DIY এসো নিজে করি-|| সাপের ছবি অংকন || ১০% বেনিফিট @shy-fox এর জন্য।

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

সবার সুস্থতা কামনা করছি


আজকের অংকন টা একটু ভিন্ন ভাবে দিলাম। আমি বিশ্বাস করি কেউ প্রথম থেকেই ভালো করে না চেষ্টা করতে করতেই ভালো করে। অনেক কিছু অংকন করেছি তবে আজকের অংকন টা নিজের ক্রিয়েশন বলবো। কারন এটা আমি কোথাও থেকে দেখে অংকন করি নাই। জানি না কেমন হয়েছে তবে চেষ্টা করবো সামনে আরো ভালো কিছু আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য। যারাই এই যাবত ভালো করেছে কেউ প্রথমেই ভালো করে নাই অনেক স্ট্রাগল করে এই পর্যন্ত এসেছে। আলি বাবা ডট কম এর মালিকের জীবনি টা আমার খুব পছন্দের, কারন তার জীবন টাই ছিল ব্যার্থ কিন্তু আজ কতো বড় একজন সফল্ল ব্যাক্তি তিনি, সব চেষ্টার ফল আমি মনে করি।

আমার অংকন করা ছবিটা দেই আগে


8A5D44C3-5EB6-4517-A4B3-3B624115A0E6.jpeg


👉👉উপকরন


  • A4 Size পেপার
  • পেন্সিল HB, 2B, 4B, 6B
  • পেন্সিল কাটার
  • রাবার
  • পেপার ক্লিপ।

কিভাবে অংকন করেছি ভিডিও লিংক দিয়ে দিচ্ছি।


আমি চেষ্টা করবো সব ধরনের অংকন গুলি ভিডিও করে দেয়ার জন্য।

ছবির কিছু


সাপের ছবি টা হুট করে মাথায় আসলো তাই অংকন করে ফেললাম। আর সাপেরে মাথায় একটা মনি অংকন করেছি। যেটা আসলে মজা করেই করেছি কারন আমরা সাপের মুভি দেখলে যেটা দেখি নাগীনের মাথার মনি টা চুরি করা নিয়ে যত যামেলা তাই ফান করেই করেছি।


1F50EEB9-8B98-4155-BA94-5E29F8570F9E.jpeg

ফটোগ্রাফারঅবস্থানডিভাইস
@saifulrajuমোহাম্মাদপুর আদাবরiphone 11 pro max

siam,.png

IMG_20210902_121242.png

আমি সাইফুল ইসলাম রাজু ।

ডিপ্লমা টেক্সটাইল ইঞ্জিনিয়ার ।
ঢাকা মোহাম্মাদপুর থেকে কাজ করি ।
মুন্সিগঞ্জ এর ছেলে ।
বাংলাদেশের একটি ফেসবুক গ্রুপ উইমেন ই-কমার্সে কাজ করি।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif

Sort:  
 3 years ago 

ভাইয়া রাত্রে যায় হোক দেখি নাই ভয় পেয়ে যেতাম। আপনি এতো সুন্দর করে সাপের ছবি অঙ্কন করেছেন ভাইয়া। যদি একটু কালার কম্বিনেশন করতেন তাহলে আরো ভালো হতো আমার মনে হয়। তাও অনেক সুন্দরভাবে উপস্থাপন করেছেন এবং আপনার কাছ থেকে আজকে প্রথম দেখলাম অংকন অনেক সুন্দর ছিল ভাইয়া।শুভকামনা রইল

 3 years ago 

হাহাহহাহহা কিসের ভয়।

 3 years ago 

ভাইয়া আপনার অংকন টি অসাধারণ হয়েছে, ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে এটি শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভাইয়া 😊

 3 years ago 

ধন্যবাদ আপু ।

 3 years ago 

ভাইয়া টাইটেল টা একটু চেঞ্জ করে নিয়েন পারলে।
আপনি অংকন কে অংন লিখেছেন।
আর আঁকাটা মাশাল্লাহ খুব ভালো হয়েছে।

 3 years ago 

ধন্যবাদ প্রিয় বোন।

 3 years ago 

ওয়াও ভাইয়া আপনি সাপের ছবিটি অসাধারণভাবে এঁকেছেন।আপনি প্রতিটি বিষয়ে খুব দক্ষ নিজের লেখা কবিতা,এখন ড্রয়িং আপনি খুব দক্ষতার পরিচয় দিয়েছেন এবং নিখুঁত ভাবে আপনি ড্রয়িংটি একেছেন।
ভাইয়া, আপনার জন্য শুভকামনা রইল ধন্যবাদ

 3 years ago 

ধন্যবাদ আপু।

 3 years ago 

আপনি অনেক সুন্দর ছবি এঁকেছেন ভাই।আর আপনার ভিডিওটিতে খুব সুন্দর ভাবে সাপ অঙ্কনের পদ্ধতি দেখিয়েছেন।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য।

 3 years ago 

সাপের ছবিটি অসাধারণ এঁকেছেন ভাইয়া। আপনি অনেক সুন্দর অংকন করেন।
আপনার জন্য অনেক অনেক শুভ কামনা।

 3 years ago 

জাজাকাল্লাহ ভাই।দোয়া রইল।

 3 years ago 

আমি একটি মাএ প্রাণীকেই ভয় পাই। আর সেটা হলো এই সাপ। সাপটা খুব ভালো একেছেন ভাই। তবে সবচেয়ে ভালো ছিল আপনার উপস্থাপনা। আপনি আলাদাভাবে ভিডিওর মাধ্যমে আটর্টা উপস্থাপন করেছেন।

এবং সাপের মনি টনি ওসব বাজে কথা।

 3 years ago 

তাই নাকি সাপ কামড় দিবে হাহাহহাহহা।

 3 years ago 

সাপের ছবি অংকনটি অসাধারণ।আপনি প্রতিটি ধাপ সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ড্রয়িং আপনি খুব দক্ষতার পরিচয় দিয়েছেন এবং নিখুঁত ভাবে আপনি ড্রয়িংটি একেছেন।আমার খুবি ভালো লাগছে আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ সুন্দর কমেন্ট করেছেন।

 3 years ago 

অনেক সুন্দর হয়েছে ছবি অংকন মাশাল্লাহ। ভাবছি আপনার কাছ থেকে ছবি আঁকা শিখবো।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপু

 3 years ago 

বাহ খুবই সুন্দর একটি আর্ট করেছেন ভাই। সাপ এর ছবি এই প্রথম আপনি অংকন করেছেন দেখে খুবই ভালো লাগলো। এটা একটি গোকরা সাপ, এই সাপ অনেক মারাত্মক কামড় দিলে মানুস মারা যায়।যে ভাব ফোনা ধরে আছে আপনি বেঁচে আছেন তো...?🥺🥺

 3 years ago 

ধন্যবাদ সুন্দর কমেন্ট করেছেন.

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 57393.77
ETH 2439.11
USDT 1.00
SBD 2.33