বলবেই, এসব মনে রাখবেন না৷ আপনার কাজ আপনি করে যান। দিন শেষে কিছু মানুষ আছে যাদের জন্য আপনি একজন 'আদর্শ'। আপনার সেই বন্ধুর প্রতি অনেক শ্রদ্ধা রইলো। ধন্যবাদ ভাইয়া।
আপনি সবসময় সেরা কমেন্ট করে থাকেন আপনার জন্য অনেক অনেক দোয়া রইল।